Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023
এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রটি উপকারে আসবে।
আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।
Table of Contents
Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023
বহুবিকল্পভিত্তিক প্রশ্বাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্ন )
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1X24=24
(i) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল
(a) প্রথম বিশ্বযুদ্ধে (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ (c) ঠাণ্ডা লড়াইয়ে (d) ভারত-পাক যুদ্ধে
(ii) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
(a) বান্দুং-এ (b) বেলগ্রেডে (c) কলম্বোয় (d) নিউ ইয়র্কে
(iii) SALT-I স্বাক্ষরিত হয়েছিল
(a) 1972 সালে (b) 1963 সালে (c) 1968 সালে (d) 1973 সালে
(iv) পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়
(a) 1952 সালে (b) 1953 সালে (c) 1954 সালে (d) 1956 সালে
(v) সার্ক (SAARC)-এর প্রথম শীর্য সম্মেলন অনুষ্ঠিত হয়
(a) দিল্লীতে (b) ইসলামাবাদে (c) ঢাকায় (d) কলম্বোতে।
(vi) 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
(a) 2005 সালে (b) 2007 সালে (c) 2009 সালে (d) 2011 সালে
(vii) সম্মিলিত জাতিপুঞ্জে ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব গৃহীত হয়েছিল
(a) নভেম্বর 3, 1945 (b) নভেম্বর 3, 1950 (c) এপ্রিল 4, 1953 (d) জুন 4, 1955
(viii) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন
(a) উ.থান্ট (b) ট্রিগভি লি (c) কোফি আল্লান (d) বান কি মুন
(ix) জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল
(a) ডাম্বারটন ওকস্ সম্মেলনে (b) ইয়াল্টা সম্মেলনে (c) সানফ্রান্সিসকো সম্মেলনে (d) ওয়াশিংটন ঘোষণায়
(x) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল
(a) তিনটি (b) চারটি (c) পাঁচটি (d) ছয়টি
(xi) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয়
(a) ব্রিটেনে (b) ভারতে (c) জাপানে (d) মার্কিন যুক্তরাষ্ট্রে
(xii) আমলাতন্ত্র হল ………. শাসন।
(a) স্থায়ী (b) অস্থায়ী (c) একক (d) বহু
(xiii) “স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়” – বলেছেন
(a) লর্ড অ্যাক্টন (b) ওপেনহাইম (c) গার্নার (d) বেস্থাম
(xiv) বহুপরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল
(a) গ্রেট ব্রিটেন (b) ভারত (c) ফ্রান্স (d) সুইজারল্যান্ড
(xv) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন
(a) জে.এস.মিল (b) হেগেল (c) বার্কার (d) ফাইনার
(xvi) “ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিতে গেলে কী ভীষণ সেই অন্ধকার” -_ এ কথা বলেছেন
(a) সেজউইক (b) বার্কার (c) লর্ড ব্রাইস (d) জে. এস. মিল
(xvii) “সোনার খাঁচায় আবদ্ধ পাখী হলেন রাজ্যপাল” – বলেছেন
(a) সরোজিনী নাইড়ু (b) রাজা রামমোহন রায় (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) মহাত্মা গান্ধী
(xviii) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়
(a) ইমপিচমেন্ট (b) ভেটো (c) কোটা (d) কোরাম
(xix) রাজ্যসভায় সভাপতিত্ব করেন
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) স্পিকার (d) প্রধানমন্ত্রী
(xx) ‘জিরো আওয়ার’ বলতে সময় বোঝানো হয়
(a) সকাল 11 টা থেকে দুপুর 12টা (b) দুপুর 12 টা থেকে দুপুর 1 টা
(c) বিকাল 4 টা থেকে বিকাল 5 টা (d) বিকাল 5 টা থেকে সন্ধ্যা 5 টা
(xxi) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন
(a) সভাধিপতি (b) সভাপতি (c) প্রধান (d) কোনোটিই নয়
(xxii) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল
(a) 144 (b) 142 (c) 135 (d) 152
(xxiii) পশ্চিমবঙ্গের প্রথম পৌরনিগম কোন্টি ?
(a) কলকাতা পৌরনিগম (b) চন্দননগর পৌরনিগম (c) হাওড়া পৌরনিগম (d) কোনোটিই নয়
(xxiv) ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় …………. সালে।
(a) 1970 (b) 1971 (c) 1972 (d) 1973
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) NPT কথাটির পূর্ণরূপ কী ?
অথবা
NIEO কথাটির পূর্ণরূপ কী?
(ii) দ্বি-মেরুকেন্দ্রক রাজনীতি বলতে কী বোঝো ?
(iii) মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল ?
অথবা
পট্সডাম সম্মেলনে যোগদানকারী দুইজন নেতার নাম করো।
(iv) ‘The Making of Foreign Policy’ গ্রন্থটি কার লেখা ?
(v) সার্কের যে কোনো একটি ক্রুটি উল্লেখ করো।
(vi) লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
অথবা
কোন্ প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার ?
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
অথবা
জাতিপুঞ্জের অছি পরিষদের যে-কোনো দুটি কার্যাবলি লেখো।
(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো ।
(ix) ‘Big Five’ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় ?
(x) সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে ?
অথবা
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয় ?
(xi) ‘স্পিরিট অব দি লজ’ গ্রস্থটি কার লেখা ?
(xii) ‘ডুমা’ কোন্ দেশের আইনসভা ?
অথবা
উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও।
(xiii) ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার ও অব্যাহতি উল্লেখ করো।
(xiv) ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী ?
অথবা
“কিচেন-ক্যাবিনেট” বলতে কী বোঝো ?
(xv) পৌরসভার একটি আয়ের উৎস লেখো।
(xvi) ওয়ার্ড কমিটি কী?
অথবা
মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত ?
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্বাবলী )
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(i) ক্ষমতা বলতে কী বোঝো ? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2+6
অথবা
জাতীয় স্বার্থ কাকে বলে ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 2+6
(ii) উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3+5
(iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। ৪
অথবা
ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 5+3
(iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 8
(v) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো। 3+5
অথবা
ভারতের বিচারব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 8
Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023
- Download Higher Secondary Biology Question Paper PDF 2023
- 2023 Biology Question Paper for Higher Secondary School Students
- Sample Question Paper for Higher Secondary Biology Exam 2023
- Higher Secondary Biology Model Paper PDF 2023
- Previous Year Question Paper of Higher Secondary Biology Exam 2023
- Biology Question Bank for Higher Secondary 2023 Exam
- Higher Secondary Biology Practice Paper with Solutions PDF 2023
- Latest Syllabus-based Biology Question Paper for Higher Secondary 2023
- Higher Secondary Biology MCQs Question Paper PDF 2023
- Higher Secondary Biology Exam Pattern and Question Paper Design 2023