Class 10

Class 10 Geography Chapter 01 MCQs

wbbse-class-10-geography-question-answer

১.১ বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস হল
ক) বায়ু প্রবাহ শক্তি খ) সৌরশক্তি গ) সমুদ্র তরঙ্গ
উত্তরঃ- সৌরশক্তি
১.২ বহির্জাত প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায়
ক) ভূপৃষ্ঠের উপরিভাগে খ) উপপৃষ্ঠিয় অংশে গ) ভূপৃষ্ঠের নিম্নভাগে
উত্তরঃ- উপপৃষ্ঠিয় অংশে
১.৩ যে প্রক্রিয়ায় ভূমিরূপ ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে সমতল অবস্থায় আসে সেটি হল
ক) আবহবিকার খ) ক্ষয়ীভবন গ) পর্যায়ন
উত্তরঃ- পর্যায়ন প্রক্রিয়া
১.৪ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ার মাধ্যমে
ক) আরোহন খ) অবরোহন গ) আবহবিকার
উত্তরঃ- অবরোহণ এর মাধ্যমে
১.৫ অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসা দুর্বল শিলা বস্তুকে বলে
ক) আবহবিকার খ) পুঞ্জিতক্ষয় গ) নগ্নীভবন
উত্তরঃ- পুঞ্জিত ক্ষয়
১.৬ এদের মধ্যে কোনটি জলচক্রের পরিচালনায় অংশগ্রহণকারী উপাদান
ক) বাষ্পীভবন খ) ক্ষয়ীভবন গ) নগ্নীভবন
উত্তরঃ- বাষ্পীভবন
১.৭ জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ হলো
ক) জলীয় বাষ্প খ) নদী গ) বৃষ্টিপাত
উত্তরঃ- নদী
১.৮ অনেকগুলো ছোট ছোট নদী অববাহিকায় মিলিত হয়ে সৃষ্টি করে
ক) নদী অববাহিকা খ) প্রধান নদী গ) হ্রদ
উত্তরঃ- প্রধান নদী
১.৯ ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি
ক) ব্রহ্মপুত্র নদী খ) আমাজন নদী গ) গঙ্গা নদী
উত্তরঃ- প্রধান নদী
১.১০ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি
ক) গঙ্গা খ) ব্রহ্মপুত্র গ) আমাজন
উত্তরঃ- আমাজন নদী
১.১১ সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর অববাহিকা কে পৃথক করেছে এটি কিসের উদাহরণ
ক) ধারণ অববাহিকা খ) জলবিভাজিকা গ) প্লাবনভূমি
উত্তরঃ- জলবিভাজিকা
১.১২ নদীর খাড়া ঢাল এর প্রবাহকে বলে
ক) উচ্চগতি খ) মধ্যগতি গ) নিম্নগতি
উত্তরঃ- উচ্চগতি
১.১৩ নদী স্রোত হীন হয়ে পড়ে কোন গতিতে
ক) উচ্চগতি খ) মধ্যগতি গ) নিম্নগতি
উত্তরঃ- নিম্নগতি
১.১৪ নদী কেবল সঞ্জয় কাজ করে কোন গতিতে
ক)উচ্চগতি খ) মধ্যগতি গ)নিম্ন গতি
উত্তরঃ -নিম্ন গতি
১.১৫ উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ হল
ক) মন্থকূপ খ) প্লাবনভূমি গ) বদ্বীপ
উত্তরঃ- মন্থকূপ
১.১৬ নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ হল
ক)অশ্বক্ষুরাকৃতি হ্রদ খ)মন্থকূপ গ)জলপ্রপাত
উত্তরঃ- অশ্বখুরাকৃতি হ্রদ
১.১৭ নদীর ক্ষয়কার্য কয় প্রকার
ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার
উত্তরঃ-দুই প্রকার
১.১৮ নদীর বহন কাজ কয় প্রকার
ক) তিন প্রকার খ) চার প্রকার গ) পাঁচ প্রকার
উত্তরঃ- চার প্রকার
১.১৯ নেপাল হিমালয়ের কালীগণ্ডক কিসের উদাহরণ
ক) গভীরতম জলপ্রপাত খ) গভীরতম গিরিখাত গ) গভীরতর ক্যানিয়ন
উত্তরঃ- গভীরতম গিরিখাত
১.২০ পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়ন এর গভীরতা
ক)১ কিমি খ)১.৪ কিমি গ)১.৬কিমি
উত্তরঃ-১.৬ কিমি
১.২১ গিরিখাত এর আকৃতি
ক) U আকৃতির খ) V আকৃতির গ) I আকৃতির
উত্তরঃ V আকৃতির
১.২২ ক্যানিয়নের আকৃতি হয়
ক) U আকৃতির খ) V আকৃতির গ) I আকৃতির
উত্তরঃ- I আকৃতির
১.২৩ ভারতের নায়িকা বলে পরিচিত জলপ্রপাত কোনটি
ক) কপিলধারা খ) ধুঁয়াধর গ)চিত্রকোট
উত্তরঃ- চিত্রকোট
১.২৪ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল
ক) চিত্রকোট খ)অ্যাঞ্জেল গ) নায়াগ্রা
উত্তরঃ- অ্যাঞ্জেল
১.২৫ অশ্বক্ষুরাকৃতি হ্রদ বেশি দেখা যায়
ক)মহানন্দা নদী অববাহিকায় খ)গঙ্গা ব-দ্বীপে গ)হুগলি-ভাগীরথী নদীর প্লাবনভূমিতে
উত্তরঃ- হুগলি-ভাগীরথী নদীর প্লাবনভূমিতে
১.২৬ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল
ক) কৃষ্ণা নদীর বদ্বীপ খ) গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ গ) মিসৌরি- মিসিসিপি নদীর বদ্বীপ
উত্তরঃ- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ
১.২৭ করাতের দাঁতের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায়
ক) সুবর্ণরেখা নদীতে খ)কৃষ্ণা নদীতে গ) মিসিসিপি- মিসৌরি নদীতে
উত্তরঃ- সুবর্ণরেখা নদীতে
১.২৮ পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়
ক) গঙ্গা- ব্রহ্মপুত্র নদীতে খ) মিসিসিপি- মিসৌরি নদীতে গ) সুবর্ণরেখা নদীতে
উত্তরঃ- মিসিসিপি- মিসৌরি নদীতে
১.২৯ ধনুকাকৃতির বদ্বীপ দেখা যায়
ক)নীলনদের বদ্বীপে খ) সুবর্ণরেখা নদীর বদ্বীপে গ) তাইবার নদীর বদ্বী্পে
উত্তরঃ- নীলনদের বদ্বীপে
১.৩০ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত
ক) গির অরণ্যে খ) সুন্দরবনে গ) অ্যামাজনের জঙ্গলে
উত্তরঃ- সুন্দরবনে
১.৩১ যে চরটি ১৯৮০সালে সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছিল তার নাম হলো
ক) লোহাচর দ্বীপ খ) নিউমুর দ্বীপ গ) ঘোড়ামারা দ্বীপ
উত্তরঃ- লোহাচর দ্বীপ
১.৩২ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল
ক) ল্যামবার্ট খ) সিয়াচেন গ) আলাস্কার হাবার্ড
উত্তরঃ- ল্যামবার্ট
১.৩৩ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল
ক) ল্যাম্বার্ট খ) সিয়াচেন গ) হাবার্ড
উত্তরঃ- হাবার্ড
১.৩৪ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল
ক) ল্যাম্বার্ট খ) সিয়াচেন গ) হাবার্ড
উত্তরঃ- সিয়াচেন
১.৩৫ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম
ক) আলাস্কার হাবার্ড খ) আলাস্কার ম্যালাসপিনা গ) সিয়াচেন
উত্তরঃ- আলাস্কার ম্যালাসপিনা
১.৩৬ পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম
ক) ম্যালাসপিনা খ) হাবার্ড গ) জ্যাকবসাঁভো ইসব্রে
উত্তরঃ-জ্যাকবসাঁভো ইসব্রে
১.৩৭ বিখ্যাত টাইটেনিক জাহাজ হিমশৈলের আঘাতে ডুবে যায়
ক) ১৯১২ সালে খ) ১৯১৬ সালে গ) ১৯১৮ সালে
উত্তরঃ-১৯১২ সালে
১.৩৮ পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সার্ক কোথায় অবস্থিত
ক) অস্ট্রেলিয়ায় খ) অ্যান্টার্কটিকায় গ) আমেরিকায়
উত্তরঃ- অ্যান্টার্কটিকায়
১.৩৯ হিমদ্রোনী কি আকৃতির হয়
ক) U খ ) V গ) I
উত্তরঃ- U আকৃতির হয়
১.৪০ পৃথিবীর গভীরতম ফিয়ার্ড অবস্থিত
ক) স্কোরেসাব খ) নরওয়েরস সোজনে গ) স্কটল্যান্ডে
উত্তরঃ- নরওয়ের সোজন
১.৪১ পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড অবস্থিত
ক) সুইডেনে খ) নরওয়ের সোজনে গ) গ্রীনল্যান্ডের স্কোরেসবিতে
উত্তরঃ- গ্রীনল্যান্ডের স্কোরেসবিতে
১.৪২ উষ্ণ মরুভূমি হল
ক) গ্রেট বেসিন খ) সাহারা মরুভূমি গ) প্যাটাগোনিয়া মরুভূমি
উত্তরঃ- সাহারা মরুভূমি
১.৪৩ কোনটি শীতল মরুভূমির উদাহরণ
ক) গোবি ও তাকলামাকান খ) থর মরুভূমি গ)আরব মরুভূমি
উত্তরঃ- গোবি ও তাকলামাকান
১.৪৪ জিউতোন ভূমিরুপ উচ্চতা
ক) ২-২০ মি. খ)২-৪০মি. গ)২-৬০ মি.
উত্তরঃ- ২-৪০মি.
১.৪৫ বালুকণার মূল উপাদান হলো
ক) কোয়ার্টজ খ) অভ্র গ)ফেলসপার
উত্তরঃ- কোয়ার্টজ
১.৪৬ মরুভূমির শুষ্ক নদীখাত কে বলে
ক) শুষ্ক উপত্যকা খ) ওয়াদি গ) নালা
উত্তরঃ- ওয়াদি
১.৪৭ পৃথিবীর বৃহত্তম প্লায়া হল
ক) লা-প্লায়া খ) শর্টস গ) খাবারি
উত্তরঃ- লা- প্লায়া
১.৪৮ সাহারাতে প্লায়া পরিচিত
ক) লা-প্লায় নামে খ) শটস নামে গ) মামলাহা নামে
উত্তরঃ- শটস নামে
১.৪৯ Great Green Wall নির্মিত হয়েছে
ক) আলজিরিয়ায় খ) মরক্কোতে গ) সাহারায়
উত্তরঃ- সাহারায়
১.৫০ সুন্দরবনের দক্ষিণে সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দ্বীপ হল
ক) লোহাচর দ্বীপ খ) নিউমুর দ্বীপ গ) ঘোড়ামারা দ্বীপ
উত্তরঃ- নিউমুর দ্বীপ

Shares:

Related Posts

Class-10-Bangla-Chapter-06-MCQ-Question-Answer
Class 10

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬-‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।
Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 - জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
Class 10

Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 – জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচক্ষু এর বেশ কিছু বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির উত্তর সম্পর্কে জানবো। Class 10 Bengali Chapter 01 MCQ
class-10-english-question-paper-2024
Question Paper

West Bengal Madhyamik (Class 10) English Question Paper 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের ইংরেজি প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Bengali Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Bengali Question Paper 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *