Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ Answer |

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

1. দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির

[A] পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে [B] পরমাণু কমাঙ্কের ভিত্তিতে [c] ইলেকট্রন-বিন্যাসের ভিত্তিতে [D] নিউট্রন সংখ্যার ভিত্তিতে

উত্তর- [c] ইলেকট্রন-বিন্যাসের ভিত্তিতে

2. নীচের মৌলগুলির মধ্যে কোন তিনটি মৌল ত্রয়ী গঠন করে ?

[A] As, Sb, B1  [B] Cl Br I  [C] N, P, As  [D] O, S, Se

উত্তর- [B] Cl Br I 

3. সন্ধিগত মৌলের উদাহরণ হল ?

[A] Ca [B] Mg  [C]Fe [D] Al

উত্তর- [C]Fe

4. কোন্ মৌলটি চ্যালকোজেন—

[A] Se [B] B [C] C [D] Ne

উত্তর-[A] Se

5. ইউরেনিয়ামের পরমাণু-ক্রমাঙ্ক হল—

[A] 56 [B] 84 [C] 92 [D] 108

উত্তর- [C] 92

6. পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়—

[A ] সন্ধিগত মৌল-এ  [B] আদর্শ মৌল-এ [C] নিষ্ক্রিয় গ্যাস মৌল-এ [D] ক্ষারীয় মৃত্তিকা মৌল-এ

উত্তর- [A ] সন্ধিগত মৌল-এ

7. সবচেয়ে ভারি ধাতু হল—

[A] Hg [B] Ag [C] Os [D] Pb

উত্তর- [C] Os

৪. নীচের কোন্ ধর্মটি পর্যায়বৃত্ত নয়?

[A] তড়িৎ ঋণাত্মকতা [B] ইলেকট্রন আসক্তি [C] তেজস্ক্রিয়তা [D] আয়নীভবন বিভব

উত্তর- [C] তেজস্ক্রিয়তা

9. পর্যায়-সারণিতে অক্সাইডগুলির ক্ষারীয় চরিত্র—

[A] বামদিক থেকে ডান দিকে বাড়ে, ওপর থেকে নীচের দিকে কমে। 

[B] ডানদিক থেকে বামদিকে বাড়ে, ওপর থেকে নীচের দিকে বাড়ে। 

[C] বামদিক থেকে ডানদিকে কমে, ওপর থেকে নীচের দিকে বাড়ে। 

[D] বামদিক থেকে ডানদিকে একই থাকে, ওপর থেকে নীচের দিকে বাড়ে। 

উত্তর- [C] বামদিক থেকে ডানদিকে কমে, ওপর থেকে নীচের দিকে বাড়ে। 

10. পারমাণবিক ব্যাসার্ধ যে এককে প্রকাশ করা হয়, সেটি হল—

[A] ফার্মি [B] অ্যাংস্ট্রম [C] সেন্টিমিটার [D] মিলিমিটার

উত্তর- [B] অ্যাংস্ট্রম

11. অষ্টক সূত্রের প্রবর্তন করেন—

[A] ডোবেরিনার [B] মেন্ডেলিফ [C] লোথার মেয়ার [D] নিউল্যান্ডস

উত্তর- [D] নিউল্যান্ডস

12. কোন্ বিজ্ঞানীকে ‘পর্যায়-সুত্রের জনক’ বলা হয় ?

[A] ডোবেরিনার [B] নিউল্যান্ডস্ [C] লোথার মেয়ার [D]মেন্ডেলিফ

উত্তর- [D]মেন্ডেলিফ

13. আধুনিক পর্যায় সারণি সাজানো হয়েছে—

[A] পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে

[B] পারমাণবিক আয়তনের ঊর্ধ্বক্রমানুসারে

[C] পারমাণবিক ক্রমাঙ্কের উর্ধ্বক্রমানুসারে

[D] আয়নন বিভবের ঊর্ধ্বক্রমানুসারে 

উত্তর- [C] পারমাণবিক ক্রমাঙ্কের উর্ধ্বক্রমানুসারে

14. ‘ত্রয়ী সূত্রের’ উদ্ভাবন করেন বিজ্ঞানী—

[A] লোথার মেয়ার [B] বার্জেলিয়াস [C] ডালটন [D] ডোবেরিনার

উত্তর- [D] ডোবেরিনার

15. মেন্ডেলিফের পর্যায় সারণিতে হাইড্রোজেনকে রাখা যায়—

[A ]হ্যালোজেন বা ক্ষার ধাতুগুলির সাথে।

[B] চ্যালকোজেন বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সাথে।

[C] নিকটোজেন বা মুদ্রা ধাতুগুলির সাথে।

[D] নিকটোজেন বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির সাথে।

উত্তর- [A ]হ্যালোজেন বা ক্ষার ধাতুগুলির সাথে।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

শূন্যস্থান পূরণ করো :

1. সন্ধিগত মৌলের ……………………….যোজ্যতা থাকে।

2. মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণিতে …………………………..শ্রেণিতে অবস্থিত ।

3. মেন্ডেলিফের পর্যায় সারণির একা সিলিকন নামক মৌলটি হল………………………………… . 

4. সর্বশেষ পর্যায় সারণিতে………………………………… টি স্বীকৃত মৌল আছে ।

5. কোনো পর্যায়ের………………………………মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি।

উত্তর : (1) একাধিক। (2) 18 (3) জার্মেনিয়াম । (4) 118টি। (5) ক্ষার ধাতু ।

সত্য বা মিথ্যা নির্ণয় করো :[প্রশ্নমান-1]

1. ‘ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী ডালটন।

2. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের পরমাণু-ক্রমাঙ্ক। 

3. বেরিলিয়াম মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতম । 

4. বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হল সিরিয়াম। 

5. সন্ধিগত মৌলে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়।

 উত্তর : ( 1 ) মিথ্যা। (2) সত্য। (3) সত্য। (4) মিথ্যা। (5) সত্য।

‘অ’স্তম্ভের সঙ্গে ‘আ’স্তম্ভ মেলাও :[প্রশ্নমান-1]

‘অ’ স্তম্ভ

1. চকচকে কঠিন ধাতু

2. সবচেয়ে হালকা ধাতু

3. তরল অধাতু

4. তরল ধাতু

‘আ’ স্তম্ভ

(a) ব্রোমিন

(b) পারদ

(c) আয়োডিন 

(d) লিথিয়াম

উত্তর : 1⇒ (c)  2 (d) 3→(a) 4->(b)

‘অ’স্তম্ভ

1. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল

2. দুষ্ট মৌল

3. হ্যালজেন মৌল

4. হালকা ক্ষারীয় মৃত্তিকা

“আ’স্তম্ভ

(a) ব্রোমিন

(b) বেরিলিয়াম

(c) রেডন

(d) হাইড্রোজেন

উত্তর : 1⇒ (c) 2 (d) 3→(a) 4->(b)

দু-একটি বাক্যে উত্তর দাও :[প্রশ্নমান-১]

1. মুদ্রা ধাতু কাদের বলা হয়?

উত্তর : 1B শ্রেণিতে অবস্থিত Cu, Ag ও Au ধাতুগুলিকে মুদ্রাধাতু বলা হয়।

2. দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো।

উত্তর : দুটি বিরল মৃত্তিকা মৌল হল সিরিয়াম (Ce) ও লিউটিশিয়াম (Lu)।

3. পর্যায় সারণির অসম্পূর্ণ পর্যায় কোনটি?

উত্তর : সপ্তম পর্যায় বা দ্বিতীয় অতিদীর্ঘ পর্যায়টি অসম্পূর্ণ।

4. মেন্ডেলিফের পর্যায় সূত্রের সাথে আধুনিক পর্যায় সূত্রের পার্থক্য কোথায়? 

উত্তর : মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি হল মৌলের পারমাণবিক গুরুত্ব কিন্তু আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি হল মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক ।

5. নিউল্যান্ডসের অষ্টম সূত্রটি কোন্ জাতীয় মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 

উত্তর : নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

6. মেন্ডেলিফের আদি পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে দেখা যায় না কেন ?

উত্তর : মেন্ডেলিফের আদি পর্যায় সারণি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি।

7. মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক সংস্করণে কতগুলি শ্রেণি ও কতগুলি পর্যায় আছে?

উত্তর : মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক সংস্করণে ৭টি শ্রেণি ও 7টি পর্যায়

৪. নিউল্যান্ডসের অষ্টম সূত্রটি লেখো।

উত্তর : কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয় ।

9. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।

উত্তর : মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

10. আধুনিক পর্যায়-সূত্রটি লেখো।

উত্তর : মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।

11. ‘হ্যালোজেন’ কথাটির অর্থ কী ?

উত্তর : ‘হ্যালোজেন’ কথাটির অর্থ ‘সামুদ্রিক লবণ উৎপাদক’।

12. ‘দুষ্ট মৌল’ কাকে বলা হয় ?

উত্তর: হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’বলা হয়।

13. বিরল গ্যাস কোনগুলি? এরূপ নামকরণের কারণ কী ?

উত্তর : নিষ্ক্রিয় গ্যাসগুলিকে বিরল গ্যাস বলে। প্রকৃতিতে এদের খুব কম পরিমাণে পাওয়া যায় বলে এরূপ নামকরণ করা হয়েছে?

14. একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌলের উদাহরণ দাও।

উত্তর : একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌল হল লোহা (Fe) ।

15. সর্বাধিক ঘনত্বসম্পন্ন মৌলের নাম লেখো।

উত্তর: সর্বাধিক ঘনত্বসম্পন্ন মৌল হল ইরিডিয়াম।

16. দুটি সেতু মৌল (bridge element) এর নাম লেখো।

উত্তর : দুটি সেতু মৌলের নাম হল লিথিয়াম (Li) বেরিলিয়াম (Be) ।

17. সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকসম্পন্ন মৌলের নাম লেখো।

উত্তর : সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকসম্পন্ন মৌলের নাম ফ্লুরিন (F) এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকসম্পন্ন মৌলের নাম সিজিয়াম C, ফ্রান্সিয়াম (F)।

18. কোন পর্যায়ের সবগুলি মৌলই তেজস্ক্রিয়?

উত্তর : সপ্তম পর্যায়ের সব মৌলগুলিই তেজস্ক্রিয়।

19. অতেজস্ক্রিয় কোন্ ক্ষার ধাতুটি সবচেয়ে তড়িৎ-ধনাত্মক?

উত্তর : সিজিয়াম (CS) নামক অতেজস্ক্রিয় ক্ষার ধাতুটি সবচেয়ে তড়িৎ-ধনাত্মক। 

20. কোন্ ক্ষার ধাতুটি তেজস্ক্রিয় ?

উত্তর : ফ্রান্সিয়াম (Fr) নামক ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়। 

21. সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি?

উত্তর : সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল রেডিয়াম (Ra)। 

22. একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো।

উত্তর : একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হল রেডন ( Rn ) ।

23. একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।

উত্তর : হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় মৌলটি হল অ্যাস্টাটিন (At)। 

24. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি ?

উত্তর : সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল হল ফ্লুরিন (F)।

25. সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি?

উত্তর : সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি হল বেরিলিয়াম (Be)।

C. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :[ প্রতিটি প্রশ্নমান-2 ]

1. ‘পর্যায় সারণি’ কাকে বলে ?

উত্তর : পর্যায় সূত্র অনুসারে, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলিকে নির্দিষ্ট রীতিতে অনুভূমিক ও উল্লম্ব পক্তিতে সাজিয়ে যে তালিকা গঠন করা হয়েছে, মৌলগুলির সেই তালিকাকেই পর্যায়-সারণি বলে।

2. সন্ধিগত মৌল কাদের বলা হয়?

উত্তর : পর্যায় সারণির চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিয়াম (Sc) থেকে কপার (2g Cu), পাম পর্যায়ের ইট্রিয়াম (39 Y) থেকে সিলভার (47Ag) এবং ষষ্ঠ পর্যায়ের ল্যান্থ্রানম (57La) ও হ্যাফনিয়াম (72Hf) থেকে গোল্ড (79Au) পর্যন্ত মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের বিশেষ বৈশিষ্ট্যের জন্য সন্ধিগত মৌল বলা হয়।

3. ‘পর্যায়’ ও ‘শ্রেণি’ কাকে বলে ?

উত্তর : পর্যায় : মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে কয়েকটি অনুভূমিক সারিতে রাখা হয়। এই অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড বলে।

শ্রেণি : মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে কয়েকটি অনুভূমিক সারিতে স্থান পায়। এই উল্লম্ব সারিগুলিকে শ্রেণি বা গ্রুপ বলে।

4. দীর্ঘ পর্যায় সারণি কাকে বলে?

উত্তর : আধুনিক পর্যায়-সূত্র অনুযায়ী, মেন্ডেলিফের পর্যায়-সারণির অনুসরণে মৌলের পরমাণগুলির ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে নিলস বোর যে পর্যায় সারণি বা বোর সারণি নামে পরিচিত।

5. “নিষ্ক্রিয় মৌল’ কোন্‌গুলি ? এদের মধ্যে কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় ?

উত্তর : পর্যায়-সারণির শূন্য শ্রেণিতে (অর্থাৎ 18 নং শ্রেণিতে) অবস্থিত চটি মৌল হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe) ও রেডন (Rn)-কে ‘নিষ্ক্রিয় মৌল’ বলা হয়। এদের মধ্যে জেনন (Xe) রাসায়নিক ভাবে সবচেয়ে সক্রিয়।

6. ‘মুদ্রা ধাতু” কাদের বলা হয়? এরা পর্যায় সারণির কোথায় অবস্থিত? 

উত্তর : কপার (Cu), সিলভার (Ag) এবং গোল্ড (Au)—এই তিনটি ধাতু প্রাচীনকাল থেকে মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হয়ে আসছে। এদের ‘মুদ্রা ধাতু বলে। এরা পর্যায় সারণির 18 শ্রেণিতে (অথবা 11নং) যথাক্রমে 4, 5 ও 6 নং পর্যায়ে অবস্থিত।

7. সেতু মৌল কাদের বলা হয়? এরূপ নামকরণের কারণ কী?

উত্তর : শূন্যশ্রেণি বা 18নং শ্রেণির নিষ্ক্রিয় মৌলসমূহ (He, Ne, Ar, Kr, Xe ও Rn)-কে সেতু মৌল বলা হয় । এই মৌলগুলি VIIB (17নং) শ্রেণির তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল ও পরবর্তী পর্যায়ের 1A (1নং) শ্রেণির তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু মৌলগুলির মাঝে সেতু হিসেবে কাজ করে। তাই এদের সেতু মৌল বলে।

৪. আদর্শ ও সন্ধিগত মৌলের দুটি পার্থক্য লেখো।

উত্তর : আদর্শ ও সন্ধিগত মৌলের পার্থক্য নিম্নরূপ— 

আদর্শমৌল

1. আদর্শ মৌল ধাতু বা অধাতু হতে পারে ।

2. আদর্শ মৌলগুলির সুনির্দিষ্ট যোজ্যতা আছে।

সন্ধিগত মৌল

1. সন্ধিগত মৌলগুলি সবই ধাতু।

2. সন্ধিগত মৌলগুলির একাধিক যোজ্যতা থাকে।

9. ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? এদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

উত্তর : ইউরেনিয়ামোত্তর মৌল : পর্যায় সারণির সপ্তম পর্যায়ে অবস্থিত ‘ইউরেনিয়াম (92U) পরবর্তী মৌলগুলিকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে।

বৈশিষ্ট্য : (i) ইউরেনিয়ামোত্তর মৌলগুলির সবগুলিই তেজস্ক্রিয় হয়।

(ii) ইউরোনিয়ামোত্তর মৌলগুলির সবগুলিই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়।

D. দীর্ঘ প্রশ্নত্তর :

1. মেন্ডেলিফের পর্যায়-সারণি কীভাবে নতুন মৌল আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল? উদাহরণ দাও ।

উত্তর : মেন্ডেলিফ পর্যায় সারণি প্রস্তুতির সময় অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য পর্যায়-সারণিতে কয়েকটি স্থান ফাঁকা রেখেছিলেন। অনাবিষ্কৃত এইসব মৌল সম্পর্কে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ফাঁকা স্থানগুলি বৈজ্ঞানিকদের নতুন নতুন মৌল আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল। যেমন—মেন্ডেলিফ একা বোরন, একা-অ্যালুমিনিয়াম ও একা-সিলিকন নামে মৌলগুলির অস্তিত্ব ও তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর জীবদ্দশাতেই এই মৌলগুলি আবিষ্কৃত হয় এবং এদের নাম দেওয়া হয়েছে যথাক্রমে স্ক্যান্ডিয়াম ( 21Sc), গ্যালিয়াম (32Ga) ও জার্মেনিয়াম ( 32 Ge ) । আশ্চর্যজনকভাবে মেন্ডেলিফের করা ভবিষ্যদ্বাণীর সঙ্গে এই মৌলগুলির ধর্ম প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়।

2. পর্যায় সারণির আয়নন বিভবের মান পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা দাও।

উত্তর : পর্যায় সারণির বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে একটি প্রোটন বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনগুলি একই কক্ষে যুক্ত হওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বলও বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার (ব্যাসার্ধ) উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে বাইরের ইলেকট্রনগুলি আরও বেশি শক্তিতে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় ও বাইরের ইলেকট্রনগুলি অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে আয়নন শক্তির (বিভবের মানও বৃদ্ধি পায় ।

3. হাইড্রোজেনকে “দুষ্ট মৌল’ বলা হয় কেন?

উত্তর : ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণিতে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালোজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি ‘দুষ্টু মৌল’ নামে অভিহিত

করেন।

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-06-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর ষষ্ঠ ধ্যায় অর্থাৎ চলতড়িৎ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 06 MCQ Answer
class-10-physical-science-chapter-04-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৪ – তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 04 MCQ
Class 10

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 07 Questions
west-bengal-madhyamik-class-10-physical-science-2024
Class 10

West Bengal Madhyamik (Class 10) Physical Science 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের ভৌতবিজ্ঞান প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Physical Science Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Physical Science 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *