মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer
মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Madhyamik Life Science Chapter 01 MCQ Question and Answer | Class 10 Life Science Chapter 01 MCQ Part 02
Table of Contents
Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর
1. সোমপ্রকাশ পত্রিকাকে সাময়িকভাবে বন্ধ করা হয় –
a) 1868 খ্রিস্টাব্দে
b) 1876 খ্রিস্টাব্দে
c) 1882 খ্রিস্টাব্দে
d) 1898 খ্রিস্টাব্দে
উত্তরঃ- 1898 খ্রিস্টাব্দে
2. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন –
a) দ্বারকনাথ বিদ্যাভূষণ
b) দ্বারকনাথ তর্কভূষণ
c) দ্বারকনাথ তর্করত্ন
d) দ্বারকনাথ বিদ্যারত্ন
উত্তরঃ- a) দ্বারকনাথ বিদ্যাভূষণ
3. সোমপ্রকাশ প্রকাশিত হয় –
a) 1858 খ্রিস্টাব্দে
b) 1868 খ্রিস্টাব্দে
c) 1878 খ্রিস্টাব্দে
d) 1888 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1858 খ্রিস্টাব্দে
4. বঙ্গদর্শন -এর দ্বিতীয় পর্যায়ে সম্পাদক কে ছিলেন ?
a) সত্যেন্দ্রনাথ ঠাকুর
b) বলেন্দ্রনাথ ঠাকুর
c) অবনীন্দ্রনাথ ঠাকুর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- d) রবীন্দ্রনাথ ঠাকুর
5. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
a) দ্বারকনাথ বিদ্যাভূষণ
b) উমেশচন্দ্র দত্ত
c) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ- d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
6. সোমপ্রকাশ ছিল একটি –
a) দৈনিক পত্রিকা
b) সাপ্তাহিক পত্রিকা
c) পাক্ষিক পত্রিকা
d) মাসিক পত্রিকা
উত্তরঃ- b) সাপ্তাহিক পত্রিকা
7. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল –
a) সাপ্তাহিক পত্রিকা
b) পাক্ষিক পত্রিকা
c) মাসিক পত্রিকা
d) দৈনিক পত্রিকা
উত্তরঃ- c) মাসিক পত্রিকা
8. বঙ্গদর্শনের প্রথম সম্পাদক কে ছিলেন ?
a) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d) অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ- b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
9. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় –
a) 1818 খ্রিস্টাব্দে
b) 1858 খ্রিস্টাব্দে
c) 1872 খ্রিস্টাব্দে
d) 1875 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1872 খ্রিস্টাব্দে
10. “যে ইতিহাস আমরা পড়ি তা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয় , বরঞ্চ একসারি স্বীকৃত অভিমত”- এ কথা কে বলেছেন?
a) লর্ড অ্যাকটন
b) লিওপোল্ড র্যাঙ্কে
c) জি. ব্যারাক্ল
d) ই. এইচ. কার
উত্তরঃ- c) জি. ব্যারাক্ল
11. “তথ্য অনুসন্ধান এর আগে ঐতিহাসিককে অনুধাবন করুন”- এই মন্তব্যটি কার ?
a) ডাব্লু. হান্টার
b) জি. এম. ট্রাভেলিয়ান
c) জে. বি. বিউরি
d) লর্ড অ্যাকটন
উত্তরঃ- b) জি. এম. ট্রাভেলিয়ান
12. “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন” – এই মন্তব্যটি কার ?
a) থুকিডিডিস
b) লর্ড অ্যাকটন
c) এডমন্ড বার্ক
d) ই. এইচ. কার
উত্তরঃ- d) ই. এইচ. কার
13. ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল –
a) তথ্যের ব্যবহারকারী
b) পাঠকদের মানসিকতা
c) উপাদানের প্রাচুর্য
d) উপাদানের দুষ্প্রাপ্যতা
উত্তরঃ- a) তথ্যের ব্যবহারকারী
14. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় –
a) অতীত ঘটনা
b) সমসাময়িক ঘটনা
c) ঐতিহাসিক গল্প-কথা
d) অতীতের নথিবদ্ধ তথ্য
উত্তরঃ- d)অতীতের নথিবদ্ধ তথ্য
15. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন –
a) লিওপোল্ড র্যাঙ্কে
b) মার্ক ব্লখ
c) জুরগেন কোকা
d) লুসিয়েন ফেভার
উত্তরঃ- a) লিওপোল্ড র্যাঙ্কে
16. ‘হিস্টোরিয়া’ (Historia) নামক শব্দ থেকে ‘ হিস্ট্রি ‘(History) কথার উদ্ভব, শব্দটি হল –
a) ইংরেজি শব্দ
b) জার্মান শব্দ
c) গ্রিক শব্দ
d) স্পেনীয় শব্দ
উত্তরঃ- c) গ্রিক শব্দ
17. ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন –
a) হেরোডোটাস
b) থুকিডিডিস
c) জশেফাস
d) জাদুনাথ সরকার
উত্তরঃ- a) হেরোডোটাস
18. ইতিহাস চর্চাকারী ব্যাক্তি যে নামে পরিচিত তা হল –
a) ঐতিহাসিক
b) প্রত্নতাত্ত্বিক
c) নৃ-তাত্ত্বিক
d) ভূ-তাত্ত্বিক
উত্তরঃ- a) ঐতিহাসিক
19. ইতিহাস হল –
a) অতীতের বাস্তবতার অনুসন্ধান
b) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
c) ভবিষ্যৎ – বিশ্লেষণ
d) কোনাটিই নয়
উত্তরঃ- a) অতীতের বাস্তবতার অনুসন্ধান
20. ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল –
a) 1920-র দশকে
b) 1930-র দশকে
c) 1960- র দশকে
d) 1970-র দশকে
উত্তরঃ- d) 1970-র দশকে
21. নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হল –
a) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
b) সোশ্যাল হিস্ট্রি
c) সোসাইটি ফর হিস্ট্রি
d) দ্য ক্লিওপেট্রা
উত্তরঃ- a) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
22. নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় –
a) 1940-এর দশকে
b) 1950-এর দশকে
c) 1960-এর দশকে
d) 1990-এর দশকে
উত্তরঃ- c) 1960-এর দশকে
23. যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু –
a) বুদ্ধিজীবী
b) ভদ্রলোক
c) সাধারণ মানুষ
d) চাকরিজীবী
উত্তরঃ- c) সাধারণ মানুষ
24. ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন –
a) রণজিৎ গুহ
b) সি.এম. যোশী
c) এ. এল. রাউজ
d) দাদাভাই নৈারজি
উত্তরঃ- a) রণজিৎ গুহ
25. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল –
a) অর্থশাস্ত্র
b) রামচরিতমানস
c) রাজতরঙ্গিনী
d) বাবরনামা
উত্তরঃ- c) রাজতরঙ্গিনী
26. রণজিৎ গুহ হলেন –
a) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক
b) জাতীয়তাবাদী ঐতিহাসিক
c) নিম্নবর্গীয় ঐতিহাসিক
d) মার্কসবাদী ঐতিহাসিক
উত্তরঃ- c) নিম্নবর্গীয় ঐতিহাসিক
27. ‘দ্য অ্যানালস’ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন –
a) কীথ টমাস
b) লুসিয়েন ফেভর
c) মার্ক এন্টনি
d) যাদুনাথ সরকার
উত্তরঃ- b) লুসিয়েন ফেভর
28. অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল –
a) আঞ্চলিক ইতিহাস
b) সামরিক ইতিহাস
c) লোকসংস্কৃতি
d) সামাজিক ইতিহাস
উত্তরঃ- d) সামাজিক ইতিহাস
29. ‘অ্যানালস’ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ?
a) ফ্রান্সে
b) ইংল্যান্ডে
c) রাশিয়াতে
d) জার্মানিতে
উত্তরঃ- a) ফ্রান্সে
30. 1911 খ্রিস্টাব্দে আই. এফ. এ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন –
a) গোষ্ঠ পাল
b) শিবদাস ভাদুড়ি
c) চুনী গোস্বামী
d) শৈলেন মান্না
উত্তরঃ- b) শিবদাস ভাদুড়ি
31. ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন –
a) দলিপ সিংজি
b) রণজিৎ সিংহ
c) রণজিৎ সিংজি
d) সি. কে. নাইডু
উত্তরঃ- c) রণজিৎ সিংজি
32. ভারত অলিম্পিক গেমস-এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয় –
a) 1920 খ্রিস্টাব্দে
b) 1928 খ্রিস্টাব্দে
c) 1930 খ্রিস্টাব্দে
d) 1932 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1928 খ্রিস্টাব্দে
33. ভারতে প্রথম হকি ক্লাব ( 1885 – 1886 খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত হয় –
a) কলকাতায়
b) বোম্বাই
c) মাদ্রাজ
d) গোয়া
উত্তরঃ- a) কলকাতায়
34. আধুনিক হকি খেলার সূচনা হয় –
a) ভারতে
b) পাকিস্তানে
c) ইংল্যান্ডে
d) ফ্রান্সে
উত্তরঃ- c) ইংল্যান্ডে
35. ভারতের পারিস ক্রিকেট দল প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল –
a) 1850 খ্রিস্টাব্দে
b) 1852 খ্রিস্টাব্দে
c) 1866 খ্রিস্টাব্দে
d) 1886 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1886 খ্রিস্টাব্দে
36. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব‘ প্রতিষ্ঠিত হয় –
a) 1750 খ্রিস্টাব্দে
b) 1760 খ্রিস্টাব্দে
c) 1770 খ্রিস্টাব্দে
d) 1792 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1792 খ্রিস্টাব্দে
37. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় –
a) 1715 খ্রিস্টাব্দে
b) 1720 খ্রিস্টাব্দে
c) 1721 খ্রিস্টাব্দে
d) 1722 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1721 খ্রিস্টাব্দে
38. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় –
a) 1740 খ্রিস্টাব্দে
b) 1744 খ্রিস্টাব্দে
c) 1776 খ্রিস্টাব্দে
d) 1790 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1744 খ্রিস্টাব্দে
39. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল –
a) জার্মানিতে
b) আস্টেলিয়াতে
c) ওয়েস্ট ইন্ডিজে
d) ইংল্যান্ডে
উত্তরঃ- d) ইংল্যান্ডে
40. 1911 খ্রিস্টাব্দে আই. এফ. এ শিল্ড জেতে –
a) মহামেডান স্পোর্টিং
b) মোহনবাগান ক্লাব
c) ইস্টবেঙ্গল ক্লাব
d) ইয়র্কসায়ার ক্লাব
উত্তরঃ- b) মোহনবাগান ক্লাব
41. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
a) ইংরেজরা
b) ওলন্দাজরা
c) ফরাসিরা
d) পোর্তুগিজরা
উত্তরঃ- a) ইংরেজরা
42. রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন –
a) জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে
b) রবীন্দ্রভারতীতে
c) শান্তিনিকেতনে
d) শিয়ালদহে
উত্তরঃ- c) শান্তিনিকেতন
43. ভারতীয় সংগীতের উৎস হল –
a) ঋগবেদ
b) সামবেদ
c) যজুর্বেদ
d) অথর্ববেদ
উত্তরঃ- b) সামবেদ
44. সংগীতে প্রাধান্য থাকে –
a) সুরের
b) যন্ত্রের
c) তালের
d) লয়ের
উত্তরঃ- a) সুরের
45. শিল্পচর্চা-ইতিহাসের মূল বৈশিষ্ট্য হল –
a) শিল্পকলা বিশ্লেষণ
b) শিল্পকলার রাজনীতিকরণ
c) শিল্পকলার সামাজিকীকরণ
d) কোনোটিই নয়
উত্তরঃ- a) শিল্পকলা বিশ্লেষণ
46. শিল্পচর্চার গুরুত্বপূর্ণ দিক হল –
a) নাটক
b) সংগীত
c) নৃত্য
d) এগুলোর সবকটি
উত্তরঃ- d) এগুলোর সবকটি
47. উনিশ শতকে ব্রিটিশ শাসকবর্গ ভারতীয়দের শারীরিক দুর্বলতার কারন রুপে যে কারণটি চিহ্নিত করে, তা হল –
a) নিরামিষ ভোজন
b) আমিষ ভোজন
c) সাত্ত্বিক আহার
d) কোনোটিই নয়
উত্তরঃ- a) নিরামিষ ভোজন
48. উনিশ শতকে সামাজিক বিধি ভেঙে নিষিদ্ধ খাবার গ্রহণ করেছিলেন –
a) ব্রাহ্ম গণ
b) কায়স্থ গণ
c) নব্যবঙ্গ সম্প্রদায়
d) নমঃশূদ্র গণ
উত্তরঃ- c) নব্যবঙ্গ সম্প্রদায়
49. খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বিশেষ দিকটি হল –
a) মানুষের খাদ্যাভ্যাসে গুরুত্ব দান
b) খাদ্যাভ্যাসের পরিবর্তন
c) বিদেশি খাদ্য গ্রহণ বর্জন
d) উপরের সব কটি
উত্তরঃ- d) উপরের সবকটি
50. এদেশে খাদ্যাভ্যাসের তালিকায় আলুর প্রচলন কারা করে?
a) ইংরেজরা
b) ফরাসিরা
c) পোর্তুগিজরা
d) ওলন্দাজরা
উত্তরঃ- c) পোর্তুগিজরা
51. ধ্যানচাঁদের সাফল্য যে ইতিহাসের অন্তর্গত হবে, তা হল –
a) খেলাধুলার ইতিহাস
b) পরিবেশ ইতিহাস
c) শিল্পচর্চার ইতিহাস
d) খাদ্যের ইতিহাস
উত্তরঃ- a) খেলাধুলার ইতিহাস
52. বাঙ্গালীদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ান –
a) সারদারঞ্জন রায়
b) গোষ্ঠ পাল
c) যতীন্দ্রপ্রসাদ গুহ
d) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
উত্তরঃ- d) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
53. পৃথিবীর প্রাচীন খেলা হল –
a) মানাকালা
b) কবাডি
c) হকি
d) জুডো
উত্তরঃ- a) মানাকালা
54. ভারতের বিখ্যাত নির্বাক চলচ্চিত্রটি হল –
a) আলম আরা
b) দেবদাস
c) রাজা হরিশচন্দ্র
d) পথের পাঁচালী
উত্তরঃ- c) রাজা হরিশচন্দ্র
55. ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটি হল –
a) মহাত্মা
b) অমরজ্যোতি
c) বিদ্যাপতি
d) আলম আরা
উত্তরঃ- d) আলম আরা
56. ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি নির্মিত হয় –
a) 1910 খ্রিস্টাব্দে
b) 1911 খ্রিস্টাব্দে
c) 1913 খ্রিস্টাব্দে
d) 1928 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1913 খ্রিস্টাব্দে
57. ভারতে নির্মিত প্রথম সচল ছবিটির নাম –
a) ওয়ান ডে ক্রিকেট
b) দ্য রেস্টলারস
c) রাজা হরিশচন্দ্র
d) আলম আরা
উত্তরঃ- b) দ্য রেস্টলারস
58. ভারতে প্রথম সচল ছবি নির্মিত হয় –
a) 1892 খ্রিস্টাব্দে
b) 1893 খ্রিস্টাব্দে
c) 1895 খ্রিস্টাব্দে
d) 1896 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1896 খ্রিস্টাব্দে
59. ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক –
a) সত্যজিৎ রায়
b) মৃণাল সেন
c) ঋত্বিক ঘটক
d) বিজন ভট্টাচার্য
উত্তরঃ- a) সত্যজিৎ রায়
60. সাধারণত যাঁকে ‘ ভারতীয় চলচ্চিত্রের জনক ‘ বলা হয় –
a) দাদাসাহেব ফালকে – কে
b) ভি. শান্তারামকে
c) বিমল রায়কে
d) রাজ কাপুরকে
উত্তরঃ- a) দাদাসাহেব ফালকে – কে
61. উনিশ শতকের শেষভাগের একজন বিখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতা হলেন –
a) গিরিশচন্দ্র ঘোষ
b) মনোমোহন বসু
c) সৌরিন্দ্রমোহন ঠাকুর
d) রাধামোহন সেন
উত্তরঃ- a) গিরিশচন্দ্র ঘোষ
62. নটী বিনোদিনী ছিলেন উনিশ শতকের শেষ ভাগের একজন বিখ্যাত –
a) লেখিকা
b) গায়িকা
c) স্থপতি
d) রঙ্গমঞ্চ অভিনেত্রী
উত্তরঃ- d) রঙ্গমঞ্চ অভিনেত্রী
63. কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় –
a) 1830 খ্রিস্টাব্দে
b) 1831 খ্রিস্টাব্দে
c) 1835 খ্রিস্টাব্দে
d) 1836 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1831 খ্রিস্টাব্দে
64. উনিশ শতকে বাংলা সংগীতরূপে প্রবর্তিত হয় –
a) আখড়াই
b) হাফ-আখড়াই
c) টপ্পা
d) কোনোটিই নয়
উত্তরঃ- c) টপ্পা
65. নাটকের অভিনয় কোন ধারার অঙ্গীভূত ?
a) শ্রুতিশিল্প
b) শিল্পকলা
c) স্থাপত্য শিল্প
d) ভাস্কর্য শিল্প
উত্তরঃ- b) শিল্পকলা
66. উদয়শঙ্কর তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন –
a) আলমোড়ায়
b) নৈনিতালে
c) মুসৌরিতে
d) সিমলায়
উত্তরঃ- a) আলমোড়ায়
67. রবীন্দ্রনাথের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেন –
a) রবিশঙ্কর
b) আমলা শঙ্কর
c) মমতাশঙ্কর
d) উদয়শঙ্কর
উত্তরঃ- d) উদয়শঙ্কর
68. ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় –
a) সপ্তদশ শতকে
b) অষ্টাদশ শতকে
c) উনিশ শতকে
d) বিশ শতকে
উত্তরঃ- c) উনিশ শতকে
69. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে নারীদের পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে গুরুত্ব লাভ করে –
a) ট্রাউজারের ব্যবহার
b) মাথার চুল ছেঁটে ফেলা
c) অলংকার ব্যবহার না করা
d) উপরের সবকটি
উত্তরঃ- d) উপরের সবকটি
70. নারীদের পোশাক-পরিচ্ছদে ব্যাপক পরিবর্তন এসেছিল –
a) ক্রিমিয়ার যুদ্ধের পর
b) সেডানের যুদ্ধের পর
c) রুশ- জাপান যুদ্ধের পর
d) প্রথম বিশ্বযুদ্ধের পর
উত্তরঃ- d) প্রথম বিশ্বযুদ্ধের পর
71. নারীদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অ্যামিলিয়া ব্লুমার ছিলেন –
a) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক
b) ইংল্যান্ডের নাগরিক
c) ফ্রান্সের নাগরিক
d) রাশিয়ার নাগরিক
উত্তরঃ- a) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক
72. ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় –
a) 1820-এর দশকে
b) 1830-এর দশকে
c) 1840-এর দশকে
d) 1850-এর দশকে
উত্তরঃ- b) 1830-এর দশকে
73. ষোড়শ শতকে ফ্রান্স ও ইটালি থেকে আমদানিকৃত সামগ্রী দ্বারা নির্মিত ভেলভেট টুপি খুব জনপ্রিয় ছিল –
a) জার্মানিতে
b) প্রাশিয়ায়
c) অস্ট্রিয়াতে
d) ইংল্যান্ডে
উত্তরঃ- d) ইংল্যান্ডে
74. ফরাসি বিপ্লব কালে ফ্রান্সে লাল টুপি ছিল –
a) সাম্যের প্রতীক
b) বিপ্লবের প্রতীক
c) স্বাধীনতার প্রতীক
d) মৈত্রীর প্রতীক
উত্তরঃ- c) স্বাধীনতার প্রতীক
75. ফ্রান্সে ‘নী ব্রিচেস’ ব্যবহার করার অধিকারী ছিল –
a) অভিজাতরা
b) শ্রমিকরা
c) কৃষকরা
d) সাঁ কুলোৎরা
উত্তরঃ- a) অভিজাতরা
76. পোশাক সংক্রান্ত ‘সুম্পটুয়ারি লজ’ কঠোরভাবে মেনে চলা হত –
a) ইংল্যান্ডে
b) ফ্রান্সে
c) চিনে
d) স্পেনে
উত্তরঃ- b) ফ্রান্সে
77. বাঙালির জাতীয় পোশাক –
a) শার্ট- প্যান্ট
b) পাজামা-পাঞ্জাবী
c) ধুতি- পাঞ্জাবি
d) শেরওয়ানি
উত্তরঃ- c) ধুতি-পাঞ্জাবি
78. ভারী পোশাক ব্যবহার করা হয় –
a) উষ্ণ আবহাওয়ায়
b) নাতিশীতোষ্ণ আবহাওয়া
c) শীতপ্রধান এলাকায়
d) মরুভূমি এলাকায়
উত্তরঃ- c) শীতপ্রধান এলাকায়
79. ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র –
a) জামাই ষষ্ঠী
b) সাড়ে চুয়াত্তর
c) মেলোডি অফ লাভ
d) পথের পাঁচালী
উত্তরঃ- c) মেলোডি অফ লাভ
80. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সৃষ্টি করে সুয়েজ খাল খননের প্রক্রিয়া শুরু হয় –
a) 1857 খ্রিস্টাব্দে
b) 1858 খ্রিস্টাব্দে
c) 1859 খ্রিস্টাব্দে
d) 1860 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1859 খ্রিস্টাব্দে
81. হাওড়া থেকে হুগলি রেল চালু হয় –
a) 1853 খ্রিস্টাব্দে
b) 1854 খ্রিস্টাব্দে
c) 1855 খ্রিস্টাব্দে
d) 1856 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1854 খ্রিস্টাব্দে
82. বাষ্প চালিত রেল ইঞ্জিন( 1769 খ্রিস্টাব্দে) আবিষ্কার করেন –
a) ডেনিস পেপিন
b) হামফ্রে ডেভি
c) জর্জ স্টিফেনসন
d) জেমস হারগ্রিভস
উত্তরঃ- c) জর্জ স্টিফেনসন
83. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় –
a) 1688 খ্রিস্টাব্দে
b) 1690 খ্রিস্টাব্দে
c) 1700 খ্রিস্টাব্দে
d) 1750 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1688 খ্রিস্টাব্দে
84. ইউরোপে যানবাহনের ক্ষেত্রে ব্যাপকভাবে বাষ্প শক্তির ব্যবহার শুরু হয় –
a) ষোড়শ শতকে
b) সপ্তদশ শতকে
c) অষ্টাদশ শতকে
d) উনিশ শতকে
উত্তরঃ- d) উনিশ শতকে
85. টেলিগ্রাম ব্যবস্থা বন্ধ হয়ে যায় –
a) 1914 খ্রিস্টাব্দে
b) 2013 খ্রিস্টাব্দে
c) 2015 খ্রিস্টাব্দে
d) 2016 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 2013 খ্রিস্টাব্দে
86. ভারতে রেলপথ-টেলিগ্রাম ব্যবস্থা প্রবর্তন করেন –
a) লর্ড আমহার্স্ট
b) লর্ড ক্যানিং
c) লর্ড ডালহৌসি
d) লর্ড ডাফরিন
উত্তরঃ- c) লর্ড ডালহৌসি
87. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় –
a) 1830 খ্রিস্টাব্দে
b) 1835 খ্রিস্টাব্দে
c) 1836 খ্রিস্টাব্দে
d) 1838 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1830 খ্রিস্টাব্দে
88. পিচ- দেওয়া রাস্তা নির্মাণ করেন –
a) জন অ্যাডাম
b) জন ম্যাকাডেম
c) জন সিম্পসন
d) ম্যাথু স্টিভেন্স
উত্তরঃ- b) জন ম্যাকাডেম
89. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় –
a) 1872 খ্রিস্টাব্দে
b) 1878 খ্রিস্টাব্দে
c) 1880 খ্রিস্টাব্দে
d) 1902 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1902 খ্রিস্টাব্দে
90. ভারতে রেলপথ চালু হয় –
a) 1850 খ্রিস্টাব্দে
b) 1851 খ্রিস্টাব্দে
c) 1852 খ্রিস্টাব্দে
d) 1853 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1853 খ্রিস্টাব্দে
91. বিশ শতকের গোড়ায় বাঙালি বাবুদের প্রাশ্চাত্য পোশাকরীতির ছবি চিত্র ফুটিয়ে তোলেন –
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) অবনীন্দ্রনাথ ঠাকুর
c) গগনেন্দ্রনাথ ঠাকুর
d) রবি ভার্মা
উত্তরঃ- c) গগনেন্দ্রনাথ ঠাকুর
92. উনিশ শতকে বাঙালি ‘বাবু’রা ধুতির সঙ্গে যে পোশাক পরিধান শুরু করে, তা হল –
a) কোট
b) টুপি
c) বুট জুতো
d) উপরের সবকটি
উত্তরঃ- d) উপরের সবকয়টি
93. বাণিজ্যিকভাবে ফটো তোলার চল শুরু হয় –
a) 1839 খ্রিস্টাব্দে
b) 1930 খ্রিস্টাব্দে
c) 1932 খ্রিস্টাব্দে
d) 1934 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1839 খ্রিস্টাব্দে
94. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন –
a) বিনোদবিহারী মুখোপাধ্যায়
b) জয়নুল আবেদিন
c) রামকিঙ্কর বেইজ
d) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- b) জয়নুল আবেদিন
95. অবনীন্দ্রনাথের অন্যতম খ্যাতিমান শিষ্য ছিলেন –
a) সমরেশ বসু
b) প্রতিভা বসু
c) বুদ্ধদেব বসু
d) নন্দলাল বসু
উত্তরঃ- d) নন্দলাল বসু
96. ব্যঙ্গচিত্রের জন্য ঠাকুরবাড়ির বিখ্যাত ব্যক্তিটি হলেন –
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত্যেন্দ্রনাথ ঠাকুর
c) অবনীন্দ্রনাথ ঠাকুর
d) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- d) গগনেন্দ্রনাথ ঠাকুর
97. 1864 খ্রিস্টাব্দে আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয় –
a) বোম্বাইয়ে
b) কলকাতায়
c) গোয়ালিয়ারে
d) রাজস্থানে
উত্তরঃ- b) কলকাতায়
98. আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক ছিলেন –
a) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
b) গুণেন্দ্রনাথ ঠাকুর
c) অবনীন্দ্রনাথ ঠাকুর
d) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- c) অবনীন্দ্রনাথ ঠাকুর
99. আধুনিক ভারতীয় চিত্রশিল্পীদের আদিপর্বের অন্যতম খ্যাতনামা শিল্পী ছিলেন –
a) গণেশ হালুই
b) গণেশ পাইন
c) বিকাশ ভট্টাচার্য
d) রবি ভর্মা
উত্তরঃ- d) রবি ভর্মা
100. বাংলার নবজাগরণ কোন শতকের আন্দোলন?
a) আঠারো শতকের
b) উনিশ শতকের
c) বিশ শতকের
d) একুশ শতকের
উত্তরঃ- b) উনিশ শতকের
মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer
মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Madhyamik Life Science Chapter 01 MCQ Question and Answer | Class 10 Life Science Chapter 01 MCQ Part 02
101. ভারতের 1882 খ্রিস্টাব্দে ‘সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠিত হয় –
a) কলকাতায়
b)বোম্বাই-এ
c) মাদ্রাজে
d) দিল্লিতে
উত্তরঃ- a) কলকাতায়
102. ভারতে দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করে –
a) 1899 খ্রিস্টাব্দে
b) 1902 খ্রিস্টাব্দে
c) 1930 খ্রিস্টাব্দে
d) 1933 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1930 খ্রিস্টাব্দে
103. ভারতে রেলপথ প্রথম চালু হয় –
a) বোম্বে থেকে থানে
b) বোম্বে থেকে দিল্লি
c) বোম্বাই থেকে কলকাতা
d) বোম্বে থেকে গোয়া
উত্তরঃ- a) বোম্বে থেকে থানে
104. কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় –
a) 1860 খ্রিস্টাব্দে
b) 1873 খ্রিস্টাব্দে
c) 1887 খ্রিস্টাব্দে
d) 1890 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1873 খ্রিস্টাব্দে
105. উনিশ শতকে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা সূচনা ঘটে –
a) জার্মানিতে
b) ভারতে
c) ফ্রান্সে
d) ইংল্যান্ডে
উত্তরঃ- d) ইংল্যান্ডে
106. দৃশ্যশিল্পের অন্তর্গত দিকগুলো হল –
a) ছবি আঁকা
b) ফটোগ্রাফি
c) ডিজিটাল ফটোগ্রাফি
d) উপরের সবকটি
উত্তরঃ- d) উপরের সবকটি
107. স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় ফটোগ্রাফের ভূমিকা ছিল –
a) নিন্দনীয়
b) অতিরঞ্জিত
c) গুরুত্বপূর্ণ
d) গুরুত্বপূর্ণ নয়
উত্তরঃ- c) গুরুত্বপূর্ণ
108. ‘ফটোগ্রাফি ইতিহাসের কথা বলে ‘ – কথাটি কি সত্য?
a) সত্য
b) মিথ্যা
c) অর্ধসত্য
d) কাল্পনিক
উত্তরঃ- a) সত্য
109. 1857 খ্রিস্টাব্দে ফটোগ্রাফির সাহায্যে বিদ্রোহের ছবি তোলা হয়েছিল –
a) লক্ষৈায়ের
b) বোম্বাইয়ের
c) কলকাতার
d) এগুলো সবকটি
উত্তরঃ- d) এগুলোর সবকটি
110. বেলুড় মঠ প্রতিষ্ঠা হয় –
a) 1897 খ্রিস্টাব্দে
b) 1902 খ্রিস্টাব্দে
c) 1935 খ্রিস্টাব্দে
d) 1940 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1935 খ্রিস্টাব্দে
111. ভিক্টোরিয়া মেমোরিয়াল হল- এর প্রতিষ্ঠাকাল হল –
a) 1914 খ্রিস্টাব্দ
b) 1916 খ্রিস্টাব্দ
c) 1920 খ্রিস্টাব্দ
d) 1921 খ্রিস্টাব্দ
উত্তরঃ- d) 1921 খ্রিস্টাব্দে
112. ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় –
a) 1800 খ্রিস্টাব্দে
b) 1810 খ্রিস্টাব্দে
c) 1814 খ্রিস্টাব্দে
d) 1836 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1814 খ্রিস্টাব্দে
113. স্থাপত্যের ইতিহাস চর্চায় আলোচ্য বিষয় হল –
a) স্থাপত্য ও তার রীতি
b) স্থাপতি বর্গ
c) স্থাপত্য ক্ষেত্র
d) এগুলির সবকটি
উত্তরঃ- d) এগুলির সবকটি
114. বহির্বিশ্ব তথা ভারতে ইন্টারনেট প্রযুক্তির ওপর কোনো নিয়ন্ত্রণ আছে কি?
a) ভারতে আছে
b) ভারতে নেই
c) বিশ্বে
d) বিশ্বে ও নেই
উত্তরঃ- d) বিশ্বে ও নেই
115. ইন্টারনেটের ( WWW) আবির্ভাব হয় –
a) 1940-এর দশকে
b) 1950-এর দশকে
c) 1960-এর দশকে
d) 1990-এর দশকে
উত্তরঃ- d) 1990-এর দশকে
116. ‘ইন্টারনেট’ শব্দটির বাংলা প্রতিশব্দ কি ?
a) ইন্দ্রজাল
b) মাকড়সার জাল
c) অন্তর্জাল
d) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- c) আন্তর্জাল
117. উনিশ শতকে ও বিশ শতকের ভারতে দৃশ্য শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন –
a) সামুয়েল বোর্ণ
b) রবি ভার্মা
c) লালা দীনদায়াল
d) এরা প্রত্যেকেই
উত্তরঃ- d) এরা প্রত্যেকেই
118. বাণিজ্যিকভাবে ক্যামের-ছবি বা ফটোগ্রাফির সূচনা হয় –
a) 1809 খ্রিস্টাব্দে
b) 1830 খ্রিস্টাব্দে
c) 1839 খ্রিস্টাব্দে
d) 1869 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1839 খ্রিস্টাব্দে
119. কলকাতায় বর্তমান টাঁকশালটি –
a) আলিপুরে
b) দমদমে
c) সল্টলেক সিটিতে
d) রাজারহাটে
উত্তরঃ- a) আলিপুরে
120. কলকাতায় প্রথম টাঁকশালটি তৈরি হয় –
a) পার্কস্ট্রিটে
b) ক্লাইভ রো-তে
c) হেস্টিংস স্ট্রিটে
d) স্ট্র্যান্ড রোডে
উত্তরঃ- d) স্ট্র্যান্ড রোডে
121. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল –
a) গথিক শিল্পরীতি অনুসারে
b) ডোরিক শিল্পরীতি অনুসারে
c) টেরাকোটা শিল্পরীতি অনুসারে
d) চোল শিল্পরীতি অনুসারে
উত্তরঃ- a) গথিক শিল্পরীতি অনুসারে
122. এদের মধ্যে কোনটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ?
a) কলকাতা মেডিকেল কলেজ
b) আড়াই দিন কা ঝোপড়া
c) নিবেদিতা ভবন
d) বিদ্যাসাগর ভবন
উত্তরঃ- a) কলকাতা মেডিকেল কলেজ
123. হাজারদুয়ারি নবাব প্যালেস(1838 খ্রিস্টাব্দে) স্থাপত্যটি যেখানে অবস্থিত –
a) দিল্লিতে
b) বিষ্ণুপুরে
c) মুর্শিদাবাদে
d) অযোধ্যায়
উত্তরঃ- c) মুর্শিদাবাদে
124. অবিভক্ত বাংলার সর্বাধিক উল্লেখযোগ্য শহরটি হল –
a) মুর্শিদাবাদ
b) ঢাকা
c) কলকাতা
d) এগুলোর সব কটি
উত্তরঃ- c) কলকাতা
125. ‘বরানগর: ইতিহাস ও সমীক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয় –
a) 1910 খ্রিস্টাব্দে
b) 1920 খ্রিস্টাব্দে
c) 1960 খ্রিস্টাব্দে
d) 1992 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1992 খ্রিস্টাব্দে
126. ‘সেতিহাস বগুড়ার বৃত্তান্ত‘ গ্রন্থটির (1861 খ্রিস্টাব্দে) লেখক হলেন –
a) কালিকমল সার্ববভৌম
b) কালিকমল মুখার্জি
c) কালিকমল ঘোষ
d) কালিকমল ব্যানার্জি
উত্তরঃ- a) কালিকমল সার্ববভৌম
127. ‘মারাঠি জাতির ইতিহাস’ রচনা করেছেন –
a) জি. এস. সরদেশাই
b) রণজিৎ গুহ
c) রমেশচন্দ্র মজুমদার
d) এন্টনি বারনাভ
উত্তরঃ- a) জি. এস. সরদেশাই
128. ‘পাবনা জেলার ইতিহাস’- এর লেখক হলেন –
a) সুধীর কুমার মিত্র
b) রাধারমন সাহা
c) রঞ্জন বন্দ্যোপাধ্যায়
d) শিশির বসু
উত্তরঃ- b) রাধারমন সাহা
129. মার্কিন যুক্তরাষ্ট্রের শহর- ইতিহাসচর্চার সূচনা হয় –
a) 1920-এর দশকে
b) 1950-এর দশকে
c) 1960-এর দশকে
d) 1970-এর দশকে
উত্তরঃ- a) 1920-এর দশকে
130. ইংল্যান্ডে স্থানীয় ইতিহাসের চর্চা শুরু হয় –
a) সপ্তদশ শতকে
b) অষ্টাদশ শতকে
c) উনিশ শতকে
d) বিশ শতকে
উত্তরঃ- c) উনিশ শতকে
131. স্থানীয় ইতিহাসের আলোচ্য বিষয় গুলি হল –
a) স্থানীয় ব্যাক্তি বা সম্প্রদায়
b) স্থানীয় স্থাপত্য
c) স্থানীয় বিষয়
d) এগুলির সবকটি
উত্তরঃ- d) এগুলির সবকটি
132. ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী ছিলেন –
a) মেধা পাটেকর
b) অরুন্ধতী রায়
c) মহাশ্বেতা দেবী
d) আশাপূর্ণা দেবী
উত্তরঃ- a) মেধা পাটেকর
133. ভারতের ‘চিপকো’ আন্দোলন ছিল –
a) কৃষি আন্দোলন
b) শ্রমিক আন্দোলন
c) নারী আন্দোলন
d) পরিবেশ আন্দোলন
উত্তরঃ- d) পরিবেশ আন্দোলন
134. ‘ম্যান এন্ড দ্যা ন্যাচারাল ওয়ার্ল্ড’ গ্রন্থটি রচনা করেন –
a) কীথ টমাস
b) গ্র্যান্ড জারভিস
c) জি. আর. গ্রীন
d) জি. এম. ট্রাভেলিয়ান
উত্তরঃ- a) কীথ টমাস
135. ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় –
a) 5 জুন
b) 5 জুলাই
c) 5 সেপ্টেম্বর
d) 5 ডিসেম্বর
উত্তরঃ- a) 5 জুন
136. ‘দ্য সাইলেন্ট স্প্রিং ‘ গ্রন্থটি লিখেছেন –
a) রিচার্ড গ্রোভ
b) র্যাচেল কারসন
c) মাধব গ্যাডগিল
d) রামচন্দ্র গুহ
উত্তরঃ- b) র্যাচেল কারসন
137. ‘ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম’ গ্রন্থটির রচয়িতা হলেন –
a) স্ট্যানলি জ্যাকসন
b) রামচন্দ্র গুহ
c) অ্যালফ্রেড ডব্লিউ ক্রুস
d) রাচেল কারসন
উত্তরঃ- c) অ্যালফ্রেড ডব্লিউ ক্রুস
138. পরিবেশ- ইতিহাসচর্চার সূচনাকাল হল –
a) 1940-50-এর দশক
b) 1950-60- এর দশক
c) 1960-70-এর দশক
d) 1970-80- এর দশক
উত্তরঃ- c) 1960-70-এর দশক
139. ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কর্মকেন্দ্র ছিল যে শহরটি –
a) কলকাতা
b) হায়দ্রাবাদ
c) বেরিলি
d) বিশাখাপত্তনম
উত্তরঃ- a) কলকাতা
140.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় –
a) 1939 খ্রিস্টাব্দে
b) 1940 খ্রিস্টাব্দে
c) 1942 খ্রিস্টাব্দে
d) 1945 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1945 খ্রিস্টাব্দে
141. প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় –
a) 1913 খ্রিস্টাব্দে
b) 1914 খ্রিস্টাব্দে
c) 1915 খ্রিস্টাব্দে
d) 1916 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1914 খ্রিস্টাব্দে
142. 1857খ্রিস্টাব্দের বিদ্রোহে সিপাহিদের পরাজয়ের অন্যতম কারণ ছিল –
a) রাজনৈতিক
b) ধর্মীয়
c) সাংস্কৃতিক
d) সামরিক
উত্তরঃ- d) সামরিক
143. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অন্যতম ঝটিকাকেন্দ্র ছিল –
a) ত্রিবান্দ্রম
b) চন্ডিগড়
c) কলকাতা
d) লক্ষ্নৌ
উত্তরঃ- d) লক্ষ্নৌ
144. সামরিক ইতিহাসচর্চার মূল বিষয় হল –
a) যুদ্ধের ধরন
b) যুদ্ধাস্ত্রের বিবর্তন
c) যুদ্ধের প্রভাব
d) এগুলির সবকটি
উত্তরঃ- d) এগুলির সবকটি
145. রাজস্থানের ইতিহাসের আধুনিক ঐতিহাসিক ছিলেন –
a) কর্নেল টড
b) কবিরাজ শ্যামল দাস
c) অবনীন্দ্রনাথ ঠাকুর
d) জি. এস. ওঝা
উত্তরঃ- b) কবিরাজ শ্যামল দাস
146. আধুনিক মুদ্রণব্যবস্থার সূচনা করেছিলেন –
a) পিটার শোয়েফার
b) জোহান ফাস্ট
c) জোহান্স গুটেনবার্গ
d) এঁদের কেউ নয়
উত্তরঃ- c) জোহান্স গুটেনবার্গ
147. ‘দূরবীন’ যন্ত্র আবিষ্কার করেন –
a) কোপার্নিকাস
b) কেপলার
c) নিউটন
d) গ্যালিলিও
উত্তরঃ- d) গ্যালিলিও
148. সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার আধুনিক ধারনার প্রবক্তা হলেন –
a) ক্লডিয়াস টলেমি
b) ট্রাইকো বাহে
c) কোপারনিকাস
d) গ্যালিলিও
উত্তরঃ- c) কোপারনিকাস
149. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –
a) 1800 খ্রিস্টাব্দে
b) 1817 খ্রিস্টাব্দে
c) 1835 খ্রিস্টাব্দে
d) 1857 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1835 খ্রিস্টাব্দে
150. ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –
a) কলকাতায়
b) বোম্বাইতে
c) মাদ্রাজে
d) পাটনায়
উত্তরঃ- a) কলকাতায়
151. ভারতীয় চিকিৎসাবিদ্যার ইতিহাসে যে ভারতীয় ব্যক্তি প্রথম শব ব্যবচ্ছেদ করেন –
a) মধুসূদন দত্ত
b) মধুসূদন গুপ্ত
c) কাদম্বিনী গাঙ্গুলী
d) সুকুমার মুখোপাধ্যায়
উত্তরঃ- b) মধুসূদন গুপ্ত
152. বিজ্ঞান প্রযুক্তির সর্বাধুনিক আবিষ্কার –
a) রেডিও
b) টেলিভিশন
c) টেপ রেকর্ডার
d) কম্পিউটার
উত্তরঃ- d) কম্পিউটার
153. ‘হিস্ট্রি অব সায়েন্স’ গ্রন্থের লেখক হলেন –
a) J.d. বর্নাল
b) প্রফুল্লচন্দ্র ঘোষ
c) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
d) রোমিলা থাপার
উত্তরঃ- a) J.d. বর্নাল
154. ‘হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি‘ গ্রন্থের লেখক হলেন –
a) জগদীশচন্দ্র বসু
b) প্রফুল্লচন্দ্র রায়
c) মহেন্দ্রলাল সরকার
d) তারকনাথ পালিত
উত্তরঃ- b) প্রফুল্লচন্দ্র রায়
155. অরণ্যের উপর অধিকার প্রতিষ্ঠার জন্য মুন্ডা বিদ্রোহ ঘটে –
a) 1880 খ্রিস্টাব্দে
b) 1890 খ্রিস্টাব্দে
c) 1900 খ্রিস্টাব্দে
d) 1902 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1900খ্রিস্টাব্দে
156. অরণ্যের অধিকার প্রশ্নে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল –
a) 1855 খ্রিস্টাব্দে
b) 1856 খ্রিস্টাব্দে
c) 1857 খ্রিস্টাব্দে
d) 1858 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1855 খ্রিস্টাব্দে
157. রাম্পা বিদ্রোহ সংঘটিত হয় –
a) 1855 খ্রিস্টাব্দে
b) 1859 খ্রিস্টাব্দে
c) 1879 খ্রিস্টাব্দে
d) 1900 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1879 খ্রিস্টাব্দে
158. ভারত ‘ অরণ্য সংরক্ষণ আইন’ প্রচলিত হয় –
a) 1860 খ্রিস্টাব্দে
b) 1863 খ্রিস্টাব্দে
c) 1865 খ্রিস্টাব্দে
d) 1867 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1865 খ্রিস্টাব্দে
159. ভারতে ‘তেহরি গাড়োয়াল’ আন্দোলনের প্রধান নেতা হলেন –
a) সুন্দরলাল বহুগুণা
b) মেধা পাটেকর
c) আমির খান
d) এঁদের কেউই নয়
উত্তরঃ- a) সুন্দরলাল বহুগুণা
160. ‘দিকদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন –
a) জে. মার্শম্যান
b) রামমোহন রায়
c) অগাস্টাস হিকি
d) দ্বারকনাথ বিদ্যাভূষণ
উত্তরঃ- a) জে. মার্শম্যান
161. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রটি প্রকাশিত হয় –
a) 1816 খ্রিস্টাব্দে
b) 1817 খ্রিস্টাব্দে
c) 1818 খ্রিস্টাব্দে
d) 1820 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1818 খ্রিস্টাব্দে
162. ‘দিকদর্শন’- এর সম্পাদক ছিলেন –
a) জে. মার্শম্যান
b) ওয়ার্ড
c) উইলিয়াম জোনস
d) বেথুন
উত্তরঃ- a) জে. মার্শম্যান
163. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
a) সংবাদ প্রভাকর
b) সোমপ্রকাশ
c) দিকদর্শন
d) বঙ্গদর্শন
উত্তরঃ- c) দিকদর্শন
164. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন –
a) মুনসি প্রেমচাঁদ
b) কৃষ্ণন চন্দর
c) খুশবন্ত সিং
d) সাদাত হাসান মান্টো
উত্তরঃ- a) মুনসি প্রেমচাঁদ
165. ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ‘ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা হল –
a) 23 টি
b) 30 টি
c) 35 টি
d) 38 টি
উত্তরঃ- b) 30টি
166. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি ‘ Letters from a Father to His Daughter’ লিখিত হয়েছিল –
a) 1925-26 খ্রিস্টাব্দে
b) 1928-29 খ্রিস্টাব্দে
c) 1929-30 খ্রিস্টাব্দে
d) 1936-36 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1928-29 খ্রিস্টাব্দে
167. ‘কন্যার প্রতি পিতার পত্র’ – গ্রন্থটি কার লেখা ?
a) জওহরলাল নেহেরু
b) মতিলাল নেহেরু
c) ফিরোজ গান্ধী
d) রাজীব গান্ধী
উত্তরঃ- a) জওহরলাল নেহেরু
168. ‘জীবনস্মৃতি’ – রচনা করেন –
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) সত্যেন্দ্রনাথ ঠাকুর
c) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
d) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- a) রবীন্দ্রনাথ ঠাকুর
169. সরলাদেবী চৌধুরানী সম্পাদিত পত্রিকা টি হল –
a) বামাবোধিনী
b) ভারতী
c) বাঙালি
d) দেশমাতা
উত্তরঃ- b) ভারতী
170. সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘ জীবনের ঝরাপাত ’ প্রকাশিত হয়েছিল –
a) ‘গণবাণী’- তে
b) ‘প্রবাসী’- তে
c) ‘দেশ ’- এ
d) ‘সন্দেশ ’-এ
উত্তরঃ- c) ‘দেশ’- এ
171. ‘জীবনের ঝরাপাতা ‘- গ্রন্থটি হল –
a) উপন্যাস
b) কাব্যগ্রন্থ
c) জীবনীগ্রন্থ
d) আত্মজীবনী
উত্তরঃ- d) আত্মজীবনী
172. ‘জীবনস্মৃতি’ থেকে জানা যায় –
a) ওরিয়েন্টাল সেমিনারির কথা
b) নর্মাল স্কুলের কথা
c) হিন্দুমেলার কথা
d) এগুলির সবকটির কথা
উত্তরঃ- d) এগুলির সবকটির কথা
173. বিপিনচন্দ্র পাল লিখেছেন –
a) সত্তর বৎসর
b) জীবনস্মৃতি
c) এনেশন ইন মেকিং
d) আনন্দমঠ
উত্তরঃ- a) সত্তর বৎসর
174. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘ সত্তর বৎসর’ থেকে যে সময়ের ‘ দেশ কথা’ জানা যায়, তা হল –
a) 1850-1870 খ্রিস্টাব্দ
b) 1858-1880 খ্রিস্টাব্দ
c) 1860- 1887 খ্রিস্টাব্দ
d) কোনোটিই নয়
উত্তরঃ- b) 1858-1880 খ্রিস্টাব্দে
175. বিপিনচন্দ্র পালের ‘ সত্তর বৎসর’ নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল –
a) ‘বঙ্গবাণী’- তে
b) ‘গণবাণী’- তে
c) ‘প্রবাসী’- তে
d) ‘মর্ডান রিভিউ’- তে
উত্তরঃ- c) ‘প্রবাসী’- তে
176. ‘সত্তর বৎসর‘ গ্রন্থটি লিখেছেন –
a) বিপিনচন্দ্র পাল
b) লালা লাজপত রায়
c) অরবিন্দ ঘোষ
d) বালগঙ্গাধর তিলক
উত্তরঃ- a) বিপিনচন্দ্র পাল
177. বিপিনচন্দ্র পাল ছিলেন একজন –
a) নরমপন্থী নেতা
b) চরমপন্থী নেতা
c) উচ্চপদস্থ অফিসার
d) এগুলোর সবকটি
উত্তরঃ- b) চরমপন্থী নেতা
178. ভারতের আদিবাসী বিদ্রোহ গুলি কে ‘ বিশৃঙ্খলা সৃষ্টিকারী ঘটনা ‘ বলে উল্লেখ করা হয়েছে –
a) সরকারি নথিপত্রে
b) এদেশীয় সংবাদপত্র
c) জাতীয়তাবাদী সাহিত্যে
d) ওপরের কোনোটিই নয়
উত্তরঃ- a) সরকারি নথিপত্র
179. ‘দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল‘ নামক গ্রন্থটির রচয়িতা হলেন –
a) অমৃতরায় বসু
b) রজব আলী
c) উইলিয়াম হান্টার
d) চার্লস উড
উত্তরঃ- c) উইলিয়াম হান্টার
180. উইলিয়াম উইলসন হান্টার ছিলেন একজন –
a) ইংরেজি সৈন
b) প্রসাশক- ঐতিহাসিক
c) সাহিত্যিক
d) সমাজসংস্কারক
উত্তরঃ- b) প্রসাশক- ঐতিহাসিক
181. নেহেরু স্মারক সংগ্রহশালা যেখানে অবস্থিত –
a) কলকাতায়
b) দিল্লিতে
c) মুম্বাইয়ে
d) কানপুরে
উত্তরঃ- b) দিল্লিতে
182. সিপাহীবিদ্রোহ কালে এফ. উইলিয়াম ছিলেন –
a) একজন সামরিক অফিসার
b) একজন কমিশনার
c) একজন শুল্ক অফিসার
d) বাংলার গভর্নর
উত্তরঃ- b) একজন কমিশনার
183. পুলিশ রিপোর্ট থেকে পাওয়া তথ্য হলো –
a) ঘটনার প্রত্যক্ষ বর্ণনা
b) ঘটনার পরোক্ষ বর্ণনা
c) ঘটনার আনুমানিক নির্ভর বর্ণনা
d) এগুলোর কোনোটি নয়
উত্তরঃ- a) ঘটনার প্রত্যক্ষ বর্ণনা
184. আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হল –
a) শিলালিপি
b) মুদ্রা
c) সরকারি নথিপত্র
d) পর্যটকদের বিবরণ
উত্তরঃ- c) সরকারি নথিপত্র
185. ইন্ডিয়া অফিস লাইব্রেরি অবস্থিত –
a) ভারতে
b) বার্লিনে
c) নিউইয়ার্কে
d) ইংল্যান্ডে
উত্তরঃ- d) ইংল্যান্ডে
186. সরকারি নথিপত্র গুলি যেখানে সংরক্ষিত রয়েছে –
a) মহাফেজখানায়
b) গ্রন্থাগারে
c) বইয়ের দোকানে
d) ব্যক্তিগত সংগ্রহে
উত্তরঃ- a) মহাফেজখানায়
187. ভারতে নারীর অবনমনের যুগ কবে থেকে শুরু হয় ?
a) পরবর্তী বৈদিক যুগ থেকে
b) মৌর্য যুগ থেকে
c) গুপ্ত যুগ থেকে
d) সুলতানি যুগ থেকে
উত্তরঃ- a) পরবর্তী বৈদিক যুগ থেকে
188. সম্মিলিত জাতিপুঞ্জ নারীদের উন্নয়নের স্বার্থে ‘Status of Woman’ গঠন করে –
a) 1946 খ্রিস্টাব্দে
b) 1947 খ্রিস্টাব্দে
c) 1948 খ্রিস্টাব্দে
d) 1950 খ্রিস্টাব্দে
উত্তরঃ- c) 1948 খ্রিস্টাব্দে
189. ‘The Feminine Mystique’ নামক গ্রন্থটির ( 1963 খ্রিস্টাব্দে ) রচনাকারী হলেন –
a) মেরি ওলস্টনক্রাফট
b) লুসি স্টোন
c) জি. ফরবেশ
d) বেটি ফ্রিয়েডান
উত্তরঃ- d) বেটি ফ্রিয়েডান
190. ইংল্যান্ডের নারী সংগঠন WSPU প্রতিষ্ঠিত হয় –
a) 1900 খ্রিস্টাব্দে
b) 1903 খ্রিস্টাব্দে
c) 1910 খ্রিস্টাব্দে
d) 1921 খ্রিস্টাব্দে
উত্তরঃ- b) 1903 খ্রিস্টাব্দে
191. মেরি ওলস্টনস্ক্রাফট নামক ইংরেজ নারীবাদী নারী- অধিকার প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেন –
a) 1790-এর দশকে
b) 1820-এর দশকে
c) 1850- এর দশকে
d) 1870-এর দশকে
উত্তরঃ- a) 1790-এর দশকে
192. লুই এ টিল্লি ও জোয়ান ডব্লু স্কট-এর লিখিত ‘Woman, Work and Family’ (1978 খ্রিস্টাব্দ) থেকে যে দেশের নারীদের কথা জানা যায় তা হল –
a) ইংল্যান্ড ও ভারত
b) ইংল্যান্ড ও ফ্রান্স
c) ফ্রান্স ও জার্মানি
d) জার্মানি ও স্পেন
উত্তরঃ- b) ইংল্যান্ড ও ফ্রান্স
193. ‘The Second Sex’ গ্রন্থটি রচনা করেন –
a) এলিজাবেথ ক্যাডি
b) লুসি স্টোন
c) সিমোন দ্য বোভোয়ার
d) হেলেন জনসন
উত্তরঃ- c) সিমোন দ্য বোভোয়ার
194. ভারতের মঙ্গল-অভিযান প্রযুক্তিসম্পন্ন মঙ্গলযান-এর নাম হল –
a) এম. এন. কম
b) এম. ও. এম.
c) এম. অপারেশন
d) এগুলির কোনোটিই নয়
উত্তরঃ- b) এম. ও. এম.
195. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –
a) ফটোগ্রাফির ইতিহাসের
b) খেলাধুলার ইতিহাসের
c) বিজ্ঞান- প্রযুক্তির ইতিহাসের
d) পরিবেশের ইতিহাসের
উত্তরঃ- c) বিজ্ঞান- প্রযুক্তির ইতিহাসের