Class 10

Class 10 Geography Chapter 01 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০১ “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

class-10-geography-chapter-01-question-answer

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 01 Question Answer

Class 10 Geography Chapter 01 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০১ “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. শূন্যস্থান পূরণ করো:

1. ভুত্বকে যে রেখা বরাবার চুত্যি ঘটে তাকে _____ বলে?

উত্তর: চুত্যিরেখা। 

2.  হাওয়ায় দ্বীপের মৌনালোয়া _____ হল আকৃতির আগ্নেয়গিরি।

উত্তর: গম্বুজ। 

3. পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি _____ মহাসাগরীয় মেখলায় অবস্থিত।

উত্তর: প্রশান্ত। 

4. তোর আমেরিকার প্রেইরি ভূমির উত্তরাংশ _____ সমভূমির উল্লেখযোগ্য উদাহরণ।

উত্তর: হিমবাহ। 

5. আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশে যে সমভূমি দেখা যায় তাকে _____ বলে।

উত্তর: পেডিমেন্‌ট।  

6. আগ্নেয়গিরির যে মুখ দিয়ে অগ্ন্যুৎপাত হয় তাকে বলে _____।

উত্তর: জ্বালামুখ। 

7. _____ যুগে হিমালয় পর্বত গঠিত হয়।

উত্তর: টার্শিয়ারি। 

8. ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটির মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা দিয়ে _____ নদী প্রবাহিত হয়েছে।

উত্তর: রাইন। 

9. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম _____।

উত্তর: লাদাখ। 

10. সমভূমিতে জনবসতির ঘনত্ব _____ হয়।

উত্তর: বেশি। 

11. ফুজিয়ামা _____ জ্বালামুখবিশিষ্ট আগ্নেয়গিরি।

উত্তর: একাধিক। 

12. সম প্রায় ভূমির মাঝে কঠিন শিলাগঠিত যেসব টিলা দেখা যায় সেগুলিকে বলে _____।

উত্তর: মোনাডনক। 

13. আইসল্যান্ডের ক্রাফলা হল _____ বিশিষ্ট আগ্নেয়গিরি। 

উত্তর: বিস্ফোরিত জ্বালামুখ। 

14. মেক্সিকোর পোপাক্যাটেপেটল _____ আকৃতির আগ্নেয়গিরি।

উত্তর: মিশ্র-শঙ্কু।

15.  ভিসুভিয়াস একটি _____ আগ্নেয়গিরি।

উত্তর: জীবন্ত।

2. সামঞ্জস্য বিধান করো: 

1.

বাঁদিকডানদিক
a. মৃত আগ্নেয়গিরিব্যারেন
b. সুপ্ত আগ্নেয়গিরিনারকোন্ডাম
c. ক্ষয়জাত পর্বতমিশরের সিনায় উপাদ্বীপ 
d. সমতল উপরিভাগবিশিষ্ট মালভূমি বা অধিত্যকতুরানের নিম্নভূমি
e. অবনত সমভূমিস্পেনের সিয়েরা নেভেদা

উত্তর: 

বাঁদিকডানদিক
a. মৃত আগ্নেয়গিরিনারকোন্ডাম
b. সুপ্ত আগ্নেয়গিরিব্যারেন
c. ক্ষয়জাত পর্বতস্পেনের সিয়েরা নেভেদা
d. সমতল উপরিভাগবিশিষ্ট মালভূমি বা অধিত্যকমিশরের সিনায় উপাদ্বীপ
e. অবনত সমভূমিতুরানের নিম্নভূমি

2.

বাঁদিক  ডানদিক
a. উন্নত সমভূমিমাজুলি
b. বাজাদাব্রহ্মপুত্র উপত্যকা 
c. শিল্ড অঞ্চল ইউরেশীয় স্তেপ 
d. প্লাবনভূমি কানাডীয় মালভূমি 
e. নদী দ্বীপ অ্যাটলাস পর্বতের পাদদেশীয় অঞ্চল

 

 

উত্তর:
বাঁদিক
ডানদিক
a. উন্নত সমভূমি ইউরেশীয় স্তেপ  
b. বাজাদা অ্যাটলাস পর্বতের পাদদেশীয় অঞ্চল
c. শিল্ড অঞ্চল কানাডীয় মালভূমি
d. প্লাবনভূমি ব্রহ্মপুত্র উপত্যকা
e. নদী দ্বীপ মাজুলি 

3. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন।

উত্তর: ঠিক

2. বিন্ধ্য পর্বতকে স্তুপ পর্বত বলা হয়।

উত্তর: ভূল

3. সম্প্রসারক ফাটলের ফলে চ্যুতির সৃষ্টি হয়। 

উত্তর: ভূল

4. সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের অবনমনে ‘গ্রাবেন’ জাতীয় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়।

উত্তর: ঠিক

5. সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানে ‘হোর্স্ট’ জাতীয় পর্বতের সৃষ্টি হয়।

উত্তর: ঠিক

6. ভঙ্গিল পর্বতের দুটি ভাঁজের মধ্যবর্তী উঁচু অংশকে বলে ঊর্ধ্বভঙ্গ।

উত্তর: ঠিক

7. যেকোনো ভঙ্গিল পর্বতের দুটি ভাঁজের অন্তর্বর্তী নিম্ন অংশকে অধোভঙ্গ বলে।

উত্তর: ঠিক

8. ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়।

উত্তর: ঠিক

9. দক্ষিণ আমেরিকার আন্দিজ একটি আগ্নেয় পর্বত।

উত্তর: ভূল

10. ইউরোপের আল্পাস একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা।

উত্তর: ভূল

11. চীনের হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি গঠিত হয়েছে।

উত্তর: ঠিক

12. ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।

উত্তর: ঠিক

13. পর্বত-মধ্যবর্তী মালভূমির একটি উদাহরণ হল দাক্ষিণাত্য মালভূমি।

উত্তর: ভূল

14. মায়ানমারের পোপা একটি মৃত আগ্নেয়গিরি।

উত্তর: ঠিক

15. ভারতের ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গিরি।

উত্তর: ঠিক

16. জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি  স্তুপ পর্বত। 

উত্তর: ঠিক

17. আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান একটি ভঙ্গিল পর্বত।

উত্তর: ঠিক

4. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. আরাবল্লী  / হিমালয় / আল্পস একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।

উত্তর: আরাবল্লী 

2. সাতপুরা / কারাকোরাম / আন্নামালাই একটি স্তুপ পর্বত।

উত্তর: সাতপুরা 

3. মহানদী / সবরমতী / নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উত্তর: নর্মদা 

4. জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত / মৃত / জীবন্ত আগ্নেয়গিরি।

উত্তর: সুপ্ত 

5. তিব্বতের মালভূমি একটি পর্বতবেষ্টিত / লাভাগঠিত / ব্যবচ্ছিন্ন মালভূমি।

উত্তর: পর্বতবেষ্টিত 

6. বর্তমানে যেখানে হিমালয় পর্বতশ্রেণি বিস্তৃত আছে, একসময় সেখানে টেথিস সাগর / ভূমধ্যসাগর / ভারত মহাসাগর অবস্থিত ছিল।

উত্তর: টেথিস সাগর

7. ‘পৃথিবীর ছাদ’ বলা হয় লাদাখ / পামির / তিব্বত মালভূমিকে।

উত্তর: পামির 

8. পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত / পামির / আরবের মালভূমি। 

উত্তর: তিব্বত 

9. ঝাড়খণ্ডের রাজমহল একটি সুপ্ত / ক্ষয়জাত / ভঙ্গিল পর্বত।

উত্তর: ক্ষয়জাত 

10. ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল ডেকান ট্র‍্যাপ / ছোটনাগপুর মালভূমি / মেঘালয় মালভূমি।

উত্তর: ডেকান ট্র‍্যাপ

11. নদীর প্রধানত হিমবাহ অধ্যুষিত অঞ্চলে / হিমরেখার নীচে আর্দ্র অঞ্চলে / মরুময় অঞ্চলে ভূমির উপর পরিবর্তন ঘটায়।

উত্তর: হিমরেখার নীচে আর্দ্র অঞ্চলে

12. ভূমিরূপের গঠন ও পরিবর্তনের জন্য ভূ-আলোড়ন / নগ্নীভবন / ভূ-আলোড়ন ও নগ্নীভবন সম্মিলিতভাবে দায়ী।

উত্তর: ভূ-আলোড়ন ও নগ্নীভবন সম্মিলিতভাবে 

13. হিমালয় পর্বত শ্রেণীকে বলে মহাদেশীয় জলবিভাজিকা / উপমহাদেশীয় জলবিভাজিকা / কোনোটাই নয়। 

উত্তর: মহাদেশীয় জলবিভাজিকা

14. প্রাচীনকালের অগভীর সমুদ্রগুলিকে বলে মহীসোপান / মহীতল / মহীখাত।

উত্তর: মহীখাত

15. ভিসুভিয়াস অবিরাম / সবিরাম / সুপ্ত আগ্নেয়গিরি।

উত্তর: অবিরাম 

16. ভারতের একটি অবশিষ্ট পাহাড়ের নাম পীরপাঞ্জাল / পাটকই / আরবল্লি।

উত্তর: আরবল্লি

Class 10 Geography Chapter 01 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০১ “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class-10-Bangla-Chapter-04-MCQ-Question-Answer
Class 10

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।
wbbse-class-10-geography-short-question-answer
Class 10

Class 10 Geography Chapter 01 Very Short Question Answer

১. বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস কি?উত্তরঃ- সৌরশক্তি২. পর্যায়ন এর ভাগ দুটি কি কি?উত্তরঃ- অবরোহন ও আরোহন৩. মাটির মধ্যে জমে থাকা বরফসহ জলের ভান্ডার কে কি বলে?উত্তরঃ- বারিমন্ডল৪. জলচক্রের গুরুত্বপূর্ণ
Class 10

Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর বহুবিকল্প
class-10-history-chapter-08-mcq-answer
Class 10

Class 10 History Chapter 08 MCQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৬ – ঔপনিবেশিক ভারত প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় অর্থাৎ বিঔপনিবেশিক ভারত এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 08 Questions Answer Class 10 History Chapter 08 MCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *