Class 10

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর ষষ্ঠ ধ্যায় অর্থাৎ চলতড়িৎ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 06 MCQ Answer |

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

1. কোনো পরিবাহীর রোধাঙ্ক যে বিষয়টির ওপর নির্ভরশীল তা হল-

[A] দৈর্ঘ্য

[B] প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

[C] ভর

[D] উষ্ণতা 

উত্তর: [D] উষ্ণতা 

2. বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?

[A] অ্যামমিটার

[B] ভোল্টমিটার

[C] থার্মোমিটার

[D] গ্যালভানোমিটার

উত্তর: [B] ভোল্টমিটার

3. ওরস্টেডের নীতিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে-

[A] বৈদ্যুতিক মোটর

[B] জেনারেটর

[C] ইস্ত্রি

[D] হিটার

উত্তর: [A] বৈদ্যুতিক মোটর

4. ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে তড়িৎপবাহের অভিমুখ নির্দেশ করে-

[A] মধ্যমা

[B] বৃদ্ধাঙ্গুলি

[C] তর্জনী

[D] কোনটিই নয়

উত্তর: [A] মধ্যমা

5. 1MW = কত W?

[A] 102w

[B] 106 w

[C] 103 w

[D] 104 w

উত্তর: [B] 106 w

6. তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল-

[A] অ্যামমিটার

[B] ভোল্টমিটার

[C] গ্যালভানোমিটার

[D] পোটেনশিওমিটার

উত্তর: [A] অ্যামমিটার

7. কোশের EMF পরিমাপের জন্য সর্বোৎকৃষ্ট যন্ত্র হল-

[A] অ্যামমিটার

[B] ভোল্টমিটার

[C] পোটেনশিওমিটার

[D] গ্যালভানোমিটার

উত্তর: [C] পোটেনশিওমিটার

৪. ওহমের সূত্রের গাণিতিক রূপটি হল-

[A] I=VR

[B] V=IR

[C] V= R/I

 [D] R= PI/R

উত্তর:[B] V=IR

9. কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হল, পরিবাহীর রোধ-

[A] একই থাকবে

[B] দ্বিগুণ হবে

[C] চারগুণ হবে

[D] অর্ধেক হবে

উত্তর:: [D] অর্ধেক হবে

10. 220v-100w বাতির রোধ-

[Α] 968 Ω

[Β] 1936 Ω

[C] 484 Ω

[D] 242 Ω

উত্তর: [C] 484 Ω

11. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায়-

[A] বার্লোর চক্রে

[B] বৈদ্যুতিক মোটরে

[C] বৈদ্যুতিক জেনারেটরে

[D] টান্সফর্মারে

উত্তর: [C] বৈদ্যুতিক জেনারেটরে

12. বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা (Star) চিহ্ন নির্দেশ করে-

[A] ভোল্টেজ রেটিং

[B] ওয়াট রেটিং

[C] এনার্জি রেটিং

[D] অ্যাম্পিয়ার রেটিং

উত্তর: [C] এনার্জি রেটিং

13. রোধাঙ্কের SI একক হল-

[A] ওহম-মিটার

[B] ওহম-সেন্টিমিটার

[C] ওয়াট

[D] ওহম

উত্তর: [A] ওহম-মিটার

14. তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন-

[A] ওরস্টেড

[B] কুলম্ব

[C] ফ্লেমিং

[D] ফ্যারাডে

উত্তর: [A] ওরস্টেড

15. তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক-

[A] হ্রাস পায়

[B] বৃদ্ধি পায়

[C] প্রথমে বাড়ে ও পরে কমে

[D] প্রথমে কমে ও পরে বাড়ে

উত্তর: [A] হ্রাস পায়

16. পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে-

A] দ্বিগুণ

[B] চারগুণ

[C] ছয়গুণ

[D] আটগুণ

উত্তর:: [B] চারগুণ

17. ইলেকট্রিক ইস্ত্রির কার্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত সেটি হল-

[A] তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া

[B] চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া

[C] তড়িৎচুম্বকীয় আবেশ ক্রিয়া

[D] তড়িৎপ্রবাহের ফলে তাপের উদ্ভব

উত্তর: [D] তড়িৎপ্রবাহের ফলে তাপের উদ্ভব

 শূন্যস্থান পূরণ করো:

1. দুটি আধানের মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল—— বাড়ে।

2. কোন পরিবাহী দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ——× তড়িৎ প্রবাহের সময় ।

3. টামব্লার হল এক ধরণের——-।

4. একটি তড়িৎবাহী সলিনয়েড——— ন্যায় আচরণ করে।

5. বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়——– তারের কুণ্ডলী।

উত্তর: (1) বল। (2) প্রবাহমাত্রা। (3) সুইচ। (4) দন্ত চুম্বকের। (5) নাইক্রোম।

সত্য বা মিথ্যা নির্ণয় করো:

1. ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের গমন করে।

2. তড়িত বিভবের S.I. এক হল ভোল্ট।

3. পরমাণু ঋণত্মক তড়িৎগ্রস্ত কণিকাটির নাম প্রোটন।

4. 1 কুলম্ব = 4 × 109e.s.u ||

5. থ্রি-পিন প্ল্যাগে বড় পিনটি যুক্ত থাকে লাইভ তারের সাথে।

উত্তর: (1) সত্য। (2) সত্য। (3) মিথ্যা। (4) মিথ্যা। (5) মিথ্যা।

‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও:  

(a)

‘অ’ স্তম্ভ‘আ’ স্তম্ভ
1. নষ্ট ভোল্ট2. কাচ3. Ω.m4. ওহম সূত্র(a) রোধাঙ্ক(b) ওহমিয়পরিবাহী(c) অন্তরক(d) কোশের অভ্যন্তরীন রোধ

উত্তর: 1→(d)      2→ (c)      3→(a)      4→(b)

(b)

‘অ’ স্তম্ভ‘আ’ স্তম্ভ
1. রোধের অনন্যক2. সাইমেন্স3. অর্ধপরিবাহী4. রোধের একক(a) পরিবাহিতাঙ্ক(b) ওহম(c) পরিবাহিতা(d) অ-ওহমিয় পরিবাহী

উত্তর: 1→(c)    2→(a)    3→(d)     4→(b)

দু-একটি বাক্যে উত্তর দাও:

1. রোধাঙ্কের সংজ্ঞা লেখো।

উত্তর: নির্দিষ্ট  উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্ক ওই উষ্ণতায় ওই পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর রোধের সাংখ্যমানের সমান হয়।

2. অর্ধ পরিবাহীর একটি উদাহরণ দাও।

উত্তর: জার্মেনিয়াম।

3. কোন্ ক্ষেত্রে  উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে?

উত্তর: অর্ধ পরিবাহীর ক্ষেত্রে।

4. একটি তারকে টেনে লম্বা করলে তারটির আপেক্ষিক রোধ বাড়বে, কমবে না একই থাকবে?

উত্তর: একই থাকবে।

5. কোন্ যন্ত্রের সাহায্যে তড়িৎপ্রবাহ পরিমাপ করা হয়?

উত্তর: অ্যামমিটারের সাহায্যে তড়িৎপ্রবাহ পরিমাপ করা হয়।

6. দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে দূরত্বের ওপর কীভাবে নির্ভর করে?

উত্তর: আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

7. তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক কী?

উত্তর: তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক হল  বিভব = কার্য/ আধান  ।

8. 220V বিভব পার্থক্যে সংযুক্ত একটি 220V–100W বাতির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা কত?

উত্তর: বাতিটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা = 100/ 220 = 0.45A

9. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কী নির্ণয় করা যায়?

উত্তর: কোনো তড়িৎবাহী তারের চারিদিকে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার অভিমুখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে নির্ণয় করা যায়।

10. বৈদ্যুতিক ফিউজ তার কীসের তৈরি?

উত্তর: বৈদ্যুতিক ফিউজ তার টিন ও সিসার (টিন 25% ও সিসা 75%) এক ধরনের সংকর ধাতু দিয়ে তৈরি।

11. কোন্ যন্ত্রের সাহায্যে কোশের EMF পরিমাপ করা যায়?

উত্তর: পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোশের EMF পরিমাপ করা হয়।

12. CGS পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী?

উত্তর: CGS পদ্ধতিতে তড়িৎ বিভবের একক esu বিভব বা স্ট্যাটভোল্ট।

13. দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি তড়িৎ অন্তরকের উল্লেখ করো।

উত্তর: দুটি তড়িৎ অন্তরক: (i) স্ক্রু ড্রাইভারের বা টেস্টারের হাতলে প্লাসটিক জাতীয় অন্তরকের আচ্ছাদন। (ii) সুইজ বোর্ডে লাগানো এবোনাইট সুইজ।

14. কোন্ যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপক করা হয়? 

উত্তর: ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়।

15. ফিউজ তারের রোধাঙ্ক ও গলনাঙ্ক কেমন হয়?

উত্তর: ফিউজ তারের রোধাঙ্ক ও গলনাঙ্ক কম হয়।

16. পৃথিবীর বিভব কত?

উত্তর: পৃথিবীর বিভব শূন্য।

17. তড়িতের সুপরিবাহী একটি অধাতব পদার্থের নাম লেখো।

উত্তর: তড়িতের সুপরিবাহী একটি অধাতব পদার্থ হল গ্রাফাইট।

18. সুষম প্রস্বচ্ছেদের একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধের কী পরিবর্তন হবে?

উত্তর: চারগুণ হবে।

19. দুটি রোধক R₁ ও R2 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এদের তুল্যাঙ্করোধ কত?

উত্তর:  R= R1R2  / R1+R2  

20. তড়িৎ প্রবাহে তাপীয় ফলের দুটি ব্যবহার লেখো।

উত্তর: তড়িৎ প্রবাহের তাপীয় ফলের দুটি ব্যাবহারিক প্রয়োগ হল-বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রি।

21. ডায়নামোতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: ডায়নামোতে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।

22. আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারটি কী রঙের হয়?

উত্তর: আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারটি বাদামি রঙের হয়।

23. একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কীরূপ হওয়া উচিত?

উত্তর: একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত।

24. কোন্ সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের কারণ ও স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়?

উত্তর: তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের কারণ ও স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

25. কত খ্রিস্টাব্দে কোন্ বিজ্ঞনী প্রমাণ করেন তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়?

উত্তর: 1841 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস্ প্রেসকট জুল প্রমাণ করেন তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়।

26. কোন্ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি করলে প্রবাহমাত্রার কী পরিবর্তন হবে?

উত্তর: বিভব প্রভেদ বৃদ্ধি করলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা সমানুপাতে বৃদ্ধি পাবে।

27. SI পদ্ধতিতে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ কত?

উত্তর: H = 1²Rt জুল।

28. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে?

উত্তর: একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্যের প্রয়োজন হয়,তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে।

29. CGS ও SI পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?

উত্তর: CGS পদ্ধতিতে j এর মান 4.2 × 107 আর্গ/ক্যালরি।

SI পদ্ধতিতে j এর মান = 1 ।

30. BOT এককের পুরো নাম কী?

উত্তর: BOT এককের পুরো নাম Board of Trade Unit |

31. CFL এবং LED এর পুরো নাম কী?

উত্তর: CFL = Compact Fluorescent Lamp.

LED Light Emitting Diode.

32. কত খ্রিস্টাব্দে কোন্ বিজ্ঞানী তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন?

উত্তর: 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড।

33. বৈদ্যুতিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর: বৈদ্যুতিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

1. পরিবাহীর রোধ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর: কোনো পরিবাহীর রোধ সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর  করে-

(i) পরিবাহীর দৈর্ঘ্য, (ii) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, (iii) পরিবাহীর উপাদান ও (iv) পরিবাহীর তাপমাত্রা। এছাড়া কোন পরিবাহীর রোধ (i) আলোর তীব্রতা, (ii) চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং (iii) চাপের ওপর নির্ভর করে।

2. রোধাঙ্ক কাকে বলে?

উত্তর: একক দৈর্ঘ্যবিশিষ্ট কোনো ঘনকাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়।

3. তামার রোধাঙ্ক 1.68 × 10-6 cm (20°C উষ্ণতায়) বলতে কী বোঝো?

উত্তর: তামার রোধাঙ্ক 1.68 x 10-6 cm (20°C উষ্ণতায় ) বলতে বোঝায় 20C উষ্ণতায় 1cm বাহুবিশিষ্ট তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধ 1.68 x 10-6 2 cm |

4. বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য বা বায়ুপূর্ণ না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ করা হয় কেন?

উত্তর: কোনো বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য করলে ফিলামেন্টটি উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তাই কিছুদিন পরে ফিলামেন্টটি ক্ষয়প্রাপ্ত হয়ে ফেটে যায় এবং বাষ্পীভূত হয়ে বাল্বের ভিতরের দেওয়ালে একটি আস্তরণ তৈরি করে। এর ফলে কাচের স্বচ্ছতা কমে যায় এবং বাল্বের উজ্জ্বলতা হ্রাস পায়। আবার বাল্বটি বায়ুপূর্ণ করা হলে উচ্চ তাপমাত্রায় বায়ুর o2 (অক্সিজেন) দ্বারা ফিলামেন্টটি জারিত হয়ে ধাতব অক্সাইড উৎপন্ন কর এবং বাল্বের কর্মক্ষমতা হ্রাস পায়। এইসব কারণে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ করা হয়। ফলে ফিলামেন্টের জারিত হবার সম্ভাবনা থাকে না এবং বাষ্পীভবন খুব কম হবার জন্য বাল্ব বেশি দিন চলে।

5. ওহমের সূত্র উল্লেখ করো।

উত্তর: ওহমের সূত্র: উষ্ণতা  ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা ওই পরিবাহীর দু-প্রান্তের বিভবপ্রভেদের সমানুপাতিক হয়।

6. ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।

উত্তর: রোধ: ওহমের সূত্র থেকে দেখা যায়, VA-VB স্থির থাকলে, R বৃদ্ধি পেলে তড়িৎপ্রবাহমাত্রা ।-এর মান কমে, অর্থাৎ ‘R’ পরিবাহীর একটি ধর্ম যা তড়িৎপ্রবাহকে বাধা দেয়। সুতরাং, যে ধর্মের জন্য পরিবাহী, তার মধ্য দিয়ে তড়িতের প্রবাহকে বাধা দেয়, তাকে পরিবাহীর রোধ বলে।

7. ফিউজ তার ব্যবহার করা হয় কেন?

উত্তর: ফিউজ তারের তড়িৎপ্রবাহমাত্রার একটি সর্বোচ্চ নির্দিষ্ট সহনসীমা থাকে। কোনো কারণে ওই সহনসীমার বেশি তড়িৎপ্রবাহ হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায়। ফলে বর্তনী ছিন্ন হয়ে যায় এবং বর্তনীতে তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

৪. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।

উত্তর: অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম: তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎপ্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে, ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যে দিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মের সেই দিকে বিক্ষিপ্ত হবে।

9. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি বিবৃত করো।

উত্তর: নিয়মটি হল-বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।

10. বার্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে যদি- (i) তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয়? (ii) চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়? (iii) তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একই সঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়?(iv) DC এর পরিবর্তে AC পাঠানো হয়?

উত্তর: (i) বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী করলে চক্রটি বিপরীত দিকে ঘুরবে।

(ii) বার্লোর চক্র তড়িৎপ্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরু দুটিকে উলটে দিলে বার্লোর চক্র বিপরীত দিকে ঘুরবে।

(iii) বার্লোর চক্রে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একইসঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দিলে বার্লোর চক্র একই দিকে ঘুরবে।

(iv) DC এর পরিবর্তে AC পাঠালে বার্লোর চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে।

11. বার্লোর চক্রের ঘূর্ণন কীভাবে বৃদ্ধি করা যাবে?

উত্তর: চুম্বকের মেরুশক্তি বাড়ানো হলে বা তড়িৎপ্রবাহ বৃদ্ধি করা হলে বার্লোর চক্রের ঘূর্ণন বেশ বৃদ্ধি পায় অর্থাৎ আরও জোরে ঘুরবে।

12. তুল্য রোধ কাকে বলে?

উত্তর: কোনো তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে রোধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই তড়িৎপ্রবাহ পাওয়া যায় তবে ওই রোধকে উক্ত রোধগুলির তুল্য রোধ বলে।

13. কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা আছে। এর থেকে কী জানা যায়?

উত্তর: কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা থাকলে বোঝা যায়, বাতিটির দুই প্রান্তের বিভব প্রভেদ 220V হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100j  তড়িৎশক্তি ব্যয় করবে।

14. শর্ট-সার্কিট হয়েছে বললে কী বোঝো?

উত্তর: বিপরীতধর্মী তড়িতের দুটি লাইন বা তড়িৎকোশের দুই বিপরীত মেরু খুব অল্প রোধের মাধ্যমে যুক্ত হয়ে গেলে বর্তনীতে তড়িৎপ্রবাহমাত্রা খুব বেড়ে যায়। একে শর্ট-সার্কিট বলে। শর্ট-সার্কিট হলে প্রচুর তাপ সৃষ্টি হয়ে লাইনে আগুন ধরে যেতে পারে।

15. থ্রি-পিন প্লাগের আর্থ পিনটি কিছুটা বেশি মোটা ও লম্বা করা হয় কেন?

উত্তর: থ্রি-পিন প্লাগের আর্থ পিনটি মোটা করা হয় যাতে ভুলবশত এই পিনটিকে অন্য দুটি ছিদ্রে প্রবেশ করানো না যায়। আবার আর্থ পিনটি লম্বা করা হয়, যাতে লাইভ পিন বা নিউট্রাল পিন অপেক্ষা এই পিনটির প্রান্ত সকেটের সঙ্গে আগে যুক্ত হয় এবং ব্যবহারকারীর শক খাওয়ার সম্ভাবনা কম হয়।

16. থ্রি-পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখভাগ চেরা থাকে কেন?

উত্তর: থ্রি-পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখভাগ লম্বালম্বিভাবে চেরা থাকে, যাতে সকেট সংযোগ আলগা হয়ে গেলে একটু টেনে ভালোভাবে সংযোগ স্থাপন করা যায়। সকেটের সঙ্গে পিনের সংযোগ ঠিকভাবে না হলে সংযোগ আলগা হয়ে স্ফুলিঙ্গ হতে পারে যা বিপজ্জনক।

17. তড়িৎবিভবের SI ও CGS এককের নাম লেখো। ওদের মধ্যে সম্পর্ক কী?

উত্তর: তড়িৎবিভবের SI একক ভোল্ট এবং CGS একক হল স্ট্যাটভোল্ট বা esu বিভব।

 .. 1 ভোল্ট = 1/300 esu বিভব।

18. কোনো কোশের তড়িৎচালক বল 1.5 ভোল্ট–বলতে কী বোঝো?

উত্তর:কোনো কোশের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, ওই কোশের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে এক কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয়।

দীর্ঘ প্রশ্নোত্তর:

1. তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।

উত্তর: 1841 খ্রিস্টাব্দে ইংরেজ পদার্থবিদ জেমস্ প্রেসকট জুল তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত তিনটি সূত্র প্রকাশ করে। সূত্রগুলি হল-

(i) কোনো পরিবাহীর রোধ R ও তড়িৎপ্রবাহের সময় t স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, প্রবাহমাত্রার। বর্গের সমানুপাতিক, অর্থাৎ H∞।2 [যখন R এবং t ধ্রুবক]।

(ii) কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা । ও তড়িৎপ্রবাহের সময় t  স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, পরিবাহীর রোধের R সমানুপাতিক। অর্থাৎ H∞ R [যখন। এবং t  ধ্রুবক]।

(iii) কোনো পরিবাহীর রোধ R ও প্রবাহমাত্রা । স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন

তাপ H, তড়িৎপ্রবাহের সময়ের  t সমানুপাতিক। অর্থাৎ H∞t [যখন R এবং। ধ্রুবক]।

2. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয় কেন?

উত্তর: টাংস্টেনের গলনাঙ্ক (3380°C) বেশি হওয়ায়, উচ্চ তাপমাত্রাতেও এটি গলে না। এছাড়া টাংস্টেনের রোধাঙ্কও বেশি হওয়ায়, তারের রোধ বেশি হয় এবং তড়িৎপ্রবাহে অত্যন্ত উত্তপ্ত হয়ে আলো বিকিরন করে। আবার টাংস্টেন ধাতু দিয়ে সরু ও লম্বা তার তৈরি করা যায়। এইসব কারণে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয়।

3. ওহমের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো।

উত্তর: ওহমের সূত্র: তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা এটির দুই প্রান্তের বিভবপ্রভেদের সমানুপাতিক হয়।

মনেকরি, কোনো পরিবাহীর দু-প্রান্ত A ও B এর তড়িৎবিভব যথাক্রমে VAও V VB। VA > VB হলে A থেকে B-এর দিকে তড়িৎপ্রবাহ হবে। তড়িৎপ্রবাহ। হলে, ওহমের সূত্রানুযায়ী,

I∞ (VA-VB) বা,( VA–VB)/I=K 

বা, VA-VB= KI, যেখানে K একটি ধ্রুবক।

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-05-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৫ – আলো প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর পনঞ্অচম ধ্যায় অর্থাৎ আলো এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 05 MCQ Answer
class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
class-10-physical-science-chapter-02-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 02 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০২ – গাসের আচরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায় অর্থাৎ গাসের আচরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 02 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 – ইতিহাসের ধারণা – এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 - ইতিহাসের ধারণা - এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *