Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
এই নিবন্ধে আমরা উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর জানতে পারবো।
Table of Contents
Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
1. কোনটিতে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখতে পাওয়া যায়?
(a)Hydra (b)Euglena (c)Amoeba (d)Nostoc
Ans- (b)Euglena
2. নিচের কোনটি খন্ডি ভবনের দ্বারা বংশবিস্তার করে?
(a)Oscillatoria (b)Ulothrix (c)Spirogyra (d)সবগুলি
Ans- (c)Spirogyra
3. নিচের কোন জীবের ক্ষেত্রে অনুপ্রস্থ দ্বিবিভাজন সম্পন্ন হয়?
(a)Euglena (b)Paramoecium (c)ইস্ট (d)Plasmodium
Ans- (d)Plasmodium
4. গেমিউল এর মাধ্যমে জনন সম্পন্ন করে-
(a)Spirogyra (b) Hydra © Dugesia (d)Scypha
Ans- (d)Scypha
5. ক্ল্যামাইডোরেনু দেখা যায় কোনটিতে?
(a)Agaricus (b) Rhizopus (c) Chlamydomonas (d) Aspergillus
Ans- (b) Rhizopus
6. তির্যক দেবিভাজন দেখা যায় কোনটিতে?
(a)Amoeba (b)Euglena (c) Monocystis (d) Ceratium
Ans- (d) Ceratium
7. কোনটিতে চল রেনু দেখা যায়?
(a)Chlamydomonas (b)Penicillium (c) Mucor (d)ইস্ট
Ans- (a)Chlamydomonas
8. স্পোরানজিওরেনু বিদ্যমান কোনটিতে?
(a)Polyporus (b)Rhizopus (c) Ulothrix (d)Phytophthora
Ans- (b)Rhizopus
9. ডালিয়ার প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন হয় কোনটির মাধ্যমে?
(a)কন্দাল মূল (b)গুচ্ছিত মূল (c) বলয়াকৃতি মূল (d) পত্র মূল
Ans- (b)গুচ্ছিত মূল
10. সংযুক্তি বা সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জীবকে বলে-
(a)ক্লোন (b)অ্যামিবিউল (c) সাইজন্ট (d)কনজুগেন্ট
Ans- (d)কনজুগেন্ট
11. কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে কোন জীব?
(a)Rhizopus (b)Chlamydomonas (c) Penicillium (d)Mucor
Ans- (c) Penicillium
12. জোড় কলম করা হয় কোন উদ্ভিদে?
পটল (b) পেয়ারা (c) পাথরকুচি (d)Begonia
Ans- (b) পেয়ারা
13. সংযুক্তি দেখা যায় কোনটিতে?
Mucor (b)Monocystis (c) Paramoecium (d) (a) ও (c) উভয়ই
Ans- (d) (a) ও (c) উভয়ই
14. Mentha কিসের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে?
ধাবক (b) খর্বধাবক (c) বক্র ধাবক (d) ঊর্ধ ধাবক
Ans- (c) বক্র ধাবক
15. কোরকোদগমের দ্বারা বংশ বিস্তার করে –
ভাইরাস (b) ইস্ট (c) ব্যাকটেরিয়া (d) Spirogyra
Ans- (b) ইস্ট
16. অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট প্রতিটি জীবকে কি বলে?
সিমেট (b)গ্যামেট (c) র্যামেট (d))সবগুলি।
Ans- (c) র্যামেট
17. বহুবিভাজন কালে Amoeba-র দেহের চারপাশে সৃষ্টি হয়-
কোরক (b) গেমিউল (c) সিস্ট (d)সিউডোরন
Ans- (c) সিস্ট
18. দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়?
ব্যাকটেরিয়াতে (b)তারা মাছে (c) ফিতা কৃমিতে (d)ব্যাকটেরিয়াতে
Ans- (a) ব্যাকটেরিয়াতে
19. কিসের মাধ্যমে Spirogyra-র যৌন জনন ঘটে?
পুনরুৎপাদন (b)কোরকোদগম (c) দ্বিবিভাজন (d)কনজুগেশন
Ans- (d)কনজুগেশন
20. জোড় কলমে স্টক ও সিয়নের কোন অংশ যুক্ত করা হয়?
(a) জাইলেম ও ফ্লোয়েম (b)জাইলেম ও ক্যাম্বিয়াম (c) ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম (d) উভয়ের ক্যাম্বিয়াম
Ans- (d) উভয়ের ক্যাম্বিয়াম
21. ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতিটি হল-
(a) দ্বিবিভাজন (b) বহুবিভাজন (c )খন্ডিভবন (d) কোরকোদগম
Ans-(a) দ্বিবিভাজন
22. নিচের কোনটি অযৌন জনন নয়?
(a)করকোদগম (b) খন্ডিভবন (c )দ্বিবিভাজন (d) সিনগ্যামি
Ans- (d) সিনগ্যামি
23. স্ট্রোবাইলেশন কোথায় দেখা যায়?
(a)ইস্ট এ (b) হাইড্রাতে (c)ফিতাকৃমি-তে (d) স্পাইরোগাইরাতে
Ans- (c)ফিতাকৃমি-তে
24. একবীজপত্রী দেহে জোড় কলম সম্ভব নয় কারণ-
(a)এরা বীরুৎ জাতীয় উদ্ভিদ
(b)এদের ক্যাম্বিয়াম অনুপস্থিত
(c) এদের নালিকা বান্ডিল বিক্ষিপ্ত
(d) সমান্তরাল শিরাবিন্যাস উপস্থিত
Ans-(b)এদের ক্যাম্বিয়াম অনুপস্থিত
25. বহিঃ নিষেক ঘটে কোন ক্ষেত্রে?
(a) উভচর (b) স্তন্যপায়ী (c) পক্ষী (d) সরীসৃপ
Ans-(a) উভচর
26. বুলবিলের মাধ্যমে অঙ্গজ জননসম্পন্ন কারী উদ্ভিদ টি হল-
(a)রাঙা আলু (b) কচু (c)আদা (d) চুপড়ি আলু
Ans-(d) চুপড়ি আলু
27. Aurelia কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে?
(a)বাডিং (b) স্ট্রোবাইলেশন (c)গেমিউল উৎপাদন (d) প্লাসমোটমি
Ans-(b) স্ট্রোবাইলেশন
28. কলাকর্ষণ পদ্ধতিতে কৃত্রিম বীজ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়-
(a)সোডিয়াম কার্বনেট (b) সোডিয়াম বাইকার্বনেট (c ) সোডিয়াম অক্সালেট (d)সোডিয়াম অ্যালজিনেট
Ans-(d)সোডিয়াম অ্যালজিনেট
29. পালন মাধ্যমে সৃষ্ট ক্ষুদ্রাকৃতির উদ্ভিদ কে বলা হয়-
(a)ক্যালাস (b) এক্সপ্লান্ট (c) সিয়ন (d) প্ল্যাণ্টলেট
Ans- (d) প্ল্যাণ্টলেট
30. একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি হল-
(a)বাডিং (b) অণুবিস্তারণ (c )পুনরুৎপাদন (d)রাইজোম গঠন
Ans-(b) অণুবিস্তারণ
31. অচলরেনু দেখা যায় কোনটিতে?
(a)Agaricus – এ (b) Volvox – এ (c ) Ulothrix – এ (d) Chlamydomonas-এ
Ans- Agaricus – এ
32. কলা গাছ কিসের সাহায্যে জনন সম্পন্ন করে?
(a)বীজ (b) ধাবক (c ) মূল (d) গ্রন্থিকন্দ
Ans- (d) গ্রন্থিকন্দ
33. গেমা গঠনের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে কোনটি?
(a)কচু (b) Spirogyra (c) সুসনি (d) Marchantia
Ans- (d) Marchantia
34. জোড় কলমে স্টক হলো-
(a)মূলহীন উদ্ভিদ অংশ
(b) মূলসহ উদ্ভিদের অংশ
(c ) সিয়ন অপেক্ষা উন্নত অংশ
(d) (b) ও (c) উভয়ই
Ans- (d) (b) ও (c) উভয়ই
35. কোন প্রাণীর দেহে খন্ডি ভবন ঘটে?
(a)তারা মাছ (b) ফিতাকৃমি (c) Amoeba (d) Planaria
Ans- (a) তারা মাছ
36. নিম্নলিখিত কোনটি প্লাসমোডিয়াম-এর ক্ষেত্রে দেখা যায়?
(a)বাডিং (b) কনডিয়া গঠন (c) দ্বিবিভাজন (d) বহুবিভাজন
Ans- (d) বহুবিভাজন
37. মিয়োসিস ও নিষেক ছাড়াই উদ্ভিদ দেহে অযৌন জনন সম্পন্ন হওয়া কে বলে-
(a)অ্যাপোমিক্সিস (b) পুনরুৎপাদন (c) খন্ডিভবন (d) মরফোল্যাক্সিস
Ans- (a) অ্যাপোমিক্সিস
38. সঠিক জোড়টি চিহ্নিত কর-
(a)চলরেণু-spongilla (b) কনিডিয়া – শৈবাল (c )কোরক-Hydra (d) গেমা-কৃমি
Ans- (c )কোরক-Hydra
39. আলুর চোখ আসলে-
(a)কাক্ষিক মুকুল (b) অগ্র মুকুল (c ) পত্রজ মুকুল (d) কোনোটিই নয়
Ans- (a) কাক্ষিক মুকুল
40.নিচের কোন জোড়টি সঠিক নয়-
(a)রাইজম-হলুদ (b) টিউবার-আলু (c) বাল্ব-পেঁয়াজ (d) গুড়িকন্দ-রসুন
Ans- (d) গুড়িকন্দ-রসুন
41. ফ্লাজেলাযুক্ত যেসব রেনু চলনে সক্ষম, তাদের বলে-
(a)কনিডিয়োস্পোর (b) স্পোরানজিওস্পোর (c ) জুস্পোর (d) ক্ল্যামাইডোস্পোর
Ans- (c) জুস্পোর
42. আদার ভূনিম্নস্থ কান্ড কে বলে-
(a)বালব (b) রাইজোম (c)টুরিয়ন (d) করম
Ans- (b) রাইজোম
43. কোনটিতে অ্যাস্কোরেনু দেখা যায়?
(a)Agaricus- এ (b) ইস্ট-এ (c) Hydra – তে (d) Volvox – এ
Ans- (b) ইস্ট-এ
44. যে জনন পদ্ধতিতে সরাসরি দুটি এককোষী জীবদেহ মিলিত হয়ে যৌন জননসম্পন্ন করে তাকে বলে-
(a)আইসোগ্যামি (b) অ্যানাইসোগ্যামি (c )উগ্যামি (d) হলোগ্যামি
Ans- (d) হলোগ্যামি
45. নিচের কোনটি মৃদগত কান্ড নয়-
(a)আদা (b) আলু (c) গাজর (d) ওল
Ans- (c) গাজর
46. চন্দ্রমল্লিকার অঙ্গজ জননসম্পন্ন কারী অংশ হলো-
(a)ধাবক (b) ঊর্ধধাবক (c ) খর্বধাবক (d) বক্রধাবক
Ans- (b) ঊর্ধধাবক
47. কোনটি ভূনিম্নস্থ কান্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে না?
(a)হলুদ (b) রসুন (c ) আলু (d) আমরুল
Ans- (d) আমরুল
Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
Class 12 Biology Chapter 01 MCQ Answer | উচ্চ মাধ্যমিক জীব বিদ্যার অধ্যায় 0১ জীবের জনন অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী মান (1)