Class 10

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 07 Questions Answer

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

১.বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রামমোহন রায়

(ঘ) কাদম্বিনী বসু 

উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২.বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন –

(ক) কাদম্বিনী গাঙ্গুলি

(খ) চন্দ্ৰমুখী বসু

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) সরলাদেবী চৌধুরানি

উত্তরঃ (ক) কাদম্বিনী গাঙ্গুলি

৩. নারীকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ছিল –

(ক) ভারতসভা

 (খ) বামাবোধিনী সভা

(গ) জমিদার সভা

(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

উত্তরঃ  B) বামাবোধিনী সভা

৪. লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন।

(ক) সরলাদেবী চৌধুরানী 

(খ) হেমাঙ্গিনী দাস 

(গ) বীনা দাস 

(ঘ) কুমুদিনী মিত্র

উত্তরঃ  (ক) সরলাদেবী চৌধুরানী

৫. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের অন্যতম মহিলা নেত্রী ছিলেন।

(ক) সরলাদেবী চৌধুরানী 

(খ) বীনা দাস 

(গ) সুনীতি দাস 

(ঘ) মাতঙ্গিনী হাজরা

উত্তরঃ  (ক) সরলাদেবী চৌধুরানী

৬. দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠা হয়-

(ক) ১৯১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে।

৭. ‘ভারতে বিপ্লববাদের জনক ‘ নামে পরিচিত হলেন – 

(ক) বাসুদেব বলবন্ত ফাদকে

(খ) ক্ষুদিরাম বসু 

(গ) সতীশচন্দ্র বসু 

(ঘ) বারীন্দ্রকুমার ঘোষ

উত্তরঃ (ক) বাসুদেব বলবন্ত ফাদকে

৮. ‘দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠাতা-

(ক) বাসন্তী দেবী

(খ) লীলা নাগ (রায়)

(গ) ঊর্মিলা দেবী

(ঘ) বীণা দাস

উত্তরঃ (খ) লীলা নাগ (রায়) ।

৯. কোন্ আন্দোলনে মেদিনীপুরের তমলুক থানা আক্রমণকালে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন মাতঙ্গিনি হাজরা ?

(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে

(খ) অসহযোগ আন্দোলনে

(গ) ভারত ছাড়ো আন্দোলনে

(ঘ) আইন অমান্য আন্দোলনে

উত্তরঃ (গ) ভারত ছাড়ো আন্দোলনে।

১০. মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন–

(ক) তমলুকে 

(খ) সুতাহাটায় 

(গ) বরিশালে 

(ঘ) বীরভূমে

উত্তরঃ  (ক) তমলুকে

১১. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন-

(ক) লর্ড লিটন

(খ) লর্ড রিপন

(গ) লর্ড কার্জন

(ঘ) লর্ড বেন্টিঙ্ক

উত্তরঃ (গ) লর্ড কার্জন।

১২. গুইডালো নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন – 

(ক) বঙ্গভঙ্গ – বিরোধী আন্দোলনে 

(খ) অসহযোগ আন্দোলনে 

(গ) আইন অমান্য আন্দোলনে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে 

উত্তরঃ  (গ) আইন অমান্য আন্দোলনে

১৩. অলিন্দ যুদ্ধে কে নেতৃত্ব দেন?

(ক) বিনয় বসু 

(খ) ক্ষুদিরাম বসু 

(গ) সুভাষ বসু 

(ঘ) সত্যেন বসু

উত্তরঃ (ক) বিনয় বসু

১৪. বেঙ্গল ভলান্টিয়ার্স’ গঠিত হয়

(ক) ১৯২৭ খ্রিস্টাব্দে 

(খ) ১৯১৬ খ্রিস্টাব্দে 

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

১৫. ‘ভয়েস অফ ফ্রিডম ‘ প্রতিষ্ঠিত হয় –

(ক) বঙ্গভঙ্গ আন্দোলনকালে 

(খ) অসহযোগ আন্দোলনকালে 

(গ) আইন অমান্য আন্দোলনকালে 

(ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে 

উত্তরঃ (ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে

১৬. বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের

(ক) ১৬ অক্টোবর 

(খ) ২৬ জুন 

(গ) ১৫ আগস্ট 

(ঘ) ২৬ জানুয়ারি

উত্তরঃ  (ক) ১৬ অক্টোবর

১৭. ইয়ং ইন্ডিয়া’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(ক) সি আর দাস 

(খ) নেহরু 

(গ) ভগত সিং 

(ঘ) গান্ধীজি

উত্তরঃ  (ঘ) গান্ধীজি

১৮. ‘সুপ্রভাত ‘ পত্রিকা সম্পাদনা করেন— 

(ক) স্বর্ণকুমারী দেবী 

(খ) কুমুদিনী মিত্র

(গ) সরলাদেবী চৌধুরানি 

(ঘ) লীলা নাগ ( রায় ) 

উত্তরঃ (খ) কুমুদিনী মিত্র

১৯. বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের—

(ক) ১৬ অক্টোবর 

(খ) ২৬ জুন 

(গ) ১৫ আগস্ট 

(ঘ) ২৬ জানুয়ারি

উত্তরঃ  (ক) ১৬ অক্টোবর

২০. ‘ভারতমাতা ‘ ছবিটি আঁকেন— 

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর 

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) নন্দলাল বসু

উত্তরঃ  B) অবনীন্দ্রনাথ ঠাকুর

২১. ইয়ং ইন্ডিয়া’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(ক) সি আর দাস 

(খ) নেহরু 

(গ) ভগত সিং 

(ঘ) গান্ধীজি

উত্তরঃ  (ঘ) গান্ধীজি

২২. অহিংস অসহযোগ আন্দোলন ঘোষিত হয়।

(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে 

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে 

(গ) ১৯২২ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ  (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

২৩. কোন বাঙালি নারী অহিংস অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন?

(ক) বাসন্তী জানা 

(খ) বাসন্তী রায় 

(গ) বাসন্তী দাশ 

(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার

উত্তরঃ  (গ) বাসন্তী দাশ

২৪. গান্ধিবুড়ি’ বলা হয়—

(ক) মাতঙ্গিনী হাজরাকে 

(খ) সরলাদেবীকে 

(গ) বাসন্তী দেবীকে 

(ঘ) সরোজিনী নাইডুকে

উত্তরঃ  (ক) মাতঙ্গিনী হাজরাকে

২৫. কোন মহিলা কংগ্রেসের নেত্রী রেডিয়োতে প্রচার করতেন?

(ক) বাসন্তী দেবী 

(খ) উষা মেহতা 

(গ) কনকলতা 

(ঘ) অরুণা আসফ আলি

উত্তরঃ  (খ) উষা মেহতা

২৬. স্বদেশি আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন –

(ক) পদ্মজা নাইডু 

(খ) সরোজিনী নাইডু 

(গ) অরুণা আসফ আলি 

(ঘ) সরলাদেবী চৌধুরানি 

উত্তরঃ D) সরলাদেবী চৌধুরানি

২৭. ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন—

(ক) স্বর্ণকুমারী দেবী

(খ) সুনয়নী দেবী

(গ) সরলা দেবী চৌধুরানি

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ (গ) সরলা দেবী চৌধুরানি ।

২৮. ‘নারী কর্মমন্দির’-এর প্রতিষ্ঠাতা করেন-

(ক) বীণা দাস

(খ) লীলা নাগ (রায়)

(গ) উর্মিলা দেবী

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ (গ) উর্মিলা দেবী।

২৯. ‘বন্দে মাতরম্ ‘ মন্ত্র উচ্চারণ করার অপরাধে বেত্রাঘাতে জর্জরিত হন— 

(ক) সূর্য সেন 

(খ) অনন্ত সিংহ 

(গ) গণেশ ঘোষ 

(ঘ) সুশীল সেন 

উত্তরঃ (ঘ) সুশীল সেন 

৩০.  ভারতের প্রথম ছাত্রী সংগঠনটি হল-

(ক) নারী সেবা সংঘ

(খ) স্বদেশি স্টোর্স

(গ) নারী শিক্ষা মন্দির

(ঘ) দীপালি ছাত্রী সংঘ

উত্তরঃ (ঘ) দীপালি ছাত্রী সংঘ।

৩১. আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন –

(ক) ভোগেশ্বরী ফুকোননী

(খ) কনকলতা বড়ুয়া 

(গ) রানি গুইডালো 

(ঘ) অমৃত কাউর রানী

উত্তরঃ  (গ) রানি গুইডালো

৩২. ‘ভয়েস অফ ফ্রিডম ‘ প্রতিষ্ঠিত হয় –

(ক) বঙ্গভঙ্গ আন্দোলনকালে 

(খ) অসহযোগ আন্দোলনকালে 

(গ) আইন অমান্য আন্দোলনকালে 

(ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে 

উত্তরঃ  (ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে

৩৩. ভারতছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন –

(ক) সরোজিনী নাইডু 

(খ) ঊষা মেহতা 

(গ) সুচেতা কৃপালিনী 

(ঘ) অরুণা আসফ আলি 

উত্তরঃ (খ) ঊষা মেহতা

৩৪. মাতঙ্গিনী হাজরা ‘ ভারতছাড়ো ‘ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে – 

(ক) তমলুক 

(খ) বরিশাল 

(গ) সুতাহাটা

(ঘ) পুরুলিয়া

উত্তরঃ  (ক) তমলুক 

 ৩৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন?

(ক) সূর্য সেন 

(খ) সুভাষচন্দ্র বসু 

(গ) ক্ষুদিরাম বসু 

(ঘ) বিনয় বসু

উত্তরঃ  (ক) সূর্য সেন

৩৬. ১৯৪২ – এর আন্দোলনে উল্লেখযোগ্য নেতৃত্ব দেন—  

(ক) অরুণা আসফ আলি 

(খ) ঊষা মেহ্তা 

(গ) মাতঙ্গিনী হাজরা 

(ঘ) এঁদের সকলেই 

উত্তরঃ (ঘ) এঁদের সকলেই

৩৭. ‘ভারতে বিপ্লববাদের জননী ‘ বলা হয় – 

(ক) সরোজিনী নাইডুকে 

(খ) ভিখাজী রুস্তম কামাকে

(গ) মাতঙ্গিনী হাজরাকে

(ঘ) অরুণা আসফ আলিকে

উত্তরঃ  (খ) ভিখাজী রুস্তম কামাকে

৩৮. গুইডালো নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন – 

(ক) বঙ্গভঙ্গ – বিরোধী আন্দোলনে 

(খ) অসহযোগ আন্দোলনে 

(গ) আইন অমান্য আন্দোলনে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে 

উত্তরঃ (গ) আইন অমান্য আন্দোলনে

৩৯. লীলা রায় সম্পাদিত ‘ জয়শ্রী ‘ পত্রিকা প্রকাশিত হয়— 

(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে 

উত্তরঃ  (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে

৪০. ‘অরন্ধন’ দিবস পালনের আবেদন জানান-

(ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) ভূদেব মুখোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

৪১. ‘মিলন মন্দির’ বা ফেডারেশন হল স্থাপন করেন-

(ক) আনন্দমোহন বসু

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ (ক) আনন্দমোহন বসু।

৪২. দীপালি সংঘের মুখপত্র ছিল— 

(খ) ভারতী

(খ) বেণু

(গ) সুপ্রভাত

(ঘ) জয়শ্রী 

উত্তরঃ  (ঘ) জয়শ্রী 

৪৩. ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন-

(ক) কল্পনা দত্ত

(খ) লীলা নাগ (রায়)

(গ) সরোজিনী নাইডু

(ঘ) ঊর্মিলা দেবী

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু ।

৪৪. লীলা রায় সম্পাদিত ‘ জয়শ্রী ‘ পত্রিকা প্রকাশিত হয়— 

(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে 

উত্তরঃ  (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে

৪৫.  ‘ভারত ছাড়ো ‘ আন্দোলনে গান্ধিজি ধ্বনি তোলেন— 

(ক) করেঙ্গে ইয়া মরেঙ্গে 

(খ) দিল্লি চলো 

(গ) সাইমন গো ব্যাক 

(ঘ) ইনক্লাব জিন্দাবাদ 

উত্তরঃ  (ক) করেঙ্গে ইয়া মরেঙ্গে

৪৬. ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ ছিলেন-

(ক) মাতঙ্গিনি হাজরা

(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(গ) কল্পনা দত্ত

(ঘ) লীলা নাগ (রায়)

উত্তরঃ (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার।

৪৭. অলিন্দ যুদ্ধে কে নেতৃত্ব দেন?

(ক) বিনয় বসু 

(খ) ক্ষুদিরাম বসু 

(গ) সুভাষ বসু 

(ঘ) সত্যেন বসু

উত্তরঃ  (ক) বিনয় বসু

৪৮. দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠা হয়-

(ক) ১৯১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে।

৪৯. ‘ভারতে বিপ্লববাদের জনক ‘ নামে পরিচিত হলেন – 

(ক) বাসুদেব বলবন্ত ফাদকে

(খ) ক্ষুদিরাম বসু 

(গ) সতীশচন্দ্র বসু 

(ঘ) বারীন্দ্রকুমার ঘোষ

উত্তরঃ  (ক) বাসুদেব বলবন্ত ফাদকে

৫০. ‘দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠাতা-

(ক) বাসন্তী দেবী

(খ) লীলা নাগ (রায়)

(গ) ঊর্মিলা দেবী

(ঘ) বীণা দাস

উত্তরঃ (খ) লীলা নাগ (রায়) ।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান – 1)

১. ‘ভারতমাতার ’ চিত্রটি কে অঙ্কন করেন ? 

উত্তরঃ  অবনীন্দ্রনাথ ঠাকুর ‘ ভারতমাতার ’ চিত্রটি অঙ্কন করেন । 

২. বাসন্তী দেবী কে ছিলেন?

উত্তরঃ  বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী

৩. দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  লীলা নাগ ।

৪. রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  সরোজিনী নাইডু ।

৫. লক্ষ্মীর ভাণ্ডার’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  সরলাদেবী চৌধুরানী

৬. আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটি ছিল ?

উত্তরঃ  মেদিনীপুর ।

৭. রশিদ আলি কে ছিলেন?

উত্তরঃ  রশিদ আলি ছিলেন ব্রিটিশ সেনাদলের হাতে বন্দি আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।

৮. কলকাতায় ‘ রশিদ আলি দিবস ‘ কবে পালিত হয় ।

উত্তরঃ  কলকাতায় ‘ রশিদ আলি দিবস ‘ পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি ।

৯. সত্যশোধক সমাজ ‘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে ।

১০. দলিতদের ‘ হরিজন ‘ নামে কে অভিহিত করেন ?

উত্তরঃ  দলিতদের ‘ হরিজন ‘ নামে অভিহিত করেন মহাত্মা গান্ধি ।

১১. সাম্প্রদায়িক বাঁটোয়ারা চুক্তি ( ১৯৩২ খ্রি . ) কে প্রবর্তন করেন ?

উত্তরঃ  সাম্প্রদায়িক বাঁটোয়ারা চুক্তি ( ১৯৩২ খ্রি . ) প্রবর্তন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড।

১২. গান্ধির কাছে ‘ হরিজন ‘ কথার অর্থ কী ?

উত্তরঃ  গান্ধির কাছে হরিজন কথার অর্থ ছিল ঈশ্বরের সন্তান ।

১৩. বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ?

উত্তরঃ  বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর । 

১৪. কে বঙ্গভঙ্গ কার্যকরের দিন ‘ অরন্ধন ‘ পালনের আহ্বান জানান ? 

উত্তরঃ  বঙ্গভঙ্গ কার্যকরের দিন ‘ অরন্ধন ’ পালনের আহ্বান জানান রামেন্দ্রসুন্দর ত্রিবেদী । 

১৬. ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম শহিদের নাম কী?

উত্তরঃ  ক্ষুদিরাম বসু।

১৭. কার্লাইল কে ছিলেন?

উত্তরঃ  বাংলা সরকারের মুখ্যসচিব।

১৮. কে স্বদেশি আন্দোলনকালে গোপনে বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখতেন ও সরবরাহ করতেন ? 

উত্তরঃ ননীবালা দেবী স্বদেশি আন্দোলনকালে গোপনে বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখতেন ও সরবরাহ করতেন। 

১৯. ‘ভারত স্ত্রী মহামণ্ডল ‘ কবে প্রতিষ্ঠিত হয় ? 

উত্তরঃ  ‘ ভারত স্ত্রী মহামণ্ডল ’ প্রতিষ্ঠিত হয় ১৯১১ খ্রিস্টাব্দে । 

২০. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ‘ কে রচনা করেন ? 

উত্তরঃ  ‘ বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ’ রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী । 

২১. অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  শচীন্দ্রপ্রসাদ বসু।

২২. জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী কবে গঠিত হয়?

উত্তরঃ  ১৯২৮ খ্রিস্টাব্দে।

২৩. নারীকল্যাণমূলক দুটি পত্রিকার নাম লেখো । 

উত্তরঃ  নারীকল্যাণমূলক দুটি পত্রিকা ‘ বামাবোধিনী পত্রিকা ‘ এবং ‘ জয়শ্রী পত্রিকা ‘ । 

২৪. বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখো।

উত্তরঃ  যুগান্তর সমিতি ও অনুশীলন সমিতি।

২৫. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  মাস্টারদা সূর্য সেন।

২৬. কুমুদিনী মিত্র কে ছিলেন ? 

উত্তরঃ  কুমুদিনী মিত্র ছিলেন স্বদেশি আন্দোলনের নেতা কৃষ্ণকুমার মিত্রের কন্যা । 

২৭. ‘সুপ্রভাত ‘ পত্রিকাটি কে সম্পাদনা করেন ?

উত্তরঃ  ‘ সুপ্রভাত ‘ পত্রিকাটি সম্পাদনা করেন কুমুদিনী মিত্র । 

২৮. ফেডারেশন হলের ভিত্তি করে স্থাপিত হয় ? 

উত্তরঃ  ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর । 

২৯. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  হেমচন্দ্র ঘোষ।

৩০.  অলিন্দ যুদ্ধ কখন হয়?

উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।

৩১. স্বদেশি আন্দোলনকালে কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করলে কী উপাধি পেতেন ? 

উত্তরঃ স্বদেশি আন্দোলনকালে কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করলে ‘ বঙ্গলক্ষ্মী ‘ উপাধি পেতেন।

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 – ইতিহাসের ধারণা – এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 - ইতিহাসের ধারণা - এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের
class-10-geography-chapter-04-question-answer
Class 10

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায় "বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 04 Question Answer Class 10 Geography Chapter 04 Question Answer
Class 10

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৩ – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 - প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়
Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *