Class 10

Class 10 Bangla Chapter 02 MCQ And Very Short Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0২ ‘অসুখী একজন’

Class 10 Bangla Chapter 02 MCQ And Very Short Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0২ ‘অসুখী একজন’- এর বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোউত্তর
Class-10-Bangla-Chapter-02-MCQ-And-Very-Short-Question-Answer

Class 10 Bangla Chapter 02 MCQ And Very Short Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0২ ‘অসুখী একজন’- এর বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0২-‘অসুখী একজন’- এর বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোউত্তর প্রশ্নের উত্তর জানতে পারবো।

Class 10 Bangla Chapter 02 MCQ And Very Short Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0২ ‘অসুখী একজন’- এর বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোউত্তর

1. শান্ত হলুদ দেবতার ধ্যানে ডুবেছিল –
a) যুগ যুগ ধরে
b) লক্ষ বছর ধরে
c) কোটি বছর ধরে
d) হাজার বছর ধরে
উত্তরঃ- d) হাজার বছর ধরে

2. “আর সে মেয়েটি আমার অপেক্ষায়।” সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ –
a) সে জানতোই না কথক আর কখনো ফিরে যাবে না তার কাছে
b) তার জীবনের সব অবলম্বন যুদ্ধে ধ্বংস হয়ে গেছে
c) সে দুঃখ পেতে ভালবাসে
d) সে জানত যুদ্ধ শেষ হলেই কথক তার কাছে ফিরে যাবে
উত্তরঃ- a) সে জানতোই না কথক আর কখনো ফিরে যাবে না তার কাছে

3. “মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা” – পাথরের মূর্তিটি
a) দেবতার
b) ফ্যারাওয়ের
c) একজন মানুষের
d) একটি মেয়ের
উত্তরঃ- a) দেবতার

4. “যেখানে ছিল শহর/ সেখানে দাঁড়িয়ে রইল কাঠ কয়লা।” কারণ –
a) যুদ্ধের আগুনে সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে
b) সেখানে কারখানা গড়ে উঠেছে
c) আগ্নেয়গিরিতে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে
d) মানুষের জীবনের স্বপ্ন ভেঙে গেছে
উত্তরঃ- a) যুদ্ধের আগুনে সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে

5. কবিতায় কথক ঘুমিয়েছিলেন বারান্দার –
a) খাটে
b) ঝুলন্ত বিছানায়
c) চৌকিতে
d) মেঝেতে
উত্তরঃ- b) ঝুলন্ত বিছানায়

6. “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে, তারা হলেন –
a) সাধারণ নর নারী
b) শান্ত হলুদ দেবতা
c) অগণিত কবি
d) অগণিত যোদ্ধা
উত্তরঃ- b) শান্ত হলুদ দেবতা

7. “ক্লান্ত হলুদ দেবতারা” হাজার বছর ধরে –
a) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন
b) সভ্যতাকে রক্ষা করেছিলেন
c) অহিংসার বাণী প্রচার করেছিলেন
d) মানুষকে দুঃখ জয় করার শক্তি দিয়েছিলেন
উত্তরঃ- a) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন

8. “ঘাস জন্মালোর রাস্তায়” কারণ –
a) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি
b) রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল
c) রাস্তাটি যুদ্ধে নষ্ট হয়ে গিয়েছিল
d) রাস্তার ওপর মাঠ তৈরি হয়েছিল।
উত্তরঃ- a) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি

9. “একটা কুকুর চলে গেল, হেটে গেল-”
a) একজন অসুখী মেয়ে
b) গির্জার এক নান
c) শান্ত হলুদ দেবতারা
d) একজন ভবঘুরে
উত্তরঃ- b) গির্জার এক নান

10. “সে জানতো না” যে –
a) কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না
b) কবিতার কথক তাকে ফিরে এসে সঙ্গে নিয়ে যাবে
c) যুদ্ধ আসবে রক্তের এক আগ্নেয়পাহাড়ের মত
d) সমতলে আগুন ধরে যাবে
উত্তরঃ- a) কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না

11. “সে জানতো না” – অসুখী একজন কবিতায় “সে” বলতে বোঝানো হয়েছে –
a) গির্জার এক নানকে
b) একটা কুকুরকে
c) একজন সাধারন নারীকে
d) বাড়ির ভৃত্যকে
উত্তরঃ- c) একজন সাধারন নারীকে

12. “আমি তাকে ছেড়ে দিলাম” – কথক ছেড়ে দিয়েছেন
a) তার বাড়িতে
b) তার ঘোড়াটিকে
c) একজন মেয়েকে
d) তার মাকে
উত্তরঃ- c) একজন মেয়েকে

13. অসুখী একজন কবিতাকে কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল –
a) Iptimacies : Poems of Love
b) Extravagaria
c) The Capitain’s Verses
d) On the Blue Shore of Slience : Poems of the Sea
উত্তরঃ- b) Extravagaria

14. নিচের যে কাব্যগ্রন্থটি পাবলো নেরুদার রচিত –
a) Extravagaria
b) Extravaganza
c) Ozymandias
d) The Masque of Anarchy
উত্তরঃ- a) Extravagaria

15. কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
a) 1941 খ্রিস্টাব্দে
b) 1970 খ্রিস্টাব্দে
c) 1952 খ্রিস্টাব্দে
d) 1971 খ্রিস্টাব্দে
উত্তরঃ- d) 1971 খ্রিস্টাব্দে

16. পাবলো নেরুদার আসল নাম
a) নেফতালি রেয়েস বাসোয়লতো
b) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়লতো
c) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা
d) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা বাসোয়লতো
উত্তরঃ- b) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়লতো

17. কবি পাবলো নেরুদার জীবনকাল –
a) 1904 – 1973 খ্রিস্টাব্দে
b) 1900 – 1976 খ্রিস্টাব্দে
c) 1905 – 1978 খ্রিস্টাব্দে
d) 1907 – 1987 খ্রিস্টাব্দে
উত্তরঃ- a) 1904 – 1973 খ্রিস্টাব্দে

18. আমি পাবলো নেরুদার জন্মস্থান –
a) চিলি
b) ফ্রান্স
c) ইতালি
d) জার্মানি
উত্তরঃ- a) চিলি

19. “অসুখী একজন” অনুবাদ কবিতাটি নেওয়া হয়েছে নবারূপ ভট্টাচার্যের
a) বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে
b) এই মৃত্যু উপত্যকা আমার দেশ বা কাব্যগ্রন্থ থেকে
c) মুখে মেঘের রুমাল বাঁধা কাব্যগ্রন্থ থেকে
d) রাতের সার্কাস কাব্যগ্রন্থ থেকে
উত্তরঃ- a) বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে

20. অসুখী একজন কবিতাটির ইংরেজি তাজমহল টি হল –
a) The Unhappy Woman
b) The Unhappy
c) The Unhappy one
d) The Unhappy Man
উত্তরঃ- c) The Unhappy one

21. অসুখী একজন কবিতাটজযে মূল কাব্যগ্রন্থের ভাষান্তর, তার কবি হলেন
a) পাবলো পিক সো
b) পাবলো নেরুদা
c) গিউসেপ্নে উনগারেত্তি
d) পেনত্তি সারিকোস্কি
উত্তরঃ- b) পাবলো নেরুদা

22. “বছরগুলো নেমে এলো তার” –
a) চলার পথে
b) জীবনের ওপর
c) মাথার ওপর
d) ঘরের দরজায়
উত্তরঃ- c) মাথার ওপর

23. “শান্ত হলুদ দেবতারা” বলতে বোঝানো হয়েছে –
a) পাথরের তৈরি দেবতা
b) জীবন্ত দেবতা
c) গির্জার সন্ন্যাসী
d) মৃত দেবতা
উত্তরঃ- a) পাথরের তৈরি দেবতা

24. “সমস্ত সমতলে ধরে গেল আগুন”,যাতে –
a) দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধ্বংস হল
b) গাছগুলো পুড়ে ছাই হয়ে গেল
c) আগ্নেয়পাহাড়টি ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়ল
d) কবিতার কথককে অন্যত্র চলে যেতে হল
উত্তরঃ- a) দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধ্বংস হল

25. “বছরগুলো/ নেমে এলো তার মাথার ওপর।” বছরগুলোর ‘নেমে আসা’ – কে কবিতায় তুলনা করা হয়েছে –
a) তারপর নেমে আসা বৃষ্টিফোটার সঙ্গে
b) পরপর নেমে আসা পাথরের সঙ্গে
c) রাস্তার ঘাস জন্মানোর সঙ্গে
d) শান্ত হলুদ দেবতাদের হাজার বছরের ধানের সঙ্গে
উত্তরঃ- b) পরপর নেমে আসা পাথরের সঙ্গে

26. “তারপর যুদ্ধ এল” –
a) বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার মত
b) রক্তের দাগের মতো
c) শান্ত দেবতাদের মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার মতো
d) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মত
উত্তরঃ- d) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মত

27. “তারপর যুদ্ধ এল” – যুদ্ধে খুন হল
a) শহরের মানুষ
b) শান্ত হলুদ দেবতারা
c) নিরীহ মানুষ
d) শিশু আর বাড়িরা
উত্তরঃ- d) শিশু আর বাড়িরা

28. “সেই মেয়েটির মৃত্যু হলো না।” সেই মেয়েটি বলতে বোঝানো –
a) হয় কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে
b) গির্জার এক নানকে
c) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুর কন্যাকে
d) কবিতার কথকের স্ত্রীকে
উত্তরঃ- a) হয় কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে

29. “শিশু আর বাড়িরা খুন হল” যখন –
a) কবিতার মেয়েটি একা হয়ে পড়ল
b) দেবতাদের মূর্তি ভেঙ্গে পড়ল
c) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো যুদ্ধ এল
d) গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল বিধ্বংসী আগুনে
উত্তরঃ- c) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো যুদ্ধ এল

30. যুদ্ধকে রক্তের “এক আগ্নেয়পাহাড়ের মতো” মনে করার কারণ –
a) কখন যুদ্ধ হয় কেউ তা জানে না
b) আগ্নেয়পাহাড়ের মতই যুদ্ধ ভয়ংকর ও রক্তক্ষয়ী
c) কোভিদ বাসস্থান আগ্নেয়পাহাড়ের ঘেরা অঞ্চলে
d) যুদ্ধ পাহাড়ের মত নির্মম, বাস্তব
উত্তরঃ- b) আগ্নেয়পাহাড়ের মতই যুদ্ধ ভয়ংকর ও রক্তক্ষয়ী

অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

1.‘অসুখী একজন’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি এবং প্রেমের কবিতাতেও এক আশ্চর্য কণ্ঠস্বরের স্রষ্টা পাবলো নেরুদার লেখা ।

2. কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি ?
উত্তরঃ- কবি পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়েলাতো ।

3. ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা ?
উত্তরঃ-‘অসুখী একজন’ কবিতাটির চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার Extravagaria কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা ।

4. “বৃষ্টিতে ধুয়ে দিল…….” বৃষ্টি এসে কি ধুয়ে দিল ?
উত্তরঃ-কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল ।

5. “ঘাস জন্মালো রাস্তায়” – ব্যঞ্জনাটি কিসের ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে পথে চলাচলের মানুষ যে আর নেই, সেই ব্যঞ্জনাটি ফুটিয়ে তোলা হয়েছে ।

6. “শান্ত হলুদ দেবতারা / যারা হাজার বছর ধরে …….” কি করেছিলেন ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, যেন স্বপ্ন দেখছিলেন ।

7. “নেমে এলো তার মাথার ওপর” – মাথার ওপর কি নেমে এলো ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় কথকের জন্য অপেক্ষারত নারীর মাথার উপর একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে ।

8. “তারপর যুদ্ধ এল…….” কবিতায় যুদ্ধ আসাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
উত্তরঃ- কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধ আসাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে ।

9. “সমস্ত সমতলে ধরে গেল আগুন…….” কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গেল।

10. ‘অসুখী একজন’ কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার ওপর নেমে আসার কথা বলা হয়েছে কেন ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার ওপর নেমে আসার কথা বলা হয়েছে কারণ কবিতায় প্রতীক্ষারত রমণীর দুঃসহ, দীর্ঘ, অনিঃশেষ অপেক্ষাতে মাথার ওপর ক্রমাগত নেমে আসা পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করে বছরগুলো অতিক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে ।

11. “সব চূর্ণ হয়ে গেল” – কিভাবে, কি চূর্ণ হয়ে গেল ?
উত্তরঃ- কবিতায় যুদ্ধের প্রচণ্ডতায় কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সম্পূর্ণ হয়ে গেল।

12. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়” – কোন পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করছে ?
উত্তরঃ- কবিতায় মৃত্যুপরিকীর্ণ ধ্বংসস্তূপ আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেয়সী (সেই মেয়েটি) তার জন্য অপেক্ষা করছে ।

13. “উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে” – কি উল্টে পড়লো ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় হাজার বছর ধরে ধ্যানস্ত, স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ল ।

14. “সেখানে ছিল শহর…….” – সেখানে আজ কোন দৃশ্য ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় যেখানে শহর ছিল, যুদ্ধ পরবর্তী ধ্বংসপরিকীর্ণ সেই শহরে আজ শুধু ছড়িয়ে আছে কাঠ কয়লা, দোমড়ানো-লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ ।

15. “…….তারা আর স্বপ্ন দেখতে পারলো না” – কোন স্বপ্ন তাঁরা আর দেখতে পারলো না ?
উত্তরঃ- কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে-পড়া ‘প্রাণময়’ দেবতারা শান্তি, মৈত্রী, অহিংসার স্বপ্ন আর দেখতে পারলেন না বলে আমার মনে হয় ।

16. “সেই মেয়েটির মৃত্যু হলো না।” – কোন মেয়েটির মৃত্যু হল না?
উত্তরঃ- কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হল না ।

17. “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে…….” – ‘অসুখী একজন’ কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন ?
উত্তরঃ- পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় কথক তার প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহু দূরে চলে গেলেন ।

18. “একটি সপ্তাহ আর একটি বছর কেটে গেল।” – এই ব্যঞ্জনাটি কবিতায় কিভাবে উপস্থাপিত
হয়েছে ?
উত্তরঃ- কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় একটি কুকুর বা একটি গির্জার নানের হেঁটে যাওয়ার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে একটি সপ্তাহ আর একটি বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা গড়ে তোলা হয়েছে ।

19. “সে জানতো না…….” কার, কি না জানার কথা বলা হয়েছে ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতায় প্রেয়সীর, কথক তাকে চিরতরে ছেড়ে চলে যাওয়ার বিষয়টি না জানার কথা বলা হয়েছে ।

20. ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটির নাম কি ?
উত্তরঃ- ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটির নাম হল ‘The Unhappy One’ ।

21. তোমাদের পাঠ্য ‘অসুখী একজন’ কবিতাটি বাংলা ভাষায় কে তরজমা করেছেন ?
উত্তরঃ- আমাদের পাঠ্য ‘অসুখী একজন’ কবিতাটি বাংলা ভাষায় তরজমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য ।

22. ‘অসুখী একজন’ কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ- পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলের রক্তের ছিটে থেকে নেওয়া হয়েছে ।

23. “Extravagaria” কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
উত্তরঃ- Extravagaria” কাব্যগ্রন্থটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ।

24. Extravagaria” কাব্যগ্রন্থটিতে মোট ক’টি কবিতা রয়েছে ?
উত্তরঃ- Extravagaria” কাব্যগ্রন্থটিতে মোট 61টি কবিতা রয়েছে ।

25. Extravagaria” কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময়পর্বে রচিত ?
উত্তরঃ- পাবলো নেরুদার Extravagaria” কাব্যগ্রন্থের কবিতাগুলি 1957-1958 খ্রিস্টাব্দের মধ্যে রচিত।

26. পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ?
উত্তরঃ- পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।

Class 10 Bangla Chapter 02 MCQ And Very Short Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0২ ‘অসুখী একজন’- এর বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোউত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – ভাগ-২ রাসায়নিক সমীকরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক সমীকরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
class-10-physical-science-chapter-07-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 07 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৭ – পরমাণুর নিউক্লিয়াস প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর সপ্তম অধ্যায় অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 7 MCQ
class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
Class-10-Physical-Science-Chapter-01-MCQ-Answer
Class 10

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ – পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর

Class 10 Physical Science Chapter 01 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০১ - পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন ও উত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *