Class 10

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2022 PDF

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 বাংলা প্রশ্নপত্র PDF
এই নিবন্ধে আজকে আমরা 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র-এর প্রশ্নসমূহ গুলো একত্রিত করেছি এবং এর PDF নিচে দেওয়া হয়েছে। তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা এই নিবন্ধটি থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 বাংলা প্রশ্নপত্র PDF

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :

1.1 “প্রথম দিন” গল্পটির লেখক –
a) তপন রায়
b) শ্রীতপন কুমার রায়
c) তপন চন্দ্র রায়
d) তপন প্রসাদ রায়

1.2 আমি বাবু ধর্মভীরু মানুষ – “ ধর্মভীরু” মানুষটি হলেন –
a) তেওয়ারি
b) অপূর্ব
c) গিরিশ মহাপাত্র
d) জগদীশবাবু

1.3 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
a) একদিন
b) দুদিন
c) চারদিন
d) পাঁচদিন

1.4 “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে” – দাঁড় করিয়ে রাখলেন –
a) জানালায়
b) দরজায়
c) মন্দিরে
d) গির্জায়

1.5 “আমাদের পথ নেই আর” – “পথ” শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে –
a) দুবার
b একবার
c) চারবার
d) তিনবার

1.6 “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে” – “মানহারা মানবী” হল –
a) বসুধা
b) পশ্চিমে দুনিয়া
c) ভারতবর্ষ
d) আফ্রিকা

1.7 সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল, তার পোশাকি নাম –
a) রিজার্ভার
b) স্টাইলাস
c) পার্কার
d) পাইলট

1.8 শ্রীপান্থার প্রকৃত নাম কি?
a) নিখিল চন্দ্র সরকার
b) নিখিলানন্দ সরকার
c) নিখিলময় সরকার
d) নিখিল সরকার

1.9 “অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছে মাত্র একজন” – তিনি হলেন –
a) সত্যজিৎরায়
b) অন্নদাশঙ্কর রায়
c) রাজশেখর বসু
d) সুবোধ ঘোষ

1.10 “ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে” – “ওরে ভাই” এখানে –
a) সম্বন্ধ পদ
b) নিমিত্ত পদ
c) সম্বোধন পদ
d) উপসর্গ পদ

1.11 “মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।” – বাক্যটিতে মা –
a) প্রযোজ্য কর্তা
b) প্রযোজক কর্তা
c) নিরপেক্ষকর্তা
d) ব্যতিহার কর্তা

1.12 অনুক্ত কর্তা দেখা যায় –
a) কর্মবাচ্যে
b) ভাববাচ্যে
c) কর্ম ও ভাববাচ্যে
d) কোনোটিতেই নয়

1.13 অনুসর্গগুলি একপ্রকার –
a) বিশেষ্য
b) অব্যয়
c) বিশেষণ
d) ক্রিয়া

1.14 যে সমাসে সমস্যামান পদগুলির প্রত্যেকটির অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় –
a) তৎপুরুষ সমাস
b) দ্বিগু সমাস
c) বহুব্রীহি সমাস
d) দ্বন্দ্ব সমাস

1.15 “দুর্ভিক্ষ” সমষ্টি গড়ে উঠেছে –
a) যোগ্যতা অর্থে
b) বৈপরীত্য অর্থে
c) সামিপ্য অর্থে
d) অভাব অর্থে

1.16 “মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন।” রেখাঙ্কিত পদটি
a) অব্যয়ীভাব সমাস
b) কর্মধারয় সমাস
c) দ্বন্দ্ব সমাস
d) তাৎপুরুষ সমাস

1.17 “বিদায় এবে দেহ, বিধুমুখী” – খা রেখাঙ্কিতো পদটি কোন সমাসের উদাহরণ?
a) রূপক কর্মধারায়
b) মধ্যপলোপি বহুব্রীহি
c) তৎপুরুষ
d) সাধারণ কর্মধারয়

2. কম বেশি 20 টি শব্দের মধ্যে উত্তর দাও :

2.1 যে কোনো 4 টি প্রশ্নের উত্তর দাও :

2.1.1 “তখন অবশ্য মাসিক এই হইচইতে মনে মনে পুলোকিত হয়” – তপনের এই পুলকের কারণ কি?
2.1.2 “নতুন মেসোকে দেখে জানলো সেটা” – কি জেনেছিল ?
2.1.3 কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না?
2.1.4 বিরাগীর মতে ‘পরম সুখ’ আসলে কি?
2.1.5 ‘ইহা যে কতবড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল’ – ভ্রমটি কি?

2.2 যে কোনো 4 টি প্রশ্নের উত্তর দাও :
2.2.1 ‘যেখানে ছিল শহর’ – যেখানে শহর ছিল সেখানে যুবের পরে কি অবস্থা হয়েছিল?
2.2.2 “পৃথিবী হয়তো গেছে মরে” – কবির এরূপ মনে হওয়ার কারণ কি?
2.2.3 “তোমার অপমানিত ইতিহাসে” – ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল?
2.2.4 “আমাদের কথা কে বা জানে” – কাদের কথা কেউ জানে না?
2.2.5 “কি বাঁধলো কবে/প্রিয়ানুজ?” – প্রিয়ানুজ কাকে বলা হয়েছে?

2.3 যে কোনো 3 টি প্রশ্নের উত্তর দাও :
2.3.1 “বাংলায় একটা কথা চালু ছিল” – কোন কথা চালু ছিল?
2.3.2 “শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা” – কারা বাঁচিয়ে রেখেছিলেন?
2.3.3 লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে ‘হোম-টাস্ক’ করতেন?
2.3.4 “দার্শনিক তাকেই বলে” – দার্শনিক কাকে বলে?

2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও :

2.4.1 প্রযোজ্য কর্তা কাকে বলে?
2.4.2 নিমিত্ত কারকের একটি উদাহরণ দাও।
2.4.3 ‘গঙ্গাসাগরে মেলা হয়।’ – রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো।
2.4.4 ‘আলোগুলো জ্বলে উঠল” – রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো।
2.4.5 বিষয়াধিকরণ কারকের একটি উদাহরণ দাও।
2.4.6 ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ – পঞ্চবটী।
2.4.7 ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ লেখ।
সম্বন্ধ কাকে বলে?
2.4.8 কোন সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না?
2.4.9 কর্মধারয় সমাস কাকে বলে?
2.4.10 স্বর্গে তারা মেটান তৃষ্ণা। – কর্মবাচ্যেপরিণত করো।

3 প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি 60টি শব্দে উত্তর লেখোঃ
3.1 যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
3.1.1 “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন” – কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তখন গভীরভাবে কি সংকল্প করেছিল?
3.1.2 “হরিদার উনানের আগুন তখন বেশ গনগনেহয়ে জ্বলছে” – হরিদা কে? উক্তিটির মধ্যে দিয়ে লেখক পরোক্ষ কি বোঝাতে চেয়েছে?

3.2 যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও :
3.2.1 “আমাদের মাথায় বোমারু” – বোমারু কী? মন্তব্যটির অর্থ বিশ্লষণ করো।
3.2.2 “বিদ্রুপ করেছিল ভীষণকে” – কে? কীভাবে বিদ্রুপ করেছিল?

4 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
4.1 “গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না” – কার, কোন গল্প, কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন?
4.2 জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণ্না করো।

5 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
5.1 “আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?” – এমনটা মনে হচ্ছে কেন?
5.2 “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” – কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্নষণ করো।

6 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
6.1 “পালকের কলমতো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়” – পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন? দোয়াত কলম প্রসঙ্গে কি বলেছেন?
6.2 ‘কালগুণে বুঝিবা আজ আমরাও তা-ই’ – ‘আমরাও’ বলতে কাদের বঝানো হয়েছে? এরকম বলার কারন কী?

7 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
7.1 “তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে” – কার কথা বলা হয়েছে? কেন তার কথা বক্তার মনে থাকবে?
7.2 “বাংলায় আমি এমন আগুন জ্বালাইব, যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না” – বক্তা কে? এরূপ মন্তব্যের কারন কী?

8 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
8.1 “আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি” – বারুণী কী? গঙ্গাতীরের বর্ণ্না পাঠাংশ অবল্বনে লেখো।
8.2 “হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল” – কোনির দুচোখ জলে ভরে এল কেন? এরপর কী হয়েছিল?
8.3 “একবার খোঁজ নেওয়া দরকার” – কার খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বক্তার অভিমত কী?

9 কম-বেশি 400 শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো:
9.1 বাংলার ঋতুবৈচিত্র্য
9.2 তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা
9.3 একটি গাছ, একটি প্রাণ
9.4 বিজ্ঞান ও কুসংস্কার

  1. চলিত গদ্য বঙ্গানুবাদ করো:
    Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm. Kind words do a lot of good.

11 কম-বেশি 150 শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
11.1 রক্তদান শিবিরের প্রয়জনীয়তা সম্পর্কে দুই নাগরিকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
11.2 তোমার এলাকার একটি সরকারি হাসপাতাল উদবোধন হল – এবিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 বাংলা প্রশ্নপত্র PDF

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-05-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৫ – আলো প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর পনঞ্অচম ধ্যায় অর্থাৎ আলো এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 05 MCQ Answer
class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – ভাগ-২ রাসায়নিক সমীকরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক সমীকরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
Madhyamik English Question Paper PDF 2023 মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023
Class 10

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ইংরেজি
Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর Part 02 হরমোন অধ্যায়ের 63 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো।Class 10 Life Science Chapter 01 Very Short

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *