Class 10

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ” বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 06 Question Answer

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

1. শূন্যস্থান পূরণ করো: 

1. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রাবাহিত উষ্ণস্থানীয় বায়ুকে _____ বলে। 

উত্তর: বার্গ

2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে _____ বৃষ্টিপাত হয়।

উত্তর: শৈলো ৎক্ষেপ 

3. গ্রীষ্মকালের দুপুরবেলা উত্তর-পশ্চিম ভারতে যে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়, তাকে বলে।

উত্তর: লু

4. _____ ঘূর্নবাতের বায়ু বহিমুখী এবং অধোগামী।  

উত্তর: প্রতীপ

5. ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে _____ দিকে বেঁকে যায়।

উত্তর: ডান 

6. ক্রান্তীয় ঘূর্নবাতের কেন্দ্রে থাকে _____ চাপ।

উত্তর: নিন্ম 

7. সুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাকে বলে ___ বায়ু।

উত্তর: মেরু 

8. সমুদ্রোপকূলে দিনের বেলায় যে বায়ু প্রবাহিত হয় তাঁর নাম _____ । 

উত্তর: সমুদ্রবায়ু

9. বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রের নাম _____ । 

উত্তর: বাতপতাকা

10. পর্বতের ঢাল বরাবর নীচের দিকে প্রবাহিত শীতল বায়ুকে _____ বায়ু বলে। 

উত্তর: ক্যাটাবেটিক বা পার্বত্য 

11. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে _____ বায়ু বলে। 

উত্তর: সম্পৃক্ত বা পরিপৃক্ত 

12. একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে _____ আর্দ্রতা বলে। 

উত্তর: চরম বা নিরপেক্ষ বা বিশুদ্ধ 

13. বৃষ্টিমাপক যন্ত্রের নাম _____ । 

উত্তর: রেনগেজ

14. বায়ুর আর্দ্রতামাপক যন্ত্রের নাম _____ । 

উত্তর: হাইগ্রোমিটার 

15. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণরাতকে _____ বলে। 

উত্তর: হারিকেন 

2. সামঞ্জস্য বিধান করো:

বাঁদিক ডানদিক

সিরোক্কো মিশর 

খামসিন সিসিলি দ্বীপ

ফন রোন নদীর উপত্যকা 

চিনুক প্রেইরি আঞ্চল

মিস্ট্রাল রাইন নদীর উপত্যকা 

উত্তর:

বাঁদিক ডানদিক

সিরোক্কো সিসিলি দ্বীপ

খামসিন মিশর 

ফন রাইন নদীর উপত্যকা

চিনুক প্রেইরি আঞ্চল

মিস্ট্রাল রোন নদীর উপত্যকা

3. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. মৌসুমীর বায়ু হলো একটি স্থানীয় বায়ু।

উত্তর: ভূল

2. সাহারা থেকে উৎপন্ন উষ্ণ ও শুষ্ক বায়ুকে স্পেনে সোলানো  বলে। 

উত্তর: ঠিক 

3. পম্পাস তৃণভূমি দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুকে বলে টাকু।

উত্তর: ভূল

4. ‘চিনুক’ একটি সাময়িক বায়ুপ্রবাহের নাম। 

উত্তর: ভূল

5. 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ু প্রবাল বেগে সশব্দে প্রবাহিত হয় বলে, তাকে অশ্ব অক্ষাংশ বলে। 

উত্তর: ভূল

6.  উপক্রান্তীয় উচ্চচাপ বলায় থেকে মরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে পশ্চিমবঙ্গ বায়ু প্রবাহিত হয়। 

উত্তর: ঠিক  

7.  পৃথিবীর বড় বড় উষ্ণ মরুভূমি পশ্চিমাবায়ুর গতিপথে সৃষ্টি হয়েছে। 

উত্তর: ভূল

8.  প্রতীপ ঘূর্ণবাতের বায়ু দক্ষিণ গোলার্ধ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়। 

উত্তর: ভূল

9.  ভারতের ওপর দিয়ে গ্রীষ্মকালের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 

উত্তর: ঠিক 

10.  নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের তুলনায় ক্রান্তীয় ঘূর্ণবাত অনেক বিধ্বংসী। 

উত্তর: ঠিক 

11. নিরক্ষীয় অঞ্চলে পরিবহন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়।  

উত্তর: ভূল

12. পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। 

উত্তর: ভূল

13. আদ্র বায়ুতে যে উষ্ণতার শিশির গঠিত হয়, তাকে স্ফুটনাঙ্ক বলে।

উত্তর: ভূল

14. বায়ুপ্রবাহের গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে।

উত্তর: ঠিক

15. প্রতীপ ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ বহির্মুখী ও ঊর্ধ্বগামী।

উত্তর: ভূল 

16. নিরক্ষরেখার অবস্থিত শৈলশহর কিতো-তে চিরবসন্ত বিরাজ করে।

উত্তর: ঠিক 

17. ‘ফন’ ইউরোপের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়।

উত্তর: ভূল

18. প্রতিপ ঘূর্ণবাতে আকাশ মেঘমুক্ত থাকে। 

উত্তর: ঠিক 

19. বায়ু সবসময় নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে প্রবাহিত হয়।

উত্তর: ভূল

20. ‘লু’ একটি সাময়িক বায়ু।

উত্তর: ভূল

4. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় ব্যারোমিটার / থার্মোমিটার / হাইগ্রোমিটার-এর সাহায্যে।

উত্তর: হাইগ্রোমিটার

 2. পার্বত্য উপত্যকার ঢাল দিয়ে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহকে বলে অ্যানাবেটিক বায়ুস্রোত / ক্যাটাবেটিক বায়ুস্রোত / লী তরঙ্গ।

উত্তর: অ্যানাবেটিক বায়ুস্রোত

 3. সাইবেরিয়ার তুষার ঝড়কে বলে টাকু / কারাবুরান / পুরগা।

উত্তর: পুরগা

4. সুইস আল্পাস থেকে প্রবাহিত স্থানীয় শীতল বায়ুকে বলে মাজোলা / পাম্পেরো / সান্তা আনা। 

উত্তর: মাজোলা 

5. ইতালির পো উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল মিস্ট্রাল /  সাইমুম / বোরা। 

উত্তর: বোরা

6. সংকীর্ণ স্থানে উৎপন্ন ফানেলের মতো আকৃতিবিশিষ্ট ঘূর্ণিঝড়কে বলে টাইফুন / টর্নেডো / হ্যারিকেন।  

উত্তর: টর্নেডো 

7. বঙ্গোপসাগরের ঘূর্ণবাত আশ্বিনের ঝড় / টাইফুন / হ্যারিকেন নামে পরিচিত। 

উত্তর: আশ্বিনের ঝড় 

8. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্র থেকে উষ্ণ-আর্দ্র / শীতল-শুষ্ক / উষ্ণ-শুষ্ক বায়ু বাইরের দিকে প্রবাহিত হয়। 

উত্তর: শীতল-শুষ্ক

9. দক্ষিণ গোলার্ধে মেরুবায়ুর নাম দক্ষিণ-পূর্ব / দক্ষিণ-পশ্চিম / উত্তর-পূর্ব / উত্তর-পশ্চিম মেরু বায়ু। 

উত্তর: দক্ষিণ-পূর্ব

10. প্রধানত দিনের বেলা / রাত্রিবেলা / সকালবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। 

উত্তর: দিনের বেলা

11. দক্ষিণ গোলার্ধের ২০° থেকে ৪০° / ৪০° থেকে ৬০°/ ৬০° থেকে ৮০° অক্ষরেখার মধ্যে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে গর্জনশীল চল্লিশা। 

উত্তর: ৪০° থেকে ৬০°

12. শিশির / তুষারপাত / কুয়াশা অধঃক্ষেপণের উদাহরণ। 

উত্তর: তুষারপাত 

13. পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বাষ্পীভবন / অধঃক্ষেপণ / ঘনীভবন শুরু হয়।  

উত্তর: ঘনীভবন 

14. ভারতে বার্ষিক বৃষ্টিপাতের অধিকাংশই পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত প্রক্রিয়ায় হয়। 

উত্তর: শৈলোৎক্ষেপ 

15. পশ্চিমা বায়ু একটি সাময়িক বায়ু / স্থানীয় বায়ু / নিয়ত বায়ু। 

উত্তর: নিয়ত বায়ু

16. ‘লু’ একটি স্থানীয় / অনিয়মিত / সাময়িক বায়ু। 

উত্তর: স্থানীয় 

17.  চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম টাইফুন / টর্নেডো / হারিকেন।

উত্তর: টাইফুন 

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

Shares:

Related Posts

Class-10-Life-Science-Chapter-01-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর দীর্ঘউত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক
Class 10

Class 10 Life Science Chapter 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০২ জীবনের প্রবমানতা প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Life Science Chapter 02 Question Answer Class 10 Life Science Chapter 02 Question
Class 10

Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও
Madhyamik-Bengali-Question-Paper-PDF-2023-মাধ্যমিক-বাংলা-প্রশ্নপত্র-PDF-2023
Class 10

Madhyamik Bengali Question Paper PDF 2023 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Bengali Question Paper PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *