Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর
এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।
Table of Contents
Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর
1. আফ্রিকা কবিতাটি –
(a) প্রকৃতি বিষয়ক
(b) সাম্রাজ্যবাদ-বিরোধী
(c) সৃষ্টিতত্ত্ব বিষয়ক
(d) ঈশ্বরচেতনা বিষয়ক
উত্তরঃ- (b) সাম্রাজ্যবাদ-বিরোধী
2. আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে –
(a) পত্রপুট থেকে
(b) গীতাঞ্জলি থেকে
(c) মানসী কাব্যগ্রন্থ থেকে
(d) সঞ্চিতা থেকে
উত্তরঃ- (a) পত্রপুট থেকে
3. আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল –
(a) বাস্পাকুল অরণ্য পথে
(b) সমুদ্র বক্ষে
(c) গুপ্ত গহ্বরে
(d) বনস্পতির নিবিড় পাহারায়
উত্তরঃ- (d) বনস্পতির নিবিড় পাহারায়
4. যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন ?
(a) মন্দিরে
(b) সভ্যতার প্রান্তে
(c) শিশুদের কাছে
(d) মানহারা মানবীর দ্বারে
উত্তরঃ- (d) মানহারা মানবীর দ্বারে
5. “কালো ঘোমটার নীচে” ‘কালো ঘোমটা’ হল –
(a) অন্ধকার
(b) ছায়ানিবিড়তা
(c) রহস্যময়তা
(d) দুর্গমতা
উত্তরঃ- (b) ছায়ানিবিড়তা
6. ‘__কাদার পিণ্ড’
(a) নগ্ন
(b) ভয়ংকর
(c) নোংরা
(d) বীভৎস
উত্তরঃ- (d) বীভৎস
7. যুগান্তরের কবি কি বলবেন ?
(a) ক্ষমা করুন
(b) ক্ষমা মোরে
(c) ক্ষমা চাই
(d) ক্ষমা করো
উত্তরঃ- (d) ক্ষমা করো
8. যুগান্তরের কবি কখন আসবেন ?
(a) আসন্ন ভোরের প্রথম রশ্মিপাতে
(b) আসন্ন দুপুরের প্রবল রশ্মিপাতে
(c) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
(d) আসন্ন রাত্রের শেষ রশ্মিপাতে
উত্তরঃ- (c) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
9. “কাদার পিণ্ড” কোথায় চির চিহ্ন দিয়ে গেল ?
(a) অবরুদ্ধ ইতিহাসে
(b) লজ্জিত ইতিহাসে
(c) অপমানিত ইতিহাসে
(d) অবমানিত ইতিহাসে
উত্তরঃ- (c) অপমানিত ইতিহাসে
10. “সেখানে নিভৃত অবকাশে তুমি / সংগ্রহ করেছিলে…….” কি সংগ্রহ করার কথা বলা হয়েছে ?
(a) আদিম উচ্ছ্বাস
(b) দুর্গমের রহস্য
(c) অরণ্যের রহস্য
(d) বর্বর লোভ
উত্তরঃ- (b) দুর্গমের রহস্য
11. কাল ঘোমটার নিচে কি অপরিচিত ছিল ?
(a) ক্ষোভ
(b) হিংসা
(c) পশুর রূপ
(d) আফ্রিকার মানবরূপ
উত্তরঃ- (d) আফ্রিকার মানবরূপ
12. হিংসা প্রলাপ এর মধ্যে যুগান্তরের গভীর কথা কি হয়ে হয়ে থাকবে ?
(a) সৃষ্টির আদি স্বর
(b) শেষতম আদেশ
(c) সৃষ্টির অন্তিম স্বর
(d) সভ্যতার শেষ পুণ্যবাণী
উত্তরঃ- (d) সভ্যতার শেষ পুণ্যবাণী
13. কবি কাকে আহব্বান জানিয়েছেন –
(a) অপমানকারী পশুদের
(b) সারা বিশ্বকে
(c) আফ্রিকাকে
(d) যুগান্তের কবিকে
উত্তরঃ- (d) যুগান্তের কবিকে
14. সমুদ্রপারে কোথায় ঘন্টা বাজছিল ?
(a) উদ্যানে
(b) মন্দিরে
(c) বাড়িতে
(d) রাজসভায়
উত্তরঃ- (b) মন্দিরে
15. পশুরা কিভাবে অন্তিম ঘোষণা করলো ?
(a) অশুভ ধ্বনিতে
(b) হিংস্র চিৎকারে
(c) মুখর কলরবে
(d) অশুভ ইঙ্গিতে
উত্তরঃ- (a) অশুভ ধ্বনিতে
16. পশুরা কি ঘোষণা করল ?
(a) দিনের অন্তিমকাল
(b) রাত্রির অন্তিমকাল
(c) সকালের অন্তিমকাল
(d) সন্ধ্যার অন্তিমকাল
উত্তরঃ- (a) দিনের অন্তিমকাল
17. কোথা থেকে পশুরা বেরিয়ে এল ?
(a) গুপ্ত গহবর থেকে
(b) আদিম বনভূমি থেকে
(c) প্রকাশ্য গহবর থেকে
(d) গভীর অরণ্য থেকে
উত্তরঃ- (a) গুপ্ত গহবর থেকে
18. “প্রদোষকাল ঝাঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস” – “প্রদোষকাল” হল –
(a) ভোরবেলা
(b) দুপুরবেলা
(c) বিকেলবেলা
(d) সন্ধ্যাবেলা
উত্তরঃ- (d) সন্ধ্যাবেলা
19. কখন ঝড় ঘনিয়ে উঠল ?
(a) দ্বিপ্রহরে
(b) প্রদোষকালে
(c) মধ্যরাত্রে
(d) শেষরাত্রে
উত্তরঃ- (b) প্রদোষকালে
20. আজ কোথায় ঝড় ঘনিয়ে উঠেছে ?
(a) পূর্ব দিগন্তে
(b) পশ্চিম দিগন্তে
(c) উত্তর দিগন্তে
(d) দক্ষিণ দিগন্তে
উত্তরঃ- (b) পশ্চিম দিগন্তে
21. কবি কিসের মাধ্যমে আরাধনা করেছিলেন ?
(a) কবিতা
(b) লেখনী
(c) সংগীত
(d) গ্রন্থ
উত্তরঃ- (c) সংগীত
22. কে ‘সুন্দরের আরাধনা’ করছিলেন ?
(a) আফ্রিকা
(b) দেবতা
(c) কবি
(d) গায়ক
উত্তরঃ- (c) কবি
23. শিশুরা কোথায় খেলছিল ?
(a) বনে
(b) মাঠে
(c) ময়দানে
(d) মায়ের কোলে
উত্তরঃ- (d) মায়ের কোলে
24. কার নামে পুজো চলছিল ?
(a) ক্ষমতাময় রাজার
(b) পরমাত্মার
(c) অন্ধকার আফ্রিকার
(d) দয়াময় দেবতার
উত্তরঃ- (d) দয়াময় দেবতার
25. “তাদের পাড়ায় পাড়ায়” – ‘তাদের’ বলতে বোঝানো হয়েছে –
(a) আফ্রিকাবাসীদের
(b) ঔপনিবেশিক প্রভুদের
(c) নিবিড় অরণ্যের
(d) পূজারীদের
উত্তরঃ- (b) ঔপনিবেশিক প্রভুদের
26. উপেক্ষার দৃষ্টি কেমন হয়েছিল ?
(a) উৎসুক
(b) আনমনা
(c) আবিল
(d) কৌতুহলী
উত্তরঃ- (c) আবিল
27. দস্যু-পায়ের জুতো কেমন ?
(a) পেরেক মারা
(b) সূচ-বেঁধানো
(c) পিষে-দেওয়া
(d) কাঁটা-মারা
উত্তরঃ- (d) কাঁটা-মারা
28. ধুলি কিভাবে পঙ্কিল হল ?
(a) ঘামে রক্তে মিশে
(b) ঘামে অশ্রুতে মিশে
(c) ঘামে আর বৃষ্টিতে মিশে
(d) রক্তে অশ্রুতে মিশে
উত্তরঃ- (d) রক্তে অশ্রুতে মিশে
29. “উপেক্ষার আবিল দৃষ্টিতে” – কার প্রতি উপেক্ষা ?
(a) প্রকৃতির
(b) সমুদ্রের
(c) জল স্থলের
(d) আফ্রিকার
উত্তরঃ- (d) আফ্রিকার
30. অরণ্যপথ ‘ভাষাহীন ক্রন্দনে’ কি হয়ে উঠলো ?
(a) মুখর
(b) ভয়ানক
(c) বারবার
(d) বাষ্পাকুল
উত্তরঃ- (d) বাষ্পাকুল
31. আফ্রিকার ক্রন্দন কেমন ?
(a) ভাবহীন
(b) রূপহীন
(c) ভাষাহীন
(d) বীভৎস
উত্তরঃ- (c) ভাষাহীন
32. “নগ্ন করল…….” নগ্নভাবে কি প্রকাশিত হল ?
(a) প্রলয়
(b) ধ্বংস
(c) নির্লজ্জ অমানুষতা
(d) যুদ্ধ
উত্তরঃ- (c) নির্লজ্জ অমানুষতা
33. কাদার পিণ্ডকে বীভৎস বলা হয়েছে, কারণ –
(a) আফ্রিকার মাটি এটেল মাটি
(b) আফ্রিকার মাটি মানুষের রক্ত আর অশ্রুতে ভেজা
(c) আফ্রিকার মাটি লবণাক্ত জলে সিক্ত
(d) কাদার গভীরতা বেশি
উত্তরঃ- (b) আফ্রিকার মাটি মানুষের রক্ত আর অশ্রুতে ভেজা
34. সভ্যের লোভ কেমন ?
(a) লকলকে
(b) বর্বর
(c) হিংস্র
(d) নোংরা
উত্তরঃ- (b) বর্বর
35. “গর্বে যারা অন্ধ…….” – কার চেয়ে বেশি অন্ধ ?
(a) অন্ধকারের
(b) সূর্যহারা অরণ্যের
(c) কুয়াশার
(d) গুহার
উত্তরঃ- (b) সূর্যহারা অরণ্যের
36. “এল মানুষ ধরার দল।” মানুষ ধরার দল বলা হয়েছে –
(a) ছেলেধরাদের
(b) ঔপনিবেশিক প্রভুদের
(c) দস্যুদের
(d) ধনী লোকদের
উত্তরঃ- (b) ঔপনিবেশিক প্রভুদের
37. “নখ যাদের তীক্ষ্ণ ……” কার চেয়ে নখ তীক্ষ্ণ ?
(a) নেকড়ে
(b) হায়ানার
(c) সিংহের
(d) বাঘের
উত্তরঃ- (a) নেকড়ে
38. কাদের নখ তীক্ষ্ণ ?
(a) মানুষ ধরার দলের
(b) হিংস্র প্রকৃতির
(c) কাঁটাওয়ালা চাবুকের
(d) পশুর
উত্তরঃ- (a) মানুষ ধরার দলের
39. ওরা কি নিয়ে এল ?
(a) রথ
(b) বন্দুক
(c) বারুদ
(d) লোহার হাতকড়ি
উত্তরঃ- (d) লোহার হাতকড়ি
40. সাম্রাজ্যবাদ বিরোধী রবীন্দ্রনাথের অন্য একটি কবিতা হল –
(a) অপমানিত
(b) 1400 সাল
(c) শতবর্ষ পরে
(d) ওরা কাজ করে
উত্তরঃ- (d) ওরা কাজ করে
41. আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল –
(a) অন্ধকার
(b) উদভ্রান্ত
(c) সহজ
(d) আন্তরিক
উত্তরঃ- (b) উদভ্রান্ত
42. স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি ?
(a) নিজের প্রতি
(b) ধরিত্রীর প্রতি
(c) মানহারা মানবির প্রতি
(d) মানুষ ধরার লোকের প্রতি
উত্তরঃ- (a) নিজের প্রতি
43. “চিনেছিল জলস্থল আকাশের…….” – কি চেনার কথা বলা হয়েছে ?
(a) দুর্বোধ্য রহস্য
(b) দুর্গমের রহস্য
(c) দুর্বোধ্য সংকেত
(d) দুর্গমের সংকেত
উত্তরঃ- (c) দুর্বোধ্য সংকেত
44. রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল –
(a) সূর্য হারা অরণ্যের থেকে
(b) পশ্চিম দিগন্ত থেকে
(c) প্রাচী ধরিত্রী বুক থেকে
(d) মন্দির থেকে
উত্তরঃ- (c) প্রাচী ধরিত্রী বুক থেকে
45. “হায় ছায়াবৃতা” – এখানে কাকে ‘ছায়াবৃতা’ বলা হয়েছে ?
(a) আফ্রিকাকে
(b) এশিয়াকে
(c) অরণ্যকে
(d) সূর্যকে
উত্তরঃ- (a) আফ্রিকাকে
46. “ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে” – কে ছিনিয়ে নিয়ে গেল ?
(a) কৃপণ আলো
(b) রুদ্র সমুদ্রের বাহু
(c) ছায়াবৃতা
(d) প্রাচী ধরিত্রী
উত্তরঃ- (b) রুদ্র সমুদ্রের বাহু
47. প্রকৃতির যে জাদু কবি উপলব্ধ করেছেন তা কেমন ছিল ?
(a) মায়াবী
(b) দৃষ্টি-অতীত
(c) ভাষাহীন
(d) আবিল
উত্তরঃ- (b) দৃষ্টি-অতীত
48. নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কি করেছিলেন ?
(a) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন
(b) অসন্তোষ প্রকাশ করেছিলেন
(c) বিদ্রুপ করে ছিলেন ভীষণকে
(d) মন্ত্র জাগাত ছিলেন চেতনাতীত মনে
উত্তরঃ- (a) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন
49. দুন্দুভিনিনাদ কিসের ছিল ?
(a) তাণ্ডবের
(b) যুগান্তের
(c) অমানবিকতার
(d) নির্লজ্জতার
উত্তরঃ- (a) তাণ্ডবের
50. বিভীষিকার প্রচন্ড মহিমার দ্বারা কি করা হচ্ছিল ?
(a) শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল
(b) ইতিহাসের চিরচিহ্ন দিয়ে যাচ্ছিল
(c) নির্লজ্জ অমানবিকতাকে নগ্ন করা হচ্ছিল
(d) ক্ষমা করার কথা বলছিল
উত্তরঃ- (a) শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল
51. স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল –
(a) অধৈর্যে
(b) ক্রোধে
(c) আনন্দে
(d) সম্মতিতে
উত্তরঃ- (a) অধৈর্যে
52. “বিদ্রুপ করেছিলে ভীষণকে” – কিভাবে এই বিদ্রুপ করা হচ্ছিল ?
(a) রক্তে অশ্রুতে
(b) অপেক্ষার আবিল দৃষ্টিতে
(c) তান্ডবের দুন্দুভিনিনাদে
(d) বিরূপের ছদ্মবেশে
উত্তরঃ- (d) বিরূপের ছদ্মবেশে
53. “সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত।” নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন –
(a) অরণ্য।
(b) প্রকৃতি
(c) সমুদ্র
(d) বিধাতা
উত্তরঃ- (d) বিধাতা
54. প্রকৃতির দৃষ্টি অতীত-জাদু কী করেছিল ?
(a) মন্ত্র জাগাচ্ছিল
(b) চিরচিহ্ন দিয়ে গেল
(c) বিদ্রুপ করেছিল
(d) মনকে আচ্ছন্ন করেছিল
উত্তরঃ- (a) মন্ত্র জাগাচ্ছিল
55. “প্রকৃতির দৃষ্টি অতীত-জাদু / মন্ত্র জাগাচ্ছিল…….” – এই মন্ত্র কোথায় জাগছিল ?
(a) আফ্রিকার চেতনাতীত মনে
(b) অপমানিত ইতিহাসে
(c) মানহারা মানবির দ্বারে
(d) কৃপণ আলোর অন্তঃপুরে
উত্তরঃ- (a) আফ্রিকার চেতনাতীত মনে