Class 10

Class 10 Geography Chapter 07 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৭ “বারিমন্ডল: সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল সপ্তম অধ্যায় ” বারিমন্ডল: সমুদ্রস্রোত ও জোয়ারভাটা ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 07 Question Answer

Class 10 Geography Chapter 07 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৭ “বারিমন্ডল: সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র এবং সূর্য পরস্পর সমকোণে / সমান্তরালে / একই রেখায় অবস্থান করে। 

উত্তর: সমকোণে 

2. মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত স্রোতটি হল সোমালি স্রোত / মোজাম্বিক স্রোত / আগুলহাস স্রোত। 

উত্তর: মোজাম্বিক স্রোত

3.বেরিং প্রণালী থেকে উৎপন্ন একটি স্রোতের নাম হল কুরোশিয়ো স্রোত / কামচাৎকা স্রোত / হামবোল্ট স্রোত।

উত্তর: কামচাৎকা স্রোত

4. শৈবাল সাগর দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে / ভারত মহাসাগরে / কুমেরু মহাসাগরে।

উত্তর: আটলান্টিক মহাসাগরে

5. গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া / একটি উষ্ণস্রোত / একটি শীতলস্রোত। 

উত্তর: একটি মগ্নচড়া

6. পেরু সমুদ্রস্রোত প্রবাহিত হয় ভারত / আটলান্টিক / প্রশান্ত মহাসাগরে।

উত্তর: প্রশান্ত মহাসাগরে

7. পৃথিবীর প্রতিটি স্থানে ২৪ ঘন্টা ৫২ মিনিটে মুখ্য জোয়ার হয় একবার / দুবার / চারবার।

উত্তর: দুবার 

8. মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম উত্তর নিরক্ষীয় স্রোত / উত্তর আটলান্টিক স্রোত / উপসাগরীয় স্রোত।  

উত্তর: উপসাগরীয় স্রোত

9. দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম ফকল্যান্ড স্রোত / হামবোল্ট বা পেরু স্রোত / নিউ সাউথওয়েলস স্রোত। 

উত্তর: হামবোল্ট বা পেরু স্রোত

10. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ উষ্ণতার পার্থক্য / লবণতার পার্থক্য / নিয়ত বায়ুপ্রবাহ।

উত্তর: নিয়ত বায়ুপ্রবাহ

11. পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে, সেখানে হয় ভরা জোয়ার / মুখ্য জোয়ার / তেজ কোটাল। 

উত্তর: মুখ্য জোয়ার

12. লবণাক্ত জল হালকা / ভারী / উষ্ণ হয়।

উত্তর: ভারী 

13. কামচাৎকা / পেরু / ব্রাজিল স্রোত উষ্ণ।

উত্তর: ব্রাজিল 

14.হুগলি / তিস্তা / শতদ্রু নদীতে জোয়ার ভাটা খেলে। 

উত্তর: হুগলি

15. মাদাগাস্কার দ্বীপের পূর্ব উপকূল দিয়ে সোমালি / মাদাগাস্কার / আগুলহাস স্রোত প্রবাহিত হয়।

উত্তর: মাদাগাস্কার 

16. হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক / কুমেরু / ভারত মহাসাগরে।

উত্তর: আটলান্টিক 

2. ঠিক অথবা ভুল নির্ণয় করো:

1. সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ।

উত্তর: ঠিক 

2. চাঁদের আকর্ষণে যে জোয়ার হয়, তাকে বলে গৌণ জোয়ার। 

উত্তর: ভূল

3. সপ্তমী তিথিতে বা অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়।

উত্তর: ঠিক 

4. পৃথিবী, সূর্য ও চন্দ্রের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় থাকলে, তাকে বলে সিজিগি।

উত্তর: ঠিক 

5. হামবোল্ট স্রোত একটি উষ্ণ স্রোত।

উত্তর: ভূল

6. গ্র্যান্ড ব্যাংক স্থানটি বাণিজ্যিক মৎস্যচাষের জন্য বিখ্যাত। 

উত্তর: ঠিক 

7. শৈবাল সাগর ভারত মহাসাগরের অংশবিশেষ।

উত্তর: ভূল

8. বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত।

উত্তর: ভূল

9. কোনো স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে সেখানে ভাটা হয়। 

উত্তর: ঠিক 

10. পৃথিবীর যেকোন স্থানে ২৪ ঘন্টা ৫২ মিনিটে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়।

উত্তর: ঠিক 

11. ক্যালিফোর্নিয়া স্রোত একটি শীতল স্রোত।

উত্তর: ঠিক 

12. গ্রীনল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম ক্যানারি স্রোত।

উত্তর: ভূল

13. কুরওশিয়ো স্রোত একটি উষ্ণ সমুদ্রস্রোত।

উত্তর: ঠিক 

14. শীতল ও উষ্ণ স্রোতের মিলন স্থলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা হয়।

উত্তর: ঠিক 

15. অমাবস্যা তিথিতে মরা কোটাল হয়।

উত্তর: ভূল

16. গ্র্যান্ড ব্যাংক প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

উত্তর: ভূল

17. উষ্ণ উপসাগরীয় স্রোতের জলের রং নীল। 

উত্তর: ঠিক 

18. শৈবাল সাগর স্রোতবিহীন।

উত্তর: ঠিক 

3. শূন্যস্থান পূরণ করো:

1. জ্বরের জল অত্যাধিক উঁচু হয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলে ___।

উত্তর: বান 

 2. কোন স্থানে ভরা জোয়ার বা ভরা কোটাল প্রতি ___দিনে একবার হয়।

উত্তর: 15

3. পর্তুগালের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম ___ স্রোত।

উত্তর: ক্যানারি 

4. আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত শীতল স্রোতের নাম ___ স্রোত।

উত্তর: বেঙ্গুয়েলা 

5. উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মাঝখানে বিভাজন রেখা কে বলে ___।

উত্তর: হিমপ্রাচীর

6. উষ্ণ ___ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উষ্ণ থাকে।

উত্তর: কুরশিয়ো 

7. পৃথিবীর আবর্তন কেন্দ্রাতিগ ব্লের জন্য ___ জোয়ার হয়।

উত্তর: গৌণ 

8. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে জন্মায়। 

উত্তর: প্ল্যাঙ্কটন 

9. পৃথিবীর বৃহত্তম মহাসাগর ___ মহাসাগর। 

উত্তর: প্রশান্ত 

10. নদনদী যেদিকে প্রবাহিত হয় সেদিকে ___ টান হয়। 

উত্তর: ভাটার 

4. সামঞ্জস্য বিধান করো: 

বাঁদিকডানদিক
কুরোশিয়ো স্রোতগ্রিনল্যান্ড উপকূল
ইরমিঙ্গারজাপান উপকূল
ক্যানারি স্রোতকামচাৎকা উপদ্বীপ
হামবোল্টপোর্তুগাল উপকূল
কামচাৎকা স্রোতপেরু উপকূল

উত্তর:

বাঁদিকডানদিক
কুরোশিয়ো স্রোতজাপান উপকূল
ইরমিঙ্গারগ্রিনল্যান্ড উপকূল
ক্যানারি স্রোতপোর্তুগাল উপকূল
হামবোল্টপেরু উপকূল
কামচাৎকা স্রোতকামচাৎকা উপদ্বীপ

Class 10 Geography Chapter 07 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৭ “বারিমন্ডল: সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 10

Class 10 Life Science Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় – এর Part 02 উদ্ভিদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – এর অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় -এর Part 02 হরমোন অধ্যায়ের 63 টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো।Class 10 Life Science Chapter 01 Very Short
class-10-physical-science-chapter-02-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 02 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০২ – গাসের আচরণ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর প্রথম অধ্যায় অর্থাৎ গাসের আচরণ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 02 MCQ
Class 10

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় ০৩ – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন ও উত্তর

Class 10 History Chapter 03 MCQ Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 03 - প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়
Class 10

Class 10 Geography Chapter 10 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১০ “ভারতের জলবায়ু ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল দশম অধ্যায় "ভারতের জলবায়ু” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 10 Question Answer Class 10 Geography Chapter 10 Question Answer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *