এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 04 MCQ Answer |
Class 10 Physical Science Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৪ – তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর
Table of Contents
A. বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি [MCQ]
সঠিক উত্তরটি চিহ্নিত করো: [প্রতিটি প্রশ্নমান-1]
1. একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের একটি ফাঁপা ও অন্যটি নিরেট। উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে-
[A] ফাঁপা গোলকের প্রসারণ বেশি হবে
[B] নিরেট গোলকের প্রসারণ বেশি হবে
[C] উভয় গোলকের প্রসারণ একই থাকবে
[D] কোন্ গোলকের প্রসারণ বেশি হবে বলা সম্ভব নয়
উত্তর:[C] উভয় গোলকের প্রসারণ একই থাকবে
2. একই পদার্থের দুটি দণ্ডের দৈর্ঘ্য। কিন্তু ব্যাসার্ধ যথাক্রমে r ও 2r। দণ্ড দুটির একই উষ্ণতা বৃদ্ধি করলে-
[A] প্রথম দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে
[B] দ্বিতীয় দণ্ডের বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে
[C] উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে
[D] কোনটির দৈর্ঘ্য প্রসারণ হবে তা বলা সম্ভব নয়
উত্তর:[C] উভয় দণ্ডের একই দৈর্ঘ্য বৃদ্ধি হবে
3. নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন্ তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়?
[A] পারদ
[B] কেরোসিন
[C] গ্লিসারিন
[D] জল
উত্তর:[D] জল
4. নীচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না-
[A] লোহা
[B] নিকেল
[C] ইস্পাত
[D] ইনভার
উত্তর:[D] ইনভার
5. হিরে-
[A] তাপ ও তড়িতের সুপরিবাহী
[B] তাপ ও তড়িতের কুপরিবাহী
[C] তাপের কুপরিবাহী, তড়িতের সুপরিবাহী
[D] তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী
ANS:[D] তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী
6. তাপমাত্রা বাড়লে ধাতুনির্মিত দোলকের দোলনকাল-
[A] বৃদ্ধি পাবে
[B] হ্রাস পাবে
[C] অপরিবর্তিত থাকবে
[D] কোনোটিই নয়
উত্তর:[A] বৃদ্ধি পাবে
7. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হল-
[A] বয়েলের সূত্র
[B] চার্লসের সূত্র
[C] রেনোর সূত্র
[D] নিউটনের গতিসূত্র
উত্তর:[B] চার্লসের সূত্র
৪. কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব বেশি?
[A] 0°C
[B] 4°C
[C] 100°C
[D] 40°C
উত্তর:[B] 4°C
9. কঠিনের আয়তন প্রসারণ নির্ভর করে-
[A] শুধুমাত্র প্রাথমিক আয়তনের ওপর
[B] শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির ওপর
[C] শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর
[D] (A), (B), (C) তিনটির ওপর
উত্তর:[D] (A), (B), (C) তিনটির ওপর
10. জলকে ০°C থেকে 10°C পর্যন্ত উত্তপ্ত করলে ওই জলের আয়তন-
[A] বৃদ্ধি পায়
[B] হ্রাস পায়
[C] প্রথমে বৃদ্ধি, পরে হ্রাস পায়
[D] প্রথমে হ্রাস ও পরে বৃদ্ধি পায়
উত্তর:[D] প্রথমে হ্রাস ও পরে বৃদ্ধি পায়
11. 0°C থেকে 4°C পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের দরুন শীতপ্রধান দেশে জলের ঘনত্ব
[A] একটানা কমতে থাকে
[B] একটানা বাড়তে থাকে
[C] একই থাকে
[D] প্রথমে বাড়ে, তারপর কমতে থাকে
উত্তর:[D] প্রথমে বাড়ে, তারপর কমতে থাকে
12. তাপ প্রয়োগে একটি দণ্ডের প্রসারণ কীসের ওপর নির্ভর করে?
[A] প্রাথমিক দৈর্ঘ্য
[B] উষ্ণতা বৃদ্ধি
[C] উপাদান
[D] সবগুলি
উত্তর:[D] সবগুলি
13. কোনটির তাপীয় প্রসারণ বেশি?
[A] কঠিন
[B] তরল
[C] গ্যাসীয়
[D] প্লাজমা
উত্তর:[C] গ্যাসীয়
14. উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব-
[A] হ্রাস পায়
[C] অপরিবর্তিত থাকে
[B] বৃদ্ধি পায়
[D] প্রথমে হ্রাস পায়, পরে বৃদ্ধি পায়
উত্তর:[A] হ্রাস পায়
15. একটি ধাতব পাতের মাঝে একটি ছিদ্র আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে-
[A] ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে
[B] ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
[C] ছিদ্রের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে
[D] ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে তা বলা সম্ভব নয়
উত্তর:[B] ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে
B. অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
শূন্যস্থান পূরণ করো: [প্রশ্নমান-1]
1. তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী হল———।
2.—- –এর পরীক্ষা থেকে প্রমাণিত হয় বিভিন্ন ধাতুর তাপ পরিবাহীতা বিভিন্ন।
3.———- পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে।
4. SI তে তাপ পরিবাহীতাঙ্কের একক,———–।
5. বেত তাপের ———–।
উত্তর: (1) রূপা। (2) ইনজেন হজ। (3) বিকিরণ। (4) Wm-1.K–¹। (5) কুপরিবাহী।
সত্য বা মিথ্যা নির্ণয় করো: [প্রশ্নমান-1]
1. কঠিনের তুলনায় গ্যসের প্রসারণ 100 গুণ হয়।
2. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উষ্ণতার এককের উপর নির্ভর করে।
3. তাপ প্রয়োগে কঠিনের কেবল আয়তন প্রসারণ ঘটে।
4. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উষ্ণতার এককের উপর নির্ভর করে।
5. কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার হয়।
উত্তর: (1) মিথ্যা। (2) সত্য। (3) মিথ্যা। (4) সত্য। (5) সত্য।
‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও: [প্রশ্নমান-1]
(a)
‘অ’ স্তম্ভ | ‘আ’ স্তম্ভ |
1. তরলের আপাতত আয়তন প্রসারণ গুণাঙ্কের তরলের 2. পরিবহণ ক্ষমতা উচ্চমানের 3. গ্যাসের তাপীয় প্রসারণ 4. কঠিনের তুলনায় তরলের প্রসারণ সম উষ্ণতা বৃদ্ধিতে | (a) দুইপ্রকার (b) 100 গুণ (c) নিজস্ব ধর্ম নয় (d) ধাতু |
উত্তর: 1 → (c) 2 →(d) 3→ (a) 4 →(b)
(b)
‘অ’ স্তম্ভ | ‘আ’ স্তম্ভ |
1. তরলের প্রকৃত আয়তন প্রসারণ তরলের 2. কঠিনের প্রসারণ 3. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক 4. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক | (a) 0C-1 (b)1/ 273/°C (c) তিন প্রকার (d) নিজস্ব ধর্ম |
উত্তর: 1→(d) 2→(c) 3→(a) 4→ (b)
দু-একটি বাক্যে উত্তর দাও: [প্রশ্নমান-১]
1. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো।
উত্তর: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত [ θ-1]।
2. তাপমাত্রা বৃদ্ধিতে জলের আয়তন কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: 0°C-4°C পর্যন্ত আয়তন কমে, তারপর আয়তন বাড়ে।
3. তাপমাত্রা বৃদ্ধিতে জলের ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়?
উত্তর: 0°C-4°C পর্যন্ত ঘনত্ব বাড়ে, তারপর ঘনত্ব কমে।
4. তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?
উত্তর: তরলের প্রসারণ গুণাঙ্ক দু’ প্রকার।
(i) আপাত প্রসারণ গুণাঙ্ক
(ii) প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
5. তাপ প্রয়োগে প্লাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায় কেন?
উত্তর: কাচ ও প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান বলে প্লাটিনাম তারকে সহজেই কাচের সঙ্গে সিল করে আটকানো যায়।
6. এমন একটি পদার্থের নাম লেখো, যার তড়িৎপরিবাহী অত্যন্ত কম হলেও তাপ পরিবাহিতা অত্যন্ত বেশি।
উত্তর: হিরের তড়িৎ পরিবাহিতা অত্যন্ত কম কিন্তু তাপ পরিবাহিতা অত্যন্ত বেশি।
7. SI ও CGS পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী?
উত্তর: SI পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক K–¹ এবং CGS পদ্ধতিতে 0C-1 ।
৪. তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো।
উত্তর: তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল Wm-1.K–¹।
9. তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো।
উত্তর: তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা [MLT–³ θ-1]
10. আদর্শ পরিবাহীর তাপ রোধাঙ্কের মান কত?
উত্তর: আদর্শ পরিবাহীর তাপ রোধাঙ্কের মান শূন্য।
11. কোন্ ধাতুর তাপ পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি?
উত্তর: রূপার তাপ পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি।
12. SI পদ্ধতিতে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কত?
উত্তর: SI পদ্ধতিতে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব 1000kg m-³। No
C. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: [প্রতিটি প্রশ্নমান-2]
1. রাসায়নিক সমীকরণের কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর: রাসায়নিক সমীকরণ থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায় না-
(i) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির গাঢ়ত্ব সম্পর্কে জানা যায় না।
(ii) বিক্রিয়াটির গতিবেগ সম্বন্ধে বা বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন তা রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় না।
(iii) বিক্রিয়াটির সম্পূর্ণতা সম্বন্ধে অর্থাৎ বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা জানা যায়
না।
2. কঠিনের তাপীয় প্রসারণ কাকে বলে? কয় প্রকার কী কী?
উত্তর: কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থটির আকার ও আয়তন প্রসারিত হয়। উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিনের তাপীয় প্রসারণ বলে।
কঠিনের তাপীয় প্রসারণ তিনপ্রকার—
(i) দৈর্ঘ্য প্রসারণ,
(ii) ক্ষেত্র প্রসারণ,
(iii) আয়তন প্রসারণ।
3. কঠিনের তাপীয় সংকোচন কাকে বলে?
উত্তর: কোনো কঠিন পদার্থের উষ্ণতা হ্রাস করলে পদার্থটি আকার ও আয়তনে সংকুচিত হয়। উষ্ণতা হ্রাসের জন্য কঠিন পদার্থের এই সংকোচনকেই কঠিনের তাপীয় সংকোচন বলা হয়।
4. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
উত্তর: কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়।
5. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10°/°C বলতে কী বোঝ?
উত্তর: লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10-6/°C বলতে বোঝায়, কোন লৌহদণ্ডের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10-6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধিহয়।
6. ব্রিজের জোড়ের মুখে লোহার পাত দুটিকে কিছুটা ফাঁকা রাখা হয় কেন?
উত্তর: তাপের ফলে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। ব্রিজের জোড়ার মুখে লোহার পাতগুলি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে ওঠে যাতে বেড়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা পায়। সেইজন্য ওদের মধ্যে কিছুটা ফাঁকা রাখা হয়। এই ফাঁক না রাখা হলে তাপীয় প্রসারণের ফলে লোহার পাতগুলি একে অন্যের ওপর বল প্রয়োগ করত ফলে জোড়ের মুখ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ত।
7. বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না কেন?
উত্তর: কাঠ ও কাঠের গুঁড়ো উভয়ই তাপের কুপরিবাহী। কাঠের গুঁড়োর মাঝে বায়ু আবদ্ধ থাকায় পরিবাহিতা আরও কমে যায়, তাই বাইরের থেকে তাপ সহজে বরফের মধ্যে সঞ্চালিত হতে পারে না, ফলে বরফও সহজে গলে যায় না।
৪. ডেভির নিরাপত্তা বাতি কী?
উত্তর: তামার সুপরিবাহিতাকে কাজে লাগিয়ে এই বাতি উদ্ভাবন করেন স্যার হামফ্রে ডেভি 1815 খ্রিস্টাব্দে। এই বাতিতে একটি সাধারণ তৈল প্রদীপকে একটি সূক্ষ্ম ছিদ্রযুক্ত তামার তারজালি দিয়ে বেষ্টন করা থাকে। কয়লাখনির কোনো দাহ্য গ্যাস থাকলে তা ছিদ্র দিয়ে বাতির ভেতরে প্রবেশ করে এবং শিখার সংস্পর্শে এসে জোরে জ্বলতে থাকে ও শিখার রং বদলে যায়। ছিদ্র সূক্ষ্ম হওয়ায় শিখা বাইরে আসতে পারে না, কিন্তু তামার সুপরিবাহিতার জন্য শিখার তাপ সহজেই চারপাশে ছড়িয়ে পড়ে।
9. তরলের প্রকৃত প্রসারণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল? অথবা, তরলের আপাত প্রসারণ কোন্ কোন্ বিষয়গুলির ওপর নির্ভরশীল?
উত্তর: তরলের প্রকৃত প্রসারণ নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভরশীল- (i) তরলের প্রাথমিক আয়তন, (ii) উষ্ণতা বৃদ্ধি, (iii) তরলের প্রকৃতি।
10. কোন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম?
উত্তর: কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। তাই কোন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল তরলের নিজস্ব ধর্ম।
11. তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও।
উত্তর: একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে, তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে।
12. ইস্পাতের তৈরি একটি ছিপি পিতলের তৈরি একটি বোতলে আটকে গেছে। ছিপিটি খোলার জন্য কী করবে?
উত্তর: পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইস্পাতের তুলনায় বেশি। সংস্থাটিকে উত্তপ্ত করলে পিতলের প্রসারণ ইস্পাতের তুলনায় বেশি হবে ফলে ছিপিটি আরও আটকে যাবে। কিন্তু সংস্থাটিকে ঠান্ডা করলে পিতলের সংকোচন ইস্পাতের তুলনায় বেশি হবে ফলে ছিপিটি আলগা হয়ে খুলে যাবে। সুতরাং, ছিপি খোলার জন্য সংস্থাটিকে ঠান্ডা করতে হবে।
13. তাপীয় রোধাঙ্ক কাকে বলে? এর একক লেখো।
উত্তর: একক ক্ষেত্রফল এবং একক বেধযুক্ত কোনো পরিবাহীর তাপীয় রোধকৌ পরিবাহিটির উপাদানের তাপীয় রোধাঙ্ক বলে। তাপীয় রোধাঙ্কের একক হল K.S.J-1।
14. রান্নার পাত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন?
উত্তর: অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী হওয়ায় দ্রুত তাপ পরিবহণে সক্ষম। এই কারণে রান্নার পাত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়।
15. কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন?
উত্তর: কেটলি সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী। কেটলিতে জল বা অন্য তরল নিয়ে যখন গরম করা হয় তখন কেটলির তরলের সঙ্গে কেটলিও উত্তপ্ত হবে। এই অবস্থায় কেটলির হাতল ধরে তোলা খুবই অসুবিধাজনক। বেত তাপের কুপরিবাহী। তাই কেটলির হাতলে বেত জড়িয়ে দিলে তা থেকে হাতে তাপ আসে না, ফলে সহজেই হাতল ধরা যায়। এই কারণে কেটলির হাতলে বেত জড়ানো থাকে।
16. খড়ের চালযুক্ত গৃহ গরমকালে ঠান্ডা এবং শীতকালে বেশি গরম মনে হয় কেন?
উত্তর: খড় এবং খড়ের চালে আবদ্ধ বায়ু উভয়ই তাপের কুপরিবাহী। ফলে গরমকালে সূর্যের প্রখর তাপ খড়ের মধ্য দিয়ে ঘরে প্রবেশ করতে পারে না। তাই ঘরটি অপেক্ষাকৃত ঠান্ডা থাকে। অপরপক্ষে, শীতকালে ঘরের ভিতরের তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না, সেহেতু ঘরটা বাইরের তুলনায় গরম বোধ হয়।
17. শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন?
উত্তর: পাখিরা পালক ফুলিয়ে রাখলে পালকের ফাঁকে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় পাখিদের শরীরের তাপ পরিবাহিত হয় না ফলে শরীর গরম থাকে। এই কারণে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে।
D. দীর্ঘ প্রশ্নোত্তর: [ প্রতিটি প্রশ্নমান-5]
1. কঠিন পদার্থের আয়তন প্রসারণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: কঠিন পদার্থের আয়তন প্রসারণ নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে-
(i) প্রাথমিক আয়তন: উষ্ণতা বৃদ্ধির পাল্লা স্থির থাকলে আয়তন প্রসারণ কঠিন পদার্থটির প্রাথমিক আয়তনের সমানুপাতিক।
(ii) উষ্ণতা বৃদ্ধি: প্রাথমিক আয়তন স্থির থাকলে কঠিনের আয়তন প্রসারণ পদার্থটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক।
(iii) কঠিনের উপাদান: কঠিন পদার্থটির আয়তন প্রসারণ পদার্থটির উপাদানের ওপরও নির্ভর করে।
2. রেললাইনে দুটি লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রাখা হয় কেন?
উত্তর: সূর্যের তাপে এবং চাকার সাথে লাইনের ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে রেল লাইনের উষ্ণতা বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য বৃদ্ধি হবার জন্যলাইনগুলি যাতে বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায় সেজন্য দুটি লাইনের জোড়ের মুখে একটু ফাঁক রেখে দেওয়া হয়। ফাঁক না রাখলে লাইনগুলি প্রসারণজনিত বলের জন্য বেঁকে যেত এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত।
3. লোহার সেতুর একপ্রান্ত রোলারের ওপর রাখা হয় কেন?
উত্তর: লোহার সেতুর একপ্রান্ত দৃঢ়ভাবে আটকে অপর প্রান্ত রোলারের ওপর রাখা হয়। উষ্ণতার পরিবর্তনে ধাতব সেতুর প্রসারণ বা সংকোচন ঘটলে সেতুটি সহজেই রোলারের ওপর নড়াচড়া করতে পারে। এতে কোনোরূপ সেতুর দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধিজনিত কারণে সেতুর ক্ষতির সম্ভাবনা থাকে না।
4. গোরুর গাড়ির চাকার ব্যাসের চেয়ে বেড়ের ব্যাস ছোটো হয় কেন?
উত্তর: গোরুর গাড়ির চাকার গায়ে যে বেড় পরানো হয় তার ব্যাস চাকার তুলনায় অপেক্ষাকৃত ছোটো হয়, তাই সাধারণ উষ্ণতায় বেড়টি চাকার গায়ে লাগানো যায় না। কিন্তু উত্তপ্ত করলে বেড়টির প্রসারণ ঘটে। তখন এটি সহজেই চাকার গায়ে লাগানো যায়। পরে স্বাভাবিক উষ্ণতায় ফিরে এলে বেড়টির সংকোচন ঘটে। ফলে বেড়টি চাকার গায়ে দৃঢ়ভাবে এঁটে যায়।
5. তরল পদার্থের তাপীয় প্রসারণের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: তরল পদার্থের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্যগুলি হল-
(i) তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। তাই তরল পদার্থের কেবলমাত্র আয়তন প্রসারণ আছে, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ নেই।
(ii) পাত্র এবং তরল উভয়ই তাপ প্রয়োগে প্রসারিত হয় বলে তরলের প্রকৃত
আয়তন প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করতে হয়।
(iii) একই উষ্ণতা পরিবর্তনে সম-আয়তন বিভিন্ন তরলের আয়তনের পরিবর্তন বিভিন্ন হয়।
6. জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? 4°C উষ্ণতায় জলের ঘনত্ব কত?
উত্তর: 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে থাকে এবং 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়। ০°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত জলের এই রকম ব্যতিক্রমী আচরণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
4°C উন্নতায় জলের ঘনত্ব সর্বাধিক। SI পদ্ধতিতে 4°Cউষ্ণতায় জলের ঘনত্ব 1000kgm–³।