১.১ বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস হল
ক) বায়ু প্রবাহ শক্তি খ) সৌরশক্তি গ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ- সৌরশক্তি
১.২ বহির্জাত প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায়
ক) ভূপৃষ্ঠের উপরিভাগে খ) উপপৃষ্ঠিয় অংশে গ) ভূপৃষ্ঠের নিম্নভাগে
উত্তরঃ- উপপৃষ্ঠিয় অংশে
১.৩ যে প্রক্রিয়ায় ভূমিরূপ ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে সমতল অবস্থায় আসে সেটি হল
ক) আবহবিকার খ) ক্ষয়ীভবন গ) পর্যায়ন
উত্তরঃ- পর্যায়ন প্রক্রিয়া
১.৪ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ার মাধ্যমে
ক) আরোহন খ) অবরোহন গ) আবহবিকার
উত্তরঃ- অবরোহণ এর মাধ্যমে
১.৫ অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসা দুর্বল শিলা বস্তুকে বলে
ক) আবহবিকার খ) পুঞ্জিতক্ষয় গ) নগ্নীভবন
উত্তরঃ- পুঞ্জিত ক্ষয়
১.৬ এদের মধ্যে কোনটি জলচক্রের পরিচালনায় অংশগ্রহণকারী উপাদান
ক) বাষ্পীভবন খ) ক্ষয়ীভবন গ) নগ্নীভবন
উত্তরঃ- বাষ্পীভবন
১.৭ জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ হলো
ক) জলীয় বাষ্প খ) নদী গ) বৃষ্টিপাত
উত্তরঃ- নদী
১.৮ অনেকগুলো ছোট ছোট নদী অববাহিকায় মিলিত হয়ে সৃষ্টি করে
ক) নদী অববাহিকা খ) প্রধান নদী গ) হ্রদ
উত্তরঃ- প্রধান নদী
১.৯ ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি
ক) ব্রহ্মপুত্র নদী খ) আমাজন নদী গ) গঙ্গা নদী
উত্তরঃ- প্রধান নদী
১.১০ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি
ক) গঙ্গা খ) ব্রহ্মপুত্র গ) আমাজন
উত্তরঃ- আমাজন নদী
১.১১ সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর অববাহিকা কে পৃথক করেছে এটি কিসের উদাহরণ
ক) ধারণ অববাহিকা খ) জলবিভাজিকা গ) প্লাবনভূমি
উত্তরঃ- জলবিভাজিকা
১.১২ নদীর খাড়া ঢাল এর প্রবাহকে বলে
ক) উচ্চগতি খ) মধ্যগতি গ) নিম্নগতি
উত্তরঃ- উচ্চগতি
১.১৩ নদী স্রোত হীন হয়ে পড়ে কোন গতিতে
ক) উচ্চগতি খ) মধ্যগতি গ) নিম্নগতি
উত্তরঃ- নিম্নগতি
১.১৪ নদী কেবল সঞ্জয় কাজ করে কোন গতিতে
ক)উচ্চগতি খ) মধ্যগতি গ)নিম্ন গতি
উত্তরঃ -নিম্ন গতি
১.১৫ উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ হল
ক) মন্থকূপ খ) প্লাবনভূমি গ) বদ্বীপ
উত্তরঃ- মন্থকূপ
১.১৬ নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ হল
ক)অশ্বক্ষুরাকৃতি হ্রদ খ)মন্থকূপ গ)জলপ্রপাত
উত্তরঃ- অশ্বখুরাকৃতি হ্রদ
১.১৭ নদীর ক্ষয়কার্য কয় প্রকার
ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার
উত্তরঃ-দুই প্রকার
১.১৮ নদীর বহন কাজ কয় প্রকার
ক) তিন প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার
উত্তরঃ- চার প্রকার
১.১৯ নেপাল হিমালয়ের কালীগণ্ডক কিসের উদাহরণ
ক) গভীরতম জলপ্রপাত খ) গভীরতম গিরিখাত গ) গভীরতর ক্যানিয়ন
উত্তরঃ- গভীরতম গিরিখাত
১.২০ পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়ন এর গভীরতা
ক)১ কিমি খ)১.৪ কিমি গ)১.৬কিমি
উত্তরঃ-১.৬ কিমি
১.২১ গিরিখাত এর আকৃতি
ক) U আকৃতির খ) V আকৃতির গ) I আকৃতির
উত্তরঃ V আকৃতির
১.২২ ক্যানিয়নের আকৃতি হয়
ক) U আকৃতির খ) V আকৃতির গ) I আকৃতির
উত্তরঃ- I আকৃতির
১.২৩ ভারতের নায়িকা বলে পরিচিত জলপ্রপাত কোনটি
ক) কপিলধারা খ) ধুঁয়াধর গ)চিত্রকোট
উত্তরঃ- চিত্রকোট
১.২৪ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল
ক) চিত্রকোট খ)অ্যাঞ্জেল গ) নায়াগ্রা
উত্তরঃ- অ্যাঞ্জেল
১.২৫ অশ্বক্ষুরাকৃতি হ্রদ বেশি দেখা যায়
ক)মহানন্দা নদী অববাহিকায় খ)গঙ্গা ব-দ্বীপে গ)হুগলি-ভাগীরথী নদীর প্লাবনভূমিতে
উত্তরঃ- হুগলি-ভাগীরথী নদীর প্লাবনভূমিতে
১.২৬ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল
ক) কৃষ্ণা নদীর বদ্বীপ খ) গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ গ) মিসৌরি- মিসিসিপি নদীর বদ্বীপ
উত্তরঃ- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ
১.২৭ করাতের দাঁতের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়
ক) সুবর্ণরেখা নদীতে খ)কৃষ্ণা নদীতে গ) মিসিসিপি- মিসৌরি নদীতে
উত্তরঃ- সুবর্ণরেখা নদীতে
১.২৮ পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়
ক) গঙ্গা- ব্রহ্মপুত্র নদীতে খ) মিসিসিপি- মিসৌরি নদীতে গ) সুবর্ণরেখা নদীতে
উত্তরঃ- মিসিসিপি- মিসৌরি নদীতে
১.২৯ ধনুকাকৃতির বদ্বীপ দেখা যায়
ক)নীলনদের বদ্বীপে খ) সুবর্ণরেখা নদীর বদ্বীপে গ) তাইবার নদীর বদ্বী্পে
উত্তরঃ- নীলনদের বদ্বীপে
১.৩০ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত
ক) গির অরণ্যে খ) সুন্দরবনে গ) অ্যামাজনের জঙ্গলে
উত্তরঃ- সুন্দরবনে
১.৩১ যে চরটি ১৯৮০সালে সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছিল তার নাম হলো
ক) লোহাচর দ্বীপ খ) নিউমুর দ্বীপ গ) ঘোড়ামারা দ্বীপ
উত্তরঃ- লোহাচর দ্বীপ
১.৩২ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
ক) ল্যামবার্ট খ) সিয়াচেন গ) আলাস্কার হাবার্ড
উত্তরঃ- ল্যামবার্ট
১.৩৩ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল
ক) ল্যাম্বার্ট খ) সিয়াচেন গ) হাবার্ড
উত্তরঃ- হাবার্ড
১.৩৪ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল
ক) ল্যাম্বার্ট খ) সিয়াচেন গ) হাবার্ড
উত্তরঃ- সিয়াচেন
১.৩৫ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম
ক) আলাস্কার হাবার্ড খ) আলাস্কার ম্যালাসপিনা গ) সিয়াচেন
উত্তরঃ- আলাস্কার ম্যালাসপিনা
১.৩৬ পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম
ক) ম্যালাসপিনা খ) হাবার্ড গ) জ্যাকবসাঁভো ইসব্রে
উত্তরঃ-জ্যাকবসাঁভো ইসব্রে
১.৩৭ বিখ্যাত টাইটেনিক জাহাজ হিমশৈলের আঘাতে ডুবে যায়
ক) ১৯১২ সালে খ) ১৯১৬ সালে গ) ১৯১৮ সালে
উত্তরঃ-১৯১২ সালে
১.৩৮ পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সার্ক কোথায় অবস্থিত
ক) অস্ট্রেলিয়ায় খ) অ্যান্টার্কটিকায় গ) আমেরিকায়
উত্তরঃ- অ্যান্টার্কটিকায়
১.৩৯ হিমদ্রোনী কি আকৃতির হয়
ক) U খ ) V গ) I
উত্তরঃ- U আকৃতির হয়
১.৪০ পৃথিবীর গভীরতম ফিয়ার্ড অবস্থিত
ক) স্কোরেসাব খ) নরওয়েরস সোজনে গ) স্কটল্যান্ডে
উত্তরঃ- নরওয়ের সোজন
১.৪১ পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড অবস্থিত
ক) সুইডেনে খ) নরওয়ের সোজনে গ) গ্রীনল্যান্ডের স্কোরেসবিতে
উত্তরঃ- গ্রীনল্যান্ডের স্কোরেসবিতে
১.৪২ উষ্ণ মরুভূমি হল
ক) গ্রেট বেসিন খ) সাহারা মরুভূমি গ) প্যাটাগোনিয়া মরুভূমি
উত্তরঃ- সাহারা মরুভূমি
১.৪৩ কোনটি শীতল মরুভূমির উদাহরণ
ক) গোবি ও তাকলামাকান খ) থর মরুভূমি গ)আরব মরুভূমি
উত্তরঃ- গোবি ও তাকলামাকান
১.৪৪ জিউতোন ভূমিরুপ উচ্চতা
ক) ২-২০ মি. খ)২-৪০মি. গ)২-৬০ মি.
উত্তরঃ- ২-৪০মি.
১.৪৫ বালুকণার মূল উপাদান হলো
ক) কোয়ার্টজ খ) অভ্র গ)ফেলসপার
উত্তরঃ- কোয়ার্টজ
১.৪৬ মরুভূমির শুষ্ক নদীখাত কে বলে
ক) শুষ্ক উপত্যকা খ) ওয়াদি গ) নালা
উত্তরঃ- ওয়াদি
১.৪৭ পৃথিবীর বৃহত্তম প্লায়া হল
ক) লা-প্লায়া খ) শর্টস গ) খাবারি
উত্তরঃ- লা- প্লায়া
১.৪৮ সাহারাতে প্লায়া পরিচিত
ক) লা-প্লায় নামে খ) শটস নামে গ) মামলাহা নামে
উত্তরঃ- শটস নামে
১.৪৯ Great Green Wall নির্মিত হয়েছে
ক) আলজিরিয়ায় খ) মরক্কোতে গ) সাহারায়
উত্তরঃ- সাহারায়
১.৫০ সুন্দরবনের দক্ষিণে সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দ্বীপ হল
ক) লোহাচর দ্বীপ খ) নিউমুর দ্বীপ গ) ঘোড়ামারা দ্বীপ
উত্তরঃ- নিউমুর দ্বীপ
Class 10 Geography Chapter 01 MCQs
Shares: