মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | প্রশ্ন ও উত্তর MCQ
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) -উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | Madhyamik Life Science Chapter 01 MCQ Question and Answer | Class 10 Life Science Chapter 01 MCQ Part 02
Table of Contents
Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | বহু বিকল্প ধর্মী প্রশ্নউত্তর
- উদ্ভিদ হরমোনগুলিকে —
a) ট্রাফিক হরমোন
b) লোকাল হরমোন
c) ফাইটোহরমোন
d) প্যারাক্রিন হরমোন
উত্তরঃ- c) ফাইটোহরমোন - উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে —
a) জিব্বেরেলিন
b) 2,4-D
c) সাইটোকাইনিন
d) অক্সিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - একটি কৃত্রিম হরমোন হল —
a) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
b) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড
c) জিব্বেরেলিক অ্যাসিড
d) জিয়াটিন
উত্তরঃ- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড - একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকায় —
a) অক্সিন
b) সাইটোকাইনিন
c) ইথিলিন
d) জিব্বেরেলিন
উত্তরঃ- c) ইথিলিন - অক্সিনের প্রবাহ সর্বদা —
a) ঊর্ধ্বমুখী
b) মেরুবর্তী
c) উভমুখী
d) পার্শ্বমুখী
উত্তরঃ- b) মেরুবর্তী - বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোন —
a) অক্সিন
b) সাইটোকাইনিন
c) ইথিলিন
d) জিব্বেরেলিন
উত্তরঃ- d) জিব্বেরেলিন - অক্সিন হল —
a) উৎসেচক
b) প্রাণী হরমোন
c) উদ্ভিদ হরমোন
d) রেচন পদার্থ
উত্তরঃ- c) উদ্ভিদ হরমোন - ইন্ডোল বর্গভুক্ত যে জৈব অ্যাসিডটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা গ্রহণ করে সেটি কোন হরমোন হতে পারে তোমার স্মৃতি থেকে মনে করো —
a) ইথিলিন
b) অক্সিন
c) কাইনিন
d) জিব্বেরেলিন
উত্তরঃ- b) অক্সিন - পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হল—
a) অক্সিন
b) সাইটোকাইনিন
c) জিব্বেরেলিন
d) 2,4-D
উত্তরঃ- c) জিব্বেরেলিন - উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন টির নাম হল —
a) অক্সিন
b) থাইরক্সিন
c) জিব্বেরেলিন
d) সাইটোকাইনিন
উত্তরঃ- a) অক্সিন - অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে —
a) IAA
b) ABA
c) ইথিলিন
d) ফ্লোরিজেন হরমোন
উত্তরঃ- a) IAA - ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন —
a) ডরমিন
b) ভারনালিন
c) ফ্লোরিজেন
d) রাইজোক্যালিন
উত্তরঃ- c) ফ্লোরিজেন - কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আক্সিন সংশ্লেষিত হয় —
a) টাইরোসিন
b) ট্রিপটোফ্যান
c) লাইসিন
d) সেরিন
উত্তরঃ- b) ট্রিপটোফ্যান - খর্বাকার উদ্ভদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে —
a) সাইটোকাইনিন
b) অক্সিন
c) জিব্বেরেলিন
d) ফ্লোরিজেন
উত্তরঃ- c) জিব্বেরেলিন - জিব্বেরেলিন হরমোন এর আবিষ্কর্তা হলেন —
a) ইয়াবুতা
b) কুরোশোয়া
c) ভেন্ট
d) মিলার
উত্তরঃ- b) কুরোশোয়া - প্রদত্ত কোন হরমোনটি পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় —
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) অ্যাবসেসিক অ্যাসিড
উত্তরঃ- c) সাইটোকাইনিন - রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনটি সঙ্গে সম্পর্কযুক্ত —
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে —
a) NAA
b) IBA
c) a ও b উভয়
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) a ও b উভয় - উদ্ভিদ দেহে জিব্বেরেলিন প্রবাহ —
a) ঊর্ধ্বমুখী
b) পার্শ্বমুখী
c) নিম্নমুখী
d) উর্ধ ও নিম্ন উভয়মুখী
উত্তরঃ- d) উর্ধ ও নিম্ন উভয়মুখী - বীজহীন ফল উৎপাদনে সাহায্য কারী হরমোন টি হল —
a) ইথিলিন
b) অক্সিন
c) ফ্লোরিজেন
d) কাইনিন
উত্তরঃ- b) অক্সিন - কৃষি ক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসাবে কোন কৃত্রিম হরমোন তুমি ব্যবহার করবে —
a) MCPA
b) IBA
c) 2, 4-D
d) a ও c উভয়
উত্তরঃ- d) a ও c উভয় - উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্ব কারী হরমোন টি হল —
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) ফ্লোরিজেন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন টি হল —
a) ভারনালিন
b) অক্সিন
c) জিব্বেরেলিন
d) সাইটোকাইনিন
উত্তরঃ- c) জিব্বেরেলিন - অক্সিন হরমোন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় —
a) এটি আম্লিক প্রকৃতির
b) এতে ইনডোল বর্গ উপস্থিত থাকে
c) এটি প্রাথমিকভাবে বীজের অঙ্কুরোদগম সাহায্য করে
d) এটি অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী
উত্তরঃ- c) এটি প্রাথমিকভাবে বীজের অঙ্কুরোদগম সাহায্য করে - উদ্ভিদ হরমোন গুলির প্রধান উৎস স্থল হল —
a) অনাল গ্রন্থি
b) সনাল গ্রন্থি
c) ভাজক কলা
d) স্থায়ী কলা
উত্তরঃ- c) ভাজক কলা - উদ্ভিদ অঙ্গে অক্সিন সঞ্চিত হয় —
a) আলোকিত অংশে
b) আলোকিত অংশের বিপরীতে
c) a ও b উভয়
d) কোনাটিই নয়
উত্তরঃ- b) আলোকিত অংশের বিপরীতে - উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য কোন হরমোনটি দায়ী —
a) জিব্বেরেলিন
b) সাইটোকাইনিন
c) অক্সিন
d) উৎসেচক
উত্তরঃ- c) অক্সিন - পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয় —
a) ইথিলিন
b) সাইটোকাইনিন
c) জিব্বেরেলিন
d) অক্সিন
উত্তরঃ- c) জিব্বেরেলিন - বীজের অঙ্কুরোদগমের সময় বীজমধ্যস্থ আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে —
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- b) জিব্বেরেলিন - বৃদ্ধিরোধক উদ্ভিদ হরমোনটি হল —
a) ইথিলিন
b) জিব্বেরেলিন
c) অ্যাবসিসিক অ্যাসিড
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) অ্যাবসিসিক অ্যাসিড - নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে —
a) ডিম্বাশয়টি ফলে পরিণত হয়
b) ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায়
c) ফলের আকার ও আয়তন বৃদ্ধি পায়
d) ফলটির বৃদ্ধি বন্ধ হয়ে যায়
উত্তরঃ- a) ডিম্বাশয়টি ফলে পরিণত হয় - জিব্বেরেলিন হল —
a) পিউরিন গোষ্ঠীভুক্ত
b) পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
c) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত - ডাবের জলে, নারকেলের দুধে ও ভুট্টা সস্যে পাওয়া যায় যে হরমোন, তা হল —
a) IBA
b) অক্সিন
c) সাইটোকাইনিন
d) জিব্বেরেলিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হল —
a) IAA
b) IBA
c) NAA
d) 2,4-D
উত্তরঃ- a) IAA - ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়?
a) জিব্বেরেলিন
b) অক্সিন
c) কাইনিন
d) ফ্লোরিজেন
উত্তরঃ- b) অক্সিন - অগ্রস্থ প্রকটতয় বাধা দেয় যে হরমোন —
a) জিব্বেরেলিন
b) অক্সিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পাতাটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোনটি প্রয়োগ করা হয় —
a) সাইটোকাইনিন
b) জিব্বেরেলিন
c) অক্সিন
d) NAA
উত্তরঃ- a) সাইটোকাইনিন - নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে —
a) পার্থেনোজেনেসিস
b) পার্থেনোকার্পি
c) অ্যাপোগ্যামি
d) অ্যাপোস্পোরি
উত্তরঃ- b) পার্থেনোকার্পি - পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোন টি হল —
a) জিব্বেরেলিন
b) অক্সিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- a) জিব্বেরেলিন - আমি অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ । আমি উদ্ভিদের কোশ বিভাজনে অংশগ্রহণ করি । আমি কে ?
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - কোশের নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে —
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) কাইনিন
উত্তরঃ- a) অক্সিন - তোমার বাড়ির বাগানে বেশ কয়েকটি পাতাবাহার গাছ আছে । এই গাছগুলিকে দীর্ঘদিন সতেজ রাখতে তুমি কোন হরমোন প্রয়োগ করবে ?
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- c) সাইটোকাইনিন - কোন জোড়টি সঠিক নয় —
a) অ্যাসিটিক অ্যাসিড- পত্ররন্ধ্রের বন্ধ হওয়া
b) সাইটোকাইনি ন- কোষ বিভাজন
c) জিব্বেরেলিন – পত্রমোচন রোধ
d) অক্সিন – অগ্রস্থ প্রকটতা
উত্তরঃ- c) জিব্বেরেলিন – পত্রমোচন রোধ - অক্সিন হরমোনের কাজ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় —
a) অক্সিন এর প্রভাবে জাইলেম বাহিকার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ও কোশের রসস্ফীতি চাপ বাড়ে
b) অক্সিন কোশপ্রাচীর কে নমনীয় করে কোশের প্রসারণ ও আয়তন বৃদ্ধি করে
c) অক্সিন DNAগঠন করে মাইটোসিস প্রক্রিয়ায় কোশ বিভাজনে সাহায্য করে
d) অক্সিন পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে
উত্তরঃ- d) অক্সিন পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে - নিজের সঠিক নির্বাচন করো —
a) জিব্বেরেলিন – ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়
b) জিব্বেরেলিন – N2-যুক্ত জৈব অম্ল
c) জিব্বেরেলিন – উদ্ভিদের মূল ও কান্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়
d) জিব্বেরেলিন – উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বসংখ্যা বৃদ্ধি করে না
উত্তরঃ- d) জিব্বেরেলিন – উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্বসংখ্যা বৃদ্ধি করে না - প্রদত্ত কোনটি একটি উদ্ভিদ হরমোন —
a) ইনসুলিন
b) থাইরক্সিন
c) ইস্ট্রোজেন
d) সাইটোকাইনিন
উত্তরঃ- d) সাইটোকাইনিন - প্রদত্ত কোন বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো —
a) ফুলের প্রস্ফুটন ন্যাস্টিক চলন সাহায্য করে
b) কান্ড অধিক ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল
c) কৃত্তিম অক্সিন আমের মুকুল ঝরে পড়া রোধ করে
d) সাইটোকাইনিন পার্শ্বস্থমুকুলের বৃদ্ধি হ্রাস করে
উত্তরঃ- সাইটোকাইনিন পার্শ্বস্থমুকুলের বৃদ্ধি হ্রাস করে - উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন হল —
a) জিব্বেরেলিন
b) অক্সিন
c) সাইটোকাইনিন
d) ইথিলিন
উত্তরঃ- b) অক্সিন
Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | শূন্যস্থান পূরন করো প্রশ্নউত্তর
নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও:
- জিব্বেরেলিন এর একটি উৎপত্তিস্থল হল _ _ _ _ _।
উত্তরঃ- পরিণত বীজ - বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে _ _ _ _ _ ।
উত্তরঃ- জিবেরেলিন - _ _ _ _ _ হরমোন প্রয়োগ করলে কচি আম ঝরে পড়ে না।
উত্তরঃ- অক্সিন - জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে _ _ _ _ _ ।
উত্তরঃ- হরমোন - জিব্বেরেলিন আবিষ্কার করেন বিজ্ঞানী _ _ _ _ _।
উত্তরঃ- কুরোসাওয়া - একটি নাইট্রোজেন বিহীন আম্লীক ফাইটোহরমোন হল _ _ _ _ _।
উত্তরঃ- জিব্বেরেলিন - ডাবের জলে _ _ _ _ _ হরমোন থাকে । অথবা, নারকেলের তরল সস্যে _ _ _ _ _ হরমোন পাওয়া যায়।
উত্তরঃ- সাইটোকাইনিন - উদ্ভিদদেহে সাইটোকাইনিনের প্রবাহ _ _ _ _ _।
উত্তরঃ- সবদিকে - _ _ _ _ _ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ।
উত্তরঃ- জিব্বেরেলিন - সাইটোকাইনিন _ _ _ _ _ জাতীয় নাইট্রোজেনঘটিত ক্ষারীয় জৈব পদার্থ ।
উত্তরঃ- পিউরিন - কোশের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে _ _ _ _ _ ।
উত্তরঃ- সাইটোকাইনিন - _ _ _ _ _ হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
উত্তরঃ- অক্সিন - উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোন টি হল _ _ _ _ _ ।
উত্তরঃ- সাইটোকাইনিন - অক্সিন _ _ _ _ _ নামক ভাজক কলা কে সক্রিয় করে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় ।
উত্তরঃ- ক্যাম্বিয়াম - উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোন হল _ _ _ _ _ ।
উত্তরঃ- অক্সিন - উদ্ভিদের ভাজক কলা থেকে _ _ _ _ _ নির্গত হয় ।
উত্তরঃ- অক্সিন - সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল দেরিতে বিনষ্ট হয়। একে বলা হয় _ _ _ _ _ প্রভাব ।
উত্তরঃ- রিচমন্ড- ল্যাং - শাখা কলম এর সাহায্যে দ্রুত বংশ বিস্তারে ব্যবহৃত কৃত্রিম হরমোন __।
উত্তরঃ- NAA - __ হল এন্টি জিব্বেরেলিন।
উত্তরঃ- CCC বা ক্লোরোকোলাইন ক্লোরাইড । - বীজহীন ফল তৈরিতে সাহায্য করে _ _ _ _ _ ।
উত্তরঃ- অক্সিন - অধিক ঘনত্বের অক্সিনে _ _ _ _ _ অনুভূতিশীল হয় ।
উত্তরঃ- কান্ড - আলোক জারণের ফলে বিনষ্ট হয় _ _ _ _ _ হরমোন।
উত্তরঃ- অক্সিন - _ _ _ _ _ হরমোন জরা রোগ প্রতিরোধ করে।
উত্তরঃ- সাইটোকাইনিন - অক্সিনের প্রভাবে ফুলের গর্ভপত্রের গর্ভাশয়_ _ _ _ _ প্রক্রিয়া ছাড়াই ফলে রূপান্তরিত হয়।
উত্তরঃ- নিষেক - বিচ্ছিন্নপাতায় ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে_ _ _ _ _ হরমোন।
উত্তরঃ- সাইটোকাইনিন - উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে _ _ _ _ _ ।
উত্তরঃ- অক্সিন - _ _ _ _ _ হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ।
উত্তরঃ- ইথিলিন - হরমোন এক প্রকারের _ _ _ _ _ সমন্বায়ক ।
উত্তরঃ- রাসায়নিক
Class 10 Life Science Chapter 01 MCQ Topic 02 | উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় – হরমোন | সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রশ্নউত্তর
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ
- উদ্ভিদের হরমোন উদ্ভিদের যেকোনো সজীব কোশ থেকে উৎপন্ন হয় ।
— মিথ্যা - অক্সিন হরমোনের অন্যতম উপাদান হলো আয়োডিন।
— মিথ্যা - 2,4-D আগাছা দমনে সাহায্য করে।
— সত্য - N2-যুক্ত জৈব অম্ল হল জিব্বেরেলিন।
— মিথ্যা - অধিক ঘনত্বের অক্সিজেনের উপস্থিতিতে মূলের কোশগুলি দ্রুত বিভাজিত হয়।
— মিথ্যা - অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে।
— মিথ্যা - জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।
—মিথ্যা - সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটতা দেখায়।
— মিথ্যা - GA3 হল প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন।
— সত্য - উদ্ভিদের নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন করাকে পার্থেনোকার্পি বলে।
— সত্য - কৃত্রিম হরমোনের রাসায়নিক প্রাকৃতি ও কার্যপদ্ধতি সঠিকভাবে জানা যায়নি।
— মিথ্যা - অক্সিনের প্রভাবে পার্শ্বমুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ।
— সত্য - অক্সিন এর প্রভাবে সুপ্ত বীজে অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়।
— মিথ্যা - উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোন হল থাইরক্সিন।
— মিথ্যা - সাইটোকাইনিন এর রাসায়নিক গঠন পিউরিন জাতীয়।
— সত্য - অধিক ঘনত্বের অক্সিন হরমোন উদ্ভিদের মূলে বেশি সংবেদনশীল।
— মিথ্যা - সাইটোকাইনিন জারা প্রতিরোধ করে।
— সত্য - জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন অম্লধর্মী হরমোন।
— সত্য - ফলের রং পরিবর্তনে সাহায্য করে অক্সিন।
— মিথ্যা - অক্সিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুল ও শাখা-প্রশাখা বৃদ্ধি ত্বরান্বিত করে।
— মিথ্যা - জিব্বেরেলিন হরমোনটি ট্রপিক চলনে সাহায্য করে।
— মিথ্যা