Class 10

 Class 10 Geography Chapter 05 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৫ ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 05 Question Answer

 Class 10 Geography Chapter 05 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৫ ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

1. সামঞ্জস্য বিধান করো: 

1. 

বাঁদিকডানদিক
অ্যালবেডো 66%
কার্যকরী সৌররশ্মি 34%

উত্তর:

বাঁদিকডানদিক
অ্যালবেডো34%
কার্যকরী সৌররশ্মি66%

2. শূন্যস্থান পূরণ করো: 

1. পৃথিবী থেকে সূর্যরশ্মি মহাশূন্যে প্রত্যাবর্তনকে _____ বলে। 

উত্তর: অ্যালবেড 

2. বায়ুর চাপমাপক যন্ত্রের নাম _____।

উত্তর: ব্যারোমিটার 

3. _____ -এর সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়। 

উত্তর: থার্মোমিটার 

4. আলো ও উত্তাপের মাধ্যমে সূর্যরশ্মি থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়, তাকে _____ বলে। 

উত্তর: ইনসলেশন 

5. বায়ুর উষ্ণতার তারতম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ _____ পার্থক্য। 

উত্তর: অক্ষাংশের 

6. ৩০ ডিগ্রি অক্ষাংশের তুলনায় ৪০ ডিগ্রি অক্ষাংশের উষ্ণতা _____।

উত্তর: কম 

7. জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি _____ বিচ্ছুরিত হয়।

উত্তর: কম 

3. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমা বায়ো মিলিত হয়। 

উত্তর: ভুল 

2. ভূপৃষ্ঠে প্রতি ১০০০ মিটার উচ্চতার জন্য ৫.৪ ডিগ্রী সেলসিয়াস হারে তাপমাত্রার হ্রাস পায়।

উত্তর: ভুল 

3. বায়ুর গতিবেগ মাপার একক হল নট।

উত্তর: ঠিক 

4. কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দুটিকে অশ্ব-অক্ষাংশ বলেও অভিহিত করা হয়।

উত্তর: ঠিক 

5. বায়ুর চাপ পরিমাপের একক হল মিলিবার।

উত্তর: ঠিক 

6. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানকে উষ্ণতার প্রসর বলে।

উত্তর: ঠিক 

7. নিরক্ষীয় অঞ্চলে চির গ্রীষ্ম বিরাজ করে।

উত্তর: ঠিক 

8. দুই মেরু অঞ্চলের বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে।

উত্তর: ঠিক 

9. বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস সূর্য। 

উত্তর: ঠিক 

10. শুষ্ক বায়ুর তুলনায় আদ্র বায়ুর চাপ কম।

উত্তর: ঠিক 

11. বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে।

উত্তর: ভুল

12. জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয়।

উত্তর: ঠিক 

13. মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি উষ্ণ হয়।

উত্তর: ভুল

14. সমুদ্রসংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন হয়।

উত্তর: ঠিক 

15. উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢাল উষ্ণ হয়।

উত্তর: ঠিক 

16. ফারেনহাইট থার্মোমিটারের হিমাঙ্ক শূন্য ডিগ্রি।

উত্তর: ভুল

17. বায়ুর ওজনকে বায়ুর চাপ বলে।

উত্তর: ঠিক 

4. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. গ্রীষ্মমন্ডলের গড় বার্ষিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস / 30 ডিগ্রি সেলসিয়াস / 35 ডিগ্রি সেলসিয়াস।

উত্তর: 27 ডিগ্রি সেলসিয়াস

2. সমান উষ্ণতাযুক্ত স্থানবিন্দুগুলির সংযোগকারী রেখাকে সামোষ্ণ / সমপ্রেস / সমবর্ষণ রেখা বলে।

উত্তর: সামোষ্ণ 

3. প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ 1 সেমি / 1 কেজি / 1 মিলিবার হ্রাস পায়।

উত্তর: 1 সেমি

4. সূর্যরশ্মি 297000 / 300000 / 186000 কিলোমিটার বেগে পৃথিবীতে আসে। 

উত্তর: 297000 

5. কার্যকরী পরিমাণ হল 66% / 34% / 47%।

উত্তর: 66%

6. নিরক্ষরেখা থেকে উভয় দিকে 27 ডিগ্রি সেলসিয়াস / 30 ডিগ্রি সেলসিয়াস / 35 ডিগ্রি সেলসিয়াস সমোষ্ণরেখাকে উষ্ণমন্ডলের সীমারেখা ধরা হয়।

উত্তর: 30 ডিগ্রি সেলসিয়াস

7. মেরুবৃত্ত প্রদেশে বায়ুর উচ্চচাপ / নিম্নচাপ / চাপহীন অবস্থা বিরাজ করে।

উত্তর: নিম্নচাপ 

8. যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি শূন্যে ফিরিয়ে দেয় 35% / 64% / 34%।

উত্তর: 34%

9. অশ্ব অক্ষাংশ বলে 25 থেকে 30 ডিগ্রি / 30 থেকে 35 ডিগ্রি / 35 থেকে 40 ডিগ্রী উত্তর অক্ষাংশকে।

উত্তর: 30 থেকে 35 ডিগ্রি

10. ভূপৃষ্ঠের সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা, তাকে বলে সমোন্নতি / সমোষ্ণ / সমপ্রেষ রেখা।  

উত্তর: সমপ্রেষ 

11. ভূপৃষ্ঠে তিনটি / ছয়টি / সাতটি স্থায়ী বায়ুর চাপ বলয় আছে। 

উত্তর: সাতটি 

12. সমুদ্রপৃষ্ঠেবায়ুর চাপ 1013.2 / 1013.5 / 1013.8 মিলবার। 

উত্তর: 1013.2

13. বায়ুর ওজন / উষ্ণতা / আর্দ্রতা-কে বায়ুর চাপ বলে।

উত্তর: ওজন 

14. প্রতি এক হাজার মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা হ্রাস পায় 5.4 / 6.46 / 6.7 ডিগ্রী সেন্টিগ্রেড।

উত্তর: 6.46

15. পৃথিবীর গড় অ্যালবেডো 34 / 50 / 60 শতাংশ।

উত্তর: 34

 Class 10 Geography Chapter 05 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৫ ” বায়ুর উষ্ণতা ও চাপ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

Shares:

Related Posts

Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও
Class 10

 Class 10 Geography Chapter 06 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৬ “বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় " বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 06 Question Answer  Class 10 Geography Chapter
Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর Part 02 হরমোন অধ্যায়ের 63 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো।Class 10 Life Science Chapter 01 Very Short
class-10-history-chapter-04-mcq-answer
Class 10

Class 10 History Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৪ – সংঘব্ধতার গোড়ার প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর বেশ কিছু সত্য অথবা মিথ্যা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 04 MCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *