Class 10

Class 10 Geography Chapter 12 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১২ “ভারতের মাটি ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দ্বাদশ অধ্যায় “ভারতের মাটি” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 12 Question Answer

Class 10 Geography Chapter 12 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১২ “ভারতের মাটি ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. শূন্যস্থান পূরণ করো:

1. ___ মৃত্তিকা অঞ্চল তুলো চাষের জন্য বিখ্যাত। 

উত্তর: কৃষ্ণ

2. উত্তরাখন্ডের ___ শহরে মৃত্তিকা গবেষণাগার আছে।  

উত্তর: দেরাদুন

3. মরু আঞ্চলের মাটিতে ___ পদার্থ থাকে না বললেই চলে। 

উত্তর: জৈব 

4. কালো মাটির অপর নাম ___ । 

উত্তর: রেগুর 

5. উত্তর ভারতের সমভূমিতে ___ মাটি দেখা যায়। 

উত্তর: পলি 

2. সামঞ্জস্য বিধান করো:

1. 

বাঁদিকডানদিক
পেডালফারচারনোজেম
পেডোক্যালপার্বত্য মৃত্তিকা
রেডজিনাপডসল
সিরোজেমকৃষ্ণ মৃত্তিকা
রেগুরমরু মৃত্তিকা

উত্তর:

বাঁদিকডানদিক
পেডালফারপডসল
পেডোক্যালচারনোজেম
রেডজিনাপার্বত্য মৃত্তিকা
সিরোজেমমরু মৃত্তিকা
রেগুরকৃষ্ণ মৃত্তিকা

3. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. পডসল মৃত্তিকা দেখতে পাওয়া যায় সরলবর্গীয় অরণ্য / মালভূমি / সমভূমি অঞ্চল।

উত্তর: সরলবর্গীয় অরণ্য

2. রাজস্থানের মরুভূমি / ছোটোনাগপুর মালভূমি / গাঙ্গা সমভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়।

উত্তর: ছোটোনাগপুর মালভূমি

3. ভুর দেখতে পাওয়া যায় মরু / মালভূমি / গাঙ্গা সমভূমি অঞ্চলে। 

উত্তর: গাঙ্গা সমভূমি

4. ভারতীয় কৃষিতে পলি / লাল / কালো মাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উত্তর: পলি 

5. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটির ভাঙ্গর / খাদার / ভুর বলে। 

উত্তর: ভাঙ্গর 

4.  ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। 

উত্তর: ভুল 

2. চারনোজম হল চুনময় কৃষ্ণবর্ণের একটি পেডোক্যাল জাতীয় মৃত্তিকা।

উত্তর: ঠিক  

3. লাল বা হলুদ রং-এর অনুর্বর মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের ভাগ বেশি থাকায় এই মৃত্তিকাকে বলে পেডালফার।

উত্তর: ঠিক 

4. চেস্টনাট ও সিরোজেম মৃত্তিকায় বালি ও ক্যালশিয়ামের প্রাধান্য থাকে।

উত্তর: ঠিক 

5. ঝুমচাষ এক ধরনের স্থান পরিবর্তনশীল কৃষি পদ্ধতি।

উত্তর: ঠিক 

6. কালো মাটিতে তুলো চাষ ভালো হয়।

উত্তর: ঠিক 

7. মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় বৃক্ষরোপণ।

উত্তর: ঠিক 

8. নদী উপত্যকার নতুন পলিকে রেগুর বলে।

উত্তর: ভুল 

9. লোহার পরিমান বেশি থাকলে মাটির রং লাল হয়।

উত্তর: ঠিক 

10. মরু ও মরুপ্রায় অঞ্চলে বালুকাপ্রধান মৃত্তিকাকে সিরোজেম বলে।

উত্তর: ঠিক 

11. খুব শক্ত খোলার মতো মোরামকে বলে ডিউরিক্রাস্ট।

উত্তর: ঠিক 

Class 10 Geography Chapter 12 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১২ “ভারতের মাটি ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

class-10-geography-chapter-01-question-answer
Class 10

Class 10 Geography Chapter 01 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০১ “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় "ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 01 Question Answer Class 10 Geography Chapter 01
Class-10-Life-Science-Chapter-01
Class 10

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Class 10 Life Science Chapter 01 T&F Very Short QnA | দশম শ্রেণী জীব বিদ্যা অধ্যায় ০১ এর সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *