Class 10

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায় “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 04 Question Answer

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. সামঞ্জস্য বিধান করো: 

ক. 

বাঁদিকডানদিক
ট্রপোস্ফিয়ারবেতারতরঙ্গের প্রতিফলন
স্ট্রাটোস্ফিয়ারমেঘবৃষ্টির সংঘঠন
থার্মোস্ফিয়ারউল্কার প্রজ্জ্‌বলন
মেসোস্ফিয়ারঅতিবেগুনি রশ্মির শোষন
আয়নোস্ফিয়ারউত্তাপের ক্রমশবৃদ্ধি

উত্তর:

বাঁদিকডানদিক
ট্রপোস্ফিয়ারমেঘবৃষ্টির সংঘঠন
স্ট্রাটোস্ফিয়ারঅতিবেগুনি রশ্মির শোষন
থার্মোস্ফিয়ারউত্তাপের ক্রমশবৃদ্ধি
মেসোস্ফিয়ারউল্কার প্রজ্জ্‌বলন
আয়নোস্ফিয়ারবেতারতরঙ্গের প্রতিফলন

2. শূন্যস্থান পূরণ করো: 

ক. স্ট্রাটোস্ফিয়ার স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় _____ কিলোমিটার পর্যন্ত।

উত্তর: 50

খ. জেট বিমান _____ স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে।

উত্তর: স্ট্রাটোস্ফিয়ার

গ. বায়ুমন্ডলে আর্গন গ্যাসের পরিমান _____ শতাংশ।

উত্তর: 0.93

ঘ. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটি নাম _____।

উত্তর: ট্রপোস্ফিয়ার

ঙ. বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রায় _____ শতাংশ।

উত্তর: 0.33 

চ. বায়ুমন্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তার নাম _____ ।

উত্তর: আয়নোস্ফিয়ার

ছ. _____ স্তরের জন্য সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছোতে পারে না। 

উত্তর: ওজন 

জ. জলীয় বাষ্প বায়ুমন্ডলে ভাসমান _____ -কে আশ্রয় করে মেঘ অ কুয়াশার সৃষ্টি করে। 

উত্তর: ধুলিকণা 

ঝ. বায়ুমন্ডলের সর্বশেষ স্তরটির নাম _____। 

উত্তর: ম্যাগনেটোস্ফিয়ার

ঞ. ট্রপোস্ফিয়ারের ঊর্ধবসীমাকে _____ বলে। 

উত্তর: ট্রপোপজ 

3. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

ক. ট্রপোস্ফিয়ার ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়।

উত্তর: ভূল

খ. স্ট্রাটোস্ফিয়ারে প্রবাহিত বায়ুপ্রবাহ হল জেট স্ট্রিম।

উত্তর: ভূল

গ. থার্মোস্ফিয়ারের নীচের আংশকে বলে আয়নোস্ফিয়ার।

উত্তর: ঠিক 

ঘ. হিলিয়াম একটি সক্রিয় গ্যাস।

উত্তর: ভূল

ঙ. মিথেন একটি গ্রিনহাউস গ্যাস।

উত্তর: ঠিক 

চ. মেসোস্ফিয়ার স্তরের ঊর্ধবসীমার নাম মেসোপজ।

উত্তর: ঠিক 

ছ. হেটেরোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত একই থাকে।

উত্তর: ভূল

জ. বায়ুতে জলীয় বাষ্পের পরিমান প্রায় পাঁচ শতাংশ।

উত্তর: ভূল

ঝ. নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে বায়ুমন্ডলের প্রায় 99.9 শতাংশ গঠিত।

উত্তর: ভূল

ঞ. ধুলিকণার জন্য আকাশে বর্ণ বৈচিত্র্য দেখা যায়। 

উত্তর: ঠিক 

ট. স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে।

উত্তর: ভূল 

4. সঠিক উত্তরটি শনাক্ত করো: 

ক. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় স্ট্রাটোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার-এ। 

উত্তর: ট্রপোস্ফিয়ার 

খ. ট্রপোপজের ঘনত্ব প্রায় 3 কিমি / 5 কিমি / 8 কিমি। 

উত্তর: 3 কিমি

গ. বায়ুমন্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল 6.4 ডিগ্রি সেলসিয়াস / 4.6 ডিগ্রি সেলসিয়াস / 6.6 ডিগ্রি সেলসিয়াস। 

উত্তর:  6.4 ডিগ্রি সেলসিয়াস

ঘ. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন / আর্গন / জেনন।

উত্তর: ওজোন 

ঙ. বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের 97% পদার্থ ভূপৃষ্ঠ থেকে মাত্র  29 কিমি / 18 কিমি / 9 কিমি -এর মধ্যে থাকে। 

উত্তর: 29 কিমি

চ. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্রাটোস্ফিয়ার।

উত্তর: ট্রপোস্ফিয়ার 

ছ. বায়ুমণ্ডলে অক্সিজেন / নাইট্রোজেন / ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়।

উত্তর: ধূলিকণা 

জ. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 60 / 90 / 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলে হোমোস্ফিয়ার । 

উত্তর: 90 

ঝ. মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঊষ্ণতা বাড়ে / কমে / একই থাকে।

উত্তর: কমে 

ঞ. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় 1000 / 5000 / 10000 কিমি পর্যন্ত বিস্তৃত। 

উত্তর: 10000 

ট. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে ট্রপোপজ / স্ট্রাটোপজ / মেসোপজ বলে। 

উত্তর: ট্রপোপজ 

ঠ. ওজোন গ্যাসের স্তর রয়েছে স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার-এ।

উত্তর: স্ট্রাটোস্ফিয়ার 

ড. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম অক্সিজেন / নাইট্রোজেন / কার্বন ডাই অক্সাইড।

উত্তর: নাইট্রোজেন 

ঢ. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.98 / 20.27 / 20.86 শতাংশ।

উত্তর: 20.98

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 03 MCQs Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর বহুবিকল্প
Class-10-Life-Science-Chapter-01-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর দীর্ঘউত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক
Class 10 Geography Chapter 02 Question Answer
Class 10

Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০২ “আবহবিকার” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরAuto Draft

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় "আবহবিকার” অতি সংক্ষিপ্তপ্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 02 Question Answer Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *