Class 7

Class 7 Bangla Chapter 11 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১১ “কুতুব মিনারের কথা (সৈয়দ মুজতবা আলী)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির একাদশ অধ্যায় “কুতুব মিনারের কথা (সৈয়দ মুজতবা আলী)”
গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 11 Question Answer

Class 7 Bangla Chapter 11 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১১ “কুতুব মিনারের কথা (সৈয়দ মুজতবা আলী)” প্রশ্ন উত্তর

১. অনধিক  দুটি  বাক্যে  নিম্নলিখিত  প্রশ্নগুলির উত্তর  দাও :

১.১. কোন  সম্রাট  ‘অশোক স্তম্ভ’ কে  দিল্লি  নিয়ে এসেছিলেন?

উত্তর: সুলতান ফিরোজ তুঘলক ‘অশোক স্তম্ভ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন ।

১.২. কুতুব  মিনার  নামটি  কার   নামানুসারে  রাখা হয়েছে  এবং  কেন ?

উত্তর: সুলতান  কুতুবউদ্দিন  আইবকের  নাম অনুসারে  সম্ভবত  কুতুবমিনারের  নামকরণ করা হয়েছে। কারণ  উনি এই মিনারটি তৈরি করার পরিকল্পনা করেন।

১.৩. কুতুবের  সঙ্গে  পাল্লা  দেওয়ার  জন্য  আর  কে মিনার  গড়তে  চেষ্টা করেছিলেন ?

উত্তর: আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেষ্টা করেছিলেন। আলাউদ্দিনের  বাসনা  ছিল  তার মিনারটি  যেন  কুতুবের  দ্বিগুণ  উঁচু হয়।

১.৪. মিনাবেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? 

উত্তর: মিনার  হল  স্তম্ভ  বিশেষ। অন্যদিকে মসজিদ সমাধি  বা  অন্য  কোন  ইমারতের অঙ্গ হিসেবে  যে মিনার  থাকে  তার  নাম  মিনারেট  বা  মিনারিকা।

  • মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায় । কিন্তু মিনারিকা কোনো ইমারতের অঙ্গ হিসেবে থাকে । 

১.৫. আহমেদাবাদ শহরটি  কোন  রাজার  নাম নামানুসারে  হয়েছে ?এই  শহরটি কোন রাজ্যের রাজধানী?

উত্তর: আহমেদাবাদ  শহরটি  সুলতান  আহমেদের নামানুসারে  হয়েছে।

  • আহমেদাবাদ  শহরটি  গুজরাট  রাজ্যের  রাজধানী।

২. নীচে যাদের নাম রয়েছে , তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও :

কানিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমেদ।

উত্তর:

  • কানিংহাম : কানিংহামের পুরো নাম আলেকজান্ডার কানিংহাম। ১৮৩৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতে আসেন। ১৮৬৬ সালে তিনি অবসর নেন। তিনি ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক। তিনি নানাবিধ ঐতিহাসিক বিষয় নিয়ে গবেষণা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল কুতুবমিনার নিয়ে ঐতিহাসিক ভাবনা।
  • ফার্গুসন : ফার্গুসনের পুরো নাম জেমস ফার্গুসন। তিনিও একজন প্রখ্যাত ইতিহাসবিদ। ইতিহাসের নানা বিষয় নিয়ে তিনি যাবতীয় ঐতিহাসিক গবেষণাও নানা প্রমাণের চেষ্টা করেন আজীবন। ভারতীয় পুরাতত্ব নিয়েও তিনি গবেষণা করেছেন।
  • সৈয়দ আহমেদ : সৈয়দ আহমেদ ছিলেন একজন প্রখ্যাত ঐতিহাসিক। স্থাপত্যবিদ্যায় তাঁর জ্ঞান সংশয়াতীত। ইনি মুঘল স্থাপত্য বিষয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন।

 ৩. কয়েকটি বাক্যে উত্তর দাও : 

৩.১. ‘ কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার’ এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো ।

 উত্তর:

  • কুতুব মিনার বিশ্বের বৃহত্তম ইটের মিনার।এটি লাল বেলেপাথর এবং মার্বেল দিয়ে তৈরি।
  • কুতুব মিনারের প্রথম তিনটি তলা লাল বেলেপাথর দিয়ে তৈরি, আর চতুর্থ ও পঞ্চম তলা মার্বেল ও বেলেপাথর দিয়ে তৈরি।
  • কুতুব মিনারের গাত্রে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। কুতুব মিনারের প্রজেক্টিং বারান্দাগুলি পাঁচটি গল্পকে আলাদা করেছে। 
  • কুতুব মিনারের স্থপতি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে ভাগ করে, তার সৌন্দর্য্য বৃদ্ধি করেছিলেন। 
  • মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর মিনারের প্রপর্শন’ বা সামঞ্জস্য সম্বন্ধে সঠিক ধারণা ছিল।

৩.২. মিনারটির গঠনে হিন্দু – মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো। 

উত্তর: কুতুব মিনারের গায়ে বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা – পাতা , ফুলের মালা , চক্রের নকশা । এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সারি । এভাবে সমগ্র শিল্পকর্মে হিন্দু ও মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা ধরা পড়ে। 

৩.৩. কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন্ কোন্ স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন ?

 উত্তর: (ক) . তাজমহল । (খ) . দিল্লির সেক্রেটারিয়েট । (গ) . রাজভবন । (ঘ) . ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন লেখক । 

৩.৪. আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন ? 

উত্তর: আলাউদ্দিন কুতুবের দ্বিগুণ উচ্চতার মিনার গড়তে চেষ্টা করেন । কিন্তু ইমারত মাত্রেই অপটিমাম সাইজ— যার চেয়ে ইমারত বড়ো হলে খারাপ দেখায় , ছোটো হলেও খারাপ দেখায় । শেষ পর্যন্ত ইমারত গড়ে ওঠেনি । তার আগেই আলাউদ্দিন খিলজি মারা যান ।

Class 7 Bangla Chapter 11 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১১ “কুতুব মিনারের কথা (সৈয়দ মুজতবা আলী)” প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 7

Class 7 Bengali Chapter 28 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ২৮ “চিন্তাশীল (রবীন্দ্রনাথ ঠাকুর)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির সপ্তবিংশ অধ্যায় “চিন্তাশীল (রবীন্দ্রনাথ ঠাকুর)” নাটকের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bengali Chapter 28 Question Answer Class 7 Bengali Chapter 28 Question Answer সপ্তম
Class 7

Class 7 Bangla Chapter 19 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১৯ “স্মৃতিচিহ্ন (কামিনী রায়)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির ঊনবিংশ অধ্যায় “স্মৃতিচিহ্ন (কামিনী রায়)” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 19 Question Answer Class 7 Bangla Chapter 19 Question Answer সপ্তম
Class 7

Class 7 Bangla Chapter 22 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ২২ “ভারততীর্থ (রবীন্দ্রনাথ ঠাকুর)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির দ্বাবিংশ অধ্যায় “ভারততীর্থ (রবীন্দ্রনাথ ঠাকুর)” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 22 Question Answer Class 7 Bangla Chapter 22 Question Answer সপ্তম
class-7-bangla-chapter-2-question-answer
Class 7

Class 7 Bangla Chapter 02 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ০২’ বঙ্গভূমির প্রতি (মাইকেল মধুসূদন দত্ত) ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির দ্বিতীয় অধ্যায় "বঙ্গভূমির প্রতি" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো।Class 7 Bangla Chapter 02 Question Answer Class 7 Bangla Chapter 02 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *