Class 10

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Class-10-Bangla-Chapter-06-MCQ-Question-Answer

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৪ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬-‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নের উত্তর জানতে পারবো।

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

ইন্দ্রজিতের ইষ্টদেবতার উপাসনা হত কিভাবে –
(a) নিকুম্ভিলার যজ্ঞশালয় যজ্ঞ করে
(b) রাজসভায় হোমযজ্ঞ করে
(c) বেদমন্ত্র জপ করে
(d) অগ্নিনাম স্মরণ করে
উত্তরঃ- (a) নিকুম্ভিলার যজ্ঞশালায় যজ্ঞ করে

2. ‘অভিষেক করিলা কুমারে।’ কিভাবে এই অভিষেক করা হয়েছিল ?
(a) দেবতার পূজো করে
(b) অগ্নিমন্ত্র উচ্চারণ করে
(c) গঙ্গাজল দিয়ে
(d) সিংহাসনে উপবেশন করিয়ে
উত্তরঃ- (c) গঙ্গাজল দিয়ে

3. ‘অভিষেক করিলা কুমারে।’ ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত করেছেন
(a) সেনাপতি পদে
(b) নিকুম্ভিলা যজ্ঞের আধিকারিক পদে
(c) রাজপদে
(d) যুবরাজ পদে
উত্তরঃ- (a) সেনাপতি পদে

4. ‘সেনাপতি পদে আমি বরিণু তোমারে’ রাবণ রাজার সেনাপতি হিসেবে বরণ করে নিলেন
(a) মেঘনাদকে
(b) কুম্ভকর্ণকে
(c) বীবাহুকে
(d) উত্তরকে
উত্তরঃ- (a) মেঘনাদকে

5. ‘অভিষেক করিলা কুমারে।’ রাবণ যাকে অভিষিক্ত করেছেন তিনি হলেন
(a) কুবের
(b) অক্ষয় কুমার
(c) বীরবাহু
(d) মেঘনাদ
উত্তরঃ- (d) মেঘনাদ

6. ‘যথাবিধি / লয়ে গঙ্গোদক’ বিধি মেনে গঙ্গাজল সহকারে রাবণ
(a) তার রাজসভায় পূজার্চনা করলেন
(b) তার প্রিয় পুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন
(c) নিকুম্ভিলাযজ্ঞাগারে যজ্ঞ শুরু করলেন
(d) তার প্রিয় পুত্র মেঘনাদকে আশীর্বাদ করলেন
উত্তরঃ- (b) তার প্রিয় পুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন

7. ‘প্রভাতে যুঝিও, বৎস, রাবণের সাথে।’ বক্তা রাবণের সাথে ‘প্রভাতে’ যুদ্ধ করার পরামর্শ দিয়েছেন, কারণ –
(a) সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করা সহজ
(b) সেদিন সন্ধ্যা হয়ে এসেছিল
(c) শাস্ত্রমতে সকালে যুদ্ধ করলে লঙ্কার জয় অনিবার্য
(d) নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞা সম্পন্ন করে যুদ্ধে গেলে ইন্দ্রজিৎকে হারানোর ক্ষমতা কারোর নেই
উত্তরঃ- (b) সেদিন সন্ধ্যা হয়ে এসেছিল

8. ‘হায়, বিধি, বাম, মম, প্রতি’ – বিধাতা তার প্রতি বিরূপ, বক্তার এমন মনে হওয়ার কারণ –
(a) তিনি দেখেছেন জলে শিলা ভাসতে, মৃত ব্যক্তিকে পুনর্জীবিত হতে
(b) তার বীরপুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে
(c) তার বীরভাই কুম্ভকর্ণ মারা গেছেন
(d) তিনি স্বপ্নে দেখেছেন লঙ্কাপুরীর ধ্বংস অনিবার্য
উত্তরঃ- (a) তিনি দেখেছেন জলে শিলা ভাসতে, মৃত ব্যক্তিকে পুনর্জীবিত হতে

9. ‘নাহি চাহে প্রান মম পাঠাইতে তোমা / বারংবার’ কোথায় পাঠাইতে প্রাণ চায় না ?
(a) শত্রুমুখে
(b) মৃত্যুমুখে
(c) কালসমরে
(d) রাঘব সকাসে
উত্তরঃ- (c) কালসমরে

10. ‘নাহি চাহে প্রান মম’ বক্তার প্রাণ চায় না
(a) যুদ্ধে যেতে
(b) বারবার মেঘনাদকে যুদ্ধে পাঠাইতে
(c) বীরবাহুর মৃত্যুকে মেনে নিতে
(d) বিভীষণ শত্রুশিবিরে যোগ দিয়েছে একথা মেনে নিতে
উত্তরঃ- (b) বারবার মেঘনাদকে যুদ্ধে পাঠাইতে

11. ‘আলিঙ্গি কুমারে…’ রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে আলিঙ্গন করে বলেছেন
(a) ইন্দ্রজিৎ রাক্ষস-কুল-শেখর, রাক্ষস-কুল-ভরসা
(b) এই কালসমরে তাকে বারবার পাঠাইতে মন চায় না
(c) বিধি তার প্রতিবিরুদ্ধতা করছে। নয়তো কে কবে শুনেছে শিলা জলে ভাসে আর লোক মরে আবার বেঁচে ওঠে
(d) ওপরে সবকটি
উত্তরঃ- (d) ওপরে সবকটি

12. ‘নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে’ বক্তা যাকে বেঁধে এনে রাজপদে অর্পণ করার কথা জানিয়েছেন তিনি হলেন –
(a) রামচন্দ্র
(b) বিভীষণ
(c) লক্ষণ
(d) অর্জুন
উত্তরঃ- (a) রামচন্দ্র

13. ‘নতুবা বাঁধিয়া আনি দিব…’ কোথায় বেঁধে এনে দেওয়ার কথা বলা হয়েছে
(a) লঙ্কাপুরে
(b) রাজপদে
(c) রাজসভায়
(d) কনক আসন তলে
উত্তরঃ- (b) রাজপদে

14. ‘…সমূলে নির্মূল / করিব পামরে আজি!’ বক্তা পামর হিসেবে চিহ্নিত করেছেন
(a) রামচন্দ্রকে
(b) বিভীষণকে
(c) লক্ষণকে
(d) দশরথকে
উত্তরঃ- (a) রামচন্দ্রকে

15. ‘…উড়াইবো তারে’ কিভাবে ওড়ানোর কথা বলা হয়েছে ?
(a) শূল-অস্ত্রে
(b) তরবারির কোপে
(c) বায়ু-অস্ত্রে
(d) রক্ষোতেজে
উত্তরঃ- (c) বায়ু-অস্ত্রে

16. ‘কিন্তু অনুমতি দেহ…’ বক্তা অনুমতি চান
(a) রামচন্দ্রকে সমূলে নির্মূল করার
(b) প্রমোদ-উদ্যানে ফিরে যাওয়ার
(c) পিতার সঙ্গে যুদ্ধে যাওয়ার
(d) মায়ের সঙ্গে দেখা করার
উত্তরঃ- (a) রামচন্দ্রকে সমূলে নির্মূল করার

17. ‘এ মায়া, পিতঃ, বুঝিতে না পারি।’ এখানে কীসের কথা বলা হয়েছে ?
(a) কুম্ভকর্ণের মৃত্যুর কথা
(b) বীরবাহুর মৃত্যুর কথা
(c) মারা গিয়েও রামচন্দ্রের বেঁচে ওঠার কথা
(d) কোনোটাই নয়
উত্তরঃ- (c) মারা গিয়েও রামচন্দ্রের বেঁচে ওঠার কথা

18. ‘…হেরি বীরবরে/মহাগর্বে’ ‘বীরবর’ ইন্দ্রজিৎকে দেখে কী হয়েছিল ?
(a) রাবণ আশ্বস্ত হয়েছিল
(b) সৈন্যদল চিৎকার করে উঠেছিল
(c) প্রমীলার চোখে জল এসেছিল
(d) সৈন্যদল রাজপতাকা উড়িয়েছিল
উত্তরঃ- (b) সৈন্যদল চিৎকার করে উঠেছিল

19. ‘নমি পুত্র পিতার চরণে; করজোরে কহিলা’ এক্ষেত্রে পিতাপুত্র হল –
(a) শিব ও কার্তিকেয়
(b) রাবণ ও বীরবাহু
(c) রাবন ও মেঘনাদ
(d) রাম ও লক্ষন
উত্তরঃ- (c) রাবন ও মেঘনাদ

20. ‘নাদিলা কর্পূরদল…’ রাক্ষসদলের চিৎকার করে ওঠার অর্থ –
(a) ইন্দ্রজিতের আগমনে তারা গর্বিত
(b) বীরবাহুর মৃত্যুতে তারা সন্ত্রস্ত
(c) রাবণের যুদ্ধে যাওয়াকে তারা সমর্থন করে
(d) রাবণের যুদ্ধে যাওয়াকে তারা সমর্থন করে না
উত্তরঃ- (a) ইন্দ্রজিতের আগমনে তারা গর্বিত

21. ‘হেন কালে তথাযদ্রুতগতি উতরিলা…’ এখানে কার কথা বলা হয়েছে ?
(a) রাবণ
(b) প্রমিলা
(c) ভগ্নদূত
(d) ইন্দ্রজিৎ
উত্তরঃ- (d) ইন্দ্রজিৎ

22. ‘সাজিয়ে রাবণরাজা…’ রাবণরাজা সেজেছেন, কেননা –
(a) তিনি তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে যেতে চান
(b) তার অন্যতম বীরপুত্র মেঘনাদ তার সঙ্গে দেখা করতে আসছেন
(c) যুদ্ধে তিনি জয়ী হয়েছেন
(d) তিনি মিকুম্ভলা যোগ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন
উত্তরঃ- (a) তিনি তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে যেতে চান

23. ‘উঠেছে আকাশে কাঞ্চন-কাঞ্চুন-বিভা’ ‘কাঞ্চুন-বিভা’ কথাটির অর্থ হল –
(a) ধন-সম্পদের আভা
(b) রৌপবর্ণের আভা
(c) স্বর্ণবর্ণের আভা
(d) রত্নের আভা
উত্তরঃ- (c) স্বর্ণবর্ণের আভা

24. ‘উড়িছে কৌশিক ধ্‌বজ’ কথাটির অর্থ হল –
(a) সাদা রঙের পতাকা
(b) চক্র-চিহ্নিত পতাকা
(c) রেশমি কাপড়ের পতাকা
(d) কুশ-নামাঙ্কিত পতাকা
উত্তরঃ- (c) রেশমি কাপড়ের পতাকা

25. ‘বাজিছে রণবাজনা’- বাজনা বেজেছিল –
(a) মেঘনাদের যুদ্ধসজ্জার কারণে
(b) রাবণের যুদ্ধসজ্জার কারণে
(c) মেঘনাদের সেনাপতি হিসেবে অভিষেকের কারণে
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (b) রাবণের যুদ্ধসজ্জার কারণে

26. ‘টঙ্কারিলা ধনুঃ বীরেন্দ্র,’ -এই ধনুটঙ্কার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে ?
(a) মেঘের মাঝখানে গরুড় পাখির চিৎকারের সঙ্গে
(b) ভূকম্পে মহির কম্পন থেকে সৃষ্টি হওয়া শব্দের সঙ্গে
(c) রাবণের হুংকারধ্বনি
(d) কর্বূরদলের জয়ধ্বনির সঙ্গে
উত্তরঃ- (a) মেঘের মাঝখানে গরুড় পাখির চিৎকারের সঙ্গে

27. ‘কাপিলা লঙ্কা’ ‘কাপিলা জলধি!’ এই কেঁপে ওঠার কারণ কি?
(a) ইন্দ্রজিতের ধনুকের টংকার
(b) রাক্ষসৈন্যদলের চিৎকার
(c) অশ্ববাহীর হ্রেষাধ্বনি
(d) গজরাজের হুংকার
উত্তরঃ- (a) ইন্দ্রজিতের ধনুকের টংকার

30. ‘শিঞ্জিনী আকর্ষী রোষে,’ এখানে শিঞ্জিনী শব্দের অর্থ কি ?
(a) হাতের চুড়ি
(b) পায়ের নূপূর
(c) ধনুকের ছিলা
(d) বাঁশি
উত্তরঃ- (c) ধনুকের ছিলা

31. ‘পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে / ভৈরব’ – পরীন্দ্র অর্থাৎ গরুড় যেমন মেঘের আড়ালে ভয়ানক শব্দ করে, তেমনিই –
(a) ইন্দ্রজিৎ হেসে উঠলেন
(b) লঙ্কাপুরীর সেনাদল আর্তনাদ করে উঠল
(c) ইন্দ্রজিৎ রাগে ধনুকের ছিলা আকর্ষণ করে শব্দ করলেন
(d) রাবণ মহাশোকে বিলাপ করে উঠলেন
উত্তরঃ- (c) ইন্দ্রজিৎ রাগে ধনুকের ছিলা আকর্ষণ করে শব্দ করলেন

32. আকাশ পথে ইন্দ্রজিতের রথে উড়ে চলার সঙ্গে কিসের উড়ে চলার তুলনা করা হয়েছে?
(a) পক্ষীন্দ্র
(b) মৈনাক পর্বত
(c) পুষ্পক রথ
(d) শর
উত্তরঃ- (b) মৈনাক পর্বত

33. ‘উঠল পবন-পথে, ঘোরতর রব,/রথবর…’ – আকাশের রাত ওড়াকে তুলনা করা হয়েছে –
(a) সোনার পাখা ছড়িয়ে দিয়ে মৈনাক পর্বতের আকাশ উজ্জ্বল করে ওড়ার সঙ্গে
(b) পাখা ছড়িয়ে জটায়ুর ওড়ার সঙ্গে
(c) ঘোড়ার ছুটে চলার সঙ্গে
(d) মেঘের উড়ে চলার সঙ্গে
উত্তরঃ- (a) সোনার পাখা ছড়িয়ে দিয়ে মৈনাক পর্বতের আকাশ উজ্জ্বল করে ওড়ার সঙ্গে

34. ‘বিদায় এবে দেহ, বিধুমুখী।’ – বক্তা বিদায় চেয়েছেন –
(a) রাঘবকে যুদ্ধে নাশ করার জন্য
(b) বীরবাহু শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য
(c) সেনাপতিত্বে অভিষিক্ত হওয়ার জন্য
(d) নিজের মৃত্যু নিশ্চিত এই আশায়
উত্তরঃ- (a) রাঘবকে যুদ্ধে নাশ করার জন্য

35. ‘বিদায় এবে দেহ বিধুমুখী’ – এখানে ‘বিধুমুখী’ হল
(a) চাঁদ
(b) সীতা
(c) প্রমিলা
(d) চিত্রাঙ্গদা
উত্তরঃ- (c) প্রমিলা

36. ‘কে পারে খুলিতে / সে বাঁধে?’ কোন বন্ধনের কথা এখানে বলা হয়েছে ?
(a) প্রমীলা-ইন্দ্রজিতের দাম্পত্যের বন্ধন
(b) রাবণ চিত্রাঙ্গদার দাম্পত্যের বন্ধন
(c) হাতির পায়ের বন্ধন
(d) রাজবংশের সঙ্গে আত্মিক বন্ধন
উত্তরঃ- (a) প্রমীলা-ইন্দ্রজিতের দাম্পত্যের বন্ধন

37. ‘হাসি উত্তরিলা / মেঘনাদ হেসে উত্তর দিলেন –
(a) প্রমিলাকে
(b) লঙ্কাপুরীর কুললক্ষিতে
(c) রাবণকে
(d) মন্দোদরীকে
উত্তরঃ- (a) প্রমিলাকে

38. ‘তবু তারে রাখে পদাশ্রমে / যূথনাথ।’ যূথনাথ পদাশ্রমে রাখে –
(a) ব্রততীকে
(b) তরু-কুলেশ্বরকে
(c) শিকলকে
(d) কিঙ্করীকে
উত্তরঃ- (a) ব্রততীকে

39. ‘কহিলা কাঁদিয়া ধনী…’ প্রমিলা কেঁদে কথা বললেন –
(a) প্রভাষার সঙ্গে
(b) সরমার সঙ্গে
(c) ইন্দ্রজিতের সঙ্গে
(d) লক্ষ্মীর সঙ্গে
উত্তরঃ- (c) ইন্দ্রজিতের সঙ্গে

40. ‘কহিলা কাঁদিয়া ধনী…’ এখানে ধনী শব্দটির অর্থ –
(a) রমণী

(b) লক্ষ্মী
(c) ধনশালী
(d) কোনোটিই নয়
উত্তরঃ- (a) রমণী

41. ‘হিমলতা আলিঙ্গয়ে তরু-কুলেশ্বরে’ এখানে তরু-কুলেশ্বর হল –
(a) বটগাছ
(b) রাবণ
(c) রামচন্দ্র
(d) ইন্দ্রজিৎ
উত্তরঃ- (d) ইন্দ্রজিৎ

42. রণসজ্জায় সজ্জিত ইন্দ্রজিতের সামনে প্রমিলাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে, তা হল –
(a) প্রভাত কিরণ
(b) চন্দ্রালোক
(c) হেমলতা
(d) নক্ষত্রের আলো
উত্তরঃ- (c) হেমলতা

43. ‘হেনকালে প্রমীলা সুন্দরী,/ ধরি পতি-কর যুগ…’ প্রমিলা এসে ইন্দ্রজিতের হাত ধরলেন, যখন ইন্দ্রজিৎ –
(a) যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য রথে চড়ে বসলেন
(b) যখন বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে ইন্দ্রজিৎ বিহবল হয়ে পড়লেন
(c) যখন ইন্দ্রজিৎ রুষ্ট হয়ে ফুলমালা ছিড়ে ফেললেন
(d) যখন ইন্দ্রজিৎ শত্রু দলকে বধ করার সংকল্প ঘোষণা করেছেন
উত্তরঃ- (a) যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য রথে চড়ে বসলেন

44. ইন্দ্রজিতের রথের গতিতে যার গতির সঙ্গে তুলনা করা হয়েছে তা হল –
(a) বিদ্যুৎ
(b) ঘোড়া
(c) বজ্র
(d) আলো
উত্তরঃ- (b) ঘোড়া

45. রণসজ্জায় সজ্জিত মেঘনাদের রথচক্রে ছিল –
(a) বিজলিছটা
(b) স্বর্ণপ্রভা
(c) বিজলীসম
(d) রৌপ্যকান্তি
উত্তরঃ- (a) বিজলিছটা

46. মেঘনাদ যুদ্ধসাজ করেছিলেন –
(a) শমীবৃক্ষমূলে
(b) পঞ্চবটীতলে
(c) পঞ্চবটী বনে
(d) আশোকবনে
উত্তরঃ- (a) শমীবৃক্ষমূলে

47. গোধন উদ্ধারের সময় কিরীটীর সঙ্গে ছিলেন –
(a) অভিমুন্যু
(b) বিরাট
(c) বিরাটপুত্র
(d) শ্রীকৃষ্ণ
উত্তরঃ- (c) বিরাটপুত্র

48. ‘কিরীটী’ যার নাম, তিনি হলেন –
(a) অর্জুন
(b) দ্রৌপদী
(c) হিমালয়
(d) ইন্দ্রজিৎ
উত্তরঃ- (a) অর্জুন

49. গোধন উদ্ধারের জন্য অস্ত্র সংগ্রহ করার সময় কিরীটী কিসের রূপ ধারণ করেছিলেন ?
(a) ব্রাহ্মণ
(b) বৃহন্নলা
(c) কাঠুরিয়া
(d) রাজন্য
উত্তরঃ- (b) বৃহন্নলা

50. ‘উদ্ধারিতে / গোধন, সাজিলা শূর, শমীবৃক্ষমূলে’ -এক্ষেত্রে ‘শূর’ অর্থাৎ বীর হলেন –
(a) অর্জুন
(b) কার্তিকেয়
(c) শিব শিব
(d) রাবণ
উত্তরঃ- (a) অর্জুন

51. ‘সাজিলা রথীন্দ্রর্ষভ বীর আভরণে’ – ‘রথীন্দ্রর্ষভ’ বা শ্রেষ্ঠ যোদ্ধার বীরের সাজকে তুলনা করা হয়েছে –
(a) তারকাসুরকে বধ করতে কার্তিকেয়র কিংবা বিরাট পুত্র উত্তরের সঙ্গে গোধন উদ্ধারে অর্জনের যোদ্ধাবেশের সঙ্গে
(b) অশোকের তলে অশোকের ফুলের সঙ্গে
(c) ইন্দ্রচাপের সঙ্গে
(d) মেঘের সঙ্গে
উত্তরঃ- (a) তারকাসুরকে বধ করতে কার্তিকেয়র কিংবা বিরাট পুত্র উত্তরের সঙ্গে গোধন উদ্ধারে অর্জনের যোদ্ধাবেশের সঙ্গে

52. ‘হৈমবতীসুত’ কাকে বধ করেছিলেন ?
(a) বৃত্রাসুর
(b) নিশুম্ভ
(c) তারকাসুর
(d) বকাসুর
উত্তরঃ- (c) তারকাসুর

53. ‘ঘুচাবো এ অপবাদ’ – কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন ?
(a) রামচন্দ্রকে বধ করে
(b) লক্ষণকে বধ করে
(c) আত্মবিসর্জন দিয়ে
(d) রিপু কুলকে বধ করে
উত্তরঃ- (d) রিপু কুলকে বধ করে

54. ‘ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে’ বক্তা যে ‘অপবাদ’ ঘোচাতে চান, তা হল –
(a) তিনি বিলাসব্যসনে দিনাতিপাত করেছেন
(b) লঙ্কাপুরীর সৈন্যদল রূপসজ্জা করছে
(c) তার প্রিয় অনুজ বীরবাহু মারা গেছেন
(d) তার ছোড়া বাণে মারা গিয়েও রামচন্দ্র পুনজীবিত হয়ে উঠেছেন
উত্তরঃ- (a) তিনি বিলাসব্যসনে দিনাতিপাত করেছেন

55. ‘আন রথ ত্বরা করি’ – বক্তা শীঘ্র রথ আনতে বলেছেন কারণ –
(a) তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুদের বধ করতে চান
(b) তিনি দ্রুত প্রমিলারকাছে যেতে চান
(c) তার বাবা তাকে ডেকে পাঠিয়েছেন
(d) নিকুঞ্জিলা যজ্ঞাগারে যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছে
উত্তরঃ- (a) তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুদের বধ করতে চান

56. ‘এই কি সাজে আমারে,’ বক্তাকে সাজে না –
(a) কালসমরের দিনে ‘বামাদল মাঝে’ বিরাজ করা
(b) রামচন্দ্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা
(c) বিভীষণ কে নিদারুন ভৎসনা করা
(d) শুধু আত্মধিক্কার জানিয়ে কর্তব্য সমাধা হয়েছে মনে করা
উত্তরঃ- (a) কালসমরের দিনে ‘বামাদল মাঝে’ বিরাজ করা

57. ‘বৈরিদল বেড়ে / স্বর্ণলঙ্কা, হেথা আমি… মাঝে।?’ শূন্যস্থান পূরণ কর ।
(a) সখিদল
(b) বামাদল
(c) কর্বূরদল
(d) কপিদল
উত্তরঃ- (b) বামাদল

58. ‘বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা…’ বৈরিদল বলতে বক্তা চিহ্নিত করেছেন ?
(a) লঙ্কার সেনাদল কে
(b) রামচন্দ্রের সেনাদল কে
(c) বিরাটপুত্রের সেনাদল কে
(d) মহাসুর তারকের সেনাদলকে
উত্তরঃ- (b) রামচন্দ্রের সেনাদল কে

59. ‘…বেড়ে স্বর্ণলঙ্কা…’ কারা স্বর্ণলঙ্কাকে বেষ্টন করে রয়েছে ?
(a) সখীদল
(b) কপিদল
(c) বৈরিদল
(d) কর্বূরদল
উত্তরঃ- (c) বৈরিদল

60. ‘ধিক মোরে’ – বক্তার আত্মধিক্কারের কারণ –
(a) তিনি যুদ্ধে না গিয়ে প্রিয় ভাইকে যুদ্ধে পাঠিয়েছেন
(b) তিনি যুদ্ধে না গিয়ে তার বাবাকে যুদ্ধে পাঠিয়েছেন
(c) শত্রুদল লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে আর তিনি নারীদলের মধ্যে অবস্থান করছেন
(d) রাজপুরীতে থেকেও তিনি যুদ্ধে যাওয়ার স্পৃিহা বোধ করেননি
উত্তরঃ- (c) শত্রুদল লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে আর তিনি নারীদলের মধ্যে অবস্থান করছেন

61. ‘শোভিল কুন্ডল’ কুণ্ডল কোথায় শোভা পাচ্ছিল ?
(a) শিরোপরি
(b) পদতলে
(c) শৈলশিরে
(d) মেঘখণ্ড
উত্তরঃ- (b) পদতলে

62. ‘যথা অশোকের ফুল অশোকের তলে / আভাময়!’ উদ্ধৃত অংশের অশোক ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে –
(a) ইন্দ্রজিতের কনক বলয়ের
(b) ইন্দ্রজিতের কুণ্ডলের
(c) প্রমিলার অলংকারের
(d) শত্রুদলের
উত্তরঃ- (b) ইন্দ্রজিতের কুণ্ডলের

63. ‘…রোষে মহাবলী / মেঘনাদ, ফেলাইলা…’ কি ফেলার কথা বলা হয়েছে ?
(a) কুসুমদাম
(b) কনকবলয়
(c) শর
(d) রণসাজ
উত্তরঃ- (b) কনকবলয়

64. ‘ছিড়িলা কুসুমদাম রষে মহাবলী…’কে মহাবলী বলা হয়েছে ?
(a) বীরবাহু
(b) রাবণ
(c) বিরাটপুত্র
(d) মেঘনাদ
উত্তরঃ- (d) মেঘনাদ

65. ‘…তব শরে মরিয়া বাঁচিল’ – মরে বেঁচে উঠেছেন –
(a) রাবণ
(b) রামচন্দ্র
(c) বিভীষণ
(d) কুম্ভকর্ণ
উত্তরঃ- (b) রামচন্দ্র

66. ‘রত্নাকর রত্নত্তমা ইন্দিরা সুন্দরী; উত্তরিলা’ –
(a) সীতাপতি রামচন্দ্র মায়াবী মানব, ইন্দ্রজিতের তীরে তার মৃত্যু হলেও তিনি পুনর্জীবন লাভ করেছেন
(b) প্রকৃতই বীরবাহুর মৃত্যু হয়েছে
(c) কনক লঙ্কা আজ শ্মশানে পরিনিত হয়েছে
(d) তিনি ছদ্মবেশে লঙ্কাপুরীর ভাগ্যনির্ধারণ করতে এসেছেন
উত্তরঃ- (a) সীতাপতি রামচন্দ্র মায়াবী মানব, ইন্দ্রজিতের তীরে তার মৃত্যু হলেও তিনি পুনর্জীবন লাভ করেছেন

67. ‘এ বরতা, এ অদ্ভুত বরতা, জননী / কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে।’ এই বার্তাকে অদ্ভুত বলার কারণ –
(a) ইন্দ্রজিৎ বুঝতে পারছেন না, মৃত ব্যক্তি কিভাবে পুনর্জীবিত হতে পারেন
(b) বীরবাহুর মত বীরের মৃত্যু কিভাবে হতে পারে তা ইন্দ্রজিতের অজানা
(c) বীরবাহু বহু আগেই মারা গেছেন
(d) বীরবাহু রামচন্দ্রের বিরুদ্ধে জয়লাভ করেছে ইন্দ্রজিতের কাছে এমন খবর ছিল
উত্তরঃ- (a) ইন্দ্রজিৎ বুঝতে পারছেন না, মৃত ব্যক্তি কিভাবে পুনর্জীবিত হতে পারেন

68. ‘যাও তুমি ত্বরা করি’ – কোথায় যাওয়ার কথা বলা হয়েছে ?
(a) প্রমিলা-সকাশে
(b) গগন-কাননে
(c) কালসমরে
(d) পবন-পথে
উত্তরঃ- (c) কালসমরে

69. ‘হায়!পুত্র / সীতাপতি; তবে শরে মরিয়া বাঁচিল।’ ‘সীতাপতি’ সম্পর্কে যে বিশেষণটি প্রয়োগ করা হয়েছিল –
(a) মায়াবী মানব
(b) রঘুকুলমনি
(c) বীরবর
(d) মহাবলী
উত্তরঃ- (a) মায়াবী মানব

70. ‘ইন্দিরা সুন্দরী / উত্তরিলা’ ইন্দিরা সম্পর্কে যে বিশেষণ এখানে প্রযুক্ত হয়েছে। তা হল –
(a) রত্নাকর রত্নোত্তমা
(b) রত্নাকর প্রিয়তমা
(c) মিতভাষী হেমবতী
(d) রত্নাকর হেমলতা
উত্তরঃ- (a) রত্নাকর রত্নোত্তমা

71. ‘নিশারনে সংহারিনু আমি…’ -কাকে সংহার করার কথা বলা হয়েছে ?
(a) বীরবাহু
(b) রঘুবর
(c) লক্ষণ
(d) কুম্ভকর্ণ
উত্তরঃ- (b) রঘুবর

72. ‘কি কহিলা, ভগবতী?’ ভগবতী বলেছেন –
(a) ঘোরতরে যুদ্ধে কুম্ভকর্ণ প্রয়াত হয়েছেন
(b) ঘোরতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু ঘটেছে
(c) রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি হিসেবে বরণ করতে চলেছেন
(d) ইন্দ্রজিৎ যেন নিকুঞ্জিলা যজ্ঞাগারে যজ্ঞ শেষ করে যুদ্ধে যান
উত্তরঃ- (b) ঘোরতর যুদ্ধে বীরবাহুর মৃত্যু ঘটেছে

Class 10 Bangla Chapter 06 MCQ Question Answer | মাধ্যমিক বাংলা অধ্যায় 0৬ ‘অভিষেক’- এর বহুবিকল্পধর্মী প্রশ্নোউত্তর

Shares:

Related Posts

Class-10-Life-Science-Chapter-05-MCQ-Answer
Class 10

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৫ জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 05 MCQ Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও বংশগতি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 05 জনন ও
Class 10

Class 10 Life Science Chapter 02 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০২ জীবনের প্রবমানতা প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Life Science Chapter 02 Question Answer Class 10 Life Science Chapter 02 Question
class-10-geography-chapter-01-question-answer
Class 10

Class 10 Geography Chapter 01 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০১ “ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় "ভূমিরূপ এবং তার শ্রেণীবিভাগ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 01 Question Answer Class 10 Geography Chapter 01
Class 10

West Bengal Madhyamik (Class 10) Geography 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২৪

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের ভূগোল প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Geography Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10) Geography 2024 | মাধ্যমিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *