Class 6

Class 6 Bangla Chapter 04 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০৪ ‘ মন ভালো করা ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির তৃতীয় অধ্যায় “পাইন দাড়িঁয়ে আকাশে নয়ন তুলি” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 03 Question Answer

Class 6 Bangla Chapter 04 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০৪ ‘ মন ভালো করা ‘ প্রশ্ন উত্তর

১.১  শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন ?

উত্তর: শক্তি চট্টোপাধ্যায় প্রেসিডেন্টসি কলেজের ছাত্র ছিলেন।

১.2 তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। 

উত্তর: তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল – (ক) পুরোনো সিঁড়ি

(খ) ধর্মে আছো জিরাফেও আছো

২.নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো : 

হ্রস্ব, খর, শান্ত।

উত্তর: হ্রস্ব -> দীর্ঘ -> দুর্গাপুর থেকে আসানসোল ৫০ কিমি দীর্ঘ পথ।

খড় -> মৃদু -> সে মৃদু কণ্ঠে কথা বলছিলো।

শান্ত ->অশান্ত -> অশান্ত মনে কোনো কাজ করলে তার সফলতা কম হয়।

৩.নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো :  রোদ্দুর, গা।

উত্তর:  রোদ্দুর -> ‘রোদ ‘ শব্দ থেকে এসেছে।

গা -> ‘গাত্র ‘ থেকে এসেছে।

৪.‘হাওয়ায়-বাতাসে পাতারাও নড়ে’ হাওয়া-বাতাসের মতো একই অর্থবোধক পাঁচটি শব্দবন্ধ রচনা করে স্বাধীনবাক্য প্রয়োগ করো। 

উত্তর: বনজঙ্গল -> আমাজনের বনজঙ্গল অতন্ত ভয়ানক।

মাথামুন্ডু -> মাতিন ভাইয়ের কথার কিছু মাথামুন্ডু বোঝা যায় না।

নদনদী -> বর্ষাকালে নদনদীর জল বেড়ে যায়।

হাটে বাজারে -> ঈদের সময়ে হাটে  বাজারে প্রচুর ভিড় হয়।

গ্রামে গঞ্জে -> এখনো গ্রামে গঞ্জে মাটির বাড়ি দেখা যায়।

চিন্তাভাবনা -> যে কোন কাজ করার আগে চিন্তা-ভাবনা করে করা উচিত।

৫.‘মন-ভালো-করা’ ‘নীল-নীলান্ত’র মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো। 

উত্তর: (ক)আলো ছায়া 

(খ) আকাশ -পাতাল

(গ) দিক দিগন্ত

(ঘ) পথে প্রান্তরে

(ঙ) ব্যাংক দূর -দূরান্ত। 

৬.গদ্য লেখ  : 

‘মন-ভালো-করা-রোদ্দুর কেন / মাছরাঙাটির গায়ের মতন ?’

উত্তর: মন-ভালো-করা-রোদ্দুর কেন – মন ভালো করার রোধ কেন। 

মাছরাঙাটির গায়ের মতন – রাঙাটির গায়ের মতো। 

৭. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 

৭.১) কবিতায় কবিমনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। 

উত্তর: কবিতায় কবিমনে বহু প্রশ্ন জেগেছে সেগুলি হল – 

(ক) মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙ্গার গায়ের মতো? 

(খ) মনে রং কেন লাল, হলুদ, সবুজ হয়?

৭.২)  মন ভালো করার রোদ্দুর কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর: মন ভাল করার রোদ্দুর কে কবি মাছরাঙার গায়ের সাথে তুলনা করেছেন। 

৭.৩) মাছরাঙ্গা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? 

উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের চোখে ধরা পড়েছে মাছরাঙার পাখির রং হ্রস্ব ও শান্ত ।

৭.৪) গাছের ডালে বসা মাছরাঙ্গা পাখিটি কিভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও।উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায় রঙিন মাছরাঙা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি মন-ভালো -করা রোদ্দুরকে তাই মাছ রাঙা পাখির সাথে তুলনা করেছেন। রঙিন বস্তু আমাদের প্রত্যেকের মনকে আকর্ষণ করে এবং আমাদের মনকে খুশিতে ভরিয়ে দেয়। আমরা প্রত্যেকে নিজেদের মনকে ভালো রাখার জন্য জল, খাবার, ভালো পোশাক, ভালো দৃশ্য, ভালো ঘর, ভালো বিছানা ইত্যাদি খুঁজে বেড়ায়।  তেমনি মাছরাঙা পাখির গায়ের রং দেখে কবি মুগ্ধ।

Class 6 Bangla Chapter 04 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০৪ ‘ মন ভালো করা ‘ প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

class-6-bangla-chapter-15-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 15 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৪’ আশীর্বাদ’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির পঞ্চদশ অধ্যায় " আশীর্বাদ" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 15 Question Answer Class 6 Bangla Chapter 15 Question Answer ষষ্ঠ শ্রেনীর
class-6-bangla-chapter-01-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 01 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০১ ‘ ভরদুপুরে’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির প্রথম অধায় "ভরদুপুরে" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 01 Question Answer Class 6 Bangla Chapter 01 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা
class-6-bangla-chapter-03-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 03 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ০৩ ‘ পাইন দাড়িঁয়ে আকাশে নয়ন তুলি ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির তৃতীয় অধ্যায় "পাইন দাড়িঁয়ে আকাশে নয়ন তুলি" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapter 03 Question Answer Class 6 Bangla Chapter 03 Question
class-6-bangla-chapter-18-question-answer
Class 6

Class 6 Bangla Chapter 18 Question Answer ষষ্ঠ শ্রেনীর বাংলা অধ্যায় ১৮’ বঙ্গ আমার জননী আমার ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা ষষ্ঠ শ্রেণির অষ্টদশ অধ্যায় "বঙ্গ আমার জননী আমার" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 06 Bangla Chapte 18 Question Answer Class 6 Bangla Chapter 18 Question Answer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *