Class 10

Class 10 Geography Chapter 09 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৯ “ভারতের নদনদী” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল নবম অধ্যায় “ভারতের নদনদী” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 09 Question Answer

Class 10 Geography Chapter 09 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৯ “ভারতের নদনদী” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী।

উত্তর: ঠিক 

2. ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম গঙ্গা। 

উত্তর: ঠিক 

3. সুবনসিড়ি ব্রহ্মপুত্রের উপনদী।

উত্তর: ঠিক 

4. গাঙ্গার প্রধান শাখা ভাগীরথী-হুগলি নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 

উত্তর: ভুল 

5. দক্ষিন ভারতের প্রধান পশ্চিমবাহিনী নদী গোদাবরীর মোহনায় একটি বড়ো বদ্বীপ সৃষ্টি হয়েছে

উত্তর: ভুল 

6. দক্ষিন ভারতের নদীগুলি শুধু বৃষ্টির জলে পুষ্ট।

উত্তর: ঠিক 

7. সবরমতী বিন্ধ্য পার্বত থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর: ভুল 

8. ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি।

উত্তর: ঠিক 

9. চিল্কা হ্রদের জল লবণাক্ত।

উত্তর: ঠিক 

10. সবরমতী নদীর গতিপথে যোগ জলপ্রপাত আছে। 

উত্তর: ভুল 

11. সিন্ধুনদের উৎপত্তি মানস সরোবর থেকে। 

উত্তর: ভুল 

12. ব্রহ্মপুত্র নদ আরব সাগরে বিলীন হয়েছে।

উত্তর: ভুল 

2. শূন্যস্থান পূরণ করো:

1. ___ -র কিরে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল।

উত্তর: সিন্ধু 

2. সবরমতী নদী ___ পার্বত থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর: আরবল্লি

3. শরাবতী ___ বাহিনী নদী।

উত্তর: পশ্চিম 

4. কাবেরীর একটি উল্লেখযোগ্য উপনদীর নাম ___।

উত্তর: ভবানী

5. ___ হিমবাহ থেকে যমুনার উৎপত্তি।

উত্তর: যমুনোত্রী 

6. ___ এর কাছে গঙ্গা সমভূমিতে নেমেছে।

উত্তর: হরিদ্বার 

7. উপত্যকার মধ্য দিয়ে ___ নদী প্রবাহিত।

উত্তর: ঝিলাম 

8. উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী ___।

উত্তর: সিন্ধু 

9. উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী ___।

উত্তর: ব্রহ্মপুত্র 

10. পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপকরবী ___।

উত্তর: শতদ্রু 

11. অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের নাম ___।

উত্তর: ডিহং 

12. তাপী বা তাপ্তীর একটি উপনদীর নাম ___।

উত্তর: পূর্ণা

13. মহাদেব পর্বতের মুলতাই-এর কাছে থেকে ___ নদীর উৎপত্তি হয়েছে।

উত্তর: তাপ্তী

3. সঠিক উত্তর নির্বাচন করো:

1. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হিমালয় / বিন্ধ্য / পশ্চিমঘাট পর্বত। 

উত্তর: বিন্ধ্য 

2. অলকানন্দা এলাহাবাদের / দেবপ্রয়াগের / পাটনার কাছে গাঙ্গায় পড়েছে। 

উত্তর: দেবপ্রয়াগের 

3. গাঙ্গার প্রধান উপনদী অলকানন্দা / ভাগীরথী / যমুনা।

উত্তর: যমুনা

4. সিন্ধুর উৎপত্তি সেঙ্গে খাবাব / মানস সরোবর / চেমায়ুং দুং হিমবাহ থেকে।

উত্তর: সেঙ্গে খাবাব

5. ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত তিব্বতে / ভারতে / নেপালে।

উত্তর: তিব্বতে 

6. রাজস্থানের প্রধান নদী লুনি / সবরমতী / মাহী।

উত্তর: লুনি 

7. কচ্ছ উপসাগরে / কচ্ছের রানে / খাম্বাত উপসাগরে লুনি নদী পড়েছে। 

উত্তর: কচ্ছের রানে

8. সুবর্ণরেখা / দামোদর / মহানদী নদীর গতিপথে হুড্রু জল্প্রপাত সৃষ্টি হয়েছে।

উত্তর: সুবর্ণরেখা 

9. সবরমতী /কৃষ্ণা / কাবেরী নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত।

উত্তর: কাবেরী 

10. পুষ্কর / রূপকুন্ড / সম্বর মিষ্টি জলের হ্রদ।

উত্তর: রূপকুন্ড 

11. চিল্কা / নন্দাঘুন্টি / লোকটাক হিমালয়ের হ্রদ।

উত্তর: নন্দাঘুন্টি 

12. ত্রিম্বকেশ্‌বর উচ্চভূমি থেকে গোদাবরী / কৃষ্ণা / কাবেরি নদী। 

উত্তর: গোদাবরী 

13. আনাসাগর থেকে উৎপন্ন হয়েছে মাহী / সবরমতী / লুনি।

উত্তর: লুনি

14. যমুনা নদী এলাহাবাদ / পাটনা / হরিদ্বার-এর কাছে গাঙ্গা নদীতে পড়েছে।

উত্তর: এলাহাবাদ 

15. নর্মদা নদীতে গেরসোপ্পা / ধুঁয়াধার / জোন জল্প্রপাত সৃষ্টি হয়েছে।

উত্তর: ধুঁয়াধার 

16. শরাবতী / সবরমতী / নেত্রাবতী নদীর গতিপথে আছে গেরসোপ্পা জল্প্রপাত।

উত্তর: শরাবতী 

17. ডিহাং, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র / যমুনা / সাংপো।

উত্তর: ব্রহ্মপুত্র 

18. হুড্রু জল্প্রপাত সুবর্ণরেখা / কাংসাবতী / দামোদর নদীর প্রবাহপথে অবস্থিত।

উত্তর: সুবর্ণরেখা 

19. শিবসমুদ্র জল্প্রপাত কৃষ্ণা / কাবেরী / গোদাবরী নদীর প্রবাহপথে অবস্থিত।

উত্তর: কাবেরী 

20. ধুঁয়াধার জল্প্রপাত তাপ্তী / নর্মদা / সোন নদীর প্রবাহপথে অবস্থিত।

উত্তর: নর্মদা 

4. সামঞ্জস্য বিধান করো: 

বাঁদিকডানদিক
গাঙ্গাদক্ষিণ ভারত
ব্রহ্মপুত্রঅন্তর্বাহিনী নাদী
শরাবতীভাগিরথী-হুগলি
গোদাবরীচেমায়ুং দুং
লুনিগেরসোপ্পা জল্প্রপাত

উত্তর: 

বাঁদিকডানদিক
গাঙ্গাভাগিরথী-হুগলি
ব্রহ্মপুত্রচেমায়ুং দুং
শরাবতীগেরসোপ্পা জল্প্রপাত
গোদাবরীদক্ষিণ ভারত
লুনিঅন্তর্বাহিনী নাদী

Class 10 Geography Chapter 09 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৯”ভারতের নদনদী” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class-10-Life-Science-Chapter-01-Question-Answer
Class 10

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন

Class 10 Life Science Chapter 01 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন - এর দীর্ঘউত্তরধর্মী প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক
Madhyamik-Geography-Question-Paper-PDF-2023-মাধ্যমিক-ভূগোল-প্রশ্নপত্র-PDF-2023
Class 10

Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ভূগোল
class-10-geography-chapter-04-question-answer
Class 10

Class 10 Geography Chapter 04 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৪ “বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল চতুর্থ অধ্যায় "বায়ুমন্ডলের গঠন” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 04 Question Answer Class 10 Geography Chapter 04 Question Answer
Class 10

Class 10 Mathematics Chapter 01 Koshe Dekhi 1.2 Question Answer | দশম শ্রেণীর অধ্যায় ০১ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি ১.২ সমাধান

Class 10 Mathematics Chapter 01 Koshe Dekhi 1.2 Question Answer. দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় “একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ” আমাদের শিক্ষাজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অধ্যায়ের কষে দেখি ১.২ অংশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *