Class 10

Class 10 Life Science Chapter 01 Part 02 Hormone Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান হরমোন সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 Life Science Chapter 01 Part 02 Hormone Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান হরমোন সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 Life Science Chapter 01 Part 02 Hormone Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান হরমোন সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

1. প্রকল্পিত হরমোন কাকে বলে?
উত্তরঃ- যেসব হরমোনের রাসায়নিক প্রকৃতি অজানা কিন্তু তাদের কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাদের প্রকল্প হরমোন বলে।
ফ্লোরিজেন, ভারনালিন প্রভৃতি।

2. জিব্বেরেলিন কি?
উত্তরঃ- উদ্ভিদের বীজের বীজপত্র, মুকুল প্রভৃতি অংশ থেকে উৎপন্ন নাইট্রোজেনবিহীন, টারপিনয়েড জাতীয় জৈব অম্ল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফুল ফোটাতে প্রধান ভূমিকা গ্রহণ করে, তাকে জিব্বেরেলিন বলে।

3. কৃষিকার্যে জিব্বেরেলিনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
উত্তরঃ- কৃষিকার্যে জিব্বেরেলিনের ব্যাবহারিক প্রয়োগ: i) জিব্বেরেলিন কয়েকপ্রকার খর্ব জাতের গাছের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ii) লেটুস বীজের দ্রুত অঙ্কুরোদগম এর জন্য জিব্বেরেলিন প্রয়োগ করা হয়।

4. সাইটোকাইনের বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ- সাইটোকাইনিনের বৈশিষ্ট্য: i) একটি N2-যুক্ত, অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন ii) এটি জলে দ্রবণীয়, ব্যাপনক্ষম ও প্রবাহ অভিমুখী iii) এটি উভয় সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয় iv) একটি বীজের সস্য ও ফলে সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত থাকে v) উদ্ভিদ কোশের সাইটোপ্লাজমের বিভাজন তথা সাইটোকাইনেসিসের সাহায্য করে।

5. কৃষিজ ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো।
উত্তরঃ- কৃষিকার্যে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার:
a) কৃষিজ ফলন বৃদ্ধি: i) পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে IBA-জাতীয় কৃত্রিম অক্সিন অক্সিন হরমোন প্রয়োগ করে বীজ হীন বড় ফল উৎপাদন করা হয়। এইভাবে উৎপন্ন খানকে পার্থেনোকার্পিক ফল বলে। এইসব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙ্গুর, কলা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ii) শাখাকলম পদ্ধতিতে মূল সৃষ্টির মাধ্যমে প্রচুর সংখ্যায় চারা উদ্ভিদ iii) ফলের আকার বৃদ্ধি করে iv) ফলের অকাল পতন রোধ করে।
b) আগাছা নির্মূলকরন: কৃষিকার্যে আগাছাগুলি শস্য উদ্ভিদের প্রধান শত্রু। তাই ধান,গম, যব প্রভৃতি শস্যক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ আগাছা নির্মূল করার জন্য 2, 4-D; MCPA প্রভৃতি কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়।

6. সাইটোকাইনিন কি?
উত্তরঃ- উদ্ভিদের ফল এবং সস্যে উৎপন্ন পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থ কোশ বিভাজনকে ত্বরান্বিত করে, তাকে সাইটোকাইনিন বা কাইনিন বলে।
সাইটোকাইনিন এর রাসায়নিক সংকেত হল C10H9N5O

7. সাইটোকাইনিনের রাসায়নিক নাম ও রাসায়নিক উপাদান কি?
উত্তরঃ- সাইটোকাইনিনের রাসায়নিক নাম: 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন।
সাইটোকাইনিনের রাসায়নিক উপাদান: সাইটোকাইনিন প্রধানত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত।

8. সাইটোকাইনিনের দুটি কাজ লেখ।
উত্তরঃ- সাইটোকাইনিনের কাজ: i) সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ii) এই হরমোন উদ্ভিদের জরা অবস্থাকে বিলম্বিত করতে সাহায্য করে।

9. সাইটোকাইনিনের উৎস কি?
উত্তরঃ- উদ্ভিদের ফল ও সস্যে সাইটোকাইনিন অধিক পরিমাণে পাওয়া যায়। এছাড়া টমেটো, নাশপাতি প্রভৃতি ফলে এবং ভুট্টা ও নারকেলের সস্যে বেশি পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায়।

10. সংশ্লেষিত হরমোন কাকে বলে?
উত্তরঃ- যেসব হরমোন গবেষণাগারে কৃত্রিমভাবে সংশ্লেষিত হয় এবং প্রাকৃতিক হরমোনের সমধর্মী রাসায়নিক পদার্থ, তাদের সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন বলে। কৃত্রিম অক্সিন (IBA, NAA), কৃত্রিম জিব্বেরেলিন।

11. তুমি বাড়ির বাগানে গিয়ে দেখলে বাগানের গাছের পাতা অসময়ে ঝরে পড়েছে এবং ফুল ফুটছে না। তুমি কোন কোন হরমোন প্রয়োগ করবে?
উত্তরঃ- পাতা না ঝরার জন্য অক্সিন হরমোন এবং ফুল ফোটার জন্য ফ্লোরিজেন ও জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করব।

12. একটি গ্যাসীয় হরমোনের নাম এবং কাজ লেখ।
উত্তরঃ- একটি গ্যাসীয় হরমোন হল ইথিলিন।
কাজ: ইথিলিন ফল পাকাতে সাহায্য করে।

13. কৃষিকার্যে সাইটোকাইনিনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো।
উত্তরঃ- i) কৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগ করে পাতাবাহার ও বাহারিগাছের বিচ্ছিন্ন পাতাকে অনেকদিন সতেজ রাখা যায়। ii) কলাপোষনে অক্সিনের সঙ্গে স্বল্প সাইটোকাইনিন ব্যবহার করে কেলাশ থেকে মূল উৎপাদন করা যায়। iii) অক্সিনের সঙ্গে বেশি পরিমাণে সাইটোকাইনিন ব্যবহার করে কেলাশ থেকে বিটপ উৎপাদন করা যায়।

14. শস্যক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত কৃত্রিম হরমোন গুলির শস্যের ক্ষতি করে না। এর কারণ কি?
উত্তরঃ- শস্যক্ষেত্রের আগাছা দমনে ব্যবহৃত কৃত্রিম হরমোন, যেমন – 2,4-D; MCPA প্রভৃতি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদকে ধ্বংস করতে সক্ষম। তাই এরা শস্যক্ষেত্রের ধান, গম জাতীয় একবীজপত্রী শস্য উদ্ভিদের কোন ক্ষতি করে না, কিন্তু দ্বিবীজপত্রী আগাছাগুলোকে ধ্বংস করে।

15. উদ্ভিদের জরুরীকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন?
উত্তরঃ- প্রতিকূল পরিবেশে অত্যন্ত কম উষ্ণতায় উদ্ভিদদেহে জলের অভাব দেখা দিলে অ্যাবসাইসিক অ্যাসিড (ABA) নামক হরমোন বাষ্পমোচন প্রতিরোধ করে জল সংরক্ষণ করে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে, এই কারণে ABA-কে খরা প্রতিরোধী হরমোন বা উদ্ভিদের জরুরিকালীন হরমোন বলা হয়।

16. উদ্ভিদের ট্রপিকচলন নিয়ন্ত্রণকারী হরমোন এর নাম কি? এটি কোন অংশ থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ- উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন এর নাম অক্সিন হরমোন।
উৎস: উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা।

17. কোন কোন পরিস্থিতিতে একজন কৃষক কৃত্রিম হরমোনকে কিভাবে তার কৃষিজমি ও ফলের বাগানে ব্যবহার করবেন তা বিশ্লেষণ করো
উত্তরঃ- কৃষক তার প্রয়োজন অনুসারে বিভিন্ন কৃত্রিম হরমোনকে চাষের জমি ও ফলের বাগানে ব্যবহার করতে পারেন।
যেমন – i) জমি বা বাগানের আগাছানাশ করতে 2,4-D; MCAA ব্যবহার করবেন।
ii) অপরিণত ফলের মোচন রোধ করতে 2,4-D; NAA প্রয়োগ করবেন।
iii) অঙ্কুরোদগম ত্বরান্বিত করতে কৃত্রিম জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করবেন।
iv) পুষ্প মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে NAA, কৃত্তিম জিব্বেরেলিন ব্যবহার করবেন।
v) IBA, IAA প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদন করতে পারবেন।
vi) শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করতে IBA, NAA প্রয়োগ করবেন।
vi) কৃত্রিম অক্সিন প্রয়োগ করে ক্ষতস্থানের মেরামতের ক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবেন।

18. নিজের কাজগুলি সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোন গুলির নাম লেখ। i) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা ii) ক্ষতস্থানে ক্যালাস গঠন iii) অভ্রমুকুলের বৃদ্ধি ঘাটানো।
উত্তরঃ- i) মূল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা – জিব্বেরেলিন হরমোন বীজমধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তার মাধ্যমে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
ii) ক্ষতস্থানে ক্যালাস গঠন – অক্সিন হরমোন স্বল্পমাত্রায় উপস্থিত থেকে ক্ষতস্থানে ক্যালাস গঠনে সাহায্য করে। এমনকি ক্যালাস থেকে মূল সৃষ্টিতেও সাহায্য করে।
iii) অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো – অক্সিন হরমোন কোশ বিভাজনের মাধ্যমে কোশের সংখ্যা বৃদ্ধি করে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়।

19. লিঙ্গ পরিবর্তন ও ফুল ফোটাতে জিব্বেরেলিনের ভূমিকা কি?
উত্তরঃ- কিছু উদ্ভিদে, যেমন – কুমড়ো, শসা প্রভৃতিতে জিব্বেরেলিনের ঘনত্ব বেশি হলে পুরুষ ফুল এবং ঘনত্ব কম হলে স্ত্রী ফুল ফোটে।

20. বিপাকীয় শক্তি উৎপাদনে জিব্বেরেলিনের ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ- জিব্বেরেলিন হরমোনটি শ্বসন হার বৃদ্ধি করে দ্রুত ATP জোগানে সাহায্য করে, যা চারাগাছের বৃদ্ধি ও কোশপ্রাচীরের গঠনে সাহায্য করে।

21. বাসন্তীকরণ বা ভারনালাইজেশন কি? এই প্রক্রিয়ার সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম লেখ।
উত্তরঃ- বাসন্তীকরন: কম তাপমাত্রায় কোন উদ্ভিদের ফুল ফোটানো ত্বরান্বিত করাকে বাসন্তীকরন ভারনালাইজেশন বলে। বিজ্ঞানী লাইসেনকো প্রথম ‘ভারনালাইজেশন’ শব্দটি প্রবর্তন করেন।
সাহায্যকারী হরমোন: এই প্রক্রিয়ায় সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হল জিব্বেরেলিন।

22. জিব্বেরেলিনের উৎস লেখো।
উত্তরঃ- বীজপত্র, পরিপক্ক বীজ, অপরিণত পাতা, শীর্ষমুকুল, অঙ্কুরিত চারাগাছ প্রভৃতি অংশ থেকে জিব্বেরেলিন উৎপন্ন হয়।

23. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যে ওপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা কর।
উত্তরঃ- উদ্ভিদ দেহে জিব্বেরেলিনের প্রধান দুটি ভূমিকা হল – i) পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি: জিব্বেরেলিন পর্বমধ্যস্থ কোশের জলশোষণ ক্ষমতা বাড়িয়ে কোষের আয়তন বৃদ্ধি করে। ফলে সামগ্রিকভাবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে খর্ব উদ্ভিদকে লম্বা করে। ii) বীজ ও মুকুলের সুপ্ত অবস্থার ভাঙ্গন: জিব্বেরেলিনের প্রভাবে সুপ্ত বীজে আলফা-অ্যামাইলেজ উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি পায়, ফলে বীজে সঞ্চিত সস্যের শ্বেতসার দ্রবণীয় শর্করায় পরিণত হয়ে দ্রুত ভ্রূণে পরিবাহিত হয় এবং বীজের অঙ্কুরোদগম ত্বরান্বিত হয়। শীতকালে কম তাপমাত্রায় যেসব মুকুল সুপ্ত অবস্থায় থাকে, তাদের ওপর GA প্রয়োগ করলে তাদের সুপ্ত অবস্থায় বিনষ্ট হয়ে বৃদ্ধি ঘটে।

24. জিব্বেরেলিনের রাসায়নিক গঠন উল্লেখ করো।
উত্তরঃ- জিব্বেরেলিনের রাসায়নিক গঠন: জিব্বেরেলিন এর রাসায়নিক নাম হল জিবরেলিক অ্যাসিড (GA3)। রাসায়নিক উপাদান হল – কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর রাসায়নিক সংকেত হল C19H22O6 ।

25. অক্সিন হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ।
উত্তরঃ- অক্সিন হরমোনের দুটি রাসায়নিক প্রয়োগ নিম্নে উল্লেখ করা হল
i) পার্থেনোকার্পিক ফল উৎপাদন: IBA জাতীয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করে পেঁপে, পেয়ারা, খেজুর, টমেটো, তরমুজ, কলা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে নিষেক ছাড়াই ফল উৎপন্ন করা হয়। এই ধরনের ফলগুলি আকারে বড় ও বীজহীন হয়, এদের পার্থেনোকার্পিক ফল বলে।
ii) আগাছা দমন: ধান, গম প্রভৃতি শস্যের জমিতে আগাছা দমনের জন্য 2,4-D জাতীয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়। এইভাবে আগাছা দমনের মাধ্যমে কৃষিজমির ফলন বৃদ্ধিতে অক্সিনের ব্যবহার গুরুত্বপূর্ণ।

26. আগাছানাশক দুটি হরমোনের নাম লেখ।
উত্তরঃ- 2,4-D; MCPA হরমোন দুটি আগাছানাশক হরমোন।

27. অগ্রস্ত প্রকটতা বা অগ্রমুকলের প্রাধান্য বলতে কী বোঝো?
উত্তরঃ- অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্র বা শীর্ষমুকলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। অন্যদিকে পার্শীয় বা কাক্ষিকমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, একে অগ্রস্থ প্রকটতা বলে। এর ফলে উদ্ভিদের কান্ড দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

28. দুটি সংশ্লেষিত অক্সেনের নাম লেখ।
উত্তরঃ- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড দুটি সংশ্লেষিত অক্সিন।

29. প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিনের নাম লেখ।
উত্তরঃ- প্রাকৃতিক অক্সিন: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
কৃত্রিম অক্সিন: ইন্ডোল বিউটারিক অ্যাসিড এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।
কাজ: অক্সিন প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের কোশগুলির বৃদ্ধি ও বিভাজন নিয়ন্ত্রণ করে।

30. অক্সিনের রাসায়নিক নাম ও উপাদান উল্লেখ কর।
উত্তরঃ- অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড(IAA)।
অক্সিনের রাসায়নিক উপাদান হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন।

31. উদ্ভিদের বৃদ্ধিরোধক হরমোন কাকে বলে?
উত্তরঃ- যে সব হারমোন উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুটনে বাধা দেয়, তাদের বৃদ্ধি রোধ হরমোন বলে।
যেমন – ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড প্রভৃতি।

32. অক্সিন কি?
উত্তরঃ- উদ্ভিদের বার্ধনশীল অঙ্গের ভাজক কলার কলার কোশ থেকে উৎপন্ন ইন্ডোল বর্গযুক্ত নাইট্রোজেনধর্মী যে জৈব অম্ল জীবদেহ বৃদ্ধি, ট্রপিক চলন, অঙ্গ-পরিস্ফুরণ, ফল গঠন ও অঙ্গমোচন রোধে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে অক্সিন বলে।
অক্সিনের রাসায়নিক সংকেত হল C10H9O2N.

33. অক্সিনের উৎস ও প্রধান কাজ উল্লেখ কর।
উত্তরঃ- অক্সিন উদ্ভিদের অগ্রস্ত ভাজক কলায়, বিশেষ করে মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূনমূকুলাবরণী, ভ্রম ও কচি পাতার বর্ধনশীল কোশ থেকে ক্ষরিত হয়।
প্রধান কাজ: অক্সিন প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের কোশগুলি বৃদ্ধ ও বিভাজন করে।

34. উদ্ভিদ হরমোন কত প্রকার ও কি কি উদাহরণ সহ।
উত্তরঃ- সৃষ্টির পদ্ধতি ও রাসায়নিক প্রকৃতি অনুসারে উদ্ভিদ হরমোন প্রধানত তিন প্রকার।
i) প্রাকৃতিক উদ্ভিদ হরমোন: উদাহরণ – অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন প্রভৃতি।
ii) কৃত্রিম উদ্ভিদের হরমোন: উদাহরণ – ইন্ডল বিউটারিক অ্যাসিড, ইন্ডোর প্রপিয়োনিক অ্যাসিড প্রভৃতি।
iii) প্রকল্পিত উদ্ভিদ হরমোন: উদাহরণ – ফ্লোরিজেন, ভারনালিন প্রভৃতি

35. উদ্ভিদের বৃদ্ধি সহায়ক উপাদান বলতে কী বোঝো।
উত্তরঃ- উদ্ভিদদেহ সংশ্লেষিত বা গবেষণাগারে কৃত্রিমভাবে উৎপাদিত যে সমস্ত উপাদান উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের বৃদ্ধি সহায়ক উপাদান বলে। যেমন – অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন প্রভৃতি প্রাকৃতিক হরমোন এবং IBA, NAA – প্রাকৃতিক কৃত্রিম হরমোন হলো বৃদ্ধি সহায়ক হরমোন।

36. বৃদ্ধি বিলম্বিতকারক উদ্ভিদ হরমোন বলতে কী বোঝো।
উত্তরঃ- যেসব হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে সম্পূর্ণ বন্ধ করে না, কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুরণের হার মন্থর করে বা কমিয়ে দেয়, তাদের বৃদ্ধি বিলম্বকারক উদ্ভিদ হরমোন বলে।
যেমন – ক্লোরকোলাইন ক্লোরাইড (CCC)।

37. হরমোনের সংজ্ঞা দাও।
উত্তরঃ- যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোশ বা কোশসমষ্টি থেকে উৎপত্তি লাভ করে অতি অল্পমাত্রায় লক্ষ্য কোশে বাহিত হয়ে কোশগুলির স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে ও কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে।

38. হরমোনকে জীবদেহের ‘রাসায়নিক সম্বন্ধয়সাধক’ বলে কেন?
উত্তরঃ- হরমোন জীব দেহের নির্দিষ্ট কতকগুলি কোশ থেকে উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারাদেহে ছড়িয়ে পড়ে। সুনির্দিষ্ট রাসায়নিক গঠন যুক্ত হরমোন লক্ষ্য কোশের উপর কাজ করে জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায় এবং কাজের পর বিনষ্ট হয়। সেই জন্য হরমোন হল রাসায়নিক সম্বন্ধয়সাধক বা কেমিক্যাল কো-অডিনেটর।

Class 10 Life Science Chapter 01 Part 02 Hormone Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান হরমোন সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
Class 10

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 07 Questions
Class 10

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৩ – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 - প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়
Class 10 Geography Chapter 02 Question Answer
Class 10

Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০২ “আবহবিকার” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরAuto Draft

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় "আবহবিকার” অতি সংক্ষিপ্তপ্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 02 Question Answer Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর