Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর Part 02 হরমোন অধ্যায়ের 63 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো।Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 - জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় - এর Part 02 হরমোন - এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর Part 02 হরমোন অধ্যায়ের 63 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো।Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

1. বাষ্পমোচন রোধকারী হরমোনের নাম কি?
উত্তরঃ- বাষ্পমোচন রোধকারী হরমোনের নাম অ্যাবসিসিক অ্যাসিড।

2. কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ- ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন।

3. IBA-এর পুরো নাম কি?
উত্তরঃ- IBA-এর পুরো নাম ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড।

4. ফাইটোহরমোন কি ?
উত্তরঃ- উদ্ভিদ হরমোন কে ফাইটোহরমোন বলে। যেমন – অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি।

5. NAA-এর পুরো নাম কি ?
উত্তরঃ- NAA-এর পুরো নাম ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড।

6. হরমোন শব্দটির প্রবর্তক কারা?
উত্তরঃ- হরমোন শব্দটির প্রবর্তক বেলিস ও স্টারর্লিং।

7. কাইনিনের একটি কাজ লেখ।
উত্তরঃ- কাইনিন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়।

8. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখ।
উত্তরঃ- একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম ইন্ডোল প্রোপিয়োনিক অ্যাসিড (IPA)।

9. উদ্ভিদদেহে রাসায়নিক সমন্বয়সাধন কিভাবে ঘটে?
উত্তরঃ- ভাজক কলা কোশ থেকে ক্ষরিত হরমোনের মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে রাসায়নিক সমন্বয়সাধন ঘটে থাকে।

10. সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে কি বলে?
উত্তরঃ- সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে পার্থেনোকার্পি বলে।

11. কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুল এর প্রাধান্যের জন্য দায়ী?
উত্তরঃ- অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী হরমোন অক্সিন।

12. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখ?
উত্তরঃ- একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম অক্সিন।

13. কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে?
উত্তরঃ- অক্সিন ও জিব্বেরেলিন হল বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি উদ্ভিদ হরমোন।

14. উদ্ভিদের অঙ্গজ পরিস্ফুরণে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ- উদ্ভিদ অঙ্গ পরিস্ফুরনের সাহায্য করে সাইটোকাইনিন হরমোন।

15. ডাবের জল, কলা, আপেল, নাশপাতি, নারকেলের দুধ ও সস্যে কি হরমোন পাওয়া যায়?
উত্তরঃ- ডাবের জল, কলা, আপেল, নাশপাতি, নারকেলের দুধ ও সস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়।

16. দুটি প্রকল্পিত হরমোনের উদাহরণ দাও।
উত্তরঃ- দুটি প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন ও ভারনালিন।

17. একটি কৃত্রিম জিব্বেরেলিনের নাম লেখ।
উত্তরঃ- ফ্যাসকোলিক অ্যাসিড একটি কৃত্রিম জিব্বেরেলিন।

18. লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগম এর জন্য কোন হরমোন স্প্রে করা হয়?
উত্তরঃ- লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগম এর জন্য জিব্বেরেলিন হরমোন স্প্রে করা হয়।

19. দ্বিবর্ষবীজি উদ্ভিদে প্রথম বছরে ফুল ফোটাতে কোন হরমোন প্রয়োগ করা হয়?
উত্তরঃ- দ্বিবর্ষবীজি উদ্ভিদে প্রথম বছরে ফুল ফোটাতে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়।

20. একটি N2-বিহীন অম্লিক উদ্ভিদ হরমোনের নাম কি?
উত্তরঃ- একটি N2-বিহীন অম্লিক উদ্ভিদ হরমোনের নাম জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড।

21. একটি N2-যুক্ত অম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখ।
উত্তরঃ- একটি N2-যুক্ত অম্লিক উদ্ভিদ হরমোনের নাম অক্সিন।

22. ‘অক্সিন একটি বৃদ্ধি নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোন’ – এটি কে প্রথম প্রমাণ করেন?
উত্তরঃ- ‘অক্সিন একটি বৃদ্ধি নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোন’ – এটি প্রমাণ করেন বিজ্ঞানী ভেন্ট।

23. উদ্ভিদের একটি বৃদ্ধিরোধক হরমোন এর নাম লেখ।
উত্তরঃ- উদ্ভিদের একটি বৃদ্ধিরোধক হরমোন এর নাম অ্যাবসিসিক অ্যাসিড।

24. উদ্ভিদদেহের কয়েকটি বৃদ্ধি নিয়ন্ত্রকের নাম লেখ।
উত্তরঃ- উদ্ভিদদেহের কয়েকটি বৃদ্ধি নিয়ন্ত্রকের নাম হল অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন।

25. উদ্ভিদ হরমোন কোথায় উৎপন্ন হয়?
উত্তরঃ- উদ্ভিদ হরমোন প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলার কোশে, সস্য প্রকৃতি থেকে উৎপন্ন হয়।

26. উদ্ভিদের গৌণ বৃদ্ধি ও ক্যালাস সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটির নাম কি?
উত্তরঃ- উদ্ভিদের গৌণ বৃদ্ধি ও ক্যালাস সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটির নাম অক্সিন।

27. কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়?
উত্তরঃ- উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিব্বেরেলিন হরমোন।

28. বীজের অঙ্কুরোদগম কালে বীজ মধ্যস্থ আলফা-অ্যামাইলেজ উৎসেচকের সক্রিয়করণে সাহায্যকারী উদ্ভিদ হরমোন টির নাম কি?
উত্তরঃ- বীজের অঙ্কুরোদগম কালে বীজ মধ্যস্থ আলফা-অ্যামাইলেজ উৎসেচকের সক্রিয়করণে সাহায্যকারী উদ্ভিদ হরমোন টির নাম জিব্বেরেলিন।

29. বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম লেখ।
উত্তরঃ- বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম হল ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড (NAA) ও ইন্ডোল বিউটারিক অ্যাসিড (IBA)।

30. কাইনিন হরমোনে উপস্থিত ক্ষারমূলকটির নাম কি?
উত্তরঃ- কাইনিন হরমোনে উপস্থিত ক্ষারমূলকটির নাম হল অ্যাডেনিন।

31. জিব্বেরেলিন-এর প্রভাবে পর্বমধ্যের দীর্ঘিকরনকে কি বলে?
উত্তরঃ- জিব্বেরেলিন-এর প্রভাবে পর্বমধ্যের দীর্ঘিকরনকে বোল্টিং বলে।

32. কাইনিনের আবিষ্কর্তা কে?
উত্তরঃ- কাইনিনের আবিষ্কর্তা স্কুগ ও মিলার।

33. এমন একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও যা উদ্ভিদের বৃদ্ধিকে তরান্বিত করে?
উত্তরঃ- অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে তরান্বিত করে।

34. কোন হরমোন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে?
উত্তরঃ- জিব্বেরেলিন হরমোন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে।

35. উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধের জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?
উত্তরঃ- উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধের জন্য IBA এবং NAA কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়।

36. একটি অ্যান্টি-অক্সিন এর নাম লেখ।
উত্তরঃ- একটি অ্যান্টি-অক্সিন এর নাম হল ট্রাইআয়োডো বেঞ্জোয়িক অ্যাসিড (TIBA)।

37. কলমে মূল গজাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন?
উত্তরঃ- কলমে মূল গজাতে সাহায্য করে NAA উদ্ভিদ হরমোন।

38. একটি এন্টি জিব্বেরেলিন এর নাম লেখ।
উত্তরঃ- একটি এন্টি জিব্বেরেলিন হলো ক্লোরোকোলাইন ক্লোরাইড (CCC)।

39. শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্তিম হরমোন ব্যবহার করা হয়?
উত্তরঃ- শাখা কলম সৃষ্টির জন্য অক্সিন নামোক কৃত্তিম হরমোন ব্যবহার করা হয়।

40. ইন্ডোল বর্গযুক্ত একটি উদ্ভিদ হরমোনের নাম লেখ।
উত্তরঃ- অক্সিন হল ইন্ডোল বর্গযুক্ত একটি উদ্ভিদ হরমোন।

41. কোন প্রকল্পিত উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে?
উত্তরঃ- ফ্লোরিজেন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে।

42. একটি টারপিনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ?
উত্তরঃ- জিব্বেরেলিন হল টারপিনয়েড জাতীয় উদ্ভিদ হরমোন।

43. জিব্বেরেলিন কিভাবে পরিবাহিত হয়?
উত্তরঃ- জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ঊর্ধ্বে ও নিম্ন উভয় দিকে পরিবাহিত হয়।

44. 2, 4-D-এর পুরো নাম কি?
উত্তরঃ- 2, 4-D-এর পুরো নাম ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।

45. MCPA-এর পুরো নাম কি?
উত্তরঃ- MCPA-এর পুরো নাম হল মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।

46. জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?
উত্তরঃ- জিব্বেরেলা ফুজিকুর-ই ছত্রাক থেকে প্রথম জিব্বেরেলিন আবিষ্কৃত হয়।

47. একটি N2- যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ।
উত্তরঃ- সাইটোকাইনিন N2- যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন।

48. জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি?
উত্তরঃ- জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড বা GA।

49. কোন উদ্ভিদ কান্ডে আলো পড়লে কত শতাংশ অক্সিন আলোর বিপরীতে সঞ্চিত হয়?
উত্তরঃ- কোন উদ্ভিদ কান্ডে আলো পড়লে 65 শতাংশ অক্সিন আলোর বিপরীতে সঞ্চিত হয়।

50. বীজপত্র ও পরিপক্ক বীজে কোন হরমোন পাওয়া যায়?
উত্তরঃ- বীজপত্র ও পরিপক্ক বীজে জিব্বেরেলিন হরমোন পাওয়া যায়।

51. “এই উদ্ভিদ হরমোনটি জলে দ্রাব্য, নাইট্রোজেনযুক্ত, জৈব অম্ল, প্রবাহ মেরুবর্তী, ভাজক কলায় উৎপন্ন হয়।” – এটি কোন হরমোন ?
উত্তরঃ- “এই উদ্ভিদ হরমোনটি জলে দ্রাব্য, নাইট্রোজেনযুক্ত, জৈব অম্ল, প্রবাহ মেরুবর্তী, ভাজক কলায় উৎপন্ন হয়।” – এটি অক্সিন হরমোন।

52. কৃত্তিম সাইটোকাইনিন হরমোন এর উদাহরণ দাও।
উত্তরঃ- কৃত্তিম সাইটোকাইনিন হরমোন হল বেঞ্জাইল অ্যামাইনো পিউরিন (BAP)।

53. ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কি?
উত্তরঃ- ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম জিয়াটিন।

54. সাইটোকাইনিন কোন রাসায়নিক পদার্থ থেকে সংশ্লেষিত হয়?
উত্তরঃ- অ্যাডিনিন থেকে সাইটোকাইনিন সংশ্লেষিত হয়।

55. সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি?
উত্তরঃ- 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন (FAP)।

56. অক্সিন ছাড়া আর কোন উদ্ভিদ হরমোন পার্থেনোকার্পিক ফল উৎপাদনে সাহায্য করে?
উত্তরঃ- জিব্বেরেলিন পার্থেনোকার্পিক ফল উৎপাদনে সাহায্য করে।

57. একটি সংশ্লেষিত জিব্বেরেলিনের নাম লেখ।
উত্তরঃ- সাইকোসেল একটি সংশ্লেষিত জিব্বেরেলিন।

58. বংশগত খর্বতা দূর করে কোন উদ্ভিদ হরমোন?
উত্তরঃ- জিব্বেরেলিন বংশগত খর্বতা দূর করে।

59. জিব্বেরেলিনের কোন পদার্থ থেকে সংশ্লেষিত হয়?
উত্তরঃ- জিব্বেরেলিনের অ্যাসিটাইল CoA পদার্থ থেকে সংশ্লেষিত হয়।

60. লাউ, কুমড়ো, শসা প্রভৃতি কিউকারবিটেসি গোত্রের গাছের লিঙ্গ পরিবর্তন করতে কোন হরমোন ব্যবহার করা হয়?
উত্তরঃ- লাউ, কুমড়ো, শসা প্রভৃতি কিউকারবিটেসি গোত্রের গাছের লিঙ্গ পরিবর্তন করতে জিব্বেরেলিন হরমোন ব্যবহার করা হয়।

61. কোন অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ- সালফার ঘটিত মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিন সংশ্লেষিত হয়।

62. ‘তুমি দেখলে ফলের ঝুড়িতে রাখা একটি পচা আপেলের সংস্পর্শে বাকি তাজা আপেলগুলিও পচে গেছে’ – কোন হরমোনের প্রভাবে এটি ঘটে?
উত্তরঃ- ‘তুমি দেখলে ফলের ঝুড়িতে রাখা একটি পচা আপেলের সংস্পর্শে বাকি তাজা আপেলগুলিও পচে গেছে’ – ইথিলিন হরমোনের প্রভাবে এটি ঘটে।

63. কম ঘনত্বের জিব্বেরেলিন, কুমড়ো গাছ কোন ধরনের ফুল উৎপাদন বৃদ্ধি করে?
উত্তরঃ- কম ঘনত্বের জিব্বেরেলিন, কুমড়ো গাছ স্ত্রী ফুলের উৎপাদন বৃদ্ধি করে।

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 Life Science Chapter 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০২ জীবনের প্রবমানতা প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Life Science Chapter 02 Question Answer Class 10 Life Science Chapter 02 Question
Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 - জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
Class 10

Class 10 Bengali Chapter 01 MCQ Shorts Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 01 – জ্ঞানচক্ষু -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলার প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচক্ষু এর বেশ কিছু বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলির উত্তর সম্পর্কে জানবো। Class 10 Bengali Chapter 01 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 – ইতিহাসের ধারণা – এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 - ইতিহাসের ধারণা - এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের
west-bengal-madhyamik-class-10-geography-2023
Class 10

West Bengal Madhyamik (Class 10) Geography 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২৩

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৩ সালের ভূগোল প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Geography Question Paper 2023 West Bengal Madhyamik (Class 10) Geography 2023 | মাধ্যমিক