Class 5

Class 5 Bangla Chapter 02 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০২ ‘ বুনো হাঁস’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ “বুনো হাঁস” গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 02 Question Answer |

Class 5 Bangla Chapter 02 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০২ ‘ বুনো হাঁস’ প্রশ্ন উত্তর

1. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

1.1. আকাশের দিকে তাকালে তুমি দেখ ______(ঘরবাড়ি / গাছপালা/ পোকামাকড়/মেঘ-রোদ্দুর )

উত্তরঃ মেঘ-রোদ্দুর

1.2. হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো _____(কিলিমানজারো /আরাবল্লী/ আন্দি/রকি )

উত্তরঃআন্দি

1.3. এক রকমের হাঁসের নাম হলো ______(সোনা/ কুনো/ কালি/ বালি) হাঁস।

উত্তরঃবালি

1.4. পাখির ডানার ______( বোঁ বোঁ /শনশন /শোঁ- শোঁ/ গাক-গাক ) শব্দ শোনা যায়।

উত্তরঃশোঁ- শোঁ

2. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তরঃ 

বরফেহিমানী
বুনোবন্য
কুঁড়িকলি
চঞ্চলঅধীর
আরম্ভশুরু

 3. সঙ্গী – (ঙ্+গ্ )- এমন ‘ঙ্গ’ রয়েছে -এরকম পাঁচটি শব্দ লেখো।

1. বঙ্গ

2. কলিঙ্গ

3. অঙ্গ

4. সঙ্গে

5. বিহঙ্গ

4. ঘটনাক্রমে সাজিয়ে লেখ :

4.1. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

4.2. হাঁসের ডানা জখম হল।

4.3. সারা শীত কেটে গেল।

4.4. বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।

 4.5. আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে।

উত্তর :

4.4. বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 4.2. হাঁসের ডানা জখম হল।

4.5. আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে।

4.3. সারা শীত কেটে গেল।

4.1. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

5. শুন্যস্থান পূরণ করো :

5.1. লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

5.2. জোয়ানদের মুরগী রাখার খালি জায়গা ছিল।

 5.3. আস্তে আস্তে হাঁসের ডানা সারল।

5.4. দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।

5.5. ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

6. শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

(বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী,নির্জন, বেচারি, চঞ্চল)

বিশেষ্য বিশেষণ
জখমবুনো
লাডাক ন্যাড়া,
বরফনির্জন,
তাঁবু চঞ্চল
সঙ্গীগরম
শীতকাল

7. ক্রিয়ার নীচে দাগ দাও :

7.1. বাড়ির জন্য ওদের মন কেমন করত। 

7.2. পাখিরা আবার আসতে আরম্ভ করল।

7.3. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।  

7.4. সেখানে বুনো হাঁসরা রইল।  

7.5. নিরাপদে তাদের শীত কাটে।  

বাক্য বাড়াও : প্রতিটা প্রশ্নের মান -1

1.  একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল ?)

উত্তরঃ  একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে ঝোপের উপর নেমে পড়ল।

2.  ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)

উত্তরঃ  ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।

3.পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড় ?)

উত্তরঃ  নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল।

4. আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ ?

উত্তরঃ  আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।

5. গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)

উত্তরঃ  ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

বাক্য রচনা করো :

(রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু।)

রেডিয়ো:

উত্তরঃ রেডিয়ো আমার দাদু রেডিয়োতে খবর শোনেন।

চিঠিপত্র:

উত্তরঃ চিঠিপত্র—এখন আর কেউ সেভাবে চিঠিপত্র লেখেন না।

থরথর:

উত্তরঃ থরথর—শীতে কুকুরছানাটি থরথর করে কাঁপছিল।

জোয়ান:

উত্তরঃ জোয়ান — যারা সেনাবাহিনীতে যোগ দেন তারা হলেন জোয়ান বা জওয়ান।

তাঁবু:

উত্তরঃ তাঁবু-সেবার পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে আমরা তাঁবুতে ছিলাম।

11. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

11.1. জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

উত্তরঃ লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

11.2. জোয়ানরা কী কাজ করে ?

উত্তরঃ  জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে।

11.3. দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?

উত্তরঃ একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল বলে সে জোয়ানদের তাঁবুর কাছে পড়েছিল, ওকে দেখে অন্য একটি হাঁসও ওর পিছু পিছু নেমে এসে জোয়ানদের তাঁবুতে ছিল যতদিন না প্রথম হাঁসটি সুস্থ হয়েছিল। তাই দুটো বুনো হাঁস দলছুট হয়েছ

11.4. বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?

উত্তরঃ  বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে – টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত।

11.5. হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল ?

উত্তরঃ  হাঁসেরা আবার শীতের শেষে তাদের নিজেদের দেশে ফিরে গেল।

11.6. ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ – কেমন করে সারা শীতকাল কাটল ? এরপর কী

ঘটনা ঘটল ?

উত্তরঃ  লীলা মজুমদারের লেখা ‘বুনো হাঁস’ গল্পে একটি হাঁসের ডানা জখম হয়ে নীচে জোয়ানদের ঘাঁটিতে নেমে আসা সাথে অন্য একটি হাঁসের ও আসা, জখম হাসটির ডানার পরিচর্চা করা এবং জোয়ানদের হাতে সুস্থ হয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার মধ্য দিয়েই সারা শীতকাল কেটে গিয়এর পর নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল।  ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করল এবার দক্ষিণ থেকে উত্তরে। এরপর জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে এবং জোয়ানদেরও তখন বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল।

13.1. লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?

উত্তরঃ  কলকাতা শহরে।

13.2. তাঁর শৈশব কোথায় কেটেছে ?

উত্তরঃ  শিলং পাহাড়ে।

13.3. ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখ।

উত্তরঃ  ‘বদ্যিনাথের বড়ি’ , ‘হলদে পাখির পালক’ ।

Class 5 Bangla Chapter 02 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০ ‘ বুনো হাঁস’ প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 5

Class 5 English Lesson 06 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ০৬ ‘The Clever Monkey’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর ষষ্ঠঅধ্যায় অর্থাৎ The Clever Monkey প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 06 Question Answer | পঞ্চম শ্রেণির ইংরেজি অধ্যায় ০৬ -The
Class 5

Class 5 Bangla Chapter 05 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৫ ‘ পাখির কাছে ফুলের কাছে ‘ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার পঞ্চম অধ্যায় অর্থাৎ "পাখির কাছে ফুলের কাছে" গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 05 Question Answer | Class 5 Bangla Chapter
Class-5-English-Lesson-02-Activity-Question-Answer
Class 5

Class 5 English Lesson 02 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ০২ ‘A Feat On Feet’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ A Feat On Feet প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 02 Question Answer | পঞ্চম শ্রেণির ইংরেজি অধ্যায়
class-5-bangla-chapter-04-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 04 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৪ ‘ এতোয়া মুন্ডার কাহিনী’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার তৃতীয় অধ্যায় অর্থাৎ "এতোয়া মুন্ডার কাহিনী" গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 04 Question Answer | Class 5 Bangla Chapter 04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *