Class 10

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

1. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি চালু করেন – 

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

2. ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ (AGrammar of the Bengali Language) এর লেখকহলেন— 

(ক) পঞ্চানন কর্মকার 

(খ) হ্যালহেড 

(গ) উইলকিন্স

(ঘ) ওয়ারেন হেস্টিংস 

Ans : (খ) হ্যালহেড 

3. শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০খ্রিঃ) স্থাপন করেন—

(ক) উইলিয়াম কেরি 

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স 

Ans : (ক) উইলিয়াম কেরি 

4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল – 

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন 

(গ) দিগদর্শন 

(ঘ) সংবাদ কৌমুদী

Ans : (গ) দিগদর্শন 

5. ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন ও মাসিক পত্রিকা সমাচার দর্পন-এর সম্পাদক ছিলেন — 

(ক) উইলিয়াম কেরি

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স

Ans : (খ) মার্শম্যান 

6.  বাঙালি প্রথম মুদ্রাকর ও প্রকাশক হলেন —

(ক) গঙ্গাকিশাের 

(খ) পঞ্চানন কর্মকার 

(গ) উপেন্দ্র কিশাের 

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

Ans : (ক) গঙ্গাকিশাের 

7. ভারতে প্রথম ছাপাখানা কারা গড়ে তােলেন (ভারতের গােয়াতে) —-

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা 

(গ) পর্তুগীজরা

(ঘ) ভারতীয়রা

Ans : (গ) পর্তুগীজরা

8. ইউ.এন.রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –

(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে 

(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার ব্যাপারে 

(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

Ans : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

9. ‘সন্দেশ’ পত্রিকার (১৯১৩ খ্রিঃ) সম্পাদক কে ছিলেন।—-

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

10. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা (IACS) কবে প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮৭০ খ্রিঃ

(খ) ১৮৭৬ খ্রিঃ

(গ) ১৯০১ খ্রিঃ

(ঘ) ১৯১৭ খ্রিঃ

Ans : (খ) ১৮৭৬ খ্রিঃ

11. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা করেন – 

(ক) রাধানাথ শিকদার

(খ) প্রমথনাথ বসু 

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বস

Ans : (ঘ) জগদীশচন্দ্র বস

12. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন –

(ক) রাধানাথ শিকদার 

(খ) প্রমথনাথ বসু

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বসু 

Ans : (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

13. জাতীয় সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন?

(ক) ব্রজেন্দ্রনাথ শীল 

(খ) ব্রাডফোর্ড লেমলি 

(গ) নীলরতন সরকার 

(ঘ) প্রফুল্লচন্দ্র রায় 

Ans : (গ) নীলরতন সরকার 

14. মুদ্রণ ব্যবস্থার ধাত্রী’বলা হয় ? 

(ক) ভারতকে

(খ) চিনকে 

(গ) ইংল্যান্ডকে 

(ঘ) পর্তুগালকে

Ans : (খ) চিনকে 

15. ৮৩৮ খ্রিষ্টাব্দেচিনে প্রকাশিত বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ হল – 

(ক) হীরক সূত্র

(খ) বেঙ্গল গেজেট 

(গ) দিগদর্শন।

(ঘ) সমাচার দর্পণ

Ans : (ক) হীরক সূত্র

16. বাংলা মুদ্রণ শিল্পের জনকহলেন—

অথবা, কেবাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন। 

(ক) গুটেনবার্গ

(খ) পানন কর্মকার 

(গ) উইলকিন্স 

(ঘ) হিকি

Ans : (গ) উইলকিন্স 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: ১৯৪৮ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু । 

2. বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা কবে হয়েছিল ?

Ans: ১৯২১ খ্রিস্টাব্দে । 

3. সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন কে ? 

Ans: সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার । 

4. কারা ‘ শ্রীরামপুর ত্রয়ী ’ নামে পরিচিত ? 

Ans: উইলিয়াম কেরি , জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ শ্রীরামপুর ত্রয়ী ‘ নামে পরিচিত । 

5. বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ? 

Ans: ১৯৫১ সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় । 

6. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বইয়ের নাম লেখো । 

Ans: ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বই হিতোপদেশ । কলিকাতা 

7. বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ?

Ans: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় । 

8. স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্যের নাম লেখো । 

Ans: স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য রাধাকান্ত দেব । 

9. ভারতীয় উদ্যোগে কোথায় প্রথম ছাপাখানা গড়ে 

Ans: ভারতীয় উদ্যোগে প্রথম ছাপাখানা খিদিরপুরে গড়ে ওঠে । 

10.বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ কে লেখেন ? 

Ans: বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ জন ম্যাক লেখেন ।

11.‘ এনকোয়ারার ‘ পত্রিকার সম্পাদক কে ?

Ans: ‘ এনকোয়ারার ’ পত্রিকার সম্পাদক ডিরোজিও । 

12.ডিরোজিও – র দু’জন অনুগামীর নাম লেখো ।

Ans: ডিরোজিও – র দু’জন অনুগামী হলেন রামতনু লাহিড়ি , রসিককৃয় মল্লিক । 

13.‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?

Ans:  ‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন ।

14.কলকাতায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: জেমস অগাস্টাস হিকি । 

15.ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । 

16.বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়েছিল ? 

Ans: জেমস অগাস্টাস হিকি । 

17.গোয়াতে পোর্তুগিজরা কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ? 

Ans: 1556 খ্রিস্টাব্দে । 

18. অ্যান্ড্রুজ সাহেব কবে ছাপাখানা গড়ে তোলেন ? 

Ans: 1778 খ্রিস্টাব্দে । 

19. ইতিহাসমালা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল ? 

Ans: 1812 খ্রিস্টাব্দে । 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

1. শিক্ষাবিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল ? 

Ans: বিবেকানন্দের মতে , ঔপনিবেশিকরা কখনোই সমাজের সকল শ্রেণির মানুষের শিক্ষার ব্যবস্থা করবে না । তাই তিনি চেয়েছিলেন গণশিক্ষা । 

2. হিকির ‘ বেঙ্গল গেজেট ‘ পত্রিকা প্রকাশের দু’টি উদ্দেশ্য লেখো । 

Ans: 1) ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন । 2) বাংলায় ছাপাখানা শিল্পের প্রসার ঘটানো । 

3. তারকনাথ পালিত স্মরণীয় কেন ? 

অথবা , কবে , কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ? 

Ans: 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় । এ কারণে তিনি আজও স্মরণীয় । 

4. কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন ? 

Ans: বাঙালি তথা ভারতীয়দের স্বনির্ভর করে তোলার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন । 

5. জাতীয় শিক্ষা পরিষদ কবে , কেন প্রতিষ্ঠিত হয় ? 

Ans: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশি ভাবনার প্রসার এবং ঔপনিবেশিক শিক্ষার বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় । 

6. কার্লাইল সার্কুলার কী ?

Ans: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রসমাজকে দূরে সরিয়ে রাখার জন্য 1905 খ্রিস্টাব্দে আর.ডব্লু . কার্লাইল একটি দমনমূলক আইন জারি করেন যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত । 

7. ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল ? 

Ans: পোর্তুগিজরা ভারতে প্রথম মুদ্রণযন্ত্রের প্রচলন করেছিল । দেশীয় হরফের দ্বারা পোর্তুগিজরা ভারতীয় মুদ্রণযন্ত্রের প্রথম আবিষ্কার ( 1556 খ্রিস্টাব্দে ) করে । 

রচনাধর্মী প্রশ্ন : 

1. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর অবদান আলোচনা করো ।

2. বিজ্ঞানচর্চায় ‘বসু বিজ্ঞান মন্দির’ ও ‘কলকাতা বিজ্ঞান কলেজ’-এর অবদান উল্লেখ করো ।

3. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

4. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা     করো । রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?

5. ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো ।

অনুরূপ প্রশ্ন : উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো ।

6. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

নিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

Class-10-Physical-Science-Chapter-01-MCQ-Answer
Class 10

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ – পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ - পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায়
class-10-physical-science-chapter-03-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৩ – রাসায়নিক গননা প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গননা এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 03 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ইতিহাসের ধারণাএই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর প্রথম অধ্যায়ের বেশ
Class 10

Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *