Class 10

Class 10 Life Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 সাড়াপ্রদান ও ভৌতসমন্বয়-স্নায়ুতন্ত্রর বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class-10-Life-Science-Chapter-01-MCQ-Answer

Class 10 Life Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – স্নায়ুতন্ত্রর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-স্নায়ুতন্ত্রর বহু বিকল্পভিত্তিক 71 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।

Class 10 Life Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 সাড়াপ্রদান ও ভৌতসমন্বয়-স্নায়ুতন্ত্রর বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

1. কিসের সাহায্যে প্রাণীদেহে ভৌত সমন্ধয় ঘটে –
(a) হরমোন
(b) কোশরস
(c) স্নায়ুতন্ত্র
(d) সাইন্যাপস
উত্তরঃ- (c) স্নায়ুতন্ত্র
2. অ্যাক্সনের ওপর যে আবরণ থাকে তাকে বলে –
(a) নিউরোলেমা
(b) অ্যাক্সোলেমা
(c) মায়োলেমা
(d) সারকোলেমা
উত্তরঃ- (b) অ্যাক্সোলেমা
3. কোনটি অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য নয় তা নির্ধারণ করো –
(a) র‍্যানভিয়ারের পর্ব
(b) মায়োলিন আবরণী
(c) সোয়ান কোশ
(d) নিজল দানা
উত্তরঃ- (d) নিজল দানা
4. প্রদত্ত কোন জোড়টি সঠিক নয় –
(a) প্রতিবর্ত ক্রিয়া-সুষুম্নাকান্ড
(b) বুদ্ধি- সেরিব্রাম
(c) স্মৃতিশক্তি- সেরিবেলাম
(d) শ্বাসক্রিয়া-মেডালা অবলাংগাটা
উত্তরঃ- (c) স্মৃতিশক্তি- সেরিবেলাম
5. স্নায়ুতন্ত্রের আলম্ব কোশ বা ধারক কোশটিকে বলে –
(a) গ্যাংলিয়া
(b) নিউরোগ্লিয়া
(c) স্নায়ু
(d) নিউরোন
উত্তরঃ- (b) নিউরোগ্লিয়া
6. অগ্র মস্তিষ্কের প্রধান অংশটি হল –
(a) সেরিব্রাম
(b) সেরিবেলাম
(c) থ্যালামাস
(d) হাইপোথ্যালামাস
উত্তরঃ- (a) সেরিব্রাম
7. মস্তিষ্ক কোন স্নায়ুতন্ত্রের অন্তর্গত –
(a) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(b) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
(c) প্রান্তীয় স্নায়ুতন্ত্র
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (a) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
8. অপটিক স্নায়ু হল –
(a) সংবেদী স্নায়ু
(b) মোটর স্নায়ু
(c) সুষুম্না স্নায়ু
(d) মিশ্র স্নায়ু
উত্তরঃ- (a) সংবেদী স্নায়ু
9. মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন রূপে কাজ করে, তা হল –
(a) থ্যালামাস
(b) মেটাথ্যালামাস
(c) হাইপোথ্যালামাস
(d) এপিথ্যালামাস
উত্তরঃ- (a) থ্যালামাস
10. অ্যাক্সনের মায়োলিন সিদ-এ যে লিপিড থাকে, তা হল –
(a) স্ফিংগোমায়োলিন
(b) মায়োলিন
(c) গ্লিসারল
(d) কোলেস্টেরল
উত্তরঃ- (a) স্ফিংগোমায়োলিন
11. গুরুমস্তিষ্কের গোলার্ধদ্বয়কে যুক্ত করে –
(a) ভারমিস
(b) করপোরা কোয়াড্রিজেমিনা
(c) করপাস ক্যালোসাম
(d) করপাস স্ট্রায়েটাম
উত্তরঃ- (c) করপাস ক্যালোসাম
12. মস্তিষ্কের যোজক, যাকে সেতু মস্তিষ্ক বলে –
(a) থ্যালামাস
(b) লঘু মস্তিষ্ক
(c) পন্‌স
(d) গুরু মস্তিষ্ক
উত্তরঃ- (c) পন্‌স
13. গাংলিয়া গঠিত হয় একাধিক স্নায়ুকোশের –
(a) কোশদেহ নিয়ে
(b) অ্যাক্সন একত্রিত হয়ে
(c) ডেনড্রাইটস নিয়ে
(d) নিউরোগ্লিয়া নিয়ে
উত্তরঃ- (a) কোশদেহ নিয়ে
14. মস্তিষ্কের যে অংশে শ্বাসকেন্দ্র অবস্থিত –
(a) সেরিব্রাম
(b) সুষুম্নাশীর্ষক
(c) সেরিবেলাম
(d) থ্যালামাস
উত্তরঃ- (b) সুষুম্নাশীর্ষক
15. নিচের কোনটি মানুষের মিশ্র স্নায়ু –
(a) ভেগাস স্নায়ু
(b) অডিটরি স্নায়ু
(c) অপটিক স্নায়ু
(d) অলফ্যাক্টরি স্নায়ু
উত্তরঃ- (a) ভেগাস স্নায়ু
16. দূরের দৃষ্টি ব্যাহত হলে যে রোগটি হয় –
(a) মায়োপিয়া
(b) হাইপারমেট্রোপিয়া
(c) বায়োপিয়া
(d) ছানি
উত্তরঃ- (a) মায়োপিয়া
17. মানুষের দীর্ঘতম করোটিক স্নায়ু হল –
(a) অলফ্যাক্টরি
(b) অডিটরি
(c) ফেসিয়াল
(d) ভেগাস
উত্তরঃ- (d) ভেগাস
18. দূরের বস্তু দেখার ক্ষেত্রে –
(a) সিলিয়ারি পেশি শিথিল হয়
(b) লেন্সের বক্রতা বৃদ্ধি পায়
(c) লেন্স পুরু হয়
(d) লেন্স অবতল হয়
উত্তরঃ- (a) সিলিয়ারি পেশি শিথিল হয়
19. স্নায়ু যে যোগ কলার আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে –
(a) এন্ডোমাইসিয়াম
(b) পেরিমাইসিয়াম
(c) এপিনিউরিয়াম
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (c) এপিনিউরিয়াম
20. মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল –
(a) 12 জোড়া
(b) 24 জোড়া
(c) 32 জোড়া
(d) 31 জোড়া
উত্তরঃ- 31 জোড়া
21. যে তরলের মাধ্যমে সাইন্যাপস এর মধ্য দিয়ে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয়, তা হল –
(a) ভিট্রিয়াস হিউমর
(b) অ্যাসিডিক হিউমর
(c) নিউরোট্রান্সমিটার
(d) অ্যাকুয়াস হিউমর
উত্তরঃ- (c) নিউরোট্রান্সমিটার
22. নিচের কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয় তা স্থির কর –
(a) ধারক কোশরূপে কাজ করে
(b) অগ্রাসী কোশ
(c) স্নায়ুতন্ত্রের বেশিরভাগ স্থান দখল করে
(d) উদ্দীপনা দ্রুত পরিবহন করে
উত্তরঃ- (d) উদ্দীপনা দ্রুত পরিবহন করে
23. অ্যাক্সনের অ্যাক্সোলেমার ওপর প্রোটিন ও ফ্যাটের যে আবরণ থাকে, তাকে বলে –
(a) মায়োলিন সিদ
(b) সোয়ান কোশ
(c) সারকোলেমা
(d) নিউরোলেমা
উত্তরঃ- (a) মায়োলিন সিদ
24. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাদের উপর কাজ করে, সেগুলি হল –
(a) তরুণাস্থি
(b) কঙ্কাল পেশি
(c) অস্থিপেশি
(d) আন্তরযন্ত্রীয় অঙ্গ
উত্তরঃ- (d) আন্তরযন্ত্রীয় অঙ্গ
25. নিম্নের কোনটি হাসি, কান্না, ভয় নিয়ন্ত্রণে সাহায্য করে –
(a) মস্তিষ্ক
(b) হাইপোথ্যালামাস
(c) সেরিবেলাম
(d) সেরিব্রাল কর্টেক্স
উত্তরঃ- (b) হাইপোথ্যালামাস
26. সকল সুষুম্না স্নায়ুর প্রকৃতি হল –
(a) সংজ্ঞাবহ
(b) চেষ্টীয়
(c) মোটর
(d) মিশ্র
উত্তরঃ- (d) মিশ্র
27. ঘ্রাণ গ্রহণে সাহায্যকারী গরুমস্তিষ্কের অংশটি হল
(a) প্যারাইটাল লোব
(b) অলফ্যাক্টরি লোব
(c) টেম্পোরাল লোব
(d) অক্সিপিটাল লোব
উত্তরঃ- (b) অলফ্যাক্টরি লোব
28. সালকাস ও জাইরাস দেখা যায় –
(a) গুরুমস্তিষ্কে
(b) মধ্যমস্তিষ্কে
(c) পন্‌স-এ
(d) সুষুম্না শীর্ষকে
উত্তরঃ- (a) গুরুমস্তিষ্কে
29. চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে –
(a) থ্যালামাস
(b) হাইপোথ্যালামাস
(c) সেরিব্রাল কর্টেক্স
(d) পন্‌স
উত্তরঃ- (c) সেরিব্রাল কর্টেক্স
30. কোন জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো –
(a) ফান্টাল লোব – বাক্‌শক্তি ও ব্যক্তিত্ব
(b) অক্সিপিটাল লোব – দৃষ্টিশক্তি
(c) প্যারাইটাল লোব – শ্রবনশক্তি
(d) টেম্পোরাল লেব – শ্রবনশক্তি
উত্তরঃ- (c) প্যারাইটাল লোব – শ্রবনশক্তি
31. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গরুমস্তিষ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা স্থির করো –
(a) গুরু মস্তিষ্কে অসংখ্য ভাজ ও খাজ দেখা যায়
(b) দেহের ভারসাম্য ও পেশির সূক্ষ্ম টান নিয়ন্ত্রণ করে
(c) গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ করপাস ক্যালোসাম দ্বারা যুক্ত
(d) গুরু মস্তিষ্ক বুদ্ধি বা আবেগ নিয়ন্ত্রণ করে
উত্তরঃ- (b) দেহের ভারসাম্য ও পেশির সূক্ষ্ম টান নিয়ন্ত্রণ করে
32. নীচের কোন্‌টি সঠিক জোড় তা নির্বাচন করো –
(a) অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস
(b) অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস
(c) অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, থ্যালামাস, পন্‌স
(d) অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, পন্‌স, হাইপোথ্যালামাস
উত্তরঃ- (a) অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস
33. মস্তিষ্কের কোন্‌ অংশটি তৃষ্ণা নিয়ন্ত্রন করে –
(a) পন্‌স
(b) সেরিবেলাম
(c) হাইপোথ্যালামাস
(d) সেরিব্রাম
উত্তরঃ- (c) হাইপোথ্যালামাস
34. দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকার স্থানটিকে বলা হয় –
(a) ডেনড্রাইট
(b) সাইন্যাপস
(c) অ্যাক্সন
(d) স্নায়ুস্পন্দন
উত্তরঃ- (b) সাইন্যাপস
35. মস্তিষ্ক এর জন্য দায়ী –
(a) চিন্তন
(b) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ
(c) দেহের ভারসাম্য রক্ষা
(d) প্রদত্ত সবকটি
উত্তরঃ- (d) প্রদত্ত সবকটি
36. সঠিক জোরটি নির্বাচন করো –
(a) গুরুমস্তিষ্ক – দেহের ভারসাম্য রক্ষা
(b) হাইপোথ্যালামাস – বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(c) লঘুমস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(d) সুষুম্নাশীর্ষক – হৃদঃস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
উত্তরঃ- (d) সুষুম্নাশীর্ষক – হৃদঃস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
37.মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো –
(a) 10 জোড়া
(b) 12 জোড়া
(c) 21 জোড়া
(d) 31 জোড়া
উত্তরঃ- (b) 12 জোড়া
38. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের স্ত্রীস্তরীয় আবরণকে হল –
(a) প্লুরা
(b) পেরিকার্ডিয়াম
(c) মেনিনজেস
(d) পেরিটোনিয়াম
উত্তরঃ- (c) মেনিনজেস
39. মেনিনজেসের সবচেয়ে ভিতরের স্তরটির নাম কি ?
(a) এন্ডোম্যাটার
(b) পিয়াম্যাটার
(c) ডুরাম্যাটার
(d) অ্যারাকনয়েডম্যাটার
উত্তরঃ- (b) পিয়াম্যাটার
40. কোনটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া তা চিহ্নিত করো –
(a) বিদ্যালয়ের অনুষ্ঠানে আবৃত্তি পাঠ
(b) শিশুদের নির্দিষ্ট সময় ঘুমানো
(c) গাড়ির সামনে কেউ এসে পড়লে ব্রেক চেপে দেওয়া
(d) মাংসের সুগন্ধে লালা ক্ষরণ
উত্তরঃ- (d) মাংসের সুগন্ধে লালা ক্ষরণ
41. দর্শন অনুভূতি গ্রহণে সাহায্যকারী স্নায়ুটি হল –
(a) মিশ্র স্নায়ু
(b) সুষুম্না স্নায়ু
(c) অপটিক স্নায়ু
(d) অলফ্যাক্টরি স্নায়ু
উত্তরঃ- (c) অপটিক স্নায়ু
42. কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো –
(a) কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে রেটিনাতে কেন্দ্রীভূত করে
(b) কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে অ্যাকুয়াস হিউমরে কেন্দ্রীভূত করে
(c) কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে
(d) (b) কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে ভিট্রিয়াস হিউমরে কেন্দ্রীভূত করে
উত্তরঃ- (c) কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে
43. কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী অগ্র প্রকোষ্ঠে অবস্থিত তরল পদার্থকে বলে –
(a) অ্যাকুয়াস হিউমর
(b) ভিট্রিয়াস হিউমর
(c) এন্ডোলিম্ফ
(d) পেরিলিম্ফ
উত্তরঃ- (a) অ্যাকুয়াস হিউমর
44. চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত তরল কে বলে –
(a) পেরিলিম্ফ
(b) অ্যাকুয়াস হিউমর
(c) এন্ডোলিম্ফ
(d) ভিট্রিয়াস হিউমর
উত্তরঃ- (d) ভিট্রিয়াস হিউমর
45. সঠিক জোড়াটি স্থির করো –
(a) কর্নিয়া – অক্ষিগোলকের অবস্থিত তরল কে বলে
(b) আইরিশ – অক্ষিগোলককে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে
(c) রেটিনা – কর্নিয়াকে রক্ষা করে
(d) লেন্স – উপযোজন এর সাহায্য করে
উত্তরঃ- (d) লেন্স – উপযোজন এর সাহায্য করে
46. কম আলোক বা অন্ধকারে দেখতে সাহায্য করে –
(a) রড কোশ
(b) কোন কোশ
(c) বাহক কোশ
(d) ধারক কোশ
উত্তরঃ- (a) রড কোশ
47. পীতবিন্দু সম্পর্কে কোন্‌ বক্তব্যটি সঠিক নয় –
(a) চোখের সব থেকে আলোকসুবেদী অংশ
(b) এই অংশে অপটিকস্নায়ু যুক্ত থাকে
(c) তারারন্ধ্রের বিপরীতে অবস্থিত
(d) এটি রেটিনায় অবস্থিত
উত্তরঃ- (b) এই অংশে অপটিকস্নায়ু যুক্ত থাকে
48. রেটিনা ও অপটিকস্নায়ু সংযোগস্থলকে বলে –
(a) অন্ধবিন্দু
(b) পীতবিন্দু
(c) চক্ষুবিন্দু
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (a) অন্ধবিন্দু
49. প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কিত নিচের কোন জোড়াটি সঠিক নয় –
(a) দুধের স্বাদ পাওয়ার পার সদ্যোজাত বাচ্চার লালা ক্ষরণ – সহজাত প্রতিবর্ত ক্রিয়া
(b) কম্পিউটারের কিবোর্ড এ টাইপ করা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
(c) হাঁচি ও কাশি – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
(d) মানুষের কথা বলা – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
উত্তরঃ- (c) হাঁচি ও কাশি – অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
50. মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, সেটি হল –
(a) রেটিনা
(b) কর্নিয়া
(c) তারারন্ধ্র
(d) কোলয়েড
উত্তরঃ- (a) রেটিনা
51. নিচের কোনটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ ?
(a) শিশুর হাঁটতে শেখা
(b) সাইকেল চালানো
(c) লালা নিঃসরণ
(d) সাঁতার কাটা
উত্তরঃ- (c) লালা নিঃসরণ
52. সিলিয়ারি পেশি সংকুচিত হলে –
(a) লেন্স সরু হয়
(b) দূরের বস্তু সহজে দেখা যায়
(c) লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে
(d) চোখের লেন্সের বক্রতা বাড়ে
উত্তরঃ- (d) চোখের লেন্সের বক্রতা বাড়ে
53. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল –
(a) অপটিক
(b) অডিটরি
(c) অলফ্যাক্টরি
(d) অকিউলোমোটর
উত্তরঃ- (d) অকিউলোমোটর
54. মানুষের অক্ষিগোলকের আলোকসুবেদী স্তর হল –
(a) ক্লেরা
(b) কোরয়েড
(c) কর্নিয়া
(d) রেটিনা
উত্তরঃ- (d) রেটিনা
55. নিম্নলিখিত কোনটির সঙ্গে সোয়ান কোশ যুক্ত থাকে –
(a) ডেনড্রাইট
(b) অ্যাক্সন
(c) কোশদেহ
(d) সাইন্যাপস
উত্তরঃ- (b) অ্যাক্সন
56. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক –
(a) নেফ্রন
(b) নিউরোগ্লিয়া
(c) নিউরোসাইটন
(d) নিউরোন
উত্তরঃ- (d) নিউরোন
57. পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে –
(a) সাইন্যাপসিস
(b) নিজল
(c) সাইন্যাপস
(d) সাইন্যাপটিক নব
উত্তরঃ- সাইন্যাপস
58. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশ হল –
(a) সুষুম্নাশীর্ষক
(b) থ্যালামাস
(c) গুরুমস্তিষ্ক
(d) লঘুমস্তিষ্ক
উত্তরঃ- (d) লঘুমস্তিষ্ক
59. কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায় এর কারণ নির্ণয় করো –
(a) রড কোশের সংখ্যা বেশি
(b) কোন কোশের সংখ্যা বেশি
(c) কোন কোশ কার্যকর নয়
(d) রডকোশ একেবারেই থাকে না
উত্তরঃ- (a) রড কোশের সংখ্যা বেশি
60. মানুষের রেটিনায় বর্ণগ্রাহক কোশের নাম –
(a) রড কোশ
(b) কোন কোশ
(c) রড ও কোন কোশ
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) কোন কোশ
61. প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর প্রান্ত থেকে নিঃসৃত হয় –
(a) ডোপামিন
(b) অ্যাসিটাইল কোলিন
(c) অ্যাড্রিনালিন
(d) নর-অ্যাড্রিনালিন
উত্তরঃ- (b) অ্যাসিটাইল কোলিন
62. পশ্চাদ্‌মস্তিষ্কের অংশ হল –
(a) ডায়েনসেফালন
(b) মেসেনসেফালন
(c) মেটেনসেফালন
(d) টেলেনসেফালন
উত্তরঃ- (c) মেটেনসেফালন
63. মানুষের চোখের লেন্সের প্রকৃতি –
(a) অবতল
(b) উত্তল
(c) উত্তল ও অবতল
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) উত্তল
64. অগ্রমস্তিষ্কের অংশ হল –
(a) মেসেনসেফালন
(b) ডায়েনসেফালন
(c) মেটেনসেফালন
(d) টেলেনসেফালন
উত্তরঃ- (d) টেলেনসেফালন
65. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মস্তিষ্কের মেরুরসের পরিমাণ প্রায় –
(a) 100ml
(b) 150ml
(c) 200ml
(d) 250ml
উত্তরঃ- (b) 150ml
66. সুষুম্নাকান্ডের গহবরকে বলে –
(a) অলিন্দ
(b) নিলয়
(c) নিউরোসিল
(d) নিউরোহিউমর
উত্তরঃ- (c) নিউরোসিল
67. পরিণত মানুষের মস্তিষ্কের ওজন প্রায় –
(a) 0.36kg
(b) 2.36kg
(c) 1.36kg
(d) 3.36kg
উত্তরঃ- (c) 1.36kg
68. নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয় –
(a) লেন্স
(b) অ্যাকুয়াস হিউমর
(c) ভিট্রিয়াস হিউমর
(d) ফোভিয়া সেন্ট্রালিস
উত্তরঃ- (d) ফোভিয়া সেন্ট্রালিস
69. প্রদত্ত কোনটি সঠিক নয় তা স্থির করো –
(a) ক্লেরা অক্ষিগোলকের গঠনে সাহায্য করে
(b) রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠন করে
(c) লেন্স উপযোজনের মাধ্যমে আলোকরশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে
(d) কর্নিয়া তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে
উত্তরঃ- (d) কর্নিয়া তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে
70. প্রেসবায়োপিয়া সারাতে যে লেন্স ব্যবহৃত হয়, তা হল –
(a) অবতল লেন্স
(b) বাইফোকাল লেন্স
(c) উত্তল লেন্স
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) বাইফোকাল লেন্স
71. হাইপারমেট্রোপিয়া সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্বাচন করো –
(a) লেন্স স্বাভাবিকের চেয়ে পাতলা হওয়ায় প্রতিবিম্বটি রেটিনার পিছনে তৈরি হয়
(b) লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি উত্তল হয়
(c) এক্ষেত্রে কাছের বস্তুকে স্পষ্ট ভাবে দেখা যায়
(d) সবকটি
উত্তরঃ- (a) লেন্স স্বাভাবিকের চেয়ে পাতলা হওয়ায় প্রতিবিম্বটি রেটিনার পিছনে তৈরি হয়

Class 10 Life Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 সাড়াপ্রদান ও ভৌতসমন্বয়-স্নায়ুতন্ত্রর বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Shares:

Related Posts

Class-10-Physical-Science-Chapter-01-MCQ-Answer
Class 10

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ – পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ - পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায়
class-10-geography-chapter-05
Class 10

 Class 10 Geography Chapter 05 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৫ ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় " বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 05 Question Answer  Class 10 Geography Chapter 05
Class 10

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের বাংলা প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024
Class-10-Bangla-Chapter-04-MCQ-Question-Answer
Class 10

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *