Class 10

Class 10 History Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৪ – সংঘব্ধতার গোড়ার প্রশ্ন ও উত্তর

class-10-history-chapter-04-mcq-answer

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর বেশ কিছু সত্য অথবা মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 04 MCQ Answer

Class 10 History Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৪ – সংঘব্ধতার গোড়ার প্রশ্ন ও উত্তর

১.সিপাহি বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল—

(ক) মিরাট (খ) ব্যারাকপুর (গ)ঝাঁসি (ঘ)কানপুর

উত্তর:(খ) ব্যারাকপুর

২.১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

(ক) কুনওয়ার সিং (খ) মঙ্গল পান্ডে (গ) লরেন্স (ঘ) নানাসাহেব 

উত্তর:(খ) মঙ্গল পান্ডে

৩. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন—

(ক)লর্ড উইলিয়াম বেন্টিং (খ) লর্ড এডিনবরা (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড ক্যানিং 

উত্তর:(ঘ) লর্ড ক্যানিং 

৪.১৮৫৭- র মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন—

(ক) দ্বিতীয় বাহাদুর শাহ (খ) দ্বিতীয় আকবর শাহ (গ) দ্বিতীয় আলমগীর (ঘ) দ্বিতীয় শাহ আলম 

উত্তর:(ক) দ্বিতীয় বাহাদুর শাহ

৫. ‘পেশোয়া’ পদ লুপ্ত করেন গভর্নর জেনারেল—

(ক) লর্ড উইলিয়াম বেন্টিং (খ) লর্ড অক্লান্ড (গ)লর্ড ডালহৌসি (ঘ) লর্ড ক্যানিং 

উত্তর:(গ)লর্ড ডালহৌসি

৬. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ নামে পরিচিত—

(ক) কুনওয়ার সিং (খ)মঙ্গল পান্ডে (গ) নানাসাহেব (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ 

উত্তর:(খ)মঙ্গল পান্ডে

৭. নানাসাহেব কার পোষ্য পুত্র ছিলেন—

(ক) দ্বিতীয় বাজিরাও (খ) বালাজি বিশ্বনাথ (গ) প্রথম বাজিরাও (ঘ) রঘুজি ভোসলে 

উত্তর:(ক) দ্বিতীয় বাজিরাও

৮. ভারতের সিপাহী বিদ্রোহ কালে নারী হয়েও পুরুষ পুরুষের বেশে লড়াই করেছিলেন যিনি, তিনি হলেন— 

(ক) অযোধ্যার বেগম সাহেবা (খ) জিন্নাতমহল (গ)রানী লক্ষ্মীবাঈ (ঘ)দেবী চৌধুরানী 

উত্তর:(গ)রানী লক্ষ্মীবাঈ

৯.দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন—

(ক)মোঃ শাহ (খ) দ্বিতীয় শাহ আলম (গ) প্রথম বাহাদুর শাহ (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তর:(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

১০.মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা ছিলেন—

(ক) প্রথম বাহাদুর শাহ (খ) দ্বিতীয় বাহাদুর শাহ (গ) নানাসাহেব (ঘ)তাতিয়া টোপি 

উত্তর:(খ) দ্বিতীয় বাহাদুর শাহ

১১. তাতিয়া টোপি ছিলেন—

(ক) মারাঠা ব্রাহ্মণ (খ) বাঙালি ব্রাহ্মণ (গ) গুজরাট ব্রাহ্মণ (ঘ)তামিল ব্রাহ্মণ 

উত্তর:(ক) মারাঠা ব্রাহ্মণ

১২.ঝাঁসির রানী এর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন—

(ক) স্যার হিউরোজ (খ) স্যার হ্যাভলক (গ)  আর্ল স্ট্যানলি (ঘ) এফ উইলিয়ামস 

উত্তর:(ক) স্যার হিউরোজ

১৩. নানাসাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন—

(ক) টাতিয়া টপি (খ)কুনওয়ার সিং (গ) লক্ষীবাই (ঘ)আহমাদুল্লাহ 

উত্তর:(ক) টাতিয়া টপি

১৪.মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ‘ভারতের হিন্দুস্থানের সম্রাট’ বলে মেনে নিয়েছিলেন—

 (ক) দ্বিতীয় বাহাদুর শাহ কে (খ) প্রথম বাহাদুর শাহ কে (গ) প্রথম শাহ আলমকে (ঘ) দ্বিতীয় শাহ আলম কে 

উত্তর:(ক) দ্বিতীয় বাহাদুর শাহ কে

১৫. বেগম হযরত মহল ছিলেন—

(ক) হায়দ্রাবাদের বেগম (খ) দ্বিতীয় বাহাদুর শাহের বেগম (গ) ঢাকার বেগম (ঘ)অযোধ্যার বেগম 

উত্তর:(ঘ)অযোধ্যার বেগম

১৬.মহাবিদ্রোহের সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন—

(ক) গ্লাডস্টোন (খ) ডিসরেইলি (গ) ভিসকাউন্ট পামারস্টোন (ঘ) কার্জন

উত্তর: (গ) ভিসকাউন্ট পামারস্টোন

১৭. প্রথম ভারত সচিব কে ছিলেন—

(ক) টমাস মেকলে (খ) জেমস প্রিন্সেপ (গ) আর্ল স্ট্যানলি (ঘ) আলেকজান্ডার ডাফ

উত্তর:(গ) আর্ল স্ট্যানলি

১৮.মহাবিদ্রোহকে প্রথম ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেন—

(ক) ব্লাডস্টোন (খ) বেঞ্জামিন ডিজরেইলি (গ) উইনস্টোন চার্চিল (ঘ) নেভিত্র চেম্বারলেন 

উত্তর:(খ) বেঞ্জামিন ডিজরেইলি

১৯. মহাবিদ্রোহকে প্রথম ‘সিপাহী বিদ্রোহ’ বলে অভিহিত করেন—

(ক) আর্ল স্ট্যানলি (খ) এডউইন মন্টেগু (গ) লর্ড চেমসফোর্ড (ঘ) লর্ড ক্যানিং 

উত্তর:(ক) আর্ল স্ট্যানলি

২০.মহাবিদ্রোহকে প্রথম ‘সিপাহী বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখকের নাম—

(ক) জন কে (খ) ভিন্সেন্ট স্মিথ (গ) এডমান্ড বার্গ (ঘ) কেউ নই

উত্তর:(ক) জন কে

২১. মহাবিদ্রোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলে প্রথম অভিভূত করেন এমন একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম—

(ক) কিশোরীচাঁদ মিত্র (খ) রমেশচন্দ্র মজুমদার (গ) ডক্টর শশীভূষণ চৌধুরী (ঘ) হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

উত্তর:(ক) কিশোরীচাঁদ মিত্র

২২.মহাবিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন এমন একজন ভারতীয় ঐতিহাসিকের নাম—

(ক) তারাচাঁদ (খ) দুর্গাদাস বন্দোপাধ্যায়  (গ) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 উত্তর:(ক) তারাচাঁদ

২৩.মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন—

(ক) বিপানচন্দ্র (খ) ইরফান হাবিব (গ)রোমিল থাপার  (ঘ)রজনীপাম দত্ত 

উত্তর:(ঘ)রজনীপাম দত্ত 

২৪.কার্ল মার্কসের মতে, ১৮৫৭-র মহাবিদ্রোহ ছিল—

(ক) সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া (খ)জাতীয় বিদ্রোহ (গ)প্রথম স্বাধীনতা যুদ্ধ (ঘ)সিপাহী বিদ্রোহ

উত্তর:(খ)জাতীয় বিদ্রোহ  

২৫.১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন—

(ক) সুভাষচন্দ্র বসু (খ)জহরলাল নেহেরু (গ)বি ডি সভারকার )ঘ)রাসবিহারী বসু 

উত্তর:(গ)বি ডি সভারকার

২৬.কলকাতার কোন সমিতি বিদ্রোহ রাজ অনুগত্য জানাই?——

(ক) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (খ)ইন্ডিয়ান লিগ )গ)তত্ত্ববোধিনী সভা (ঘ)ভারত সভা 

উত্তর:(ক) ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

২৭. ‘মহারানীর ঘোষণাপত্র’ জারি হয় ১৮৫৮ খ্রিস্টাব্দের—

(ক) ১ নভেম্বর (খ) ১২ অক্টোবর (গ) ৩১শ নভেম্বর (ঘ) 12 নভেম্বর 

উত্তর:(ক) ১ নভেম্বর

২৮.মহারানীর ঘোষণাপত্রটি (এলাহাবাদে) ঘোষণা করেন—

(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড এলগিন (ঘ) রবার্ট নেপিয়ার 

উত্তর:(খ) লর্ড ক্যানিং

২৯.মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজ্য প্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন—

(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড বেন্টিং (ঘ) লর্ড মাউন্টব্যান্ট 

উত্তর:(খ) লর্ড ক্যানিং

৩০.ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে—

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৭ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

৩১.ভারতের প্রথম ভাইসরয় ছিলেন—

(ক) লর্ড এ্লগিন (খ) স্যার রবার্ট নেপেয়ার (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড মাউন্টবেটেন 

উত্তর:(গ) লর্ড ক্যানিং

৩২.মহাবিদ্রোহর পর ভারতের শাসনভার গ্রহণ করেন—

(ক) মহারানী ভিক্টোরিয়া (খ) লর্ড ক্যানিং (গ) ভারত সচিব (ঘ) ভাইসরয় 

উত্তর:(ক) মহারানী ভিক্টোরিয়া

৩৩. ‘ভাইসরয়’ শব্দের অর্থ কি?—–

(ক) রাজ প্রতিনিধি (খ) রাজকর্মচারী (গ) সভাসদ (ঘ) রাজণ্যবর্গ 

উত্তর:(ক) রাজ প্রতিনিধি

৩৪.মহারানী ভিক্টোরিয়া ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি ধারন করেন—

(ক) ১৮৭৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৮৭৭ খ্রিস্টাব্দে

৩৫.কংগ্রেস- পূর্ব যুগকে ‘সভা সমিতির’ যুগ বলেছেন—

(ক) অনিল শীল (খ) রণজিৎ গুহ (গ) রামস্মরণ শর্মা (ঘ) নরেন্দ্রনাথ চক্রবর্তী 

উত্তর:(ক) অনিল শীল 

৩৬. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—

(ক) ভারত সভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) লর্ড হোল্ডার সোসাইট

উত্তর:(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

৩৭.ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল—

(ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা (খ) জমিদার সভা (গ) হিন্দুমেলা (ঘ) ভারতসভা 

উত্তর: (ঘ) ভারতসভা 

৩৮.‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’   স্থাপিত হয়—

(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে

উত্তর:(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

৩৯.৩৯.‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ ছিল একটি—

(ক) সাহিত্য সভা (খ) ব্যবসায়ী সংগঠন (গ) রাজনৈতিক সভা  (ঘ) শিক্ষকসভা 

উত্তর:(গ) রাজনৈতিক সভা(গ) রাজনৈতিক সভা

৪০.৪০.ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত  সংবাদসংবাদ পত্রটির নাম ছিল—

(ক) সম্মাদ —

কো(ক) সম্মাদ কোমুদি (খ) (খ) সমাচার দর্পণ (গ) (গ) দিকদর্শন (ঘ) (ঘ) সংবাদ প্রভাকর 

উত্তর:(ঘ) সংবাদ প্রভাকর (ঘ) সংবাদ প্রভাকর 

৪১.‘৪১.জমিদার সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিল—

(ক)—

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) (খ) সমেন্দ্রনাথ ঠাকুর (গ) (গ) প্রসন্নকুমার ঠাকুর (ঘ) (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(গ) প্রসন্নকুমার ঠাকুর(গ) প্রসন্নকুমার ঠাকুর

৪২.৪২.জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রিস্টাব্দের—

(ক)—

১৯(ক) ১৯ মার্চ (খ) ২০(খ) ২০ এপ্রিল (গ)(গ) ২ নভেম্বর (ঘ)(ঘ) ১২ নভেম্বর 

উত্তর:(ক) ১৯ শে মার্চ (ক) ১৯ মার্চ

৪৩.৪৩.জমিদার সভা’’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন—

(ক)

(ক) প্রিন্স দ্বারকানা ঠাকুর (খ)  (খ) কালীনাথ রায় চৌধুরী (গ)  (গ) রাধাকান্ত দেব  (ঘ)(ঘ) প্রসন্নকুমার ঠাকুর

উত্তর:(গ)  রাধাকান্ত দেব(গ) রাধাকান্ত দেব

৪৪.ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্র —

(ক)

ছিলেন —-

(ক) হিন্দু   রিও পাত্ত্রিওতপ্যাট্রিয়ট (খ) অমৃতবাজার (গ) বেঙ্গলি (ঘ) হিন্দু 

উত্তর:(ক) হিন্দু প্যাট্রিয়ট

৪৫.সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন সূচনা যার হাত ধরে হয়,, তিনি হলেন—

(ক)—–

(ক) রাজা রামমোহন রায় (খ)(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) (ঘ) দাদাভাই নওরজ

উত্তর:(ক) রাজা রামমোহন রায়

৪৬.‘হিন্দুমেলা’ প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন—-

(ক) প্যারীচাঁদ মিত্র (খ) নবগোপাল মিত্র (গ)শিশিরকুমার ঘোষ (ঘ) শরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায

উত্তর:(খ) নবগোপাল মিত্র

৪৭. ‘জাতীয় মেলা’ বা ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮৫১ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে 

উত্তর:(খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

৪৮.হিন্দুমেলা’র অপর নাম—–

(ক) চৈত্র মেলা (খ) পৌষ পার্বণ মেলা (গ) মাঘী পূর্ণিমা মেলা (ঘ) বৈশাখী মেলা

উত্তর: (ক) চৈত্র মেলা 

৪৯.হিন্দু মেলার উপহার’ কবিতাটি রচনা করেন—

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) নবগোপাল মিত্র (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫০.‘হিন্দুমেলা’ প্রবর্তন করেন—–

(ক) রাজনারায়ণ বসু (খ) নবগোপাল মিত্র (গ) অরবিন্দ ঘোষ (ঘ) আনন্দমোহন বসু

উত্তর: (খ) নবগোপাল মিত্র

৫১.ভারত সভা’র প্রথম সভাপতি ছিলেন—-

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আনন্দমোহন বসু (গ) কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় (ঘ) শিবনাথ শাস্ত্র

উত্তর:(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

৫২. ‘ভারতসভা’ কবে প্রতিষ্ঠিত হয়—-

(ক) ১৮৭৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে 

উত্তর:(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দ 

৫৩.ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার—

(ক) অ্যালবার্ট হলে (খ) ডিরোজিও হলে (গ) টাউন হলে (ঘ) বেকার হলে 

উত্তর:(ক) অ্যালবার্ট হলে

৫৪.ভারতসভার প্রাণপুরুষ বলা হয়—-

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে (খ) আনন্দমোহন বসুকে (গ) দারকনাথ ঠাকুরকে (ঘ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে

উত্তর:(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে

৫৫. ভারতসভা’র কার্যক্রমে যুক্ত ছিলেন—

(ক) কেশবচন্দ্র সেন (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

৫৬.দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয়—-

(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৮ খ্রিস্টাব্দ 

উত্তর:(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

৫৭. যে ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল বিতর্ক দেখা যায়—-

(ক) লর্ড লিটন (খ) লর্ড রিপন (গ) লর্ড বেন্টিং (ঘ) লর্ড নটব্রুক 

উত্তর:(খ) লর্ড রিপন

৫৮.কলকাতায় সর্বভারতীয় প্রথম ‘জাতীয় সম্মেলন’ অনুষ্ঠিত হয়—–

(ক) ১৮৮৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে 

উত্তর:(ক) ১৮৮৩ খ্রিস্টাব্দে

৫৯. ‘বন্দে মাতরম’সংগীতটি যে- উপন্যাসের থেকে নেওয়া হয়েছে, সেটি হল—-

(ক) গোরা (খ) আনন্দমঠ (গ) পথেরদাবী (ঘ)সীতারাম 

উত্তর:(খ) আনন্দমঠ

৬০. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়—–

(ক) সংবাদ প্রভাকর (খ) সংবাদ ভাস্কর (গ) বঙ্গদর্শন (ঘ) বঙ্গবাসী পত্রিকায় 

উত্তর:(গ) বঙ্গদর্শন

৬১.ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শে বর্ণনা আছে—

(ক) গোরা  উপন্যাসে (খ) আনন্দমঠ উপন্যাসে (গ) বর্তমান ভারত গ্রন্থে (ঘ) নীলদর্পণ নাটকে 

উত্তর:(খ) আনন্দমঠ উপন্যাসে

৬২.আনন্দমঠ উপন্যাসে কোন জাতীয় সংগীতটি উল্লেখিত হয়েছে—–

(ক) জনগণমন (খ) বন্দে মাতারাম (গ) আমার সোনার বাংলা (ঘ) সারে জাহা সে আচ্ছা 

উত্তর:(খ) বন্দে মাতারাম

৬৩. ‘বর্তমান ভারত’ কে রচনা করেন—-

(ক) স্বামী বিবেকানন্দ (খ) স্বামী অভেদানন্দ (গ) স্বামী গম্ভীর আনন্দ (ঘ)স্বামী আত্মস্থানন্দ 

উত্তর:(ক) স্বামী বিবেকানন্দ

৬৪.‘বর্তমান ভারত’ প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়—–

(ক) বঙ্গবাসীতে (খ) বঙ্গবানিতে (গ) উদ্বোধন- এ (ঘ) বেঙ্গলিতে 

উত্তর:(গ) উদ্বোধন- এ

৬৫. ‘বর্তমান ভারত’ প্রবন্ধটি গ্রন্থাগারের প্রকাশিত হয়—

(ক) ১৯০০ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে 

উত্তর:(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

৬৬.‘ গোরা’ উপন্যাসটি রচনা করেন—

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দিনেন্দ্রনাথ ঠাকুর (গ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

৬৭.রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘গোরা’ হলো একটি

(ক) কাব্যগ্রন্থ (খ) নাটক (গ) উপন্যাস (ঘ) ধর্মগ্রন্থ 

উত্তর:(গ) উপন্যাস

৬৮.‘নব্যবঙ্গ চিত্রকলার জনক’ কাকে বলা হয়—-

(ক) নন্দলাল বসু (খ) রবি ভার্মা (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

৬৯. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন—–

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) নন্দলাল বসু (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর 

৭০. এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো—

(ক) ভারতমাতা (খ) গোরা (গ) আনন্দমঠ (ঘ) বর্তমান ভারত 

উত্তর:(ক) ভারতমাতা

৭১.ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন—-

(ক) অনুপ সেন (খ) শঙ্কর ব্যানার্জি (গ) চন্ডী লাহিড়ী (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

৭২.‘সংকর জাতের বাঙালি’ নামক ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন—–

(ক) রবি ভার্মা (খ) লালা দিনদয়াল (গ) স্যামুয়েল বোর্ন  (ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

উত্তর:(ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর 

Class 10 History Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৪ – সংঘব্ধতার গোড়ার প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 07 Questions
Class 10

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ – পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 01
class-10-physical-science-chapter-05-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৫ – আলো প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর পনঞ্অচম ধ্যায় অর্থাৎ আলো এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 05 MCQ Answer
Class 10

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৩ – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 - প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *