Class 5

Class 5 Bangla Chapter 01 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০১ ‘ গল্পবুড়ো’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ “গল্পবুড়ো” গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 01 Question Answer |

Class 5 Bangla Chapter 01 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০১ ‘ গল্পবুড়ো’ প্রশ্ন উত্তর

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখ :

১.১. উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ——-(গ্রীষ্ম / শরৎ / শীত / বর্ষা) কালে হাওয়া বয়।

উত্তর: শীত

১.২. থুত্থুরে শব্দটির অর্থ————–( চনমনে / জড়োসড়ো / জ্ঞানী / নড়বড়ে)

উত্তর: নড়বড়ে।

১.৩. রূপকথার গল্পে যেটি থাকে না ————-( দৈত্য দানব / পক্ষীরাজ / রাজপুত্তুর / উড়োজাহাজ)।

উত্তর: উড়োজাহাজ।

১.৪. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখক এর নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী / দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।

উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

2.1. লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?

উত্তর: কবি সুনির্মল বসু ভালো ছবিও আঁকতেন।

2.2. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উত্তর: ‘ছোটোদের চয়নিকা’ ও ‘ছোটোদের গল্পসংকলন’ ।

৩. এলোমেলো বর্ণগুলি কে সাজিয়ে শব্দ তৈরি করো:

উত্তর:

থা রু ক প = রূপকথা।

র ত্তু জ রা পু = রাজপুত্তুর।

জ ক্ষী রা প = পক্ষীরাজ।

ব প ম ন ন = মনপবন।

জ গু বি আ = আজগুবি।

8. অন্ত্যমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ। একটি করে দেওয়া হলো। উদাহরণ বাঁধা, ধাঁধা।

উত্তর: (১) উত্তুরে, থুত্থুরে (২) ঝোলা ,ভোলা (৩) যক্ষীরাজ, পক্ষীরাজ (৪) নন্দিনী ,বন্দিনী (৫) ঝলমলে, টলটলে।

৫. বাক্য বাড়াও:

৫.১ শীতকালে হাওয়া বইছে।(কেমন হওয়া)

উত্তর: শীতকালে উত্তুরে হাওয়া বইছে।

৫.২ গল্পবুড়ো ডাকছে (কেমন বুড়ো?)

উত্তর: থুত্থুরে গল্পবুড়ো ডাকছে।

৫.৩ গল্পবুড়ো মুখ ব্যথা।(মুখ ব্যথা কেন?)

উত্তর: ‘চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা।

৫.৪ গল্প বুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)

উত্তর: গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।

৫.৫ দেখবি যদি আয়। (কিভাবে আসবে?)

উত্তর: দেখবি যদি, জলদি আয়।

6. ‘ক’  এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :

ক———————————— খ

তল্পি———————–কাল্পনিক গল্প

রূপকথা——————-বাতাস

ভোরে———————-দ্রুত

পবন———————–ঝোলা

সত্ত্বর———————-বিহানে

উত্তর

ক—————————–খ

তল্পি————————ঝোলা

রূপকথা——————-কাল্পনিক গল্প

ভোরে———————–বিহানে

সত্ত্বর————————-দ্রুত

পবন————————বাতাস

৮. শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।

উত্তর:

বিশেষ্য – তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা,

বিশেষণ: উত্তুরে, থুত্থুরে,আজগুবি , জলদি, সত্বর।

৯. পক্ষীরাজ এর মতো( ক্ +ষ্= ক্ষ) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো।

উত্তর: বৃক্ষ, শিক্ষা, রক্ষা, পক্ষ, পরীক্ষা।

১০. ক্রিয়ার নিচে দাগ দাও:

উত্তর:

১০.১) বইছে হাওয়া উত্তুরে।

১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে ।

১০.৩) আয়রে ছুটে ছোট্টরা।

১০.৪) দেখবি যদি জলদি আয় ।

১ ০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।

১২. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়ো শীতের ভোরবেলায় যখন উত্তর দিকের থেকে তীব্র হাওয়া বইতে থাকে তখন গল্প শোনাতে আসে।

১২.২ গল্পবুড়োর ঝোলায় কি কি গল্প আছে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতার গল্পবুড়োর ঝোলায় দত্যি দানব, ্যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প রয়েছে।

১২.৩ গল্পবুড়ো কীভাবে শীতের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান?

উত্তর: গল্পবুড়ো শীতের কনকনে ভোরবেলায় ডাক ছেড়ে ও হাঁক ছেড়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান ।

১২.8 রুপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?

উত্তর: রুপকথার দত্যি দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি নানা আজগুবি গল্প কবিতাতে রয়েছে।

১২.৫ গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় যারা গল্পবুড়োর ডাক শুনেও ঘুম ভেঙ্গে ছূটে আসবে না, তাদের উপরে রাগ করে গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।

Class 5 Bangla Chapter 01 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০১ ‘ গল্পবুড়ো’ প্রশ্ন উত্তর

Class 5 Bangla Chapter 01 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০১ ‘ গল্পবুড়ো’ প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class-5-English-Lesson-08-Activity-Question-Answer
Uncategorized

Class 5 English Lesson 08 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ০৮ ‘ Buildings To Remember’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর অষ্টম অধ্যায় অর্থাৎ Buildings To Remember প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 08 Question Answer | পঞ্চম শ্রেণির ইংরেজি অধ্যায় ০৮–Buildings
class-5-bangla-chapter-12-question-answer
Class 5

Class 5 Bangla Chapter 12 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ১২ ‘ মধু আনতে বাঘের মুখে’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির দ্বাদশ অধ্যায় অর্থাৎ "মধু আনতে বাঘের মুখে" কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 12 Question Answer Class 5 Bangla Chapter 12 Question
Class-5-Bangla-Chapter-03-Question-Answer
Class 5

Class 5 Bangla Chapter 03 Question Answer | পঞ্চম শ্রেনীর বাংলা অধ্যায় ০৩ ‘ দারোগাবাবু ও হাবু’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির বাংলার তৃতীয় অধ্যায় অর্থাৎ "দারোগাবাবু ও হাবু" গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 Bangla Chapter 03 Question Answer | Class 5 Bangla Chapter 03
Class-5-English-Lesson-11-Activity-Question-Answer
Class 5

Class 5 English Lesson 11 Activity Question Answer | পঞ্চম শ্রেনীর ইংরেজি অধ্যায় ১১ ‘ The Finishing Point’ প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা পঞ্চম শ্রেণির ইংরেজি এর একাদশ অধ্যায় অর্থাৎ The Finishing Point প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 05 English Chapter 11 Question Answer | Class 5 English Lesson 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *