Class 7

Class 7 Bengali Chapter 24 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ২৪ “রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির চতুর্বিংশ অধ্যায় “রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি)” গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bengali Chapter 24 Question Answer

Class 7 Bengali Chapter 24 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ২৪ “রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি)” প্রশ্ন উত্তর

১. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো :

১.১. বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো / ব্রাজিল / ত্রিনিদাদ ।)।

উত্তরঃ বর্ষাকালে এমনই ছিল মেয়ারো।

১.২. নেবুর পাতার করমচা / হে বৃষ্টি (ইতালিতে / লন্ডনে / স্পেনে) যা।

উত্তরঃ  নেবুর পাতার করমচা / হে বৃষ্টি স্পেনে যা।

১.৩. (ধুত্তোর / নিকুচি / ভাল্লাগেনা) মনে মনে বললাম।

উত্তরঃ নিকুচি মনে মনে বললাম।

১.৪. ভেতরে-ভেতরে (গুমোট / দুর্যোগপূর্ণ / হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।

উত্তরঃ ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।।

১.৫. অ্যামি ডাকে (হেড / টেল)।

উত্তরঃ অ্যামি ডাকে টেল।

২. কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো :

২.১. বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।

উত্তরঃ বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত।

২.২. ওরা চেঁচাতে লাগল ‘নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি, স্পেনে যা।’

উত্তরঃ রাস্তায় ক্রিকেট খেলতে অ্যামি আর ভার্নের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। অ্যামি আমাদের উঠোনে হি হি করে হাসছে আর ‘বৃষ্টির’ জল খাবার ভান করছে। ওর মুখ ভেজা, জুবজুবে, ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল, সে-ও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল। ওরা চেঁচাতে লাগল, ‘নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি স্পেনে যা।

২.৩. ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।

উত্তরঃ ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। বৃষ্টির ভয় আর সঙ্গী বজ্র-বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থামার পর সব কিছু মরার মতো হয়ে থাকার ভয়।

২.৪. লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।

উত্তরঃ একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট, বল ঝোপে ছুঁড়ে ফেলেছিলাম। নতুন বছরের গোড়ার দিকে খেলার সময় ভার্ন আমায় আবার ডাকে। লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।

২.৫. খোলা মেজাজে বলে ‘নে সেলো, তুইই আগে ব্যাট কর।’

উত্তরঃ নতুন বছরের গোড়ার দিকে ক্রিকেট খেলার সময় ভার্ন আর অ্যামি আমায় দেখে খুশি হয়, পুরনো সব অভিমান ভুলে ভার্ন নতুন ব্যাটের সেলোফেন কাগজ ছিঁড়ে খোলা মেজাজে বলে, ‘নে সেলো, তুইই আগে ব্যাট কর।

২.৬. ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই।

উত্তরঃ টসে হেরে গিয়ে রাগে আমি বলি খেলব না, তাতেও মনে হল যথেষ্ট উৎপাত করা যায়নি। তাই দৌড়ে ভার্নের ব্যাট, বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি। ফিরে আসার পর ব্যাট বলের খোঁজ করে অ্যামি আর ভার্ন। আমি অস্বীকার করি। তারপর উঠোন থেকে বেরিয়ে যাবার সময় ভার্নের চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই।

৩. নীচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো :

৩.১. বাতাস ছুটে এসে বদ মেজাজে ঝাপট মারত।

উত্তরঃ খুব জোরে এলোপাথাড়ি বাতাস বইত।

৩.২. জামাকাপড় জুবজুবে।

উত্তরঃ জামাকাপড় পুরো ভিজে গেছে।

৩.৩. বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল।

উত্তরঃ খুব জোরে বৃষ্টি পড়তে লাগল।

৩.৪. তার মুখ উদ্ভাসিত।

উত্তরঃ তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে।

৩.৫. ভার্ন ড্যাবড্যাব করে চায়।

উত্তরঃ ভার্ন অবাক হয়ে তাকায়।

৪. নীচের বিশেষণগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্যরচনা করো।

গোমড়া, হুজুগে, চিৎকার, সাহসী, অভিনব

উত্তরঃ

  • গোমড়া → গোমড়ানো  → গোমড়ানো স্বভাবের মানুষ আমার একদম ভালো লাগে না।
  • হুজুগে  → হুজুগ → বাচ্চাদের সামনে কোনো জিনিসের হুজগ না তোলাই ভালো।
  • চিৎকার  → চিৎকৃত →  বেশি জরে চিৎকৃত করা উছিত নয় ।
  • সাহসী  → সাহস → সব সময় মনে সাহস রেখে কাজ রাখা উচিত।
  • অভিনব → অভিনবত্ব → অভিনবত্ব থাকলে সমস্ত কিছুরই একঘেয়েমি দূর হয়ে যায়।

৫. নীচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো :

৫.১. ওরা হাসছে। 

উত্তরঃ ওরা → বহুবচন।

৫.২. ঝুলে-পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত।

উত্তরঃ মেঘগুলো → বহুবচন।

৫.৩. অ্যামি আমাদের উঠোনে।

উত্তরঃ অ্যামি → একবচন। 

  • আমাদের → বহুবচন।

৫.৪. এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল।

উত্তরঃ কলজেটা → একবচন ।

৫.৫. পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর’।

উত্তরঃ একটা পেনি → একবচন।

৬. কারক ও বিভক্তি নির্ণয় করো :

৬.১. সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।

উত্তরঃ অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

৬.২. তার মুখ একেবারে ভেজা।

উত্তরঃ কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৬.৩. আমি দাঁড়িয়ে রইলাম।

উত্তরঃ কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

৬.৪. আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়

উত্তরঃ অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।

৬.৫. ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ো ডাকে।

উত্তরঃ অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

৭. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো :

৭.১. রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।

উত্তরঃ রাস্তায় ক্রিকেট খেলার মতো আর কোন বিষয়ে ওদের আনন্দ ?

৭.২. ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।

উত্তরঃ ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল ?

৭.৩. আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।

উত্তরঃ কোন্ শব্দে আবার আকাশ কেঁপে উঠল ?

৭.৪. দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।

উত্তরঃ দৌড়ে কোথায় যাই ?

৭.৫. আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।

উত্তরঃ অনেকবার সাহসী হতে চেয়েও পারতাম না কেন ?

৮. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো :

৮.১: ‘আমি দু-নম্বর ব্যাট’, ভার্ন বলে।

উত্তরঃ ভার্ন বলল যে সে দু-নম্বর ব্যাট।

৮.২. সে বলে ‘সেলো, ব্যাট আর বল কোথায়‌ ?’

উত্তরঃ সে সেলোকে জিজ্ঞাসা করল ব্যাট আর বল কোথায়।

৮.৩. ‘ভান’ সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন, দ্যাখ, সেলো।’

উত্তরঃ সে ভার্নকে চেঁচিয়ে ডেকে অবাক হয়ে বলল সেলোকে দেখতে।

৯. কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো :

পেনি, পেসো, ডলার, রুবল, টাকা

উত্তরঃ

  • পেনি → ইংল্যান্ড
  • পেসো → ফিলিপাইন, আন্টিনা, মেক্সিকো
  • ডলার → আমেরিকা যুক্তরাষ্ট্র
  • রুবল → রাশিয়া
  • টাকা  → বাংলাদেশ, ভারত

১০. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো।

১০.১. তোমার রাজ্যের কোনদিকে সমুদ্র রয়েছে।

উত্তরঃ আমার রাজ্যের দক্ষিণে আছে বঙ্গোপসাগর।

১০.২. খেলাধুলা নিয়ে দেখা তোমার পড়া বা শোনা একটির নাম লেখো।

উত্তরঃ খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া একটি উপন্যাস হলো মতি নন্দীর ‘কোনি’।

১০.৩. ঘরের বাইরের দুটি খেলার নাম লেখো।

উত্তরঃ  ঘরের ভিতরের দুটি খেলা হলোটেবিল টেনিস ও দাবা।

  • ঘরের বাইরের দুটি খেলা হলো ফুটবল ও ক্রিকেট।

১০.৪. তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখ।

উত্তরঃ একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াডের নাম হল সৌরভ গঙ্গোপাধ্যায়।

১০.৫. তোমার জানা ঋতু বিষয়ক যেকোনো একটি ছড়ার প্রথম পঙক্তি লেখো।

উত্তরঃ ঋতু বিষয়ক একটি ছড়ার প্রথম পংক্তি হলো ‘এসেছে শরৎ হিমের পরশ’।

১১. নিচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো।

১১.১. মাঠের খেলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো।

উত্তরঃ মাঠের খেলাধুলায় জায়গা অনেক পাওয়া যায়, কিন্তু রাস্তায় খেলাধুলার জায়গা তেমন পাওয়া যায় না। তাই মাঠে সব ধরনের খেলা যেমন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলা যায়। কিন্তু রাস্তায় সব ধরনের খেলা খুব ভালোভাবে খেলা যায় না। যেমন রাস্তায় ভালো ফুটবল খেলা যায় না। তাছাড়া রাস্তায় খেললে অনেক বিপদ আপদের সম্ভাবনা থাকে। পথচারীদেরও অসুবিধা হয়। কিন্তু মাঠে এ জাতীয় কোনো সমস্যাই থাকে না।

১১.২. সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে।

উত্তরঃ সমুদ্রের ধারে ঝড় উঠলে হাওয়ার সঙ্গে সঙ্গে বালিও ওড়ে। সমুদ্রের ধারে বাড়ি থাকলে প্রচণ্ড ঝড়ে সেই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের ধারে দোকানপত্র সব ভেঙে যায়। সমুদ্রের জলও উত্তাল হয়ে ওঠে, সব কিছু ভাসিয়ে দেয়।

১১.৩.গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে। গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে ?

উত্তরঃ গল্পে মোট তিনটি কিশোর চরিত্রের সন্ধান পেলাম। অ্যামি, ভার্ন আর সেলো।

  • গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি হল সেলোর মা।

১১.৪. সেলো ভার্নের ব্যাট, বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?

উত্তরঃ মাইকেল অ্যানাটনি রচিত “ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ’ গল্পগ্রন্থের অন্তর্গত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ নামক পাঠ্য গদ্যাংশে দেখি দুনম্বরে কে ব্যাট করবে এই নিয়ে সেলো, ভার্ন আর অ্যামির মধ্যে ঝগড়া হয়। পরে টস করা হয়। টসে অ্যামি জিতে যায়। টসে হেরে গিয়ে সেলো রাগ করে ভার্নের ব্যাট, বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল।

১১.৫. তাদের বিবাদ কীভাবে মিটে গেল ?

উত্তরঃ মাইকেল অ্যানটনি রচিত ‘ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ’ গল্প গ্রন্থের অন্তর্গত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ নামক পাঠ্য গদ্যাংশে দেখি নতুন বছরের গোড়ার দিকে পথে ভার্ন ও অ্যামির সঙ্গে সেলোর দেখা হয়। তখন ভার্ন ও অ্যামি, ক্রিকেট খেলার আয়োজন করছিল। তাকে দেখে ভার্ন ও অ্যামি খুব খুশি হয় এবং ভার্ন নতুন ব্যাটের উপর থেকে সেলোফেন কাগজ ছিঁড়ে তাকে প্রথমে ব্যাট করার সুযোগ দেয়। এইভাবে তাদের বিবাদ মিটে যায়।

১২. ‘রাস্তার ক্রিকেট খেলা’ গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প ?

উত্তরঃ মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তার ক্রিকেট খেলা’ নামক পাঠ্য গদ্যাংশে যে সকল কিশোর চরিত্র পাই তাদের নামগুলো শুনেই বোঝা যায় বিদেশি নাম, যেমন— সেলো, ভার্ন, অ্যামি। শহরের নামও বিদেশি— মেয়ারো, আবার ক্রিকেট খেলায় টস করার সময় পকেট থেকে পেনি বের করা হয়, পেনি আমাদের দেশের মুদ্রা নয়, অর্থাৎ বিদেশি। এই সমস্ত অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প।

১৩. তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও।

উত্তরঃ আমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো হল—

বর্ষাকালে আমাদের এখানে আকাশ সবসময় মেঘে ঢাকা থাকে। খুব জোরে মাঝে মাঝে হাওয়া বয়ে যায়। বৃষ্টির শব্দ শোনা যায়। বাজ পড়ে।

বাজ পড়লে আমিও সেলোর মতো ঘরে ঢুকে আসি। চিৎকার করে উঠি। খাটের তলায় লুকিয়ে পড়ি। আমরাও বন্ধুরা মিলে রাস্তায় ক্রিকেট খেলি।

কে আগে ব্যাট করবে তা নিয়ে সেলো, ভার্ন ও অ্যামির মতো আমাদের বন্ধুদের মধ্যেও ঝগড়া হয় আবার আমাদের মধ্যে ভাবও হয়ে যায়।

Class 7 Bengali Chapter 24 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ২৪ “রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি)” প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 7

Class 7 Bangla Chapter 09 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ০৯ “আঁকা,লেখা (মৃদুল দাশগুপ্ত)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির নবম অধ্যায় "আঁকা,লেখা (মৃদুল দাশগুপ্ত)"কবিতার প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 09 Question Answer Class 7 Bangla Chapter 09 Question Answer সপ্তম শ্রেনীর
Class 7

Class 7 Bangla Chapter 15 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১৫ “মেঘ-চোর(সুনীল গঙ্গোপাধ্যায়)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির পঞ্চদশ অধ্যায় “মেঘ-চোর (সুনীল গঙ্গোপাধ্যায়)”গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 15 Question Answer Class 7 Bangla Chapter 15 Question Answer সপ্তম শ্রেনীর
Class 7

Class 7 Bangla Chapter 10 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ১০ “খোকনের প্রথম ছবি (বনফুল)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির দশম অধ্যায় “খোকনের প্রথম ছবি (বনফুল)”গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 10 Question Answer Class 7 Bangla Chapter 10 Question Answer সপ্তম
Class 7

Class 7 Bangla Chapter 03 Question Answer সপ্তম শ্রেনীর বাংলা অধ্যায় ০৩ “পাগলা গণেশ (শীর্ষেন্দু মুখোপাধ্যায়)” প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা সপ্তম শ্রেণির তৃতীয়  অধ্যায় " পাগলা গণেশ (শীর্ষেন্দু মুখোপাধ্যায়)"গল্পের প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 07 Bangla Chapter 03 Question Answer Class 7 Bangla Chapter 03 Question Answer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *