Class 10

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

1. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি চালু করেন – 

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

2. ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ (AGrammar of the Bengali Language) এর লেখকহলেন— 

(ক) পঞ্চানন কর্মকার 

(খ) হ্যালহেড 

(গ) উইলকিন্স

(ঘ) ওয়ারেন হেস্টিংস 

Ans : (খ) হ্যালহেড 

3. শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০খ্রিঃ) স্থাপন করেন—

(ক) উইলিয়াম কেরি 

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স 

Ans : (ক) উইলিয়াম কেরি 

4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল – 

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন 

(গ) দিগদর্শন 

(ঘ) সংবাদ কৌমুদী

Ans : (গ) দিগদর্শন 

5. ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন ও মাসিক পত্রিকা সমাচার দর্পন-এর সম্পাদক ছিলেন — 

(ক) উইলিয়াম কেরি

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স

Ans : (খ) মার্শম্যান 

6.  বাঙালি প্রথম মুদ্রাকর ও প্রকাশক হলেন —

(ক) গঙ্গাকিশাের 

(খ) পঞ্চানন কর্মকার 

(গ) উপেন্দ্র কিশাের 

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

Ans : (ক) গঙ্গাকিশাের 

7. ভারতে প্রথম ছাপাখানা কারা গড়ে তােলেন (ভারতের গােয়াতে) —-

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা 

(গ) পর্তুগীজরা

(ঘ) ভারতীয়রা

Ans : (গ) পর্তুগীজরা

8. ইউ.এন.রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –

(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে 

(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার ব্যাপারে 

(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

Ans : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

9. ‘সন্দেশ’ পত্রিকার (১৯১৩ খ্রিঃ) সম্পাদক কে ছিলেন।—-

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

10. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা (IACS) কবে প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮৭০ খ্রিঃ

(খ) ১৮৭৬ খ্রিঃ

(গ) ১৯০১ খ্রিঃ

(ঘ) ১৯১৭ খ্রিঃ

Ans : (খ) ১৮৭৬ খ্রিঃ

11. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা করেন – 

(ক) রাধানাথ শিকদার

(খ) প্রমথনাথ বসু 

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বস

Ans : (ঘ) জগদীশচন্দ্র বস

12. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন –

(ক) রাধানাথ শিকদার 

(খ) প্রমথনাথ বসু

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বসু 

Ans : (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

13. জাতীয় সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন?

(ক) ব্রজেন্দ্রনাথ শীল 

(খ) ব্রাডফোর্ড লেমলি 

(গ) নীলরতন সরকার 

(ঘ) প্রফুল্লচন্দ্র রায় 

Ans : (গ) নীলরতন সরকার 

14. মুদ্রণ ব্যবস্থার ধাত্রী’বলা হয় ? 

(ক) ভারতকে

(খ) চিনকে 

(গ) ইংল্যান্ডকে 

(ঘ) পর্তুগালকে

Ans : (খ) চিনকে 

15. ৮৩৮ খ্রিষ্টাব্দেচিনে প্রকাশিত বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ হল – 

(ক) হীরক সূত্র

(খ) বেঙ্গল গেজেট 

(গ) দিগদর্শন।

(ঘ) সমাচার দর্পণ

Ans : (ক) হীরক সূত্র

16. বাংলা মুদ্রণ শিল্পের জনকহলেন—

অথবা, কেবাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন। 

(ক) গুটেনবার্গ

(খ) পানন কর্মকার 

(গ) উইলকিন্স 

(ঘ) হিকি

Ans : (গ) উইলকিন্স 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: ১৯৪৮ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু । 

2. বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা কবে হয়েছিল ?

Ans: ১৯২১ খ্রিস্টাব্দে । 

3. সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন কে ? 

Ans: সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার । 

4. কারা ‘ শ্রীরামপুর ত্রয়ী ’ নামে পরিচিত ? 

Ans: উইলিয়াম কেরি , জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ শ্রীরামপুর ত্রয়ী ‘ নামে পরিচিত । 

5. বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ? 

Ans: ১৯৫১ সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় । 

6. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বইয়ের নাম লেখো । 

Ans: ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বই হিতোপদেশ । কলিকাতা 

7. বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ?

Ans: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় । 

8. স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্যের নাম লেখো । 

Ans: স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য রাধাকান্ত দেব । 

9. ভারতীয় উদ্যোগে কোথায় প্রথম ছাপাখানা গড়ে 

Ans: ভারতীয় উদ্যোগে প্রথম ছাপাখানা খিদিরপুরে গড়ে ওঠে । 

10.বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ কে লেখেন ? 

Ans: বাংলা ভাষায় প্রথম রসায়ন বিষয়ক গ্রন্থ জন ম্যাক লেখেন ।

11.‘ এনকোয়ারার ‘ পত্রিকার সম্পাদক কে ?

Ans: ‘ এনকোয়ারার ’ পত্রিকার সম্পাদক ডিরোজিও । 

12.ডিরোজিও – র দু’জন অনুগামীর নাম লেখো ।

Ans: ডিরোজিও – র দু’জন অনুগামী হলেন রামতনু লাহিড়ি , রসিককৃয় মল্লিক । 

13.‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?

Ans:  ‘ কেসকোগ্রাফ ’ যন্ত্রটি আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন ।

14.কলকাতায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: জেমস অগাস্টাস হিকি । 

15.ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । 

16.বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়েছিল ? 

Ans: জেমস অগাস্টাস হিকি । 

17.গোয়াতে পোর্তুগিজরা কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ? 

Ans: 1556 খ্রিস্টাব্দে । 

18. অ্যান্ড্রুজ সাহেব কবে ছাপাখানা গড়ে তোলেন ? 

Ans: 1778 খ্রিস্টাব্দে । 

19. ইতিহাসমালা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল ? 

Ans: 1812 খ্রিস্টাব্দে । 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

1. শিক্ষাবিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল ? 

Ans: বিবেকানন্দের মতে , ঔপনিবেশিকরা কখনোই সমাজের সকল শ্রেণির মানুষের শিক্ষার ব্যবস্থা করবে না । তাই তিনি চেয়েছিলেন গণশিক্ষা । 

2. হিকির ‘ বেঙ্গল গেজেট ‘ পত্রিকা প্রকাশের দু’টি উদ্দেশ্য লেখো । 

Ans: 1) ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন । 2) বাংলায় ছাপাখানা শিল্পের প্রসার ঘটানো । 

3. তারকনাথ পালিত স্মরণীয় কেন ? 

অথবা , কবে , কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ? 

Ans: 1906 খ্রিস্টাব্দের 25 জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় । এ কারণে তিনি আজও স্মরণীয় । 

4. কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন ? 

Ans: বাঙালি তথা ভারতীয়দের স্বনির্ভর করে তোলার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন । 

5. জাতীয় শিক্ষা পরিষদ কবে , কেন প্রতিষ্ঠিত হয় ? 

Ans: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশি ভাবনার প্রসার এবং ঔপনিবেশিক শিক্ষার বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় । 

6. কার্লাইল সার্কুলার কী ?

Ans: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রসমাজকে দূরে সরিয়ে রাখার জন্য 1905 খ্রিস্টাব্দে আর.ডব্লু . কার্লাইল একটি দমনমূলক আইন জারি করেন যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত । 

7. ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল ? 

Ans: পোর্তুগিজরা ভারতে প্রথম মুদ্রণযন্ত্রের প্রচলন করেছিল । দেশীয় হরফের দ্বারা পোর্তুগিজরা ভারতীয় মুদ্রণযন্ত্রের প্রথম আবিষ্কার ( 1556 খ্রিস্টাব্দে ) করে । 

রচনাধর্মী প্রশ্ন : 

1. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এর অবদান আলোচনা করো ।

2. বিজ্ঞানচর্চায় ‘বসু বিজ্ঞান মন্দির’ ও ‘কলকাতা বিজ্ঞান কলেজ’-এর অবদান উল্লেখ করো ।

3. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

4. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা     করো । রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?

5. ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো ।

অনুরূপ প্রশ্ন : উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো ।

6. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

নিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

Class 10 History Chapter 05 MCQ & SAQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৫ – বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ইতিহাসের ধারণাএই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর প্রথম অধ্যায়ের বেশ
class-10-physical-science-chapter-07-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 07 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৭ – পরমাণুর নিউক্লিয়াস প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর সপ্তম অধ্যায় অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 7 MCQ
class-10-geography-chapter-05
Class 10

 Class 10 Geography Chapter 05 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৫ ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় " বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 05 Question Answer  Class 10 Geography Chapter 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *