Class 10

Class 10 Geography Chapter 03 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৩ “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল তৃতীয় অধ্যায় “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 03 Question Answer

Class 10 Geography Chapter 03 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৩ “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তরটি শনাক্ত করো: 

1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার অ্যাঞ্জেল / আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা / ভারতের যোগ জলপ্রপাত।

উত্তর: ভেনেজুয়েলার অ্যাঞ্জেল

2. পৃথিবীর দীর্ঘতম নদী মেসিসিপি-মিসৌরি / নীলনদ / ইয়াংসিকিয়াং ।

উত্তর: নীলনদ 

3. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান / ধান্দ / বার্খান বলে ।

উত্তর: ধ্রিয়ান 

4. তির্যাক বালিয়াড়িকে সিফ / বার্খান / লোয়েস বলে।

উত্তর: বার্খান 

5. পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারাবছর বরফ জমে থাকে তাকে হিমরেখা / হিমবাহ / হিমশৈল বলে।

উত্তর: হিমরেখা 

6. বায়ু ও ক্ষণস্থায়ী নদীর ক্ষয়কার্যের / বহনকার্যের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়।

উত্তর: ক্ষয়কার্যের 

7. প্রায়-সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাগুলিকে মোনাডনক / ইসেলবার্গ / ড্রামলিন বলে। 

উত্তর: ইসেলবার্গ 

8. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টিকোণাকার ভূমিকে পলল ব্যাজনী / কেম / বদ্বীপ বলে।

উত্তর: কেম 

9. সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী / ঝুলন্ত উপত্যকা / ফিয়র্ড বলে। 

উত্তর: ফিয়র্ড 

10. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত / হিমানী সম্প্রপাত / গিরিখাত সৃষ্টি হয়।

উত্তর: জলপ্রপাত 

11. প্লায়া হ্রদ / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / করি হ্রদের জল লবণাক্ত হয়।

উত্তর: প্লায়া হ্রদ

12. প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে তির্যক / অনুদৈর্ঘ্য / ভ্রাম্যমান বালিয়াড়ি বলে। 

উত্তর: অনুদৈর্ঘ্য 

13. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে হিমরেখা / গ্রাবরেখা / গিরিখাত বলে। 

উত্তর: গ্রাবরেখা 

14. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ’I’ / ‘U’ / ‘V’অক্ষরের মত হয়। 

উত্তর: ‘U

15. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে প্লাবনভূমি / লোয়েস সমভূমি / বহি:বিধৈত সমভূমি বলে।

উত্তর: লোয়েস সমভূমি

16. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত / ক্যানিয়ন / পিরামিড চূড়া বলে।

উত্তর: ক্যানিয়ন 

17. রসে মতোন সৃষ্টি হয় বাতাসের / নদীর / হিমবাহের ক্ষয়ের ফলে। 

উত্তর: হিমবাহের 

18. পলি শঙ্কু গঠিত হয় নদীর পার্বত্য গতিতে / বদ্বীপ গতিতে / উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে।

উত্তর: উচ্চ ও মধ্যগতির

19. গৌর ভূমিরূপটি গঠিত হয় নদীর / হিমবাহের / বায়ুর সমুদ্র তরঙ্গের দ্বারা। 

উত্তর: বায়ুর 

20. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা গিরিখাত / ক্যানিয়ন / ‘U’আকৃতির উপত্যকা নামে পরিচিত।

উত্তর: ক্যানিয়ন 

21. হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত দুদিক মসৃণ খাড়া টিপিকে বলে তিমিপৃষ্ঠ / প্রস্তরখাত / ফিয়র্ড।

উত্তর: তিমিপৃষ্ঠ 

22. হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপে সৃষ্টি হয় তাকে বলে হিমসিঁড়ি / প্রস্তরখাত / রাসে মতানে।

উত্তর: হিমসিঁড়ি 

23.হিমবাহের ক্ষয় কার্যের ফলের সৃষ্ট গর্তকে বলে প্রস্তরখাত বা আবর্তরেখা / কর্তিত স্পার / প্যাটার্নস্টার হ্রদ। 

উত্তর: প্রস্তরখাত বা আবর্তরেখা

24. পার্বত্য প্রবাহে নদীর দুপাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয় তাকে বলে নদীমঞ্চ / স্বাভাবিক বাঁধ / খরস্রোত।

উত্তর: নদীমঞ্চ 

25. অতি গভীর ‘V’ আকৃতির উপত্যকাকে বলে গিরিখাত / ক্যানিয়ন / কর্তিত স্পার। 

উত্তর: গিরিখাত 

26. মরু অঞ্চলে বায়ুর অপসরণের ফলে সৃষ্ট অবনমিত গব্বরকে বলে ধান্দ / কাতারা / মরুদ্যান। 

উত্তর: ধান্দ 

27. একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বলে অকলে / সিফ / রোর্ডস বালিয়াড়ি। 

উত্তর: অকলে 

28. মন্থকূপ সৃষ্টি হয় নদী / বায়ু / হিমবাহের ক্ষয় কার্যের ফলে।

উত্তর: নদী 

2. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনকস বলে।

উত্তর: ভূল 

2. সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত।

উত্তর: ভূল 

3. হিমসিঁড়ির অবনমিত অংশে জল জমে যেসব হ্রদের সৃষ্টি হয় তাকে বলে প্যাটার্নস্টার হ্রদ।

উত্তর: ঠিক 

4. মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে বা পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে সমুদ্র উপকূলে যেসব জলমগ্ন খাত দেখা যায় সেগুলোকে বলে ফিয়ার্ড।

উত্তর: ঠিক 

5. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে ‘বাসকেট অব এগস রিলিফ’ বা ‘ঝুড়ি ভরতি ডিমের মতো ভূমিরূপ’।

উত্তর: ঠিক 

6. ভেন্টি ফ্যাক্টে শিলার অনুবাদ ঢাল মসৃণ ও তীক্ষ্ণ হয়।

উত্তর: ভূল 

7. ড্রেইকান্টারে শিলাখণ্ডের তিনদিকই ক্ষয়প্রাপ্ত হয়।

উত্তর: ঠিক 

8. প্রবল বায়ুপ্রবাহে বিস্তীর্ণ অঞ্চলের বালি উড়ে গিয়ে যে অবনমিত গহ্‌বরের সৃষ্টি হয়, মিশরে তাকে বলে কাতারা।

উত্তর: ঠিক 

9. চীনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।

উত্তর: ঠিক 

10. চলনশীল বালিয়াড়িকে রাজস্থানে বলে ধ্রিয়ান।

উত্তর: ঠিক 

11. হিমবাহের বরফ গলে উৎপন্ন বালি, কাদা ও গণ্ডসিলার স্তুপকে একত্রে হিমকর্দ বলে।

উত্তর: ঠিক 

12. পার্বত্য অঞ্চলের নদীর প্রধান কাজ ক্ষয়।

উত্তর: ঠিক 

13. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট শৈলশিলাকে আবদ্ধ শৈলশীলা বলে।

উত্তর: ভূল 

14. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে। 

উত্তর: ঠিক 

15. আলাস্কার মালাসপিনা হল পর্বতের পাদদেশীয় হিমবাহের একটি বিশিষ্ট উদাহরণ।

উত্তর: ঠিক 

16. ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন।

উত্তর: ঠিক 

17. হরিদ্বার থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহ। 

উত্তর: ভূল 

18. ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়। 

উত্তর: ভূল 

19. মরুদ্যান বায়ুর অবঘর্যের ফলে সৃষ্ট হয়।

উত্তর: ভূল 

20. বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গড়ে ওঠে বার্খান।

উত্তর: ঠিক 

21. পেডিমেন্ট এক প্রকার সমভূমি।

উত্তর: ঠিক 

22. মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে বলে প্লায়া।

উত্তর: ঠিক 

23. মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।

উত্তর: ঠিক 

3. শূন্যস্থান পূরণ করো: 

1. _____ পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ।

উত্তর: মাজুলি 

2. পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি আফ্রিকার _____ দেশটিতে অবস্থিত।

উত্তর: আলজেরিয়া

3. পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে _____ বলে।

উত্তর: মন্থকূপ 

4. সাহারা মরুভূমির শিলাগঠিত সমভূমিকে _____ বলে।

উত্তর: হামাদা 

5. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি _____ অক্ষরের মতো।

উত্তর: ‘U’

6. তুরস্কের _____ নদীর নাম থেকে মিয়েন্ডার শব্দটি নেওয়া হয়েছে।

উত্তর: মিয়েন্ডারেস 

7. মরু অঞ্চলে দণ্ডায়মান  কঠিন শিলার গায়ে ফালি ফালি দাগকে _____ বলে।

উত্তর: ফারো 

8. ম্যাটারহর্ন একটি বিখ্যাত _____ চূড়া।

উত্তর: পিরামিড 

9. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার সমভূমি _____ । 

উত্তর: ল্যামবার্ট 

10. সমভূমি অঞ্চলে অগভীর নদী যদি বহু শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়, তাকে বলে _____ নদী।

উত্তর: নদীগ্রাস 

11. উপকূলীয় অঞ্চল সমুদ্রস্রোতের ধাক্কায় ক্ষয়ে গিয়ে মূল ভাগে কিছুটা অনুপ্রবিষ্ট হলে ও জোয়ারের জলে পুষ্ট হলে তাকে বলে _____।

উত্তর: বিনুনী 

12. প্রান্ত গ্রাবরেখার ছোট ছোট শিলাখণ্ড সঞ্চিত হয়ে যেসব টিলার সৃষ্টি হয় সেগুলোকে বলে_____ । 

উত্তর: খাড়ি 

13. বহিঃধৌত সমভূমিতে আগে থেকে সঞ্চিত তুষারখণ্ডের গলনের ফলে যে সব গহ্বরের সৃষ্টি হয়, সেগুলিকে বলে _____।

উত্তর: কেটল হোল বা কেটল লেক

4. সামঞ্জস্য বিধান করো: 

1.

বাঁদিকডানদিক
a. পেটুর অল ক্যানন দা কলকা নদী খরস্রোত
b. জাম্বেজী নদী  অতি গভীর গিরিখাত
c. কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন অতি গভীর ক্যানিয়ন 
d. ভেনেজুয়েলার কারোনি নদী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
e. নীল নদ পৃথিবীর উচ্চতম চ্যুতি জলপ্রপাত 

b. জাম্বেজী নদী  

উত্তর: 

বাঁদিকডানদিক
a. পেটুর অল ক্যানন দা কলকা নদী অতি গভীর গিরিখাত
b. জাম্বেজী নদী পৃথিবীর উচ্চতম চ্যুতি জলপ্রপাত 
c.  কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন অতি গভীর ক্যানিয়ন
d.  ভেনেজুয়েলার কারোনি নদীপৃথিবীর উচ্চতম জলপ্রপাত
e. নীল নদ খরস্রোত

অতি গভীর গিরিখাত

b. জাম্বেজী নদী

c.  কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন

e. নীল নদ 

2. 

বাঁদিকডানদিক
a. মাজুলী ভারতের দীর্ঘতম হিমবাহ 
b. শিবলিঙ্গ কুমেরুর বরফবিহীন পর্বত শৃঙ্গ
c. সিয়াচেন পৃথিবীর বৃহত্তম নদীচর
d. নুনাটাকস পাদোদেশীয় হিমবাহ 
e. মালাসপিনা এরিটি

 

d. নুনাটাকস

উত্তর:

 বাঁদিক ডানদিক
a. মাজুলী পৃথিবীর বৃহত্তম নদীচর 
b. শিবলিঙ্গ এরিটি 
c. সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ
d. নুনাটাকস কুমেরুর বরফবিহীন পর্বত শৃঙ্গ
e. মালাসপিনাপাদোদেশীয় হিমবাহ

 বাঁদিক

a. মাজুলী

b. শিবলিঙ্গ

c. সিয়াচেন

 Class 10 Geography Chapter 03 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৩ “নদী হিমবাহ ও বায়ুর কাজ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-02-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 02 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০২ – গাসের আচরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায় অর্থাৎ গাসের আচরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 02 MCQ
Class 10

Class 10 History Chapter 07 MCQ & SAQ Answer মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৭ – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 History Chapter 07 Questions
class-10-physical-science-chapter-03-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৩ – রাসায়নিক গননা প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গননা এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 03 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Question Answer MCQs | ইতিহাসের ধারনা | বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও উত্তর MCQ | Class 10 History Chapter 01 Question Answer মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারনা (প্রথম অধ্যায়) | প্রশ্ন ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *