Class 10

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৩ – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর বেশ কিছু সত্য অথবা মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 03 Multiple Choice Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ -এর বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

বিপ্লব কথার অর্থ হল –
(A) ধীর পরিবর্তন
(B) আমূল পরিবর্তন
(C) পরিবর্তন
(D) কোনোটিই নয়
Answer: (B) আমূল পরিবর্তন

2. আরণ্যক আদিবাসীদের বিদ্রোহকে ‘অশান্ত অরণ্য জীবন’ বলেছেন –
(A) দীপেশ চক্রবর্তী
(B) জ্ঞান পাণ্ডে
(C) রামচন্দ্র গুহ
(D) গৌতম ভদ্র
Answer: (C) রামচন্দ্র গুহ

3. ভারতবর্ষের বনজ সম্পদের ওপরে ব্রিটিশদের নজর পড়ে—
(A) ১৮০২ খ্রিস্টাব্দে
(B) ১৮০৪ খ্রিস্টাব্দে
(C) ১৮০৬ খ্রিস্টাব্দে
(D) ১৮০৮ খ্রিস্টাব্দে
Answer: (C) ১৮০৬ খ্রিস্টাব্দে

4. ব্রিটিশ সরকার ‘অরণ্য আইন’ জারি করে –
(A) ১৮৬১ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৩ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৬৫ খ্রিস্টাব্দে

5. ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –
(A) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৬৫ খ্রিস্টাব্দে

6. ১৮৬৫ সালের ‘অরণ্য আইন’কে জোরদার করা হয় –
(A) ১৮৭২ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Answer: (D) ১৮৭৮ খ্রিস্টাব্দে

7. ব্রিটিশ কর্তৃপক্ষ অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন –
(A) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৭২ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৭০ খ্রিস্টাব্দে
Answer: (A) ১৮৬৫ খ্রিস্টাব্দে

8. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
(A) দুটি স্তরে
(B) চারটি স্তরে
(C) তিনটি স্তরে
(D) পাঁচটি স্তরে
Answer: (C) তিনটি স্তরে

9. ‘সংরক্ষিত’ বনভূমি ছিল—
(A) সরকারের অধীনে
(B) ব্যবসায়ীদের অধীনে
(C) উপজাতিদের অধীনে
(D) প্রহরীদের অধীনে
Answer: (A) সরকারের অধীনে

10. ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে সরকারের অধীনে চলে আসে বনভূমির—
(A) ২০ শতাংশ
(B) ৬০ শতাংশ
(C) ৪০ শতাংশ
(D) ৮০ শতাংশ
Answer: (A) ২০ শতাংশ

11. দামিন-ই-কোহ অঞ্চলটি বর্তমান কোথায়?
(A) ঝাড়গ্রাম
(B) ঝাড়খণ্ড
(C) সিংভূম
(D) চুয়াড়মহল
Answer: (B) ঝাড়খণ্ড

12. ‘দিকু’ কথার অর্থ –
(A) স্বদেশি ব্যবসায়ী
(B) নীল ব্যবসায়ী
(C) ব্রিটিশ ব্যবসায়ী
(D) বহিরাগত ব্যবসায়ী
Answer: (D) বহিরাগত ব্যবসায়ী

13. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন –
(A) সিধু ও কানু
(B) বিরসা মুন্ডা
(C) দুর্জন সিং
(D) টিক্কা মাঞ্জি
Answer: (A) সিধু ও কানু

14. সাঁওতাল বিদ্রোহের মূল কারণ ছিল—
(A) অত্যাচারী পুলিশ ও নীলকর
(B) বনগোমস্তা ও জমিদার
(C) ঋণদাতার অত্যাচার
(D) অত্যাচারী সরকার
Answer: (C) ঋণদাতার অত্যাচার

15. সিধু, কানু ছিলেন কোন বিদ্রোহের নেতা –
(A) মুন্ডা বিদ্রোহ
(B) সাঁওতাল বিদ্রোহ
(C) কোল বিদ্রোহ
(D) চুয়াড় বিদ্রোহ
Answer: (B) সাঁওতাল বিদ্রোহ

16. মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হত –
(A) চুয়াড়মহল
(B) জলমহল
(C) খাসমহল
(D) জঙ্গলমহল
Answer: (D) জঙ্গলমহল

17. সাঁওতাল বিদ্রোহ কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল ?
(A) জঙ্গলমহল
(B) মেদিনীপুর
(C) ভীলমহল
(D) দামিন-ই-কোহ
Answer: (D) দামিন-ই-কোহ

18. ব্র্যাডলি বার্চের মতে সাঁওতাল বিদ্রোহ ছিল—
(A) ‘সিপাহি বিদ্রোহ’
(B) ‘বীর জোয়ানদের যুদ্ধ’
(C) ‘চাষিদের বিদ্রোহ’
(D) ‘বীর সাহসী জনতার যুদ্ধ’
Answer: (C) ‘চাষিদের বিদ্রোহ’

19. পাইক সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল—
(A) চুয়াড় বিদ্রোহে
(B) কোল বিদ্রোহে
(C) সাঁওতাল বিদ্রোহে
(D) মুন্ডা বিদ্রোহে
Answer: (A) চুয়াড় বিদ্রোহে

20. দামিন-ই-কোহ এলাকা সাঁওতাল বিদ্রোহে উত্থাপিত হয়েছিল—
(A) ১৮৫১ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে
Answer: (B) ১৮৫৫ খ্রিস্টাব্দে

21. ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চ পরিচালনার জন্য নিযুক্ত করেন ?
(A) জর্জ এভারেস্ট
(B) ডেইট্রিক ব্রান্ডিস
(C) জেমস ক্লার্ক
(D) ডবলিউ হান্টার
Answer: (B) ডেইট্রিক ব্রান্ডিস

22. চুয়াড়রা মূলত বাস করত বাংলার—
(A) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়
(B) দিনাজপুর জেলায়
(C) মালদহ জেলায়
(D) নদিয়া জেলার জঙ্গলমহলে
Answer: (A) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়

23. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল –
(A) কোল বিদ্রোহ
(B) রংপুর বিদ্রোহ
(C) ভিল বিদ্রোহ
(D) চুয়াড় বিদ্রোহ
Answer: (D) চুয়াড় বিদ্রোহ

24. দুর্জন সিং ছিলেন –
(A) কোল বিদ্রোহের নেতা
(B) সাঁওতাল বিদ্রোহের নেতা
(C) মুন্ডা বিদ্রোহের নেতা
(D) চুয়াড় বিদ্রোহের নেতা
Answer: (D) চুয়াড় বিদ্রোহের নেতা

25. পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম –
(A) খাস জমি
(B) নিলামি জমি
(C) তালুক জমি
(D) পাইকান জমি
Answer: (D) পাইকান জমি

26. চুয়াড় বিদ্রোহ কটি ভাগে বিভক্ত ছিল ?
(A) ২ টি ভাগে
(B) ৪ টি ভাগে
(C) ৬ টি ভাগে
(D) ৭ টি ভাগে
Answer: (A) ২ টি ভাগে

27. চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় –
(A) ১৭৬৬-৬৭ খ্রিস্টাব্দে
(B) ১৭৬৭- ৬৮ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৮-৬৯ খ্রিস্টাব্দে
(D) ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দে
Answer: (A) ১৭৬৬-৬৭ খ্রিস্টাব্দে

28. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ চলেছিল –
(A) ৩ বছর ধরে
(B) ৬ বছর ধরে
(C) ২ বছর ধরে
(D) ৫ বছর ধরে
Answer: (C) ২ বছর ধরে

29. ধাদকার শ্যামগঞ্জ ছিলেন –
(A) মুন্ডা বিদ্রোহের নেতা
(B) চুয়াড় বিদ্রোহের নেতা
(C) সাঁওতাল বিদ্রোহের নেতা
(D) নীল বিদ্রোহের নেতা
Answer: (B) চুয়াড় বিদ্রোহের নেতা

30. রানি শিরোমণি ছিলেন –
(A) মেদিনীপুর জেলার রানি
(B) নলহাটির রানি
(C) সুবর্ণগড়ের রানি
(D) কর্ণগড়ের রানি
Answer: (A) মেদিনীপুর জেলার রানি

31. সিধু, কানু, চাঁদ, ভৈরব নেতৃত্বে দামিন-ই-কোহ-এ সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়—
(A) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৫ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৮৫৫ খ্রিস্টাব্দে

32. ব্রিটিশ সরকার সাঁওতাল বিদ্রোহ দমনে সাহায্য চেয়েছিল –
(A) পাঞ্জাব সেনাবাহিনীর
(B) পটনা সেনাবাহিনীর
(C) রামগড় সেনাবাহিনীর
(D) দিল্লি সেনাবাহিনীর
Ans: (C) রামগড় সেনাবাহিনীর

33. সাঁওতাল বিদ্রোহের জন্য সাঁওতাল পরগনা গঠিত হয় –
(A) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৪ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮৫৬ খ্রিস্টাব্দে

34. ‘মুক্তি সহায়ক আন্দোলন’ বলতে বোঝায়—
(A) নীল চাষ
(B) গরিব আদিবাসী
(C) আদিবাসীদের আন্দোলন
(D) বিদ্রোহী সৈন্যদের আন্দোলন
Ans: (C) আদিবাসীদের আন্দোলন

35. সাঁওতাল পরগনার জনসংখ্যা ছিল প্রায়—
(A) ১০ লক্ষ
(B) ৩০ লক্ষ
(C) ২০ লক্ষ
(D) ৫০ লক্ষ
Ans: (C) ২০ লক্ষ

36. ‘বিরসা মুন্ডা’ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন –
(A) চুয়াড় বিদ্রোহ
(B) সাঁওতাল বিদ্রোহ
(C) নীল বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (D) মুন্ডা বিদ্রোহ

37. বিরসা মুন্ডা বিদ্রোহ শুরু হয় –
(A) ১৮৯৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(C) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(D) ১৯০০ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮৯৯ খ্রিস্টাব্দে

38. বিদ্রোহীদের মর্মান্তিক পরিণতি লাভ করে কে ?
(A) বিরসা মুন্ডা
(B) দুর্জন সিং
(C) সিধু ও কানু
(D) বিরসা ও কানু
Ans: (C) সিধু ও কানু

39. ‘ঊলগুলান’ শব্দের অর্থ –
(A) বিদ্রোহ
(B) স্বাধীনতা
(C) খুন
(D) হত্যা
Ans: (A) বিদ্রোহ

40. ব্রিটিশ সরকারের বন দপ্তর চালু হয়—
(A) ১৮৮০ খ্রিস্টাব্দে
(B) ১৮৬২ খ্রিস্টাব্দে
(C) ১৮৫০ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৮৬২ খ্রিস্টাব্দে

41. শের শাসন সমাপ্ত করেছিল বাংলার—
(A) শাজাহান শাসক
(B) আলী ভরুপাল শাসক
(C) সুলতান শাসক
(D) হুসাইন শাসক
Ans: (B) আলী ভরুপাল শাসক

42. বিজয় বিক্রামের নিয়ে বাংলায় কি নতুন করেন এবং বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করেন—
(A) রানি
(B) রাণী
(C) প্রিন্স
(D) রাজার
Ans: (B) রাণী

43. বিজয় বিক্রামের নিয়ে প্রথম যুদ্ধ হয়—
(A) পহাড়ি যুদ্ধ
(B) স্ট্রিক যুদ্ধ
(C) বন্দ যুদ্ধ
(D) লেজ যুদ্ধ
Ans: (C) বন্দ যুদ্ধ

44. শের শাসন থেকে মুক্তি পেয়েছিল বাংলা—
(A) ১৬০৭ খ্রিস্টাব্দে
(B) ১৬২৭ খ্রিস্টাব্দে
(C) ১৬১৭ খ্রিস্টাব্দে
(D) ১৬৩৭ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৬১৭ খ্রিস্টাব্দে

45. বাংলার রাজতন্ত্র নিয়ে প্রথম যুদ্ধ হয় –
(A) বৈশাখী
(B) পহ
(C) বন্দ যুদ্ধ
(D) স্ট্রিক যুদ্ধ
Ans: (C) বন্দ যুদ্ধ

46. মহারাজা নরেন্দ্র কোন শহরের রাজা ছিলেন –
(A) চিত্রাংদ
(B) রামাপ্রসাদ
(C) বরিশাল
(D) ঢাকা
Ans: (B) রামাপ্রসাদ

47. নরেন্দ্র মহারাজার মৃত্যুর পরিচিতি প্রাপ্ত বছর—
(A) ১৬০৭ খ্রিস্টাব্দে
(B) ১৬১৭ খ্রিস্টাব্দে
(C) ১৬২০ খ্রিস্টাব্দে
(D) ১৬১০ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৬১০ খ্রিস্টাব্দে

48. নরেন্দ্র মহারাজার মৃত্যুর কারণ—
(A) মৃত্যুদণ্ড
(B) স্বার্থান্বেষী মুসলমান
(C) দশ ব্যাপি
(D) ক্ষতিগ্রস্ত
Ans: (B) স্বার্থান্বেষী মুসলমান

49. নরেন্দ্র মহারাজার সাহায্য পেয়েছিল—
(A) রামচন্দ্র প্রতাপ বড়
(B) শ্রীহরিচন্দ্র বড়
(C) প্রতাপদ্বীপ বড়
(D) দ্রুতিক বড়
Ans: (B) শ্রীহরিচন্দ্র বড়

50. দ্রুতিক বড় ছিলেন –
(A) নরেন্দ্র মহারাজার সাথে
(B) সমর্থ মহারাজার সাথে
(C) অবধান মহারাজার সাথে
(D) শোধা মহারাজার সাথে
Ans: (C) অবধান মহারাজার সাথে

51. ভাই উত্থান ছিলেন –
(A) মুন্ডা বিদ্রোহের নেতা
(B) কোল বিদ্রোহের নেতা
(C) সাঁওতাল বিদ্রোহের নেতা
(D) ভিল বিদ্রোহের নেতা
Ans: (D) ভিল বিদ্রোহের নেতা

52. রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল –
(A) অচল সিংহ
(B) মানসিংহ
(C) দেবী সিংহ
(D) কালীপ্রসন্ন সিংহ
Ans: (C) দেবী সিংহ

53. রংপুর বিদ্রোহ হয়েছিল –
(A) ১৭৮২ খ্রিস্টাব্দে
(B) ১৭৮৩ খ্রিস্টাব
(C) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৫ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৭৮৩ খ্রিস্টাব্দে

54. নুরুলউদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?
(A) ফকির বিদ্রোহ
(B) পাবনা বিদ্রোহ
(C) রংপুর বিদ্রোহ
(D) ফরাজি আন্দোলন
Ans: (C) রংপুর বিদ্রোহ

55. রংপুর বিদ্রোহের নেতা ছিলেন যিনি –
(A) মজনু শাহ
(B) নুরুলউদ্দিন
(C) সিউরাম
(D) ভবানী পাঠক
Ans: (B) নুরুলউদ্দিন

56. বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল –
(A) কোল বিদ্রোহ
(B) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
(C) নীল বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (B) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ

57. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী – ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে ?
(A) দুর্গেশনন্দিনী
(B) বিষবৃক্ষ
(C) আনন্দমঠ
(D) দেবী চৌধুরানি
Ans: (C) আনন্দমঠ

58. ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল –
(A) কৃষক বিদ্রোহ
(B) নীল বিদ্রোহ
(C) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ
(D) মুন্ডা বিদ্রোহ
Ans: (C) সন্ন্যাসী – ফকির বিদ্রোহ

59. সন্ন্যাসী – ফকির বিদ্রোহ শুরু হয় ।
(A) ১৭৬৩ খ্রিস্টাব্দে
(B) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(D) ১৭৭০ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৭৬৩ খ্রিস্টাব্দে

60. কৃষক বিদ্রোহের সময় অন্যতম বাংলায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন –
(A) দুর্গা দাস
(B) গুণদা
(C) বিজয় বিক্রাম
(D) কুড়িগ্রাম নিয়েবাত
Ans: (C) বিজয় বিক্রাম

61. মহেশলাল দত্ত , যাঁকে সাঁওতালরা হত্যা করেছিলেন , তিনি ছিলেন একজন—
(A) সেনানায়ক
(B) জমিদার দারোগা
(C) মহাজন
(D) দারোগা
Ans: (D) দারোগা

62. সাঁওতাল বিদ্রোহের সময় পাকুড়ে সাঁওতালদের নেতৃত্ব –
(A) সিধু
(B) কানু
(C) গোছ মাঝি
(D) কামাররা
Ans: (C) গোছ মাঝি

63. বিদ্রোহী সাঁওতালদের তথ্য সরবরাহ করত –
(A) তেলিরা
(B) কুমোররা
(C) কালো প্রামাণিক
(D) গোয়ালারা
Ans: (D) গোয়ালারা

64. সাঁওতালরা গ্রাম লুঠ করে সেখানে –
(A) লাল রঙের কাপড় বেঁধে আসতেন
(B) চামড়া – বাঁধা বাঁশ পুঁতে আসতেন
(C) সেগুন গাছ লাগিয়ে আসতেন
(D) পরবর্তী লুঠের পোস্টার দিয়ে আসতেন
Ans: (B) চামড়া – বাঁধা বাঁশ পুঁতে আসতেন

65. ডোমন মাঝি যে বিদ্রোহের নেতা ছিলেন—
(A) সাঁওতাল বিদ্রোহের নেতা
(B) কোল বিদ্রোহের নেতা
(C) মুন্ডা বিদ্রোহের নেতা
(D) ভিল বিদ্রোহের নেতা
Ans: (D) সাঁওতাল বিদ্রোহের নেতা

66. কার যে ধরনের শাস্তি হয় , তা হল –
(A) দ্বীপান্তর
(B) গুলি করে হত্যা
(C) যাবজ্জীবন কারাদণ্ড
(D) ফাঁসি
Ans: (D) ফাঁসি

67. ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার –
(A) বড়োলাট
(B) ছোটোলাট
(C) মেজোলাট
(D) সেজোলাট
Ans: (C) ছোটোলাট

68. সাঁওতাল বিদ্রোহ ছিল একটি –
(A) শ্রমিক বিদ্রোহ
(B) সিপাহি বিদ্রোহ
(C) কৃষক বিদ্রোহ
(D) উপজাতি বিদ্রোহ
Ans: (D) উপজাতি বিদ্রোহ

69. সাঁওতালদের দমন করতে এসে পরাজিত হয়েছিলেন—
(A) ক্যাপটেন মর্গ্যান
(B) হ্যাভলক
(C) লেফটেন্যান্ট ফার্গুসন
(D) মেজর বারোস
Ans: (D) মেজর বারোস

70. ভিল বিদ্রোহ সংঘটিত হয় –
(A) ১৮১৯ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৯ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৯ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৯ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৮১৯ খ্রিস্টাব্দে

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :

1. ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর: দুর্জন সিং।

2. দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শেষ হয়?
উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে।

3. কোন নেতার নির্দেশে ব্রিটিশ সেনাদল চুয়াড় বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তাদের ভয়ঙ্কর আত্মবিশ্বাস নাশ করে?
উত্তর: লর্ড ওয়েলেসলির।

4. চুয়াড় বিদ্রোহী নেতাদের ধর্মঘট করার জন্য কী করা হয়েছিল?
উত্তর: তারা ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের মাথা উপরে দেওয়া হয়েছিল।

5. চুয়াড় বিদ্রোহ সম্পর্কে জে সি প্রাইস কী লিখেছেন?
উত্তর: জে . সি . প্রাইস ১৭৯৮ ও ১৭৯৯ খ্রিস্টাব্দকে ভয়ংকর চুয়াড় বিদ্রোহের বছর হিসেবে চিহ্নিত করেছেন।

6.কোলরা কোথায় বাস করত?
উত্তর: কোলরা বর্তমান ঝাড়খণ্ডের ছোটোনাগপুরে বাস করত।

7.ছোটোনাগপুরে কোলরা ছাড়াও কোন কোন উপজাতির বাস ছিল?
উত্তর: ছোটোনাগপুরে কোলরা ছাড়াও মুন্ডা, হো, ওঁরাও প্রভৃতি উপজাতি বাস করত।

8.অরণ্যের অধিকারকে কোলরা কী মনে করত?
উত্তর: অরণ্যের অধিকারকে কোলরা ঈশ্বর প্রদত্ত অধিকার মনে করত।

9.দর্পনাথ সাহি কোথাকার রাজা ছিলেন?
উত্তর: দর্পনাথ সাহি ছিলেন পালামৌর রাজা।

10.দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির কী চুক্তি হয়েছিল?
উত্তর: দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির ইতিপূর্বে নির্ধারিত বাৎসরিক খাজনা ছাড়াও অতিরিক্ত ছয় হাজার টাকা কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছিল।

11.প্রথম জীবনে বীরসা কী কাজ শুরু করেছিলেন ?
উত্তর: প্রথম জীবনে বীরসা ধর্মপ্রচারের কাজ শুরু করেছিলেন ।

12.মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশদের কার সঙ্গে তুলনা করেছিল ?
উত্তর: মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশদের রাবণের সঙ্গে তুলনা করেছিল ।

13.বীরসা মুন্ডা গ্রেফতার হওয়ার কতদিন পরে মুক্তি পান ?
উত্তর: বীরসা মুন্ডা গ্রেফতার হওয়ার ২ বছর বাসে মুক্তি পান ।

14.বীরসা মুন্ডার করে মৃত্যু হয় ।
উত্তর: ১৯০০ খ্রিস্টাব্দে বীরসা মুন্ডার মৃত্যু হয় ।

15.বীরসা মুন্ডাকে তাঁর অনুগামীরা কী রূপে দেখতা ?
উত্তর: বীরসা মুন্ডাকে তাঁর অনুগামীরা ভগবান রূপে দেখত ।

16.কেন ব্রিটিশ সরকার ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে ?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডাদের অভাব – অভিযোগের সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই আইন পাস করেন ।

17.The Curious History of a Munda Fanatic গ্রন্থের লেখক কে ?
উত্তর: ‘ The Curious History of a Munda Fanatic ‘ গ্রন্থের লেখক শরৎচন্দ্র রায় ।

18.কবে , কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় ?
উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় ।

19.মাঝিহাম ‘ মানে কী ?
উত্তর: ‘ মাঝিহাম ‘ মানে খাসজমি ।

20.বেঠ বেগার বেগারি ‘ মানে কী ?
উত্তর: ‘ বঠ বেগার বেগারি ’ মানে বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা ।

21.মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছিল এমন দুই মিশনারি সম্প্রদায়ের নাম লেখো
উত্তর: মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছিল লুথারান ও অ্যাংলিকান মিশনারি সম্প্রদায় ।

22.ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি অভ্যুত্থান কোনটি ?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি অভ্যুত্থান মুন্ডা বিদ্রোহ ।

23.মুন্ডা চাষিরা কার আহ্বানে বিদ্রোহের জন্য প্রস্তুত হতে থাকে ?
উত্তর: বীরসা মুন্ডার আহ্বানে মুন্ডা চাষিরা বিদ্রোহের জন্য প্রস্তুত হতে থাকে ।

24.কবে , কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ?
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ।

25.বীরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর অনুগামীরা কোন্ সম্প্রদায় সৃষ্টি করেছিল ?
উত্তর: বীরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর অনুগামীরা ‘ বীরসা সম্প্রদায় ’ সৃষ্টি করেছিল ।

26.মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় যে আন্দোলনটি শুরু করে তার নাম কী ?
উত্তর: মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় তানা ভগৎ আন্দোলন শুরু করে ।

27.কোলরা কী বাজিয়ে বিদ্রোহের সূচনা করত ?
উত্তর: কোলরা ঢাক বাজিয়ে বিদ্রোহের সূচনা করত ।

28.কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য কারা ছিল ?
উত্তর: কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য ছিল জমিদার , মহাজন , শস্য ব্যবসায়ী এবং কোম্পানির কর্মচারীরা ।

29.কোলরা পুলিশবাহিনীকে কাদের সহযোগী মনে করত ?
উত্তর: কোলরা পুলিশবাহিনীকে জমিদার ও মহাজনদের সহযোগী মনে করত।

30.কোল বিদ্রোহ দমন করতে কার নেতৃত্বে ইংরেজবাহিনী এসেছিল ?
উত্তর: কোল বিদ্রোহ দমন করতে ক্যাপটেন উইলকিনসনের নেতৃত্বে ইংরেজবাহিনী এসেছিল ।

31.কোলদের সমরাস্ত্র কী কী ছিল ?
উত্তর: তির , ধনুক , বল্লম প্রভৃতি ছিল কোলদের সমরাস্ত্র ।

32.দক্ষিণ – পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল কত খ্রিস্টাব্দে গঠন করা হয় ?
উত্তর: ১৮৩৪ খ্রিস্টাব্দে দক্ষিণ – পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল গঠন করা হয় ।

33.একটি উপজাতি বিদ্রোহের নাম বলো ।
উত্তর: কোল / সাঁওতাল / মুন্ডা বিদ্রোহ একটি উপজাতি বিদ্রোহ ।

34.‘ দামিন – ই – কোহ্ ‘ বলতে কী বোঝায়
উত্তর: ‘ দামিন – ই – কোহ ‘ বলতে বোঝায় পাহাড়ের প্রাপ্তদেশ ।

35.‘ দামিন – ই – কোহ’তে কতজন সাঁওতাল বাস করত ( ১৮৫১ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী ) ।
উত্তর: ‘ দামিন – ই – কোহ’তে প্রায় ৮৩,০০০ জন সাঁওতাল বাস করত ।

36.কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন ।

37.মুদ্ৰা বিদ্রোহ কবে শুরু হয় ।
উত্তর: ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ শুরু হয় ।

38.‘ উলগুলান ‘ বলতে কী বোঝায়
উত্তর: ‘ উলগুলান ‘ বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায় ।

39.মুন্ডারা কেমন মানুষ ছিলেন ?
উত্তর: মুক্তারা ছিলেন নিরীহ , সহজ – সরল প্রকৃতির মানুষ ।

40.মুক্তা উপজাতির লোকেরা কী কাজ করত ।
উত্তর: মুক্তা উপজাতির লোকেরা কৃষিকাজ করত ।

41.কাঠি ‘ বা ‘ খুস্তকটি ’ প্রথা মানে কী ?
উত্তর: ‘ খুঁৎকাঠি ‘ বা ‘ খুস্তকটি ’ প্রথা মানে জমির যৌথ মালিকানা ।

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-06-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 06 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৬ – চলতড়িৎ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর ষষ্ঠ ধ্যায় অর্থাৎ চলতড়িৎ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 06 MCQ Answer
Class 10

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 – ইতিহাসের ধারণা – এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 - ইতিহাসের ধারণা - এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের
Class-10-Life-Science-Chapter-01-Very-Short-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই নিবন্ধে
class-10-history-chapter-08-mcq-answer
Class 10

Class 10 History Chapter 08 MCQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৬ – ঔপনিবেশিক ভারত প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় অর্থাৎ বিঔপনিবেশিক ভারত এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 08 Questions Answer Class 10 History Chapter 08 MCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *