Class 10

Class 10 Life Science Chapter 01 MCQ Part 02

Class 10 Life Science Chapter 01 MCQ | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় - হরমোন | MCQ Question Answer Class 10

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | প্রশ্ন ও উত্তর MCQ

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) -উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | Madhyamik Life Science Chapter 01 MCQ Question and Answer | Class 10 Life Science Chapter 01 MCQ Part 02

Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | বহু বিকল্প ধর্মী প্রশ্নউত্তর

  1. উদ্ভিদ হরমোনগুলিকে —
    a) ট্রাফিক হরমোন
    b) লোকাল হরমোন
    c) ফাইটোহরমোন
    d) প্যারাক্রিন হরমোন
    উত্তরঃ- c) ফাইটোহরমোন
  2. উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে —
    a) জিব্বেরেলিন
    b) 2,4-D
    c) সাইটোকাইনিন
    d) অক্সিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  3. একটি কৃত্রিম হরমোন হল —
    a) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
    b) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড
    c) জিব্বেরেলিক অ্যাসিড
    d) জিয়াটিন
    উত্তরঃ- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড
  4. একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকায় —
    a) অক্সিন
    b) সাইটোকাইনিন
    c) ইথিলিন
    d) জিব্বেরেলিন
    উত্তরঃ- c) ইথিলিন
  5. অক্সিনের প্রবাহ সর্বদা —
    a) ঊর্ধ্বমুখী
    b) মেরুবর্তী
    c) উভমুখী
    d) পার্শ্বমুখী
    উত্তরঃ- b) মেরুবর্তী
  6. বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন —
    a) অক্সিন
    b) সাইটোকাইনিন
    c) ইথিলিন
    d) জিব্বেরেলিন
    উত্তরঃ- d) জিব্বেরেলিন
  7. অক্সিন হল —
    a) উৎসেচক
    b) প্রাণী হরমোন
    c) উদ্ভিদ হরমোন
    d) রেচন পদার্থ
    উত্তরঃ- c) উদ্ভিদ হরমোন
  8. ইন্ডোল বর্গভুক্ত যে জৈব অ্যাসিডটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা গ্রহণ করে সেটি কোন হরমোন হতে পারে তোমার স্মৃতি থেকে মনে করো —
    a) ইথিলিন
    b) অক্সিন
    c) কাইনিন
    d) জিব্বেরেলিন
    উত্তরঃ- b) অক্সিন
  9. পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হল—
    a) অক্সিন
    b) সাইটোকাইনিন
    c) জিব্বেরেলিন
    d) 2,4-D
    উত্তরঃ- c) জিব্বেরেলিন
  10. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন টির নাম হল —
    a) অক্সিন
    b) থাইরক্সিন
    c) জিব্বেরেলিন
    d) সাইটোকাইনিন
    উত্তরঃ- a) অক্সিন
  11. অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে —
    a) IAA
    b) ABA
    c) ইথিলিন
    d) ফ্লোরিজেন হরমোন
    উত্তরঃ- a) IAA
  12. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন —
    a) ডরমিন
    b) ভারনালিন
    c) ফ্লোরিজেন
    d) রাইজোক্যালিন
    উত্তরঃ- c) ফ্লোরিজেন
  13. কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আক্সিন সংশ্লেষিত হয় —
    a) টাইরোসিন
    b) ট্রিপটোফ্যান
    c) লাইসিন
    d) সেরিন
    উত্তরঃ- b) ট্রিপটোফ্যান
  14. খর্বাকার উদ্ভদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে —
    a) সাইটোকাইনিন
    b) অক্সিন
    c) জিব্বেরেলিন
    d) ফ্লোরিজেন
    উত্তরঃ- c) জিব্বেরেলিন
  15. জিব্বেরেলিন হরমোন এর আবিষ্কর্তা হলেন —
    a) ইয়াবুতা
    b) কুরোশোয়া
    c) ভেন্ট
    d) মিলার
    উত্তরঃ- b) কুরোশোয়া
  16. প্রদত্ত কোন হরমোনটি পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় —
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) অ্যাবসেসিক অ্যাসিড
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  17. রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনটি সঙ্গে সম্পর্কযুক্ত —
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  18. শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে —
    a) NAA
    b) IBA
    c) a ও b উভয়
    d) কোনোটিই নয়
    উত্তরঃ- c) a ও b উভয়
  19. উদ্ভিদ দেহে জিব্বেরেলিন প্রবাহ —
    a) ঊর্ধ্বমুখী
    b) পার্শ্বমুখী
    c) নিম্নমুখী
    d) উর্ধ ও নিম্ন উভয়মুখী
    উত্তরঃ- d) উর্ধ ও নিম্ন উভয়মুখী
  20. বীজহীন ফল উৎপাদনে সাহায্য কারী হরমোন টি হল —
    a) ইথিলিন
    b) অক্সিন
    c) ফ্লোরিজেন
    d) কাইনিন
    উত্তরঃ- b) অক্সিন
  21. কৃষি ক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসাবে কোন কৃত্রিম হরমোন তুমি ব্যবহার করবে —
    a) MCPA
    b) IBA
    c) 2, 4-D
    d) a ও c উভয়
    উত্তরঃ- d) a ও c উভয়
  22. উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্ব কারী হরমোন টি হল —
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) ফ্লোরিজেন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  23. নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন টি হল —
    a) ভারনালিন
    b) অক্সিন
    c) জিব্বেরেলিন
    d) সাইটোকাইনিন
    উত্তরঃ- c) জিব্বেরেলিন
  24. অক্সিন হরমোন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় —
    a) এটি আম্লিক প্রকৃতির
    b) এতে ইনডোল বর্গ উপস্থিত থাকে
    c) এটি প্রাথমিকভাবে বীজের অঙ্কুরোদগম সাহায্য করে
    d) এটি অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী
    উত্তরঃ- c) এটি প্রাথমিকভাবে বীজের অঙ্কুরোদগম সাহায্য করে
  25. উদ্ভিদ হরমোন গুলির প্রধান উৎস স্থল হল —
    a) অনাল গ্রন্থি
    b) সনাল গ্রন্থি
    c) ভাজক কলা
    d) স্থায়ী কলা
    উত্তরঃ- c) ভাজক কলা
  26. উদ্ভিদ অঙ্গে অক্সিন সঞ্চিত হয় —
    a) আলোকিত অংশে
    b) আলোকিত অংশের বিপরীতে
    c) a ও b উভয়
    d) কোনাটিই নয়
    উত্তরঃ- b) আলোকিত অংশের বিপরীতে
  27. উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য কোন হরমোনটি দায়ী —
    a) জিব্বেরেলিন
    b) সাইটোকাইনিন
    c) অক্সিন
    d) উৎসেচক
    উত্তরঃ- c) অক্সিন
  28. পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয় —
    a) ইথিলিন
    b) সাইটোকাইনিন
    c) জিব্বেরেলিন
    d) অক্সিন
    উত্তরঃ- c) জিব্বেরেলিন
  29. বীজের অঙ্কুরোদগমের সময় বীজমধ্যস্থ আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে —
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- b) জিব্বেরেলিন
  30. বৃদ্ধিরোধক উদ্ভিদ হরমোনটি হল —
    a) ইথিলিন
    b) জিব্বেরেলিন
    c) অ্যাবসিসিক অ্যাসিড
    d) কোনোটিই নয়
    উত্তরঃ- c) অ্যাবসিসিক অ্যাসিড
  31. নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে —
    a) ডিম্বাশয়টি ফলে পরিণত হয়
    b) ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায়
    c) ফলের আকার ও আয়তন বৃদ্ধি পায়
    d) ফলটির বৃদ্ধি বন্ধ হয়ে যায়
    উত্তরঃ- a) ডিম্বাশয়টি ফলে পরিণত হয়
  32. জিব্বেরেলিন হল —
    a) পিউরিন গোষ্ঠীভুক্ত
    b) পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
    c) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
    d) কোনোটিই নয়
    উত্তরঃ- c) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
  33. ডাবের জলে, নারকেলের দুধে ও ভুট্টা সস্যে পাওয়া যায় যে হরমোন, তা হল —
    a) IBA
    b) অক্সিন
    c) সাইটোকাইনিন
    d) জিব্বেরেলিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  34. একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হল —
    a) IAA
    b) IBA
    c) NAA
    d) 2,4-D
    উত্তরঃ- a) IAA
  35. ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়?
    a) জিব্বেরেলিন
    b) অক্সিন
    c) কাইনিন
    d) ফ্লোরিজেন
    উত্তরঃ- b) অক্সিন
  36. অগ্রস্থ প্রকটতয় বাধা দেয় যে হরমোন —
    a) জিব্বেরেলিন
    b) অক্সিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  37. পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পাতাটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোনটি প্রয়োগ করা হয় —
    a) সাইটোকাইনিন
    b) জিব্বেরেলিন
    c) অক্সিন
    d) NAA
    উত্তরঃ- a) সাইটোকাইনিন
  38. নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে —
    a) পার্থেনোজেনেসিস
    b) পার্থেনোকার্পি
    c) অ্যাপোগ্যামি
    d) অ্যাপোস্পোরি
    উত্তরঃ- b) পার্থেনোকার্পি
  39. পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোন টি হল —
    a) জিব্বেরেলিন
    b) অক্সিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- a) জিব্বেরেলিন
  40. আমি অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ । আমি উদ্ভিদের কোশ বিভাজনে অংশগ্রহণ করি । আমি কে ?
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  41. কোশের নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে —
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) কাইনিন
    উত্তরঃ- a) অক্সিন
  42. তোমার বাড়ির বাগানে বেশ কয়েকটি পাতাবাহার গাছ আছে । এই গাছগুলিকে দীর্ঘদিন সতেজ রাখতে তুমি কোন হরমোন প্রয়োগ করবে ?
    a) অক্সিন
    b) জিব্বেরেলিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- c) সাইটোকাইনিন
  43. কোন জোড়টি সঠিক নয় —
    a) অ্যাসিটিক অ্যাসিড- পত্ররন্ধ্রের বন্ধ হওয়া
    b) সাইটোকাইনি ন- কোষ বিভাজন
    c) জিব্বেরেলিন – পত্রমোচন রোধ
    d) অক্সিন – অগ্রস্থ প্রকটতা
    উত্তরঃ- c) জিব্বেরেলিন – পত্রমোচন রোধ
  44. অক্সিন হরমোনের কাজ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় —
    a) অক্সিন এর প্রভাবে জাইলেম বাহিকার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ও কোশের রসস্ফীতি চাপ বাড়ে
    b) অক্সিন কোশপ্রাচীর কে নমনীয় করে কোশের প্রসারণ ও আয়তন বৃদ্ধি করে
    c) অক্সিন DNAগঠন করে মাইটোসিস প্রক্রিয়ায় কোশ বিভাজনে সাহায্য করে
    d) অক্সিন পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে
    উত্তরঃ- d) অক্সিন পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে
  45. নিজের সঠিক নির্বাচন করো —
    a) জিব্বেরেলিন – ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়
    b) জিব্বেরেলিন – N2-যুক্ত জৈব অম্ল
    c) জিব্বেরেলিন – উদ্ভিদের মূল ও কান্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়
    d) জিব্বেরেলিন – উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বসংখ্যা বৃদ্ধি করে না
    উত্তরঃ- d) জিব্বেরেলিন – উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বসংখ্যা বৃদ্ধি করে না
  46. প্রদত্ত কোনটি একটি উদ্ভিদ হরমোন —
    a) ইনসুলিন
    b) থাইরক্সিন
    c) ইস্ট্রোজেন
    d) সাইটোকাইনিন
    উত্তরঃ- d) সাইটোকাইনিন
  47. প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো —
    a) ফুলের প্রস্ফুটন ন্যাস্টিক চলন সাহায্য করে
    b) কান্ড অধিক ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল
    c) কৃত্তিম অক্সিন আমের মুকুল ঝরে পড়া রোধ করে
    d) সাইটোকাইনিন পার্শ্বস্থমুকুলের বৃদ্ধি হ্রাস করে
    উত্তরঃ- সাইটোকাইনিন পার্শ্বস্থমুকুলের বৃদ্ধি হ্রাস করে
  48. উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন হল —
    a) জিব্বেরেলিন
    b) অক্সিন
    c) সাইটোকাইনিন
    d) ইথিলিন
    উত্তরঃ- b) অক্সিন

Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | শূন্যস্থান পূরন করো প্রশ্নউত্তর

নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও:

  1. জিব্বেরেলিন এর একটি উৎপত্তিস্থল হল _ _ _ _ _।
    উত্তরঃ- পরিণত বীজ
  2. বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে _ _ _ _ _ ।
    উত্তরঃ- জিবেরেলিন
  3. _ _ _ _ _ হরমোন প্রয়োগ করলে কচি আম ঝরে পড়ে না।
    উত্তরঃ- অক্সিন
  4. জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে _ _ _ _ _ ।
    উত্তরঃ- হরমোন
  5. জিব্বেরেলিন আবিষ্কার করেন বিজ্ঞানী _ _ _ _ _।
    উত্তরঃ- কুরোসাওয়া
  6. একটি নাইট্রোজেন বিহীন আম্লীক ফাইটোহরমোন হল _ _ _ _ _।
    উত্তরঃ- জিব্বেরেলিন
  7. ডাবের জলে _ _ _ _ _ হরমোন থাকে । অথবা, নারকেলের তরল সস্যে _ _ _ _ _ হরমোন পাওয়া যায়।
    উত্তরঃ- সাইটোকাইনিন
  8. উদ্ভিদদেহে সাইটোকাইনিনের প্রবাহ _ _ _ _ _।
    উত্তরঃ- সবদিকে
  9. _ _ _ _ _ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ।
    উত্তরঃ- জিব্বেরেলিন
  10. সাইটোকাইনিন _ _ _ _ _ জাতীয় নাইট্রোজেনঘটিত ক্ষারীয় জৈব পদার্থ ।
    উত্তরঃ- পিউরিন
  11. কোশের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে _ _ _ _ _ ।
    উত্তরঃ- সাইটোকাইনিন
  12. _ _ _ _ _ হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
    উত্তরঃ- অক্সিন
  13. উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোন টি হল _ _ _ _ _ ।
    উত্তরঃ- সাইটোকাইনিন
  14. অক্সিন _ _ _ _ _ নামক ভাজক কলা কে সক্রিয় করে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় ।
    উত্তরঃ- ক্যাম্বিয়াম
  15. উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোন হল _ _ _ _ _ ।
    উত্তরঃ- অক্সিন
  16. উদ্ভিদের ভাজক কলা থেকে _ _ _ _ _ নির্গত হয় ।
    উত্তরঃ- অক্সিন
  17. সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল দেরিতে বিনষ্ট হয়। একে বলা হয় _ _ _ _ _ প্রভাব ।
    উত্তরঃ- রিচমন্ড- ল্যাং
  18. শাখা কলম এর সাহায্যে দ্রুত বংশ বিস্তারে ব্যবহৃত কৃত্রিম হরমোন __
    উত্তরঃ- NAA
  19. __ হল এন্টি জিব্বেরেলিন।
    উত্তরঃ- CCC বা ক্লোরোকোলাইন ক্লোরাইড ।
  20. বীজহীন ফল তৈরিতে সাহায্য করে _ _ _ _ _ ।
    উত্তরঃ- অক্সিন
  21. অধিক ঘনত্বের অক্সিনে _ _ _ _ _ অনুভূতিশীল হয় ।
    উত্তরঃ- কান্ড
  22. আলোক জারণের ফলে বিনষ্ট হয় _ _ _ _ _ হরমোন।
    উত্তরঃ- অক্সিন
  23. _ _ _ _ _ হরমোন জরা রোগ প্রতিরোধ করে।
    উত্তরঃ- সাইটোকাইনিন
  24. অক্সিনের প্রভাবে ফুলের গর্ভপত্রের গর্ভাশয়_ _ _ _ _ প্রক্রিয়া ছাড়াই ফলে রূপান্তরিত হয়।
    উত্তরঃ- নিষেক
  25. বিচ্ছিন্নপাতায় ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে_ _ _ _ _ হরমোন।
    উত্তরঃ- সাইটোকাইনিন
  26. উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে _ _ _ _ _ ।
    উত্তরঃ- অক্সিন
  27. _ _ _ _ _ হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ।
    উত্তরঃ- ইথিলিন
  28. হরমোন এক প্রকারের _ _ _ _ _ সমন্বায়ক ।
    উত্তরঃ- রাসায়নিক

Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রশ্নউত্তর

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ

  1. উদ্ভিদের হরমোন উদ্ভিদের যেকোনো সজীব কোশ থেকে উৎপন্ন হয় ।
    — মিথ্যা
  2. অক্সিন হরমোনের অন্যতম উপাদান হলো আয়োডিন।
    — মিথ্যা
  3. 2,4-D আগাছা দমনে সাহায্য করে।
    — সত্য
  4. N2-যুক্ত জৈব অম্ল হল জিব্বেরেলিন।
    — মিথ্যা
  5. অধিক ঘনত্বের অক্সিজেনের উপস্থিতিতে মূলের কোশগুলি দ্রুত বিভাজিত হয়।
    — মিথ্যা
  6. অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে।
    — মিথ্যা
  7. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।
    —মিথ্যা
  8. সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটতা দেখায়।
    — মিথ্যা
  9. GA3 হল প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন।
    — সত্য
  10. উদ্ভিদের নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন করাকে পার্থেনোকার্পি বলে।
    — সত্য
  11. কৃত্রিম হরমোনের রাসায়নিক প্রাকৃতি ও কার্যপদ্ধতি সঠিকভাবে জানা যায়নি।
    — মিথ্যা
  12. অক্সিনের প্রভাবে পার্শ্বমুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ।
    — সত্য
  13. অক্সিন এর প্রভাবে সুপ্ত বীজে অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়।
    — মিথ্যা
  14. উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোন হল থাইরক্সিন।
    — মিথ্যা
  15. সাইটোকাইনিন এর রাসায়নিক গঠন পিউরিন জাতীয়।
    — সত্য
  16. অধিক ঘনত্বের অক্সিন হরমোন উদ্ভিদের মূলে বেশি সংবেদনশীল।
    — মিথ্যা
  17. সাইটোকাইনিন জারা প্রতিরোধ করে।
    — সত্য
  18. জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন অম্লধর্মী হরমোন।
    — সত্য
  19. ফলের রং পরিবর্তনে সাহায্য করে অক্সিন।
    — মিথ্যা
  20. অক্সিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুল ও শাখা-প্রশাখা বৃদ্ধি ত্বরান্বিত করে।
    — মিথ্যা
  21. জিব্বেরেলিন হরমোনটি ট্রপিক চলনে সাহায্য করে।
    — মিথ্যা

Shares:

Related Posts

class-10-geography-chapter-04-question-answer
Class 10

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায় "বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 04 Question Answer Class 10 Geography Chapter 04 Question Answer
Class 10

Class 10 History Chapter 02 MCQ Question Answer | মাধ্যমিক ইতিহাস সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা বহু বিকল্পধর্মী প্রশ্নউত্তর

এই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর সম্পর্কে। এই নিবন্ধতে আমরা 122 টি প্রশ্নের উত্তর জানব। Class 10 History Chapter 02
class-10-history-chapter-04-mcq-answer
Class 10

Class 10 History Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৪ – সংঘব্ধতার গোড়ার প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর বেশ কিছু সত্য অথবা মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 04 MCQ