Class 10

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।
Class-10-Bangla-Chapter-04-MCQ-Question-Answer

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

1. আফ্রিকা কবিতাটি –
(a) প্রকৃতি বিষয়ক
(b) সাম্রাজ্যবাদ-বিরোধী
(c) সৃষ্টিতত্ত্ব বিষয়ক
(d) ঈশ্বরচেতনা বিষয়ক
উত্তরঃ- (b) সাম্রাজ্যবাদ-বিরোধী
2. আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে –
(a) পত্রপুট থেকে
(b) গীতাঞ্জলি থেকে
(c) মানসী কাব্যগ্রন্থ থেকে
(d) সঞ্চিতা থেকে
উত্তরঃ- (a) পত্রপুট থেকে
3. আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল –
(a) বাস্পাকুল অরণ্য পথে
(b) সমুদ্র বক্ষে
(c) গুপ্ত গহ্‌বরে
(d) বনস্পতির নিবিড় পাহারায়
উত্তরঃ- (d) বনস্পতির নিবিড় পাহারায়
4. যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন ?
(a) মন্দিরে
(b) সভ্যতার প্রান্তে
(c) শিশুদের কাছে
(d) মানহারা মানবীর দ্বারে
উত্তরঃ- (d) মানহারা মানবীর দ্বারে
5. “কালো ঘোমটার নীচে” ‘কালো ঘোমটা’ হল –
(a) অন্ধকার
(b) ছায়ানিবিড়তা
(c) রহস্যময়তা
(d) দুর্গমতা
উত্তরঃ- (b) ছায়ানিবিড়তা
6. ‘__কাদার পিণ্ড’
(a) নগ্ন
(b) ভয়ংকর
(c) নোংরা
(d) বীভৎস
উত্তরঃ- (d) বীভৎস
7. যুগান্তরের কবি কি বলবেন ?
(a) ক্ষমা করুন
(b) ক্ষমা মোরে
(c) ক্ষমা চাই
(d) ক্ষমা করো
উত্তরঃ- (d) ক্ষমা করো
8. যুগান্তরের কবি কখন আসবেন ?
(a) আসন্ন ভোরের প্রথম রশ্মিপাতে
(b) আসন্ন দুপুরের প্রবল রশ্মিপাতে
(c) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
(d) আসন্ন রাত্রের শেষ রশ্মিপাতে
উত্তরঃ- (c) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
9. “কাদার পিণ্ড” কোথায় চির চিহ্ন দিয়ে গেল ?
(a) অবরুদ্ধ ইতিহাসে
(b) লজ্জিত ইতিহাসে
(c) অপমানিত ইতিহাসে
(d) অবমানিত ইতিহাসে
উত্তরঃ- (c) অপমানিত ইতিহাসে
10. “সেখানে নিভৃত অবকাশে তুমি / সংগ্রহ করেছিলে…….” কি সংগ্রহ করার কথা বলা হয়েছে ?
(a) আদিম উচ্ছ্বাস
(b) দুর্গমের রহস্য
(c) অরণ্যের রহস্য
(d) বর্বর লোভ
উত্তরঃ- (b) দুর্গমের রহস্য
11. কাল ঘোমটার নিচে কি অপরিচিত ছিল ?
(a) ক্ষোভ
(b) হিংসা
(c) পশুর রূপ
(d) আফ্রিকার মানবরূপ
উত্তরঃ- (d) আফ্রিকার মানবরূপ
12. হিংসা প্রলাপ এর মধ্যে যুগান্তরের গভীর কথা কি হয়ে হয়ে থাকবে ?
(a) সৃষ্টির আদি স্বর
(b) শেষতম আদেশ
(c) সৃষ্টির অন্তিম স্বর
(d) সভ্যতার শেষ পুণ্যবাণী
উত্তরঃ- (d) সভ্যতার শেষ পুণ্যবাণী
13. কবি কাকে আহব্বান জানিয়েছেন –
(a) অপমানকারী পশুদের
(b) সারা বিশ্বকে
(c) আফ্রিকাকে
(d) যুগান্তের কবিকে
উত্তরঃ- (d) যুগান্তের কবিকে
14. সমুদ্রপারে কোথায় ঘন্টা বাজছিল ?
(a) উদ্যানে
(b) মন্দিরে
(c) বাড়িতে
(d) রাজসভায়
উত্তরঃ- (b) মন্দিরে
15. পশুরা কিভাবে অন্তিম ঘোষণা করলো ?
(a) অশুভ ধ্বনিতে
(b) হিংস্র চিৎকারে
(c) মুখর কলরবে
(d) অশুভ ইঙ্গিতে
উত্তরঃ- (a) অশুভ ধ্বনিতে
16. পশুরা কি ঘোষণা করল ?
(a) দিনের অন্তিমকাল
(b) রাত্রির অন্তিমকাল
(c) সকালের অন্তিমকাল
(d) সন্ধ্যার অন্তিমকাল
উত্তরঃ- (a) দিনের অন্তিমকাল
17. কোথা থেকে পশুরা বেরিয়ে এল ?
(a) গুপ্ত গহবর থেকে
(b) আদিম বনভূমি থেকে
(c) প্রকাশ্য গহবর থেকে
(d) গভীর অরণ্য থেকে
উত্তরঃ- (a) গুপ্ত গহবর থেকে
18. “প্রদোষকাল ঝাঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস” – “প্রদোষকাল” হল –
(a) ভোরবেলা
(b) দুপুরবেলা
(c) বিকেলবেলা
(d) সন্ধ্যাবেলা
উত্তরঃ- (d) সন্ধ্যাবেলা
19. কখন ঝড় ঘনিয়ে উঠল ?
(a) দ্বিপ্রহরে
(b) প্রদোষকালে
(c) মধ্যরাত্রে
(d) শেষরাত্রে
উত্তরঃ- (b) প্রদোষকালে
20. আজ কোথায় ঝড় ঘনিয়ে উঠেছে ?
(a) পূর্ব দিগন্তে
(b) পশ্চিম দিগন্তে
(c) উত্তর দিগন্তে
(d) দক্ষিণ দিগন্তে
উত্তরঃ- (b) পশ্চিম দিগন্তে
21. কবি কিসের মাধ্যমে আরাধনা করেছিলেন ?
(a) কবিতা
(b) লেখনী
(c) সংগীত
(d) গ্রন্থ
উত্তরঃ- (c) সংগীত
22. কে ‘সুন্দরের আরাধনা’ করছিলেন ?
(a) আফ্রিকা
(b) দেবতা
(c) কবি
(d) গায়ক
উত্তরঃ- (c) কবি
23. শিশুরা কোথায় খেলছিল ?
(a) বনে
(b) মাঠে
(c) ময়দানে
(d) মায়ের কোলে
উত্তরঃ- (d) মায়ের কোলে
24. কার নামে পুজো চলছিল ?
(a) ক্ষমতাময় রাজার
(b) পরমাত্মার
(c) অন্ধকার আফ্রিকার
(d) দয়াময় দেবতার
উত্তরঃ- (d) দয়াময় দেবতার
25. “তাদের পাড়ায় পাড়ায়” – ‘তাদের’ বলতে বোঝানো হয়েছে –
(a) আফ্রিকাবাসীদের
(b) ঔপনিবেশিক প্রভুদের
(c) নিবিড় অরণ্যের
(d) পূজারীদের
উত্তরঃ- (b) ঔপনিবেশিক প্রভুদের
26. উপেক্ষার দৃষ্টি কেমন হয়েছিল ?
(a) উৎসুক
(b) আনমনা
(c) আবিল
(d) কৌতুহলী
উত্তরঃ- (c) আবিল
27. দস্যু-পায়ের জুতো কেমন ?
(a) পেরেক মারা
(b) সূচ-বেঁধানো
(c) পিষে-দেওয়া
(d) কাঁটা-মারা
উত্তরঃ- (d) কাঁটা-মারা
28. ধুলি কিভাবে পঙ্কিল হল ?
(a) ঘামে রক্তে মিশে
(b) ঘামে অশ্রুতে মিশে
(c) ঘামে আর বৃষ্টিতে মিশে
(d) রক্তে অশ্রুতে মিশে
উত্তরঃ- (d) রক্তে অশ্রুতে মিশে
29. “উপেক্ষার আবিল দৃষ্টিতে” – কার প্রতি উপেক্ষা ?
(a) প্রকৃতির
(b) সমুদ্রের
(c) জল স্থলের
(d) আফ্রিকার
উত্তরঃ- (d) আফ্রিকার
30. অরণ্যপথ ‘ভাষাহীন ক্রন্দনে’ কি হয়ে উঠলো ?
(a) মুখর
(b) ভয়ানক
(c) বারবার
(d) বাষ্পাকুল
উত্তরঃ- (d) বাষ্পাকুল
31. আফ্রিকার ক্রন্দন কেমন ?
(a) ভাবহীন
(b) রূপহীন
(c) ভাষাহীন
(d) বীভৎস
উত্তরঃ- (c) ভাষাহীন
32. “নগ্ন করল…….” নগ্নভাবে কি প্রকাশিত হল ?
(a) প্রলয়
(b) ধ্বংস
(c) নির্লজ্জ অমানুষতা
(d) যুদ্ধ
উত্তরঃ- (c) নির্লজ্জ অমানুষতা
33. কাদার পিণ্ডকে বীভৎস বলা হয়েছে, কারণ –
(a) আফ্রিকার মাটি এটেল মাটি
(b) আফ্রিকার মাটি মানুষের রক্ত আর অশ্রুতে ভেজা
(c) আফ্রিকার মাটি লবণাক্ত জলে সিক্ত
(d) কাদার গভীরতা বেশি
উত্তরঃ- (b) আফ্রিকার মাটি মানুষের রক্ত আর অশ্রুতে ভেজা
34. সভ্যের লোভ কেমন ?
(a) লকলকে
(b) বর্বর
(c) হিংস্র
(d) নোংরা
উত্তরঃ- (b) বর্বর
35. “গর্বে যারা অন্ধ…….” – কার চেয়ে বেশি অন্ধ ?
(a) অন্ধকারের
(b) সূর্যহারা অরণ্যের
(c) কুয়াশার
(d) গুহার
উত্তরঃ- (b) সূর্যহারা অরণ্যের
36. “এল মানুষ ধরার দল।” মানুষ ধরার দল বলা হয়েছে –
(a) ছেলেধরাদের
(b) ঔপনিবেশিক প্রভুদের
(c) দস্যুদের
(d) ধনী লোকদের
উত্তরঃ- (b) ঔপনিবেশিক প্রভুদের
37. “নখ যাদের তীক্ষ্ণ ……” কার চেয়ে নখ তীক্ষ্ণ ?
(a) নেকড়ে
(b) হায়ানার
(c) সিংহের
(d) বাঘের
উত্তরঃ- (a) নেকড়ে
38. কাদের নখ তীক্ষ্ণ ?
(a) মানুষ ধরার দলের
(b) হিংস্র প্রকৃতির
(c) কাঁটাওয়ালা চাবুকের
(d) পশুর
উত্তরঃ- (a) মানুষ ধরার দলের
39. ওরা কি নিয়ে এল ?
(a) রথ
(b) বন্দুক
(c) বারুদ
(d) লোহার হাতকড়ি
উত্তরঃ- (d) লোহার হাতকড়ি
40. সাম্রাজ্যবাদ বিরোধী রবীন্দ্রনাথের অন্য একটি কবিতা হল –
(a) অপমানিত
(b) 1400 সাল
(c) শতবর্ষ পরে
(d) ওরা কাজ করে
উত্তরঃ- (d) ওরা কাজ করে
41. আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল –
(a) অন্ধকার
(b) উদভ্রান্ত
(c) সহজ
(d) আন্তরিক
উত্তরঃ- (b) উদভ্রান্ত
42. স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি ?
(a) নিজের প্রতি
(b) ধরিত্রীর প্রতি
(c) মানহারা মানবির প্রতি
(d) মানুষ ধরার লোকের প্রতি
উত্তরঃ- (a) নিজের প্রতি
43. “চিনেছিল জলস্থল আকাশের…….” – কি চেনার কথা বলা হয়েছে ?
(a) দুর্বোধ্য রহস্য
(b) দুর্গমের রহস্য
(c) দুর্বোধ্য সংকেত
(d) দুর্গমের সংকেত
উত্তরঃ- (c) দুর্বোধ্য সংকেত
44. রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল –
(a) সূর্য হারা অরণ্যের থেকে
(b) পশ্চিম দিগন্ত থেকে
(c) প্রাচী ধরিত্রী বুক থেকে
(d) মন্দির থেকে
উত্তরঃ- (c) প্রাচী ধরিত্রী বুক থেকে
45. “হায় ছায়াবৃতা” – এখানে কাকে ‘ছায়াবৃতা’ বলা হয়েছে ?
(a) আফ্রিকাকে
(b) এশিয়াকে
(c) অরণ্যকে
(d) সূর্যকে
উত্তরঃ- (a) আফ্রিকাকে
46. “ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে” – কে ছিনিয়ে নিয়ে গেল ?
(a) কৃপণ আলো
(b) রুদ্র সমুদ্রের বাহু
(c) ছায়াবৃতা
(d) প্রাচী ধরিত্রী
উত্তরঃ- (b) রুদ্র সমুদ্রের বাহু
47. প্রকৃতির যে জাদু কবি উপলব্ধ করেছেন তা কেমন ছিল ?
(a) মায়াবী
(b) দৃষ্টি-অতীত
(c) ভাষাহীন
(d) আবিল
উত্তরঃ- (b) দৃষ্টি-অতীত
48. নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কি করেছিলেন ?
(a) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন
(b) অসন্তোষ প্রকাশ করেছিলেন
(c) বিদ্রুপ করে ছিলেন ভীষণকে
(d) মন্ত্র জাগাত ছিলেন চেতনাতীত মনে
উত্তরঃ- (a) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন
49. দুন্দুভিনিনাদ কিসের ছিল ?
(a) তাণ্ডবের
(b) যুগান্তের
(c) অমানবিকতার
(d) নির্লজ্জতার
উত্তরঃ- (a) তাণ্ডবের
50. বিভীষিকার প্রচন্ড মহিমার দ্বারা কি করা হচ্ছিল ?
(a) শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল
(b) ইতিহাসের চিরচিহ্ন দিয়ে যাচ্ছিল
(c) নির্লজ্জ অমানবিকতাকে নগ্ন করা হচ্ছিল
(d) ক্ষমা করার কথা বলছিল
উত্তরঃ- (a) শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল
51. স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল –
(a) অধৈর্যে
(b) ক্রোধে
(c) আনন্দে
(d) সম্মতিতে
উত্তরঃ- (a) অধৈর্যে
52. “বিদ্রুপ করেছিলে ভীষণকে” – কিভাবে এই বিদ্রুপ করা হচ্ছিল ?
(a) রক্তে অশ্রুতে
(b) অপেক্ষার আবিল দৃষ্টিতে
(c) তান্ডবের দুন্দুভিনিনাদে
(d) বিরূপের ছদ্মবেশে
উত্তরঃ- (d) বিরূপের ছদ্মবেশে
53. “সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত।” নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন –
(a) অরণ্য।
(b) প্রকৃতি
(c) সমুদ্র
(d) বিধাতা
উত্তরঃ- (d) বিধাতা
54. প্রকৃতির দৃষ্টি অতীত-জাদু কী করেছিল ?
(a) মন্ত্র জাগাচ্ছিল
(b) চিরচিহ্ন দিয়ে গেল
(c) বিদ্রুপ করেছিল
(d) মনকে আচ্ছন্ন করেছিল
উত্তরঃ- (a) মন্ত্র জাগাচ্ছিল
55. “প্রকৃতির দৃষ্টি অতীত-জাদু / মন্ত্র জাগাচ্ছিল…….” – এই মন্ত্র কোথায় জাগছিল ?
(a) আফ্রিকার চেতনাতীত মনে
(b) অপমানিত ইতিহাসে
(c) মানহারা মানবির দ্বারে
(d) কৃপণ আলোর অন্তঃপুরে
উত্তরঃ- (a) আফ্রিকার চেতনাতীত মনে

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Shares:

Related Posts

Class 10

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় " বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 06 Question Answer  Class 10 Geography Chapter
Class 10

Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও
Class 10

Class 10 History Chapter 02 MCQ Question Answer | মাধ্যমিক ইতিহাস সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা বহু বিকল্পধর্মী প্রশ্নউত্তর

এই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর সম্পর্কে। এই নিবন্ধতে আমরা 122 টি প্রশ্নের উত্তর জানব। Class 10 History Chapter 02
wbbse-class-10-geography-short-question-answer-notekoro
Class 10

Class 10 Geography Chapter 01 Short Question Answer

এই পোস্টে আমরা দশম শ্রেণীর ভুগোলের প্রথম অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর১. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ?উত্তরঃ- বহির্জাত প্রক্রিয়ার অংশগ্রহণকারী প্রধান উপাদান গুলির মধ্যে