এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার পঞ্চম অধ্যায় অর্থাৎ “পাখির কাছে ফুলের কাছে” গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 05 Question Answer |
Class 5 Bangla Chapter 05 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৫ ‘ পাখির কাছে ফুলের কাছে ‘ প্রশ্ন উত্তর
Table of Contents
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটা প্রশ্নের মান -1
১. জোনাকি এক ধরনের (পাখি/মাছ/পোকা/ খেলনা)।
উত্তরঃ জোনাকি এক ধরনের পোকা।
২. ‘মোড়’ বলতে বোঝানো হয় (গোল/বাঁক/যোগ/ চওড়া)।
উত্তরঃ ‘মোড়’ বলতে বোঝানো হয় বাঁক।
৩. ‘দরবার’ শব্দটির অর্থ হল (দরজা/সভা/ দরগা / দোকান)।
উত্তরঃ ‘দরবার’ শব্দটির অর্থ হল সভা।
৪. প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল – (কাব্য হবে/মোড় ফিরেছি/কালো জল/ডাবের মতো চাঁদ উঠেছে)।
উত্তরঃ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে।
২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:
ক | খ | ||||||
চাঁদ | শশী | ||||||
ঠান্ডা | শীতল | ||||||
পাহাড় | গিরি | ||||||
জোনাকি | খদ্যোত | ||||||
দিঘি | জলাশয়/দীর্ঘিকা | ||||||
জল | নীর | ||||||
ফুল | পুস্প |
৩. শব্দঝুড়ি থেকেশব্দ নিয়ে বিশেষ্য-বিশেষণ আলাদা করে লেখা হল:
বিশেষ্য- | বিশেষণ | |||
চাঁদ | মস্ত, উটকো | |||
লাল | গোলগাল | |||
দরগাতলা | কলরব | |||
জোনাকি, শহর |
৪.১ ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দু-বার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখা হল:
উত্তরঃ গোলগাল, কলকল, চলচল, কোলাহল, খেলাধুলা ।
৪.২. ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘দেখা করা’- এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো:
উত্তরঃ নিজেরা কর ।
৫. ক্রিয়ার নীচে দাগ দাও:
উত্তরঃ
৫.১. ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর।
৫.২. নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কালো।
৫.৩. এসো, আমরা সবাই না ঘুমানোর দল।
৫.৪. কাব্য হবে, কাব্য কবে জুড়ল কলরব।
৫.৫. পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
৫.৬. অর্থ লেখো:
ঝিমধরা, উটকো, দরবার, কলরব, মিনার।
উত্তরঃ
ঝিমধরা – অবসন্ন
উটকো -অপরিচিত
দরবার -সভা
কলরব -কোলাহল
মিনার – সৌধ
৫.৭. প্রতিশব্দ লেখো:
চাঁদ, পাখি, ফুল।
উত্তরঃ
চাঁদ – চন্দ্র
পাখি – পক্ষী
ফুল-পুষ্প
৫.৮. বিপরীতার্থক শব্দ লেখো:
লম্বা, ঠান্ডা, হেসে, পদ্য, মস্ত।
উত্তরঃ
লম্বা – বেঁটে
ঠান্ডা – গরম
হেসে – কেঁদে
পদ্য- গদ্য
মস্ত- ক্ষুদ্র
১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১০.১. কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?
উত্তরঃ কবি এক রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল টা উঠেছে তা দেখতে পেয়ে ঘর থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন।
১০.২. কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?
উত্তরঃ রাতের বেলা চারিদিক নিস্তব্ধ। সবাই তখন ঘুমোচ্ছে, পাছে শব্দ হলে সবার ঘুম ভেঙে যায়। এটি কবি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন।
১০.৩. বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?
উত্তরঃ বাইরে বেরিয়ে এসে কবির এই শহরকে দেখে মনে হল ঝিমধরা অবস্থায় মস্ত শহরটি যেন থরথর করে কাঁপছে।
১০.৪. শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন্ জিনিসের কথা কবিতায় রয়েছে?
উত্তরঃ পাহাড়, জোনাকি এগুলি শহরে নেই। তবুও কবির মনে হয়েছে এগুলি তিনি দেখছেন।
১০.৫. সেই রাতে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?
উত্তরঃ সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, জোনাকি, দিঘির কালো জল, ফুল, পাখি। তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল।
১০.৬. তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?
উত্তরঃ তাদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুললেন এবং পাখির কাছে ও ফুলের কাছে মনের কথা বলতে লাগলেন।
১০.৭. রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ রক্তজবার ঝোপের কাছে লালদিঘিটা পার হয়ে এগিয়ে জোনাকিদের দরবার বসেছিল। সেখানে কলকলিয়ে দিঘির কালো জল কবিকে বলল, এসো এখানে সবাই না ঘুমিয়ে রয়েছে। দিঘির সেই কথায় হেসে উঠল সব ফুল পাখিরা। সমস্ত শহর যখন ঝিমধরা অবস্থায় থরথর করে কাঁপছে তখন কবি এদের সঙ্গে রাত জেগে ছড়ার বই খুলে নিজের মনের কথা বলতে শুরু করলেন।
১০.৮. ‘চাঁদ’ কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।
উত্তরঃ নিজে কর ।