Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর 72 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।
Table of Contents
Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
১. সংযুক্তি পদ্ধতিতে জননসম্পন্নকারী একটি উদ্ভিদ হল—
A. স্পাইরোগাইরা
B. মিউকর
C. মস
D. ফার্ন
Ans: A. স্পাইরোগাইরা
২. জোড় কলম এক প্রকার—
A. যৌন জনন
B. অযৌন জনন
C. অঙ্গজ জনন
D. অপুংজনি
Ans: C. অঙ্গজ জনন
৩. সংযুক্তি বা সংশ্লেষ পদ্ধতিতে সৃষ্ট নিষিক্ত ডিম্বাণুকে বলে—
A. জাইগোট
B. জাইগোস্পোর
C. অ্যাজাইগোস্পোর
D. ওস্পোর
Ans: B. জাইগোস্পোর
৪. কলমের সাহায্যে উদ্ভিদের জনন হল—
A. কৃত্রিম অঙ্গজ জনন
B. অযৌন জনন
C. যৌন জনন
D. প্রাকৃতিক অঙ্গজ জনন
Ans: A. কৃত্রিম অঙ্গজ জনন
৫. অপুংজনিতে অংশগ্রহণকারী অনিসিক্ত ডিম্বানুকে বলা হয়—
A. জাইগোট
B. জাইগোস্পোর
C. অ্যাজাইগোস্পোর
D. ওস্পোর
Ans: C. অ্যাজাইগোস্পোর
৬. নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয়—
A. বীজে
B. সস্যে
C. ফলে
D. থ্যালামাসে
Ans: C. ফলে
৭. সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে—
A. অ্যামিবা
B. মানুষ
C. প্যারামেসিয়াম
D. হাইড্রা
Ans: C. প্যারামেসিয়াম
৮. নিষিক্ত ডিম্বাণুর নাম—
A. শুক্রাণু
B. জাইগোট
C. জাইগোস্পোর
D. স্পোর
Ans: B. জাইগোট
৯. গুপ্তবীজী উদ্ভিদের সস্য হলো—
A. হ্যাপ্লয়েড
B. ডিপ্লয়েড
C. ট্রিপ্লয়েড
D. টেট্রাপ্লয়েড
Ans: C. ট্রিপ্লয়েড
১০. ডিম্বাণু উৎপাদনের পদ্ধতিকে বলে—
A. স্পার্মাটোজেনেসিস
B. ঊজেনেসিস
C. পার্থেনোজেনেসিস
D. গ্যামেটোজেনেসিস
Ans: B. ঊজেনেসিস
১১. শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে বলে—
A. স্পার্মাটোজেনেসিস
B. ঊজেনেসিস
C. পার্থেনোজেনেসিস
D. গ্যামেটোজেনেসিস
Ans: A. স্পার্মাটোজেনেসিস
১২. সম আকৃতির দুটি জনন কোষের মিলন পদ্ধতিকে বলে—
A. আইসোগ্যামি
B. অ্যানআইসোগ্যামি
C. উগ্যামী
D. সিনগ্যামী
Ans: A. আইসোগ্যামি
১৩. যে প্রাণীটি ‘অপুংজনি বা পার্থেনোজেনেসিস’ প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল—
A. রানী মৌমাছি
B. শ্রমিক মৌমাছি
C. পুরুষ মৌমাছি বা ড্রোন
D. সকল প্রকার মৌমাছি।
Ans: C. পুরুষ মৌমাছি বা ড্রোন
১৪. যৌন দ্বিরুপতা দেখা যায়—
A. আরশোলাতে
B. কেঁচোতে
C. অ্যামিবাতে
D. প্লাসমোডিয়ামে
Ans: A. আরশোলাতে
১৫. বহিঃনিষেক ঘটে—
A. মানুষে
B. মাছে
C. হরিণে
D. ঘোড়াতে
Ans: B. মাছে
১৬. উভলিঙ্গ প্রাণী হল—
A. আরশোলা
B. হাতি
C. কেঁচো
D. ব্যাঙ
Ans: C. কেঁচো
১৭. অনিষিক্ত ডিম্বানু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে—
A. পিডোজেনেসিস
B. পার্থেনোজেনেসিস
C. পার্থেনোকার্পি
D. ঊজেনেসিস
Ans: B. পার্থেনোজেনেসিস
১৮. যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন ঘটে তার নাম—
A. দ্বিবিভাজন
B. খন্ডিভবন
C. বহুবিভাজন
D. মাইটোসিস
Ans: A. দ্বিবিভাজন
১৯. মুলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে—
A. গোলাপ
B. ডালিয়া
C. পটল
D. পাথরকুচি
Ans: C. পটল
২০. পত্রাশ্রয়ী মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে—
A. রাঙালু
B. গোলাপ
C. পাথরকুচি
D. ডালিয়া
Ans: C. পাথরকুচি
২১. পেঁয়াজের যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তার নাম—
A. কন্দ
B. গ্রন্থীকাণ্ড
C. স্ফীতখন্দ
D. গুড়িকন্দ
Ans: A. কন্দ
২২. ওলের যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তার নাম—
A. কন্দ
B. গ্রন্থীকাণ্ড
C. স্ফীতখন্দ
D. গুড়িকন্দ
Ans: D. গুড়িকন্দ
২৩. আদার যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তার নাম—
A. কন্দ
B. গ্রন্থীকাণ্ড
C. স্ফীতখন্দ
D. গুড়িকন্দ
Ans: B. গ্রন্থীকাণ্ড
২৪. আলুর যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয় তার নাম—
A. কন্দ
B. গ্রন্থীকাণ্ড
C. স্ফীতখন্দ
D. গুড়িকন্দ
Ans: C. স্ফীতখন্দ
২৫. শুশনির যে পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ড অঙ্গজ জননে অংশ নেয়, তার নাম—
A. বক্রধাবক
B. ঊর্ধ্বধাবক
C. খর্বধাবক
D. ধাবক
Ans: D. ধাবক
২৬. চন্দ্রমল্লিকার যে পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ড অঙ্গজ জননে অংশ নেয়, তার নাম—
A. বক্রধাবক
B. ঊর্ধ্বধাবক
C. খর্বধাবক
D. ধাবক
Ans: B. ঊর্ধ্বধাবক
২৭. কচুরিপানার যে পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ড অঙ্গজ জননে অংশ নেয়, তার নাম—
A. বক্রধাবক
B. ঊর্ধ্বধাবক
C. খর্বধাবক
D. ধাবক
Ans: C. খর্বধাবক
২৮. পুদিনার যে পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ড অঙ্গজ জননে অংশ নেয়, তার নাম—
A. বক্রধাবক
B. ঊর্ধ্বধাবক
C. খর্বধাবক
D. ধাবক
Ans: A. বক্রধাবক
২৯. Stock ও শিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা হয়—
A. শাখা কলমে
B. গুটি কলমে
C. জোড় কলমে
D. দাবা কলমে
Ans: C. জোড় কলমে
৩০. জবা ও গাদার ক্ষেত্রে সাধারণত যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয় তার নাম—
A. শাখা কলমে
B. গুটি কলমে
C. জোড় কলমে
D. দাবা কলমে
Ans: A. শাখা কলমে
৩১.জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে এমন একটি উদ্ভিদ হল—
A.গরান/গেঁও
B.পেঁপে
C.আম
D.কুমড়ো
Ans.A.গরান/গেঁও
৩২.জীবজগতে সাধারণত কয় প্রকার জনন দেখা যায়—
A.দুই প্রকার
B.তিন প্রকার
C.চার প্রকার
D.পাঁচ প্রকার
Ans.C.চার প্রকার
৩৩.বাডিং পদ্ধতিতে যে ছত্রাকটি বংশবিস্তার করে সেটি হল—-
A.ইস্ট
B.স্পাইরোগাইরা
C.মেন্থা
D.থানকুনি
Ans.A.ইস্ট
৩৪.পাতা থেকে অঙ্গজ জনন ঘটে যে উদ্ভিদের সেটি হল—
A.চন্দ্রমল্লিকা
B.কচুরিপানা
C.বেগোনিয়া
D.রিকসিয়া
Ans.C.বেগোনিয়া
৩৫.চুপড়ি আলুর বংশবিস্তার ঘটে যে অঙ্গ থেকে সেটি হল—
A.অস্থানিক মুকুল
B.পরিবর্তিত মুকুল
C.মৃদগত কান্ড
D.অর্ধবায়বীয় কান্ড
Ans.B.পরিবর্তিত মুকুল
৩৬.জনন কোশধারের সংযোগের মাধ্যমে যৌন জনন কোশদ্বয়ের মিলনকে বলে—-
A.কর্কদগোম
B.সংযুক্তি
C.নিষেক
D.রূপান্তর
Ans.B.সংযুক্তি
৩৭. অপুংনজনিতে অংশগ্রহণকারী অনিশিক্ত ডিম্বাণুকে বলে—
A.জুস্পোর
B.জাইগোস্পোর
C.অ্যাজাইগোস্পোর
D.ঊস্পোর
Ans.C.অ্যাজাইগোস্পোর
৩৮.যৌন অযৌন ও অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জননের সক্ষম একটি প্রাণী হল—
A.স্পাইরোগাইরা
B.প্যারামিসিয়াম
C.হাইড্রা
D.অ্যামিবা
Ans.C.হাইড্রা
৩৯.বহুভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল—-
A.স্পাইরোগাইরা
B.প্যারামিসিয়াম
C.হাইড্রা
D.অ্যামিবা
Ans.D.অ্যামিবা
৪০. অন্তঃনিষেকে অভ্যস্ত একটি মাছ হল—-
A. তিমি
B.হাঙ্গর
C.রুই
D.চিংড়ি
Ans.B.হাঙ্গর
৪১. একটি অন্ত-জরায়ুজ প্রাণী/মাছের উদাহরণ হল—
A. তিমি
B.হাঙ্গর
C.রুই
D.চিংড়ি
Ans.B.হাঙ্গর
৪২.উন্নত উদ্ভিদ ও প্রাণীর জাইগোট—- বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবদেহে পরিণত হয়—
A.মিয়োসিস
B.মাইটোসিস
C.অ্যামাইটোসিস
D.কোনোটিই নয়
Ans.B.মাইটোসিস
৪৩.উন্নত জীবের যৌন জনন কালে পুং ও স্ত্রী গ্যামেটের নিষেক প্রক্রিয়ার নাম—
A.আইসোগ্যামি
B.অ্যানআইসোগ্যামি
C.ঊগ্যামী
D.সিনগ্যামী
Ans.C.ঊগ্যামী
৪৪.পুরুষ প্রাণীর ক্ষেত্রে শুক্রাশয় উৎপন্ন যৌন জনন এককের নাম—-
A.শুক্রাণু
B.ডিম্বাণু
C.পুংকেশর
D.গর্ভকেশর
Ans.A.শুক্রাণু
৪৫.কনজুগেশন বা সংযুক্তির পর উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে বলা হয়—-
A.জুস্পোর
B.জাইগোস্পোর
C.অ্যাজাইগোস্পোর
D.ঊস্পোর
Ans.B.জাইগোস্পোর
৪৬.অযৌন জননে উৎপন্ন রেণুগুলি অসম আকারের হলে তাদের বলে —
A.অপুংনজনি
B.পুংকেশর
C.সমরেনু
D.অসমরেনু
Ans.D.অসমরেনু
৪৭.দুটি ভিন্ন আকার, আয়তন ও স্বভাববিশিষ্ট পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন কে বলে—
A.আইসোগ্যামী
B.অ্যানাইসোগ্যামী
C.সিনগ্যামী
D.হেটেরোগ্যামী
Ans.D.হেটেরোগ্যামী
৪৮. — ছাড়া অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য দেখে এক লিঙ্গ প্রাণীর পুরুষ ও স্ত্রীকে আলাদা করা যায় একে যৌন দ্বিরুপতা বলে—-
A.জননাঙ্গ
B. শাসনাঙ্গ
C.রেচনাঙ্গ
D.জ্ঞানেন্দ্রিয়
Ans.A.জননাঙ্গ
৪৯.শুক্রাশয় এর মধ্যে__________পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়—–
A.স্পার্মাটোজেনেসিস
B.ঊজেনেসিস
C.পার্থেনোজেনেসিস
D.গ্যামেটোজেনেসিস
Ans.A.স্পার্মাটোজেনেসিস
৫০. ডিম্বাশয়ের মধ্যে—— পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয়—–
A.স্পার্মাটোজেনেসিস
B.ঊজেনেসিস
C.পার্থেনোজেনেসিস
D.গ্যামেটোজেনেসিস
Ans.B.ঊজেনেসিস
৫১. পাখি, গরু ইত্যাদি প্রাণীর নিষেক প্রক্রিয়াকে বলে—-
A. স্বনিষেক
B.পরনিষেধ
C.বহিঃনিষেক
D.অন্তঃনিষেক
Ans.D.অন্তঃনিষেক
৫২.জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন কে বলে—-
A. জনুক্রম
B. জানন
C.সংযুক্তি
D.রূপান্তর
Ans.A. জনুক্রম
৫৩.জীবনচক্রে——- রেনু সৃষ্টির সঙ্গে সঙ্গে লিঙ্গধর দশা শুরু হয়—
A.হ্যাপ্লয়েড
B.ডিপ্লয়েড
C.ট্রিপ্লয়েড
D.টেট্রাপ্লয়েড
Ans.A.হ্যাপ্লয়েড
৫৪.যে পদ্ধতিতে লার্ভা পূর্নাঙ্গ প্রাণী তে পরিণত হয় তাকে বলে—-
A.স্পরুলেশন
B. পুনরুৎপাদন
C.পিডোজেনেসিস
D. রূপান্তর
Ans.D. রূপান্তর
৫৫.ব্যাঙাচির রূপান্তরে সাহায্যকারী হরমোনটি হলো—
A.অ্যাড্রেনালিন
B.প্রলেক্টইন
C.থাইরক্সিন
D.ইনসুলিন
Ans.C.থাইরক্সিন
৫৬.স্পঞ্জ চ্যাপ্টা কৃমি এবং _ নামক প্রাণী তে পুনরুৎ উৎপাদন প্রক্রিয়া ঘটে,—
A.হাইড্রা/ প্ল্যানেরিয়া
B.অ্যামিবা
C.পোগোনেটাম
D.প্যারামিসিয়াম
Ans.A.হাইড্রা/ প্ল্যানেরিয়া
৫৭. জীবের বৃদ্ধি জরায়ুর ভিতরে ঘটলে তাকে বলে—-
A.জনুক্রম
B.জরায়ুজ
C.বহিঃনিষেক
D.অন্তঃনিষেক
Ans.B.জরায়ুজ
৫৮. যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব নিজের প্রতি প্রতিরূপ গঠন করে তাকে বলে—
A.শ্বসন
B.সংবহন
C.রেচন
D.জনন
Ans.D.জনন
৫৯.জোড় কলমের ক্ষেত্রে উন্নতর যে অংশটি কেটে নেয়া হয় তাকে সিওন এবং যে অপেক্ষাকৃত অনুন্নত অংশের সঙ্গে জুড়ে দেয়া হয় তাকে বলে —-
A.বল্কল
B.স্টেম
C.স্টক
D.কন্দ
Ans.C.স্টক
৬০. প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যে খন্ডি ভবন ঘটে তাকে বলে—
A.স্পরুলেশন
B. পুনরুৎপাদন
C.পিডোজেনেসিস
D. রূপান্তর
Ans.B.পুনরুৎপাদন
৬১.আকার ও আয়তনে সমান দুটি পুং ও স্ত্রী গ্যামেটের মিলন কে বলে—
A.আইসোগ্যামী
B.অ্যানাইসোগ্যামী
C.সিনগ্যামী
D.হেটেরোগ্যামী
Ans.A.আইসোগ্যামী
৬২.দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলন কে বলে- —
A.আইসোগ্যামী
B.অ্যানাইসোগ্যামী
C.সিনগ্যামী
D.হেটেরোগ্যামী
Ans.C.সিনগ্যামী
৬৩.নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—-
A.n
B.2n
C.3n
D.4n
Ans.B.2n
৬৪. স্যস নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—-
A.n
B.2n
C.3n
D.4n
Ans.C.3n
৬৫.নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়—-
A.ব্যাং
B.মৌমাছি
C.পায়রা
D.মটর গাছ
Ans.B.মৌমাছি
৬৬. কোর্কোদগোমের মাধ্যমে জনন করে এমন একটি প্রাণীর উদাহরণ হল— A.ইস্ট
B.হাইড্রা
C.কেঁচো
D.তারা মাছ
Ans.B.হাইড্রা
৬৭.বীজহীন ফল উৎপাদনকে বলে—
A.পার্থেনোজেনেসিস
B. পিডোজেনেসিস
C.পার্থেনোকার্পি
D.এপি কারপি
Ans.C.পার্থেনোকার্পি
৬৮. কর্কদগম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ হল—
A .ইস্ট
B .পেনিসিলিয়াম
C .অ্যাসপারজিলাস
D .পাকসিনিয়া গ্রামিনিস
Ans.A .ইস্ট
৬৯. যে উভলীঙ্গ প্রাণী স্বপ্নিষেক সম্পন্ন করে সেটি হল—
A.কেঁচো
B.ব্যাং
C.ফিতাকৃমি
D.অ্যাসকারিস
Ans.C.ফিতাকৃমি
৭০. যে উভলীঙ্গ প্রাণীটি ইতর নিষেক/পরিনিষেক সম্পন্নকারী সেটি হলো–
A.কেঁচো
B.ব্যাং
C.ফিতাকৃমি
D.অ্যাসকারিস
Ans.A.কেঁচো
৭১. যৌন জননের একক হল—-
A.জাইগোট
B.গ্যামেট
C. স্পোর
D. জাইগোস্পোর
Ans.B.গ্যামেট
৭২. একটি উভলিঙ্গ প্রাণী হল—
A.কেঁচো
B.শামুক
C. মুরগি
D.মানুষ
Ans A.কেঁচো