Class 5

Class 5 Bangla Chapter 15 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৫ ‘  বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির পঞ্চদশ অধ্যায় অর্থাৎ “বৃষ্টি পড়ে টাপুর টুপুর” কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 15 Question Answer

Class 5 Bangla Chapter 15 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৫ ‘  বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ প্রশ্ন উত্তর

১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১.১ কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় ?

উত্তর : আষাঢ় ও শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় ।

১.২ মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে ?

উত্তর : মেঘলা দিনে সূর্য প্রায় দেখাই যায় না, আকাশ কালো মেঘে ঢেকে থাকে । বৃষ্টি পড়ার আগে চারপাশের প্রকৃতিতে এক নিস্তব্ধতা নেমে আসে । মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি দেখা যায় । কখনও ঝিরি ঝিরি বৃষ্টি, আবার কখনও মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে । চারদিকের পরিবেশ ঝাপসা হয়ে আসে । বৃষ্টি পড়ার ঝুপঝাপ শব্দ, গাছের পাতা থেকে জল পড়ার টুপটাপ শব্দ পাওয়া যায় । এই সব কিছু মিলিয়ে মেঘলা দিনে আকাশ ও আমার চারপাশের প্রকৃতি এক মনোরম রূপ ধারণ করে ।

১.৩ বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে-তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো ।

উত্তর :  নিজে কর ।

১.৪ পুকুরে , টিনের চালে , গাছের পাতায় – বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো ।

উত্তর : 

পুকুরে বৃষ্টি পড়ার শব্দ – টুপটুপ 

টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ – চড়চড়

গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ – টপটপ

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

উত্তর :

ঝাপসা অস্পষ্ট
ছেলেবেলা শৈশব
বিছানা শয্যা
দুরন্ত দামাল
বান বন্যা

৩. বেমানান শব্দের তলায় দাগ দাও :

৩.১ সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি ।

উত্তর : সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি

৩.২ ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর ।

উত্তর : ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর

৩.৩ গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক ।

উত্তর : গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক

৩.৪ মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর ।

উত্তর : মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর

৩.৫ মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানি ।

উত্তর : মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানি ।

৪. বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো :

উত্তর :

রাত -দিন

বার্ধক্য -শৈশব / ছেলেবেলা

খরা -বন্যা

পুরোনো- নতুন

শান্ত – চঞ্চল / দুরন্ত

৫. বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো :

একশো মানিক, দুরন্ত ছেলে, বাদলা হাওয়া, গুরুগুরু বুক, ঝাপসা গাছপালা ।

উত্তর :

বিশেষ্যবিশেষণ
মানিক  একশো
ছেলেদুরন্ত
হাওয়াবাদলা
বুক গুরুগুরু
গাছপালাঝাপসা

৬. ক্রিয়ার তলায় দাগ দাও :

৬.১ কাঁসর ঘণ্টা বাজল ঠঙ ঠঙ ।

উত্তর : কাঁসর ঘণ্টা বাজল ঠঙ ঠঙ ।

৬.২ কত খেলা পড়ে মনে ।

উত্তর : কত খেলা পড়ে মনে ।

৬.৩ শুনেছিলেম গান ।

উত্তর : শুনেছিলেম গান ।

৬.৪ বিষ্টি পড়ে টাপুর টুপুর ।

উত্তর : বিষ্টি পড়ে টাপুর টুপুর ।

৬.৫ বাইরেতে মেঘ ডেকে ওঠে ।

উত্তর : বাইরেতে মেঘ ডেকে ওঠে ।

৭. ‘সৃষ্টি’-এমন ‘ষ্ট’ রয়েছে-এরকম পাঁচটি শব্দ লেখো :

উত্তর : ‘ষ্ট’ রয়েছে এরকম পাঁচটি শব্দ – বৃষ্টি, মিষ্টি, দৃষ্টি, স্পষ্ট, কষ্ট ।

৮. নীচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো :

        গাছপালা, ছেলেবেলা, হাসিমুখ, লেখাজোকা ।

উত্তর :

গাছপালা – গাছ, পালা

ছেলেবেলা – ছেলে, বেলা

হাসিমুখ – হাসি, মুখ

লেখাজোকা – লেখা, জোকা

৯. সাজিয়ে লেখো :

লে ছে বে লা – ছেলেবেলা

রি কো চু লু – লুকোচুরি

১০. শূন্যস্থান পূরণ করো :

১০.১ আকাশ ঘিরে মেঘ জুটেছে ।

১০.২ বাদলা হাওয়ায় মনে পড়ে ।

১০.৩ মনে পড়ে ঘরটি আলো ।

১০.৪ ঘরেতে দুরন্ত ছেলে ।

১০.৫ বাইরে কেবল জলের শব্দ ।

১১.১ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ।

১১.২ কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান ?

উত্তর : “Song Offerings” বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান ।

১১.৩ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি তাঁর কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে ?

উত্তর : ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি তাঁর ‘শিশু’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে ।

১২. মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো ।

১২. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করো ।

১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ।

১৩.১ বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে ?

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির মনে “বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান” গান ভেসে আসে ।

১৩.২ বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির বর্ণনা অনুযায়ী নদীর এপারে মেঘের মাথায় যেন একশো মানিক জ্বলছে এবং নদীর ওপারে বৃষ্টিতে সব গাছপালা ঝাপসা হয়ে গেছে ।

১৩.৩ ‘সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা’ – কোন দিনের কথা বলা হয়েছে ? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও ।

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় উপরিউক্ত অংশে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে ।

সেদিন আকাশে খুব মেঘ করেছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল ।

১৩.৪ মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে ?

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির মেঘের খেলা দেখে অনেক কথা মনে পড়ে । কবির মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, ঘর আলো করা মায়ের হাসিমুখের কথা, মেঘের গুরুগুরু করা ডাক । কবির আরও মনে পড়ে সুয়োরানি-দুয়োরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যাথা, ঘরের কোণে জ্বলা মিটি মিটি আলোর কথা । এছাড়াও কবির মনে পড়ে মায়ের মুখে শোনা মেঘলা দিনের গান “বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান” ।

Class 5 Bangla Chapter 15 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৫ ‘  বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 5

Class 5 Bangla Chapter 05 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৫ ‘ পাখির কাছে ফুলের কাছে ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার পঞ্চম অধ্যায় অর্থাৎ "পাখির কাছে ফুলের কাছে" গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 05 Question Answer | Class 5 Bangla Chapter
class-5-bangla-chapter-17-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 17 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১৭ ‘  মাস্টারদা ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির সপ্তদশ অধ্যায় অর্থাৎ "মাস্টারদা " কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 17 Question Answer Class 5 Bangla Chapter 17 Question Answer |
class-5-bangla-chapter-04-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 04 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৪ ‘ এতোয়া মুন্ডার কাহিনী’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার তৃতীয় অধ্যায় অর্থাৎ "এতোয়া মুন্ডার কাহিনী" গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 04 Question Answer | Class 5 Bangla Chapter 04
Class-5-English-Lesson-07
Class 5

Class 5 English Lesson 07 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ০৭ ‘ The Rebel Poet’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ The Rebel Poet প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 07 Question Answer | পঞ্চম শ্রেণির ইংরেজি অধ্যায় ০৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *