এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 03 Question Answer
Class 10 Geography Chapter 03 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৩ “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Table of Contents
1. সঠিক উত্তরটি শনাক্ত করো:
1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার অ্যাঞ্জেল / আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা / ভারতের যোগ জলপ্রপাত।
উত্তর: ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
2. পৃথিবীর দীর্ঘতম নদী মেসিসিপি-মিসৌরি / নীলনদ / ইয়াংসিকিয়াং ।
উত্তর: নীলনদ
3. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান / ধান্দ / বার্খান বলে ।
উত্তর: ধ্রিয়ান
4. তির্যাক বালিয়াড়িকে সিফ / বার্খান / লোয়েস বলে।
উত্তর: বার্খান
5. পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারাবছর বরফ জমে থাকে তাকে হিমরেখা / হিমবাহ / হিমশৈল বলে।
উত্তর: হিমরেখা
6. বায়ু ও ক্ষণস্থায়ী নদীর ক্ষয়কার্যের / বহনকার্যের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়।
উত্তর: ক্ষয়কার্যের
7. প্রায়-সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাগুলিকে মোনাডনক / ইসেলবার্গ / ড্রামলিন বলে।
উত্তর: ইসেলবার্গ
8. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টিকোণাকার ভূমিকে পলল ব্যাজনী / কেম / বদ্বীপ বলে।
উত্তর: কেম
9. সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী / ঝুলন্ত উপত্যকা / ফিয়র্ড বলে।
উত্তর: ফিয়র্ড
10. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত / হিমানী সম্প্রপাত / গিরিখাত সৃষ্টি হয়।
উত্তর: জলপ্রপাত
11. প্লায়া হ্রদ / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / করি হ্রদের জল লবণাক্ত হয়।
উত্তর: প্লায়া হ্রদ
12. প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে তির্যক / অনুদৈর্ঘ্য / ভ্রাম্যমান বালিয়াড়ি বলে।
উত্তর: অনুদৈর্ঘ্য
13. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে হিমরেখা / গ্রাবরেখা / গিরিখাত বলে।
উত্তর: গ্রাবরেখা
14. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ’I’ / ‘U’ / ‘V’অক্ষরের মত হয়।
উত্তর: ‘U’
15. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে প্লাবনভূমি / লোয়েস সমভূমি / বহি:বিধৈত সমভূমি বলে।
উত্তর: লোয়েস সমভূমি
16. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত / ক্যানিয়ন / পিরামিড চূড়া বলে।
উত্তর: ক্যানিয়ন
17. রসে মতোন সৃষ্টি হয় বাতাসের / নদীর / হিমবাহের ক্ষয়ের ফলে।
উত্তর: হিমবাহের
18. পলি শঙ্কু গঠিত হয় নদীর পার্বত্য গতিতে / বদ্বীপ গতিতে / উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে।
উত্তর: উচ্চ ও মধ্যগতির
19. গৌর ভূমিরূপটি গঠিত হয় নদীর / হিমবাহের / বায়ুর সমুদ্র তরঙ্গের দ্বারা।
উত্তর: বায়ুর
20. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা গিরিখাত / ক্যানিয়ন / ‘U’আকৃতির উপত্যকা নামে পরিচিত।
উত্তর: ক্যানিয়ন
21. হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত দুদিক মসৃণ খাড়া টিপিকে বলে তিমিপৃষ্ঠ / প্রস্তরখাত / ফিয়র্ড।
উত্তর: তিমিপৃষ্ঠ
22. হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপে সৃষ্টি হয় তাকে বলে হিমসিঁড়ি / প্রস্তরখাত / রাসে মতানে।
উত্তর: হিমসিঁড়ি
23.হিমবাহের ক্ষয় কার্যের ফলের সৃষ্ট গর্তকে বলে প্রস্তরখাত বা আবর্তরেখা / কর্তিত স্পার / প্যাটার্নস্টার হ্রদ।
উত্তর: প্রস্তরখাত বা আবর্তরেখা
24. পার্বত্য প্রবাহে নদীর দুপাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয় তাকে বলে নদীমঞ্চ / স্বাভাবিক বাঁধ / খরস্রোত।
উত্তর: নদীমঞ্চ
25. অতি গভীর ‘V’ আকৃতির উপত্যকাকে বলে গিরিখাত / ক্যানিয়ন / কর্তিত স্পার।
উত্তর: গিরিখাত
26. মরু অঞ্চলে বায়ুর অপসরণের ফলে সৃষ্ট অবনমিত গব্বরকে বলে ধান্দ / কাতারা / মরুদ্যান।
উত্তর: ধান্দ
27. একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বলে অকলে / সিফ / রোর্ডস বালিয়াড়ি।
উত্তর: অকলে
28. মন্থকূপ সৃষ্টি হয় নদী / বায়ু / হিমবাহের ক্ষয় কার্যের ফলে।
উত্তর: নদী
2. ঠিক অথবা ভুল নির্ণয় করো:
1. মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনকস বলে।
উত্তর: ভূল
2. সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত।
উত্তর: ভূল
3. হিমসিঁড়ির অবনমিত অংশে জল জমে যেসব হ্রদের সৃষ্টি হয় তাকে বলে প্যাটার্নস্টার হ্রদ।
উত্তর: ঠিক
4. মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে বা পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে সমুদ্র উপকূলে যেসব জলমগ্ন খাত দেখা যায় সেগুলোকে বলে ফিয়ার্ড।
উত্তর: ঠিক
5. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে ‘বাসকেট অব এগস রিলিফ’ বা ‘ঝুড়ি ভরতি ডিমের মতো ভূমিরূপ’।
উত্তর: ঠিক
6. ভেন্টি ফ্যাক্টে শিলার অনুবাদ ঢাল মসৃণ ও তীক্ষ্ণ হয়।
উত্তর: ভূল
7. ড্রেইকান্টারে শিলাখণ্ডের তিনদিকই ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তর: ঠিক
8. প্রবল বায়ুপ্রবাহে বিস্তীর্ণ অঞ্চলের বালি উড়ে গিয়ে যে অবনমিত গহ্বরের সৃষ্টি হয়, মিশরে তাকে বলে কাতারা।
উত্তর: ঠিক
9. চীনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।
উত্তর: ঠিক
10. চলনশীল বালিয়াড়িকে রাজস্থানে বলে ধ্রিয়ান।
উত্তর: ঠিক
11. হিমবাহের বরফ গলে উৎপন্ন বালি, কাদা ও গণ্ডসিলার স্তুপকে একত্রে হিমকর্দ বলে।
উত্তর: ঠিক
12. পার্বত্য অঞ্চলের নদীর প্রধান কাজ ক্ষয়।
উত্তর: ঠিক
13. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট শৈলশিলাকে আবদ্ধ শৈলশীলা বলে।
উত্তর: ভূল
14. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে।
উত্তর: ঠিক
15. আলাস্কার মালাসপিনা হল পর্বতের পাদদেশীয় হিমবাহের একটি বিশিষ্ট উদাহরণ।
উত্তর: ঠিক
16. ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন।
উত্তর: ঠিক
17. হরিদ্বার থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহ।
উত্তর: ভূল
18. ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়।
উত্তর: ভূল
19. মরুদ্যান বায়ুর অবঘর্যের ফলে সৃষ্ট হয়।
উত্তর: ভূল
20. বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠে বার্খান।
উত্তর: ঠিক
21. পেডিমেন্ট এক প্রকার সমভূমি।
উত্তর: ঠিক
22. মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে বলে প্লায়া।
উত্তর: ঠিক
23. মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।
উত্তর: ঠিক
3. শূন্যস্থান পূরণ করো:
1. _____ পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ।
উত্তর: মাজুলি
2. পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি আফ্রিকার _____ দেশটিতে অবস্থিত।
উত্তর: আলজেরিয়া
3. পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে _____ বলে।
উত্তর: মন্থকূপ
4. সাহারা মরুভূমির শিলাগঠিত সমভূমিকে _____ বলে।
উত্তর: হামাদা
5. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি _____ অক্ষরের মতো।
উত্তর: ‘U’
6. তুরস্কের _____ নদীর নাম থেকে মিয়েন্ডার শব্দটি নেওয়া হয়েছে।
উত্তর: মিয়েন্ডারেস
7. মরু অঞ্চলে দণ্ডায়মান কঠিন শিলার গায়ে ফালি ফালি দাগকে _____ বলে।
উত্তর: ফারো
8. ম্যাটারহর্ন একটি বিখ্যাত _____ চূড়া।
উত্তর: পিরামিড
9. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার সমভূমি _____ ।
উত্তর: ল্যামবার্ট
10. সমভূমি অঞ্চলে অগভীর নদী যদি বহু শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়, তাকে বলে _____ নদী।
উত্তর: নদীগ্রাস
11. উপকূলীয় অঞ্চল সমুদ্রস্রোতের ধাক্কায় ক্ষয়ে গিয়ে মূল ভাগে কিছুটা অনুপ্রবিষ্ট হলে ও জোয়ারের জলে পুষ্ট হলে তাকে বলে _____।
উত্তর: বিনুনী
12. প্রান্ত গ্রাবরেখার ছোট ছোট শিলাখণ্ড সঞ্চিত হয়ে যেসব টিলার সৃষ্টি হয় সেগুলোকে বলে_____ ।
উত্তর: খাড়ি
13. বহিঃধৌত সমভূমিতে আগে থেকে সঞ্চিত তুষারখণ্ডের গলনের ফলে যে সব গহ্বরের সৃষ্টি হয়, সেগুলিকে বলে _____।
উত্তর: কেটল হোল বা কেটল লেক
4. সামঞ্জস্য বিধান করো:
1.
বাঁদিক | ডানদিক |
a. পেটুর অল ক্যানন দা কলকা নদী | খরস্রোত |
b. জাম্বেজী নদী | অতি গভীর গিরিখাত |
c. কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন | অতি গভীর ক্যানিয়ন |
d. ভেনেজুয়েলার কারোনি নদী | পৃথিবীর উচ্চতম জলপ্রপাত |
e. নীল নদ | পৃথিবীর উচ্চতম চ্যুতি জলপ্রপাত |
b. জাম্বেজী নদী
উত্তর:
বাঁদিক | ডানদিক |
a. পেটুর অল ক্যানন দা কলকা নদী | অতি গভীর গিরিখাত |
b. জাম্বেজী নদী | পৃথিবীর উচ্চতম চ্যুতি জলপ্রপাত |
c. কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন | অতি গভীর ক্যানিয়ন |
d. ভেনেজুয়েলার কারোনি নদী | পৃথিবীর উচ্চতম জলপ্রপাত |
e. নীল নদ | খরস্রোত |
অতি গভীর গিরিখাত
b. জাম্বেজী নদী
c. কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন
e. নীল নদ
2.
বাঁদিক | ডানদিক |
a. মাজুলী | ভারতের দীর্ঘতম হিমবাহ |
b. শিবলিঙ্গ | কুমেরুর বরফবিহীন পর্বত শৃঙ্গ |
c. সিয়াচেন | পৃথিবীর বৃহত্তম নদীচর |
d. নুনাটাকস | পাদোদেশীয় হিমবাহ |
e. মালাসপিনা | এরিটি |
d. নুনাটাকস
উত্তর:
বাঁদিক | ডানদিক |
a. মাজুলী | পৃথিবীর বৃহত্তম নদীচর |
b. শিবলিঙ্গ | এরিটি |
c. সিয়াচেন | ভারতের দীর্ঘতম হিমবাহ |
d. নুনাটাকস | কুমেরুর বরফবিহীন পর্বত শৃঙ্গ |
e. মালাসপিনা | পাদোদেশীয় হিমবাহ |
বাঁদিক
a. মাজুলী
b. শিবলিঙ্গ
c. সিয়াচেন