Class 5

Class 5 Bangla Chapter 16 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৬ ‘  বোকা কুমিরের কথা’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ষষ্ঠদশ অধ্যায় অর্থাৎ “বোকা কুমিরের কথা” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 16 Question Answer

Class 5 Bangla Chapter 16 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৬ ‘  বোকা কুমিরের কথা’ প্রশ্ন উত্তর

১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:

১.১ তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখ।

উত্তর: আমার জানা কয়েকটি উভচর প্রাণী হল – ব্যাং, কুমির ,কচ্ছপ।

১.২ তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখ।

উত্তর: আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল – টিকটিকি ,গিরগিটি, সাপ।

১.৩ ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি?

উত্তর: ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি।

১.৪ মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখ।

উত্তর: মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হল – আদা ,আলু, গাজর ,মুলো ইত্যাদি।

১.৫ ধান গাছ থেকে আমরা কি কি পাই?

উত্তর: ধান গাছ থেকে আমরা চাল, চিরে, মুড়ি, তুষ, খর ,বিচালি ইত্যাদি পাই।

১.৬ কুমির ও শিয়াল কে নিয়ে লেখা অন্য কোন গল্প পাঁচটি বাক্যে লেখ।

উত্তর: কুমির একবার শিয়াল পন্ডিতের পাঠশালায় তার আটটি ছানাকে পড়াতে নিয়ে গেল। শিয়াল তাদেরকে রেখে দিলো নিজের কাছে আর রোজ একটি করে ছানাকে ধরে সে বলতো, কানা ,খানা, গানা, ঘানা কেমন লাগে কুমির ছানা? বলেই তাকে টপ করে গিলে ফেলত কুমির তার ছানাদের দেখতে এলে সে রোজ একটি ছানাকেই বার করে দেখাত। এভাবে এসে কুমির ছানাটাকেও পালিয়ে গেল শিয়াল।

২. ক – স্তম্ভের সঙ্গে খ – স্তম্ভ মিলিয়ে লেখো:

উত্তর:

কুমির – নদী

শিয়াল- জঙ্গল

আলু – ক্ষেত

আখ – চিনি,

গরু- খর ।

৩. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখ :

উত্তর:

৩.২ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল ….. আলুর চাষ।

৩.১ কুমির শিয়ালকে ঠকাবার জন্য বললে – গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।

৩.৪ সে বার হল আখের চাষ । কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখল ভীষণ নোনতা।

৩.৩ তারপরের বার হল ধানের চাষ। কুমির গুড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে।

৩.৫ কুমির শিয়ালকে বলল, না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাবো না, তুমি বড্ড ঠকাও।

৪. শূন্যস্থান পূরণ কর:

৪.১ …….. আর ……… মিলে চাষ করতে গেল?

উত্তর: শিয়াল, কুমির।

৪.২ সে ভাবলে বুঝি আলু তার গাছের ………।

উত্তর: ফল।

৪.৩ শিয়াল সে ধান শুদ্ধ গাছের ……… কেটে নিয়ে গেল।

উত্তর: আগা।

৪.৪ সে বার হল ….. চাষ।

উত্তর: আখের।

৪.৫ শিয়াল মাটি ……. সব আলু তুলে নিয়ে গেছে।

উত্তর: খুরে।

৫. পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো:

উত্তর:

চাষ – কৃষি

আখ – ইক্ষু

আগা – অগ্রভাগ

মাটি – মৃত্তিকা

৬. বাক্য শেষ করো:

৬.১ বোকা কুমিরের গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে …..।

উত্তর: বোকা কুমিরের গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে খুবই বোকা।

৬.২ গল্পের শেয়ালটি আসলে খুব …….।

উত্তর: গল্পের শেয়ালটি আসলে খুব ধূর্ত।

৬.৩ কুমির গল্পে মোট…….. কতবার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা…..। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হল …..। তারপরের বার ….. না জানার জন্য সে ঠকে গেছে।

উত্তর: কুমির গল্পে তিনবার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা সে জানতো না আলু মাটির নিচে হয়। দ্বিতীয়বার ঠকে যাওয়ার কারণ হলো সে জানতো না ধান মাটির উপরে হয়। তার পরেরবার আখের আগা যে নোনতা হয় তা না জানার জন্য সে ঠকে গেছে।

৬.৪ শিয়াল বারবার লাভবান হয়েছে – কারণ ………..।

উত্তর: শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ- কুমিরের বোকামিই তার সহায় হয়েছে।

৭. নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখো:

৭.১ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।

উত্তর: চাষ – বিশেষ্যপদ

৭.২ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।

উত্তর: সে- সর্বনামপদ

৭.৩ আচ্ছা আসছে এবার দেখব।

উত্তর: দেখব – ক্রিয়াপদ

৭.৪ ভেবেছে , মাটি খুঁড়ে সব ধান বের করে নেবো।

উত্তর: ধান- বিশেষ্যপদ, নেব- ক্রিয়াপদ

৭.৫ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে।

উত্তর: আমাকে – সর্বনামপদ, গোড়ার- বিশেষ্যপদ

৮. ঠিক চিহ্নটির পাশে (√) চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে (×) চিহ্ন দাও :

৮.১ গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল।

উত্তর: ×

৮.২ কুমিরটি চেয়েছিলো শিয়ালকে সে ঠকাবে।

উত্তর:

৮.৩ আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল।

উত্তর: ×

৮.৪ ধান চাষের সময় কুমির পেল আগার দিক।

উত্তর: ×

৮.৫ কুমির আখের গাছগুলো ঘরে বইয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো।

উত্তর: ×

৯. বাক্য রচনা কর : আগা ,গোড়া, আখ, চাষ ,নোনতা

উত্তর:

আগা- আখের আগা নোনতা হয়।

গোড়া – গাছের গোড়া মাঝেমধ্যে খুঁড়ে দেওয়া উচিত।

আখ – আখের রস শরীর ঠান্ডা করে।

নোনতা- আমার নোনতা খাবার খুব পছন্দ।

চাষ – এবছর ধান চাষ খুব ভালো হয়েছে।

১০. বিপরীতার্থক শব্দ লেখো: লাভ, মিস্টি, নিচে, কাজ, মজা

উত্তর:

লাভ- ক্ষতি

মিষ্টি-তেতো

নিচে- ওপরে

কাজ- অকাজ

মজা-দুঃখ।

১১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

১১.১ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখ।

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা দুটি বিখ্যাত বই হল – ছেলেদের রামায়ণ ও টুনটুনির বই।

১১.২ তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করতেন।

১১.৩ তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত।?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তানদের মধ্যে সুকুমার রায়, সুবিনয় রায়, সুখলতা রাও এবং পুণ্যলতা চক্রবর্তী শিশু সাহিত্যিক হিসেবে অত্যন্ত পরিচিত।

১২. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো:

১২.১ গল্পে কারা চাষ করতে গেল?

উত্তর: গল্পে কুমির আর শিয়াল চাষ করতে গেল।

১২.২ কিসের কিসের চাষ তারা করেছিল?

উত্তর: কুমির আর শিয়াল আলু , ধান আর আখের চাষ করেছিল।

১২.৩ চাষে কার লাভ আর কার ক্ষতি হয়েছিল?

উত্তর: চাষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল।

১২.৪ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এটেছিল?

উত্তর: শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এটেছিল।

১২.৫ বোকা কুমিরের কথা গল্পে কুমির টা শিয়ালকে’তুমি বড্ড ঠকাও’- বলে দোস দিলেও, আসলে সে নিজের নিবুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। – গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্যে খুঁজে নিয়ে লেখ।

উত্তর: 

ক) সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।

খ) তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে! আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।

গ) ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে।’

Class 5 Bangla Chapter 16 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৬ ‘  বোকা কুমিরের কথা’ প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class-5-English-Lesson-11-Activity-Question-Answer
Class 5

Class 5 English Lesson 11 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ১১ ‘ The Finishing Point’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর একাদশ অধ্যায় অর্থাৎ The Finishing Point প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 11 Question Answer | Class 5 English Lesson 11
class-5-bangla-chapter-12-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 12 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১২ ‘ মধু আনতে বাঘের মুখে’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির দ্বাদশ অধ্যায় অর্থাৎ "মধু আনতে বাঘের মুখে" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 12 Question Answer Class 5 Bangla Chapter 12 Question
Class-5-English-Lesson-01-Activity-Question-Answer
Class 5

Class 5 English Lesson 01 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ০১ ‘India : Superpower in Cricket’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর প্রথম অধ্যায় অর্থাৎ India : Superpower in Cricket প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 01 Question Answer | পঞ্চম শ্রেণির ইংরেজি
class-5-bangla-chapter-15-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 15 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৫ ‘  বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির পঞ্চদশ অধ্যায় অর্থাৎ "বৃষ্টি পড়ে টাপুর টুপুর" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 15 Question Answer Class 5 Bangla Chapter 15 Question

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *