এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির চতুর্থদশ অধ্যায় ” চিত্রগ্রীব ” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 14 Question Answer
Class 6 Bangla Chapter 14 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৪’ চিত্রগ্রীব ‘ প্রশ্ন উত্তর
Table of Contents
১. ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন্ বইয়ের চিত্ররূপ তুমি পড়লে ?
উত্তর: ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা Gay Neck, অনুবাদে যার নাম চিত্রগ্রীব— সেই গ্রন্থের চিত্ররূপ আমরা পড়লাম।
২. তাঁর লেখা অন্য আর-একটি বইয়ের নাম লেখো ।
উত্তর: ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা অন্য আর-একটি বইয়ের নাম Kari: The Elephant ।
2. চিত্রগ্রীব’ নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো। বাবা-মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা-মায়ের সাহচর্যে শিখেছ—মনে করে লেখো।
উত্তর: চিত্রগ্রীবের বাবা মা দুজনেই খুব দায়িত্বশীল। তারা দুজনেই তাদের বিশাল পাখা মেলে চিত্রগ্রীবকে আগলে রাখত। তার মা, ছিল খুবই দক্ষ। ডিমে তা দেওয়া থেকে শুরু করে ডিম ফাটিয়ে বাচ্ছাকে বের করার ব্যাপারে ছিল সিদ্ধ হস্ত। তার বাবার চেষ্টাও কিছু কম ছিল না। খাওয়ানো, উড়তে শেখানো সব বিষয়ে তাদের লক্ষ ছিল।
প্রথম বাবা-মায়ের সাহচর্যে দাড়াতে, হাঁটতে শিখেছি। মায়ের সাহচর্যে লেখাপড়া শিখেছি ।বাবার সাহচর্যে আমি সাইকেল চালাতে শিখেছিলাম। প্রথমে কয়েকবার পড়ে গেলেও পরবর্তী সময়ে শিখে গিয়েছিলাম।
বাবা-মায়ের সাহচর্যে শিখেছি অন্যায়ের প্রতিবাদ করতে।
৩. তোমরা ‘চিত্রগ্রীব’ নামের পায়রাটির উড়তে শেখার কথা জানলে। তুমি কখনও টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয়, তাহলে তার সঙ্গে কী কথা বলবে? তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো।
উত্তর : নিজে করো।