Class 10

Class 10 Physical Science Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৩ – রাসায়নিক গননা প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গননা এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 03 MCQ Answer |

Class 10 Physical Science Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৩ – রাসায়নিক গননা প্রশ্ন ও উত্তর

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি [MCQ]

সঠিক উত্তরটি চিহ্নিত করো : [প্রতিটি প্রশ্নমান-1]

1. “মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়” —বক্তব্যটি কোন্ সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ?

[A] ভরের নিত্যতাসূত্র [B] শক্তির নিত্যতাসূত্র [C] ভর ও শক্তির নিত্যতা সূত্র [D] স্থিরানুপাত সূত্র

উত্তর . [C] ভর ও শক্তির নিত্যতা সূত্র

2. একটি গ্যাসের বাষ্পঘনত্ব 22 হলে STP তে গ্যাসটির 44 g পরিমাণের আয়তন হবে—

[A] 11.2 লিটার [B] 5.6 লিটার [C] 22.4 লিটার [D] 44.8 লিটার

উত্তর . [C] 22.4 লিটার

3. তাপশোষী বিক্রিয়ায় তাপের শোষণ হয়, কারণ— [A] কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় । [B] কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়। [C] ভর অপরিবর্তিত থাকে ।

[D] কোনোটিই নয়।

উত্তর . [B] কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়।

4. রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয়, যখন— [A] কোনো একটি বিক্রিয়ক শেষ হয় । [B] সমস্ত বিক্রিয়ক শেষ হয়। [C] বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। [D] কোনোটিই নয়।

উত্তর .[A] কোনো একটি বিক্রিয়ক শেষ হয় ।

5. নীচের কোন্ বিক্রিয়া সমীকরণটি ভরের সংরক্ষণ সূত্র মান্য করে ?

[A] 2H2O → H2 + O 2

[B] Zn + HCl → ZnCl2 + H2O

[C] Al4C3 + 3H2O → CH4 + 4Al(OH)3

[D] CH4 + 202 → CO2 + 2H2O

উত্তর .[D] CH4 + 202 → CO2 + 2H2O

6. রাসায়নিক বিক্রিয়ায়—

[A] বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর ও আয়তন সমান থাকে।

[B] প্রতিটি বিক্রিয়কের ভর সমান হয়।

[C] বিক্রিয়কসমূহের মোট আয়তন এবং বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট আয়তন সমান হয়।

[D] বিক্রিয়কসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয় ।

উত্তর .[D] বিক্রিয়কসমূহের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থসমূহের মোট ভর সমান হয় ।

7. তাপমোচী বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়, কারণ—

[A]কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়।

[B] কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়।

[C] ভর অপরিবর্তিত থাকে ।

[D] কোনোটিই নয়।

উত্তর .[A]কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়।

৪. কোন প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাণযোগ্য পরিবর্তন ঘটে—

[A] সাধারণ রাসায়নিক বিক্রিয়া

[B] নিউক্লিয় বিক্রিয়া

[C] তাপমোচী বিক্রিয়া

[D] তাপগ্রাহী বিক্রিয়া

উত্তর .[B] নিউক্লিয় বিক্রিয়া

9. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। এটি হল-

[A] ভরের সংরক্ষণ সূত্র

[B] স্থিরানুপাত সূত্র

[C] শক্তির সংরক্ষণ সূত্র

[D] গুণানুপাত সূত্র

উত্তর .[A] ভরের সংরক্ষণ সূত্র

10. ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন—

[A] হেনরি ক্যাভেন্ডিস [B] ল্যাভয়সিয়ে [C] জন ডালটন [D] গে-লুকাস

উত্তর .[B] ল্যাভয়সিয়ে

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

শূন্যস্থান পূরণ করো : [প্রশ্নমান-1]

1. 17 গ্রাম অ্যামোনিয়া = ——————————— মোল অ্যামোনিয়া ।

2. হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব———————– g/L ।

3. যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের————————-বলে।

4. CO2 -এর বাষ্প ঘনত্ব =————————- ।

5. শক্তি =——————–X (শূন্য মাধ্যমে আলোর বেগ)2

উত্তর : (1) 1 । (2) 0.089 । (3) বিক্রিয়ক । (4) 22 (5) ভর।

সত্য বা মিথ্যা নির্ণয় করো :[প্রশ্নমান-1]

1. NTP তে 18 গ্রাম জলের আয়তন 24.4 লিটার।

2. রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না।

3. 50gm CaCO3 কে উত্তপ্ত করলে 22gm CO2 পাওয়া যায় ।

4. ভরের নিত্যতা সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী সেলুকাস।

5. গ্যাসীয় পদার্থের আণবিক ওজন গ্যাসটির বাষ্পঘনত্বের দ্বিগুণ হয়।

উত্তর : ( 1 ) মিথ্যা। (2) সত্য। (3) সত্য। (4) মিথ্যা। (5) সত্য।

স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও : [প্রশ্নমান-1]

‘অ’ স্তম্ভ‘আ’ স্তম্ভ
1. E = mc2(a) ল্যাভয়সিয়ে
2. ভরের সংরক্ষণ সূত্র(b) 11.2 মিটার
3. 22 গ্রাম CO2 -এর আয়তন(c) আইনস্টাইন
4. 1 গ্রাম অণুর H2SO4 এর ভর(d) 98 গ্রাম
উত্তর 1→ (c) 2→(a)     3→ (b) 4→(d)
            ‘অ’ স্তম্ভ          ‘আ’ স্তম্ভ
1. 1 গ্রাম অণু NH, এর ভর(a) আণবিক ভরের অর্ধেক
2. বাষ্পঘনত্বের মান(b) MgO
3. 44.8 লিটার O2- এর ভর(c) 98 গ্রাম
4. ম্যাগনেশিয়াম ফিতার দহনে উৎপন্ন হয়(d) 64 গ্রাম
উত্তর 1→ (c)  2→(a)  3→(d)   4→(b)

দুএকটি বাক্যে উত্তর দাও :[প্রশ্নমান]

1. আইনস্টাইনের ‘ভর ও শক্তির তুল্যতা’ সংক্রান্ত সমীকরণটি লেখো ও বিভিন্ন পদগুলির পরিচয় দাও।

উত্তর : সমীকরণটি হল : E =mc2 যেখানে E= শক্তি, m= ভর এবং C= আলোর গতিবেগ।

2. গ্যাসের বাষ্পঘনত্ব কাকে বলে?

উত্তর : নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কোনো গ্যাসের একটি নির্দিষ্ট আয়তনের ভর, সম আয়তন H2 গ্যাসের তুলনায় যতগুণ বেশি, সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্পঘনত্ব (D) বলে।

3. কোন্ ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ভরের পরিবর্তনটি পরিমাপ যোগ্য হয়?

উত্তর : নিউক্লিয় বিক্রিয়ায় ।

4. কোন্ গ্যাস বায়ুর চেয়ে ভারী কিনা কীভাবে বুঝবে?

উত্তর : কোনো গ্যাসের বাষ্পঘনত্ব যদি বায়ুর বাষ্প ঘনত্ব (14.4) অপেক্ষা বেশি হয় তবে গ্যাসটি বায়ুর চেয়ে ভারী।

5. ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণের সূত্রটি বিবৃত করো।

উত্তর : “পদার্থের ভর অবিনশ্বর। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হয়।”

6. ভরের সংরক্ষণ সূত্র কোন্ বিজ্ঞানী, কত সালে আবিষ্কার করেন?

উত্তর : বিজ্ঞানী ল্যাভয়সিয়ে, 1774 সালে ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন।

7. ‘ভর ও শক্তির তুল্যতা’ সূত্রটি বিবৃত করো।

উত্তর : “যে কোনো পরিবর্তনের আগে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই হয়।”

৪. গ্যাসের বাষ্পঘনত্ব এককবিহীন রাশি কেন ?

উত্তর : কোনো গ্যাসের বাষ্পঘনত্ব= নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর /সম উষ্ণতা ও চাপে সম আয়তন H2 গ্যাসের ভর

যেহেতু বাষ্পঘনত্ব দুটি ভরের অনুপাত তাই বাষ্প ঘনত্বের কোনো একক নেই।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নমান-2]

1. আইনস্টাইনের ‘ভর ও শক্তির তুল্যতা’ সূত্রটি বিবৃত করো ৷

উত্তর : বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বানুসারে পদার্থের ভর এবং শক্তি হল একই সত্তার ভিন্নরূপ এবং উপযুক্ত শর্তে এবং পরস্পর রূপান্তরযোগ্য। যদি পদার্থের m ভর, তুল্যশক্তি E তে রূপান্তরিত হয় তাহলে ভর ও শক্তি পারস্পরিক রূপান্তর সম্পর্কিত সমীকরণ হবে E=MC2, যেখানে C হল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।

2. কোনো গ্যাসের বাষ্পঘনত্ব বলতে কী বোঝো? এর একক নেই কেন?

উত্তর : একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের গ্যাস একই শর্তে সমআয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে বলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব।

অর্থাৎ গ্যাসের বাষ্পঘত্ত্ব = কোনো গ্যাসের V আয়তনের ভর/ V আয়তনের H2 গ্যাসের ভর

[সমচাপ ও উষ্ণতায়]

যেহেতু বাষ্প ঘনত্ব একটি তুলনামূলক সংখ্যা এবং দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এটি একক বিহীন।

3. আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস ভারী হয় কেন?

উত্তর : বায়ুর বাষ্পঘনত্ব প্রায় 14.4 এবং জলীয় বাষ্পের বাষ্পঘনত্ব 9। সুতরাং, সম-আয়তনের জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাসে, শুষ্ক বাতাস অপেক্ষা বেশি জলীয় বাষ্প উপস্থিত থাকে। তাই সম-আয়তনের আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস ভারী হয়।

4. বীজ থেকে উৎপন্ন চারাগাছ কালক্রমে বিরাট বৃক্ষে পরিণত হয়— এক্ষেত্রে কীভাবে ভরের সংরক্ষণ হয় ?

উত্তর : বীজ থেকে বিরাট বৃক্ষে পরিণত হওয়ার প্রক্রিয়া চলাকালীন গাছটি মাটি থেকে শিকড়ের সাহায্যে জল ও বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে এবং পাতার সাহায্যে বায়ু থেকে CO2 নিয়ে বায়ুতে O2, ত্যাগ করে।। এই প্রক্রিয়ায় গাছটির দ্বারা গৃহীত পদার্থের নিট ভর (গৃহীত পদার্থের মোট ভর থেকে বর্জিত পদার্থের মোট ভরের বিয়োগফল) গণনা করা সম্ভব হলে দেখা যাবে যে, ওই ভরের সঙ্গে বীজের ভর যোগ করলে বৃক্ষটির মোট ভর পাওয়া যাবে। অতএব, এক্ষেত্রে ভরের সংরক্ষণ হয়।

D. দীর্ঘ প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নমান-5 ]

1. 7g হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিংক প্রয়োজন? অবিশুদ্ধ জিংকে ৪৪% জিংক বর্তমান। [Zn = 65.5 ]

উত্তর : বিক্রিয়ার সমীকরণ : Zn + H2SO2 ZnSo4+H2

65.6g 2g

সমীকরণ অনুসারে,

2g H2 উৎপন্ন করতে Zn প্রয়োজন = 65.5g

∴ 7g H2 উৎপন্ন করতে Zn প্রয়োজন = (65.5/2)x7g

=229.25g

এখন, ৪৪g বিশুদ্ধ Zn আছে 100g অবিশুদ্ধ Zn-এর নমুনায়

∴ 229.25g বিশুদ্ধ Zn আছে =100×229.25/88g

=260.51g অবিশুদ্ধ Zn-এর নমুনায়

∴ 7g H2 প্রস্তুত করতে 260.51g অবিশুদ্ধ Zn প্রয়োজন।

2. রাসায়নিক গণনার ক্ষেত্রে শমিত রাসায়নিক সমীকরণের গুরুত্ব আলোচনা করো।

উত্তর : রাসায়নিক সমীকরণ থেকে রাসায়নিক বিক্রিয়ার গুণগত ও পরিমাণগত বিভিন্ন তথ্য পাওয়া যায়।

গুণগত তথ্য : রাসায়নিক বিক্রিয়ায় কী কী বিক্রিয়ক পদার্থ (মৌল বা যৌগ) বিক্রিয়া করে কী কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তা জানা যায়।

পরিমাণগত তথ্য : (i) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা জানা যায়। (ii) কতভাগ ওজনের বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে কত ভাগ ওজনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তার ওজনগত সম্পর্ক জানা যায়। (iii) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে একই চাপ ও উষ্ণতায় ওদের আয়তনের অনুপাত অর্থাৎ আয়তন- মাত্রিক সম্পর্ক জানা যায় ।

3. রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয় কীনা তা একটি পরীক্ষার সাহায্যে বর্ণনা করো।

উত্তর : লোহায় মরচে পড়ার পরীক্ষার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করা হল—

উপকরণ : একটি হার্ডগ্লাস টেস্টটিউব, কয়েকটি চকচকে লোহার পেরেক, জল, রবার কর্ক, তুলাযন্ত্র।

পরীক্ষা পদ্ধতি : হার্ডগ্লাস টেস্টটিউবের মধ্যে সামান্য জল নিয়ে ওর মধ্যে কয়েকটি চকচকে লোহার পেরেক আংশিক ডুবিয়ে রাখা হল। রবারের কর্ক দিয়ে টেস্টটিউবের মুখটি বায়ুনিরুদ্ধ করে বন্ধ করে দেওয়া হল। এই অবস্থায় তুলাযন্ত্রে জল ও পেরেক সমেত টেস্টটিউবটির ভর মেপে কয়েকদিন রেখে দেওয়া হল ।

পর্যবেক্ষণ : কয়েকদিন পর দেখা গেল যে, লোহার পেরেকের গায়ে বাদামি রং-এর মরচে পড়েছে। এখন টেস্টটিউবের ভর আবার মাপা হলে দেখা যাবে আগের ভর ও পরের ভর একই আছে।

সিদ্ধান্ত : লোহার পেরেক, টেস্টটিউবের ভেতরে থাকা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে মরচে উৎপন্ন করে। Fe + O2 + জলীয়বাষ্প Fe2O3 x H20 (মরচে), x = জল অণুর সংখ্যা। টেস্টটিউবের মধ্যে যেটুকু o2 অক্সিজেন এবং জলীয়বাষ্প কমে যায়, সেইটুকু অক্সিজেন এবং জলীয়বাষ্প লোহার সঙ্গে যুক্ত হয়ে মরচে উৎপন্ন করে। এই পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ প্রমাণিত হল।

4. রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ হয়—ব্যাখ্যা করো।

উত্তর : রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়। বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের ভর যা ছিল, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভর তার সমান হয়।

যদি A এবং B বিক্রিয়া করে C এবং D উৎপন্ন করে, তবে রাসায়নিক বিক্রিয়াটির ক্ষেত্রে—A এর ভর + B এর ভর = C এর ভর + D এর ভর ।

অথবা বলা যায়, বিক্রিয়ার আগে (A+B) এর মোট ভর = বিক্রিয়ার পরে (C+D) এর মোট ভর ৷

5. 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ? [ K= 39, Cl = 35.5 ]

উত্তর : পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে ০2 প্রস্তুতির বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি হল—

2KCIO3 2KCI + 302

(2×122.5) g = 245g (3×32) g=96g

ওপরের সমীকরণ অনুযায়ী 96g O2 তৈরি করতে KCIO3 প্রয়োজন = 245g

:: 9.6g O2 তৈরি করতে প্রয়োজনীয় KCIO3 -এর পরিমাণ =(245X9.6)/ 96g

= 24.5g

Class 10 Physical Science Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৩ – রাসায়নিক গননা প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

Madhyamik-Geography-Question-Paper-PDF-2023-মাধ্যমিক-ভূগোল-প্রশ্নপত্র-PDF-2023
Class 10

Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ভূগোল
Class 10

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন
Madhyamik-Bangla-Question-Paper-PDF-2022
Class 10

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2022 PDF

Madhyamik Bangla Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 বাংলা প্রশ্নপত্র PDFএই নিবন্ধে আজকে আমরা 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র-এর প্রশ্নসমূহ গুলো একত্রিত করেছি এবং এর PDF নিচে দেওয়া হয়েছে। তোমরা
west-bengal-madhyamik-class-10-life-science-2024
Class 10

West Bengal Madhyamik (Class 10) Life Science 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ২০২৪

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের জীবন বিজ্ঞান প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Life Science Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Life Science

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *