Class 10

Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০২ “আবহবিকার” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরAuto Draft

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় “আবহবিকার” অতি সংক্ষিপ্ত
প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 02 Question Answer

Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০২ “আবহবিকার” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরAuto Draft

1. সঠিক উত্তরটি শনাক্ত করো: 

1. শিলা মরচে ধরে অঙ্গারযোজন / জলযোজন / জারণ প্রক্রিয়ার ফলে।

উত্তর: জারণ 

2. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ / বক্সাইট / চারনোজেন সৃষ্টি হয়।

উত্তর: রেগোলিথ 

3. এক্সফোলিয়েশন গ্রানাইট / ব্যাসল্ট / সিলেট জাতীয় শিলায় বেশি লক্ষ করা যায়।

উত্তর: গ্রানাইট 

4. উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক / জৈবিক / রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়। 

উত্তর: যান্ত্রিক

5. ভূপৃষ্ঠস্থ চূর্ণবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে ক্ষয়ীভাবন / বিচূর্ণীভবন / নয়ীভবন বলে।

উত্তর: ক্ষয়ীভাবন 

6. তুষারপাত অধ্যুষিত অঞ্চলে যান্ত্রিক / রাসায়নিক / জৈবিক আবহবিকার প্রধান্য লাভ করে।

উত্তর: যান্ত্রিক 

7. চুনাপাথর অঞ্চলে কার্বোনেশন / হাইড্রেশন / হাইড্রোলিসিস প্রক্রিয়া সক্রিয়।

উত্তর: কার্বোনেশন 

8. বিসমসত্ব শিলায় শল্কমোচন / প্রস্তরখন্ডে বিচূর্ণন /  ক্ষুদ্রকণা বিশরণ হয়।

উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ

9. ট্যালাস ও স্ক্রী অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অব্‌ এগস্‌ রিলিফ / ব্লকস্পেড বা ফেলসেনমার / লোয়েস বলে। 

উত্তর: ব্লকস্পেড বা ফেলসেনমার

10. গণ্ডশিলার বিদারণ প্রক্রিয়া একটি যান্ত্রিক / রাসায়নিক / জৈবিক আবহবিকার।

উত্তর: যান্ত্রিক 

11.  সমসত্ব শিলায় প্রস্তরখন্ডে বিচূর্ণন / ক্ষুদ্রকণা বিশরণ / শল্কমোচন হয়।

উত্তর: শল্কমোচন 

2. ঠিক অথবা ভুল নির্ণয় কর:

1. আবহবিকার ও ক্ষয়ীভাবনকে একত্রে নগ্নীভবন বলে। 

উত্তর: ঠিক

2. উষ্ণ মরু অঞ্চলে আর্দ্রবিশ্লেষণ অধিক দেখা যায়।

উত্তর: ভূল 

3.  নিরক্ষীয় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয়।

উত্তর: ভূল

4.  আবহাওয়ার তারতম্যে শিলা চূর্ণ-বচূর্ণ হলে তাকে ক্ষয়ীভবন বলে।

উত্তর: ভূল 

5.  উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সক্রিয়।

উত্তর: ঠিক

6. তুহিন-খন্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখন্ডগুলিকে ট্যালাস বাঁ স্ক্রী বলে।

উত্তর: ঠিক

7. শিলাস্তরে ভৌমজল সঞ্চয়ে আবহবিকার সাহায্য করে।

উত্তর: ঠিক

8.  রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় বিভিন্ন উপাদানের ধর্ম অপরিবর্তিত থাকে।

উত্তর: ভূল 

9. কার্বনিক এসিড অক্সিডেশনে সহায়তা করে।

উত্তর: ভূল

10. আবহবিকার এর ফলে সৃষ্ট শিলাচূর্ণের আস্তরণকে বলে রেগোলিথ। 

উত্তর: ঠিক

 11. বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রাধান্য দেখা যায়।

উত্তর: ঠিক

3. শূন্যস্থান পূরণ করো:

1.  _____ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়। 

উত্তর: কার্বোনেশন 

2. শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ুতে _____ আবহকিকার বেশি সংঘটিত হয়। 

উত্তর: যান্ত্রিক

3.  _____ আবহবিকারের ফলে শিলায় শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়।

উত্তর: যান্ত্রিক 

4. _____ এর ফলে লোহায় মোরচে পড়ে।

উত্তর: অক্সিডেশন 

5. আবহবিকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রভাব হল এটি _____ সৃষ্টিতে সাহায্য করে।

উত্তর: মৃত্তিকা 

4. সামঞ্জস্য বিধান করো:

বাদিকডানদিক
1. চৌকাকারে শিলায় বিচূর্ণন মেরু অঞ্চল
2. তুহিন খন্ডিকরন মরু অঞ্চল
3. অঙ্গারযোজন (কার্বোনেশান) মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থা 
4. রেগোলিথ  আর্দ্র অঞ্চলের খনিজ
5. বক্সাইট চুনাপাথর গুহা 

উত্তর:

বাদিকডানদিক
1. চৌকাকারে শিলায় বিচূর্ণনমরু অঞ্চল
2. তুহিন খন্ডিকরন মেরু অঞ্চল
3. অঙ্গারযোজন (কার্বোনেশান) চুনাপাথর গুহা
4. রেগোলিথ মৃত্তিকা গঠনের প্রাথমিক অবস্থা
5. বক্সাইট  zআর্দ্র অঞ্চলের খনিজ

Class 10 Geography Chapter 02 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০২ “আবহবিকার” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরAuto Draft

Shares:

Related Posts

Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও
class-10-english-question-paper-2024
Question Paper

West Bengal Madhyamik (Class 10) English Question Paper 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের ইংরেজি প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Bengali Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Bengali Question Paper 2024
Class-10-Life-Science-Chapter-01-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর দীর্ঘউত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক
Class-10-Bangla-Chapter-04-MCQ-Question-Answer
Class 10

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class 10 Bangla Chapter 04 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪-‘আফ্রিকা’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *