Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-হরমোন-এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরের15 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।
Class-10-Life-Science-Chapter-01-Very-Short-Question-Answer

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-হরমোন-এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরের15 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. অ্যাড্রিনালিন কিভাবে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বাড়ায় ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন ব্রংকিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বাড়ায়।
2. কোন হরমোন প্রসাবক্রিয়ার পর স্তনগ্রন্থিতে দুগ্ধ সংশ্লেষ ও সঞ্চয়ে সাহায্য করে ?
উত্তরঃ- প্রোল্যাকটিন।
3. প্রসবক্রিয়ার পর স্তনগ্রন্থি দুগ্ধ ক্ষরণে সাহায্যকারী হরমোনটির নাম কি ?
উত্তরঃ- অক্সিটোসিন।
4. থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে বয়স্কদের যে রোগ হয়, তার নাম কি ?
উত্তরঃ- গ্রেভস বর্ণিত রোগ।
5. কোন হরমোনের প্রভাবে পুরুষদেহে গোঁফ, দাড়ি গজায় ?
উত্তরঃ- টেস্টোস্টেরন।
6. প্লাসেন্টা গঠনে সাহায্যকারী হরমোনটির নাম কি ?
উত্তরঃ- প্রোজেস্টেরন।
7. অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে লোম খাড়া করে তাকে কি বলে ?
উত্তরঃ- অ্যারেকটরস্‌ পিলি।
8. অ্যাড্রিনোকটিকোট্রপিক হরমোনের লক্ষ্য অংশ কি ?
উত্তরঃ- অ্যাড্রিনাল গ্রন্থির বহিস্তর বা কর্টেক্স।
9. ইনসুলিন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ- অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোশ।
10. তোমার দিদার মধুমেয় রোগ হয়েছে। কোন হরমোনের অধিক ক্ষরণে এই রোগ হয়েছে ?
উত্তরঃ- ইনসুলিন।
11. অ্যাড্রিনালিন ও নর-আড্রিনালিনকে একত্রে কি বলে ?
উত্তরঃ- ক্যাটেকোলামাইন।
12. একটি হাইপারগ্লাইসিমিক রোগের নাম লেখ।
উত্তরঃ- গ্লুকাগন।
13. টেস্টোস্টেরনের উৎস কি ?
উত্তরঃ- শুক্রাশয়ের লেডিজের আন্তর কোশ।
14. যে রোগে বারবার শর্করাবিহীন লঘুমুত্র রেচিত হয়, তাকে কি বলে ?
উত্তরঃ- ডায়াবেটিস ইনসিপিডাস।
15. মানবদেহে কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে ?
উত্তরঃ- পিটুইটারি কে।
16. প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি ?
উত্তরঃ- সিক্রেটিন।
17. প্রাণীদেহে কিভাবে রাসায়নিক সম্বন্ধেসাধন ঘটে থাকে ?
উত্তরঃ- হরমোনের মাধ্যমে।
18. অ্যাড্রিনাল গ্রন্থিকে কোন হরমোন উদ্দীপিত করে ?
উত্তরঃ- ACTH।
19. থাইরক্সিনের অভাবে শিশুদের কোন রোগ হয় ?
উত্তরঃ- ক্রেটিনিজম।
20. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন টির নাম কি ?
উত্তরঃ- থাইরক্সিন।
21. থাইরয়েড গ্রন্থিটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- থাইরয়েড গ্রন্থিটি মানুষের গ্রীবাদেশে ট্রাকিয়ার দ্বিতীয় ও চতুর্থ তরুণাস্তি বলয়ের মধ্যে অবস্থিত।
22. খাদ্য ও পানীয় জলে আয়োডিনের অভাবজনিত কারণে

23.থাইরয়েড গ্রন্থির অস্বভাবিকভাবে ফুলে ওটাকে কি বলে ?
উত্তরঃ- গলগন্ড বা গয়টার।
24. কোন হরমোনের প্রভাবে ত্বকের লোম খাড়া হয়ে ওঠে ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
25. হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোনগুলি কিভাবে অগ্র পিটুইটারিতে আসে ?
উত্তরঃ- হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে।
26. FSH-এর পুরো নাম কি ?
উত্তরঃ- FSH-এর পুরো নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন।
27. দুটি প্রোটিনধর্মী হরমোনের নাম লেখ।
উত্তরঃ- ইনসুলিন ও গ্লুকাগন।
28. মধুমেহ রোগের চিকিৎসায় কিছু রোগীকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় কেন ?
উত্তরঃ- মধুমেহ রোগে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এর কারণ হল ইনসুলিন হরমোনের কম কারণ। এইজন্যে রোগীকে ইনসুলিন দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়।
29. T4 বা টেট্রাআয়োডোথাইরোনিন কোন হরমোনের অপর নাম ?
উত্তরঃ- থাইরক্সিন।
30. ACTH-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তরঃ- ACTH-এর সম্পূর্ণ নাম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন।
31. ইস্টোজেন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ- ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের গ্রানুলোসা কোশ থেকে নিশ্চিত হয়।
32. কোন হরমোনটির ঘাটতি জন্য মানুষের বামনত্ব রোগটি দেখা যায় ?
উত্তরঃ- GH বা STH।
33. গ্লুকাগন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ- অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস অফ লেঙ্গারহ্যান্স অংশের আলফা কোশ থেকে।
34. গ্লুকাগনকে অপচিতিমূলক হরমোন বলে কেন ?
উত্তরঃ- কারণ এটি যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করতে পারে।
35. যকৃতে গ্লুকোনিওজেনেসিস ঘটায় কোন হরমোন ?
উত্তরঃ- গ্লুকাগন।
36. গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় কোন হরমোনের প্রভাবে ?
উত্তরঃ- গ্লুকাগন।
37. গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তরঃ- ইনসুলিন।
38. বৃক্ক নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- এরিথ্রোপোয়েটিন।
39. বৃক্কীয় নালিকার ওপর প্রভাব আছে এমন একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন(ADH)।
40. অ্যামাইনো অ্যাসিডের অপচিতি বিপাক রোধকারী একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- STH।
41. LTH-এর পুরো নাম কি ?
উত্তরঃ- LTH-এর পুরো নাম লিউটোট্রপিক হরমোন।
42. দেহের সকল রক্তবাহের প্রাচীরগাত্রে উপস্থিত মসৃণ পেশির সংকোচনের সাহায্য করে কোন্‌ হরমোন ?
উত্তরঃ- নর-অ্যাড্রিনালিন।
43. টিট্যানি রোগ কেন হয় ?
উত্তরঃ- প্যারাথরমোন কম ক্ষরণে টিট্যানি রোগ হয়।
44. শুক্রাশয় থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- টেস্টোস্টেরন।
45. হাইপোথ্যালামাসের কোথায় অক্সিটোসিন সংশ্লেষিত হয় ?
উত্তরঃ- প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে।
46. ফুসফুসের ব্রংকিওলগুলির প্রসারণের মাধ্যমে শ্বাসকার্যের হার বাড়ায় কোন হরমোন ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
47. দেহের প্রায় সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- প্রোস্টাগ্ল্যান্ডিন।
48. কোন হরমোনের সংশ্লেষনের জন্য আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার বলে তুমি মনে করো।
উত্তরঃ- থাইরক্সিন।
49. LH-এর পুরো নাম কি?
উত্তরঃ- LH-এর পুরো নাম লিউটিনাইজিং হরমোন।
50. ICSH-এর পুরো নাম কি?
উত্তরঃ- ICSH-এর পুরো নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন।
51. থাইমাস গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম কি ?
উত্তরঃ- থাইমোসিন।
52. থাইরয়েড গ্রন্থির কোন অংশ থেকে থাইরক্সিন ক্ষরণ করে ?
উত্তরঃ- থাইরয়েড গ্রন্থির ফলিকুলার কোশ।
53. পিটুইটারি গ্রন্থির ওজন কত ?
উত্তরঃ- 0.5 গ্রাম।
54. কিরকম কলা দিয়ে অগ্র পিটুইটারি ও পশ্চাৎ পিটুইটারি গঠিত ?
উত্তরঃ- গ্রন্ঠিময় আবরণী কলা দিয়ে অগ্র পিটুইটারি ও স্নায়ু কলা দিয়ে পশ্চাৎ পিটুইটারি গঠিত।
55. কোন হরমোন সমগ্র সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
56. ভেসোপ্রেসিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?
উত্তরঃ- পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খন্ড থেকে।
57. রক্তশর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো।
উত্তরঃ- ইনসুলিন।
58. কোন হরমোনকে আপৎকালীন বা জরুরীকালীন হরমোন বলে ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
59. TSH-এর পুরো নাম লেখো।
উত্তরঃ- থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
60. ভয় পেলে বুক ধড়ফড় করে এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সঙ্গে কোন হরমোন কি সম্পর্ক রয়েছে ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
61. পরিণত স্ত্রীদেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম লেখো।
উত্তরঃ- প্রোজেস্টেরন।
62. আপৎকালীন হরমোনটির নাম কি ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
63. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনের নাম লেখো।
উত্তরঃ- টেস্টোস্টেরন।
64. স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি ?
উত্তরঃ- ইস্ট্রোজেন।
65. শুক্রাশয়ের কোন কোশ থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় ?
উত্তরঃ- লেডিগের আন্তর কোশ।
66. মূত্রের সঙ্গে শর্করা বা গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে ?
উত্তরঃ- গ্লুকোসুরিয়া।
67. হরমোন ও নার্ভতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্যের উল্লেখ করো ।
উত্তরঃ- হরমোন ও নার্ভতন্ত্র উভয়ই দেহের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সম্বন্ধেসাধন করে।
68. প্যারাথরমোন কি ?
উত্তরঃ- প্যারা-থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন।
69. গর্ভাবস্থার প্রোজেস্টেরনের কাজ কি ?
উত্তরঃ- জরায়ুর বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্লাসেন্টা গঠন, স্তনগ্রন্থীতে নালিকা তন্ত্রের সৃষ্টি ও অধিক বৃদ্ধি ঘটানো ।
70. কোন হরমোন রক্ত থেকে অতিরিক্ত ক্যালসিয়াম দূর করে ?
উত্তরঃ- ক্যালসিটোনিন।
71. পিটুইটারির কোন হরমোন ক্ষরণে হাইপোথ্যালামাস বাধা দেয় ?
উত্তরঃ- প্রোল্যাকটিন বা ল্যাকটোট্রপিক হরমোন।
72. স্টেরয়েড হরমোন কোন যৌগ থেকে সংশ্লেষিত হয় ?
উত্তরঃ- কোলেস্টেরল।
73. STH-এর পুরো নাম কি ?
উত্তরঃ- সোমেটোট্রপিক হরমোন।
74. স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন ?
উত্তরঃ- প্রজেস্টেরন।
75. কোন হরমোনকে 3F হরমোন বলে ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
76. প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে এমন দুটি হরমোনের নাম লেখো।
উত্তরঃ- থাইরক্সিন ও টেস্টোস্টেরন।
77. প্রোটিন ও অ্যামাইনোধর্মী হরমোনের গ্রাহক কোথায় থাকে ?
উত্তরঃ- কোশপর্দায়।
78. ডায়াবেটিস ইনসিপিডাসি অতিরিক্ত তৃষ্ণা পায় কেন ?
উত্তরঃ- ডায়াবেটিস ইনসিপিডাসে লঘু মুত্রত্যাগের ফলে অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় জলের স্বল্পতার জন্য অতিরিক্ত তৃষ্ণা পায়।
79. কোন হরমোন FSH ও LH-এর ক্ষরণ হ্রাস করে ?
উত্তরঃ- ইনহিবিন FSH ক্ষরণ হ্রাস করে ও টেস্টোস্টেরন LH ক্ষরণ হ্রাস করে।
80. ইনসুলিনের উৎস কি ?
উত্তরঃ- অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোশ।
81. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন শুক্রাশয় ও ডিম্বাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তরঃ- গোনাডোট্রপিক হরমোন বা GTH।
82. GTH-এর পুরো নাম কি ?
উত্তরঃ- গোনাডোট্রপিক হরমোন।
83. হরমোন কোন দ্বিতীয় বাহকের মাধ্যমে কাজ করে ?
উত্তরঃ- সাইক্লিক AMP(CAMP)।
84. হাঁপানি বা তীব্র শ্বাসকষ্ট রোধে কোন হরমোনের প্রয়োগ করা হয় ?
উত্তরঃ- অ্যাড্রিনালিন।
85. কোন রাসায়নিক প্রকৃতির হরমোন জিন সক্রিয়করণের মাধ্যমে কাজ করে ?
উত্তরঃ- স্টেরয়েড-জাতীয়।
86. কোন হরমোনকে ক্যালরিজেনিক হরমোন বলা হয়?
উত্তরঃ- থাইরক্সিন হরমোনকে।
87. স্ত্রীলোকের জরায়ুর এন্ডোমেট্রিয়াম পুনর্গঠনে সাহায্য করে কোন হরমোন ?
উত্তরঃ- ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন।
88. হাইপোথ্যালামাস কিভাবে অগ্র পিটুইটারি সঙ্গে যুক্ত থাকে ?
উত্তরঃ- হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে।

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন
class-10-physical-science-chapter-06-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর ষষ্ঠ ধ্যায় অর্থাৎ চলতড়িৎ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 06 MCQ Answer
class-10-physical-science-chapter-04-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৪ – তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 04 MCQ
Class 10

Class 10 Life Science Chapter 01 Part 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন-এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন-এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *