Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023
এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের জীববিদ্যা প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক জীববিদ্যা পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই জীববিদ্যা প্রশ্নপত্রটি উপকারে আসবে।
আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।
Table of Contents
Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলির উত্তর (SAQ) উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সব ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ 1×14=14
(i) একটি অতি ক্ষুদ্র সচল পুং গ্যামেট ও একটি বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয়
(a) কনজুগেশন (b) অ্যানাইসোগ্যামি (c) আইসোগ্যামি (d) উগ্যামি
(ii) কপার-T-এর কাজ হল
(a) ডিম্বানু নিঃসরণে বাধা দান (b) ডিম্বাণুর পরিণতি প্রাপ্তিতে বাধা দান (c) নিষিদ্ধ ডিম্বানুর রোপণে বাধা দান
(d) শুক্রানুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিদ্ধকরণের ক্ষমতা হ্রাস
(iii) মাতৃদুগ্ধে উপস্থিত কোন আন্টি বডি জীবাণু সংক্রমনের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে
(a) IgA (b) IgD (c) IgE (d) IgM
(iv) মেন্ডেলিও একসংকর জননের F2 জনুতে ফেনোটাইপিক অনুপাত হলো
(a) 2:1 (b) 3:1 (c) 9:3:3:1 (d) 1:2:1
(v) ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো
(a) অপসারী বিবর্তনের উদাহরণ (b) অভিসারী বিবর্তনের উদাহরণ (c) প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ (d) পরিব্যক্তির উদাহরণ
(vi) নিম্নলিখিতগুলির কোনটি ক্রিশ-ক্রশ উত্তরাধিকারের উদাহরণ
(a) হিমোফিলিয়া (b) থ্যালাসেমিয়া (c) বর্ণান্ধতা (d) (a) ও (c) উভয়ই
(vii) আর্কিওপ্টেরিক্স (Archaeopteryx) কোন দুটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিংক
(a) রেপটিলিয়া ও ম্যামালিয়া (b) পিসেস ও অ্যাম্ফিবিয়া (c) রেপটিলিয়া ও অ্যাভিস (d) অ্যাম্ফিবিয়া ও রেপটিলিয়া
(viii) কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে
(a) সংকরায়ন (b) নির্বাচন (c) পরিব্যক্তি (d) এদের কোনোটিই নয়
(ix) প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত
(a) কোষভিত্তিক অনাক্রমতা (b) রসভিত্তিক অনাক্রমতা (c) সহজাত অনাক্রমতা (d) এদের কোনোটিই নয়
(x) Ti প্লাসমিড নিষ্কাশন করা হয় নিম্নলিখিত কোন জীবটি থেকে?
(a) Bacillus thuringinensis (b) Agrobacterium tumefaciens (c) E. Coli (d) Mycobacterium bovis.
(xi) নিম্নলিখিত কোন পদ্ধতিতে Polio vaccine প্রস্তুত হয়
(a) Attenuated virus (b) মৃত জীবাণু (c) Surface chemical (d) Toxoid
(xii) নিম্নলিখিত গুলির কোনটি বায়োডাইভারসিটি হটস্পট এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তের অন্যতম
(a) কমপক্ষে ১৫০০ একাডেমিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি (b) বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতি
(c) (a) এবং (b) উভয়ই সঠিক (d) (a) এবং (b) কোনোটিই সঠিক নয়
(xiii) নিম্নলিখিত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত ?
(a) টেম্পারেট ফরেস্ট (b) ট্রপিক্যাল রেইন ফরেস্ট (c) কনিফেরাস ফরেস্ট (d) আর্ক্টিক (Arctic) তুন্দ্রা
(xiv) নিম্নলিখিত গুলির কোনটি সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ
(a) মহাসাগর (b) মরুভূমি (c) বনভূমি (d) পুষ্করিণী
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী
2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 1×4=4
(i) রোপন (Implantation) বলতে কী বোঝো ?
(ii) মেন্ডেলবাদের একটি ব্যতিক্রম (Deviation) উল্লেখ কর।
অথবা
প্রিবনো নিউক্লিওটাইডের এর সজ্জাক্রম উল্লেখ কর।
(iii) একটি মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখ।
অথবা
VAM কি?
(iv) অস্থায়ী ও স্থায়ী পরজীবীর পার্থক্য কি?
বিষয়ভিত্তিক/বর্ণনামূলক প্রশ্নাবলী
3. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): 2×5=10
(i) জেনোগ্যামী বলতে কী বোঝো? অ্যাপোমিকটিক বীজ কি? 1+1
অথবা
স্পার্মিওজেনেসিস কি? মানব ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয়? 1+1
(ii) টেস্ট ক্রস কি? উদাহরণসহ বোঝাও। 1+1
(iii) LSD-এর সম্পূর্ণ নাম কি? ? এটি কোন প্রকার ড্রাগ? 1+1
অথবা
নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কি বোঝো? 2
(iv) জিন ক্লোনিং বলতে কী বোঝো? PCR পদ্ধতিতে কোন এনজাইম ব্যবহৃত হয়? 1+1
(v) পরাজিতা বলতে কী বোঝো? একটি পরজীবী অভিযোজন উল্লেখ কর। 1+1
অথবা
বায়ুমণ্ডলের ওজোন ক্ষয় কিভাবে ঘটে তা উল্লেখ কর। 1+1
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 3×9=27
(i) ফলের উৎপত্তি ও পরিস্ফুরণ সম্বন্ধে অতি সংক্ষেপে বর্ণনা কর। বীজ গঠনের তাৎপর্য কি? 2+1
(ii) মরুলা, ব্লাস্ট্রুলা, গাস্ট্রূলা বলতে কী বোঝো? 1+1+1
অথবা
রজচক্রের সময় ডিম্বাশয়ের দুটি ও জরায়ুর একটি পরিবর্তন উল্লেখ কর। 2+1
(iii) ক্রোমোজোম গঠনে DNA Packaging-এর বিভিন্ন পর্যায়ে গুলি উল্লেখ কর।
(iv) অ্যামিবিয়াসিসের সংক্রমণ পদ্ধতি উল্লেখ কর। AIDS রোগের কারণ কি? 2+1
অথবা
হাইপোফাইসেশন পদ্ধতি অতি সংক্ষেপে বর্ণনা কর। একটি এক্সোটিক কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখ। 2+1
(v) কলা কর্ষণ বলতে কী বোঝো? ? মাইক্রোপ্রোপাগেশন কি? 2+1
(vi) বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতি অতি সংক্ষেপে লেখ। পোল্ট্রি পাখির একটি রোগের নাম উল্লেখ কর।
অথবা
SCP বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। বায়োফর্টিফিকেশান কি? 1+1+1
(vii) রিকম্বিনেন্ট DNA টেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ড্রোনিউক্লিয়াস ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক দুটির তাৎপর্য কি? প্লাসমিড কি? 2+1
অথবা
Plant Biotechnology-এর তিনটি প্রয়োগ উদাহরণসহ লেখ।
(viii) ভ্যাকসিন প্রস্তুতির যেকোনো দুটি পদ্ধতি অতি সংক্ষেপে বর্ণনা কর। 2+1
(ix) জীব বৈচিত্র সংরক্ষণের প্রধান কারণ গুলি উল্লেখ কর। ইকোলজিক্যাল নিচ কি ? 2+1
অথবা
উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপ গুলি সংক্ষেপে উল্লেখ কর।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 5×3=15
(i) চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয় এর কলা সংস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা কর। রজঃচক্র কি? 4+1
অথবা
গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ পদ্ধতি চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। পুং গ্যামেট দুটির কাজ উল্লেখ করো। 4+1
(ii) Lac Operon-এর গঠন সংক্ষেপে বর্ণনা কর। রেপ্লিকেশনে নিম্নলিখিত উৎসেচক গুলির ভূমিকা লেখঃ 3+2
হেলিকেজ (b) প্রাইমেজ
অথবা
জীবের অভিব্যক্তি সম্পর্কে চার্লস ডারউইনের অবদান উল্লেখ কর। অভিব্যক্তির ভ্রুণতত্ত্ব ঘটিত প্রমাণ উল্লেখ কর। 3+2
(iii) গ্রিন হাউজ প্রভাব বলতে কী বোঝো? কি কি ভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে? 2+3