এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৩ সালের ভূগোল প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Geography Question Paper 2023
West Bengal Madhyamik (Class 10) Geography 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২৩
Table of Contents
মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২৩
বিষয় –ভূগোল সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য।
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১০০
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে। ১×১৪=১৪
১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে—
(ক) নগ্নীভবন (খ) আরোহন
(গ) পর্যায়ন (ঘ) অবরোহন
১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো—
(ক) অপসারণ (খ) অবঘর্ষ
(গ) ঘর্ষন (ঘ) লক্ষদান
১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো—
(ক) ১০১২.২ মিলিবার (খ) ১০১৪.২ মিলিবার
(গ) ১০১৩.২ মিলিবার (ঘ) ১০১৫.২ মিলিবার
১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে—
(ক) গ্রীষ্মকালে (খ) বসন্তকালে
(গ) শীতকালে (ঘ) সারাবছরব্যাপী
১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়—
(ক) আটলান্টিক মহাসাগর (খ) ভারত মহাসাগর
(গ) প্রশান্ত মহাসাগর (ঘ) উত্তর মহাসাগর
১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো—
(ক) ১২ ঘণ্টা (খ) ১২ ঘন্টা ২৬ মিনিট
(গ) ২৪ ঘন্টা (ঘ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট
১.৭ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো—
(ক) পারদ (খ) কৃষিজমির বর্জ্য
(গ) সেলুলোজ (ঘ) রান্নাঘরের বর্জ্য
১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো—
(ক) ৩০ টি (খ) ২৯ টি
(গ) ২৮ টি (ঘ) ২৭ টি
১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো—
(ক) মালবের মালভূমি (খ) মেঘালয় মালভূমি
(গ) তেলেঙ্গানা মালভূমি (ঘ) লাডাক মালভূমি
১.১০ গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত—
(ক) কানপুর (খ) এলাহাবাদ
(গ) দেবপ্রয়াগ (ঘ) বারাণসী
১.১১ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো
(ক) জম্মু ও কাশ্মীর (খ) তামিলনাডু
(গ) কেরল (ঘ) মেঘালয়
১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো –
(ক) কেরল (খ) তামিলনাড়ু
(গ) কর্ণাটক (ঘ) অন্ধ্রপ্রদেশ
১.১৩ ভারতে বেসরকারী উদ্যোগের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা হলো
(ক) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (খ) ভিলাই স্টিল প্ল্যান্ট
(গ) সালেম স্টিল প্ল্যান্ট (ঘ) টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
১.১৪ 74m774
মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো—
(ক) 1 : 10,000 (খ) 1 : 25,000
(গ) 1 : 50,000 (ঘ) 1 : 1,00,000
বিভাগ ‘খ’
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো
২.১. (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১ × ৬ = ৬
২.১.১ মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২ আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।
২.১.৩ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ম বায়ু।
২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল।
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬
২.২.১ ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে _______________ বলে।
২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় _____________ নামে পরিচিত।
২.২.৩ বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ____________________ যন্ত্রের সাহায্যে।
২.২.৪ ______________ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ______________ বলে।
২.২.৬ জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে _____________ বলে।
২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি ____________ স্থানে অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো।
২.৩.৩ একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।
২.৩.৪ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে ?
২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
২.৩.৭ ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কতো ?
২.৩.৮ ভারতের কোন্ সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে ?
২.৪. ২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১×৪
বামদিক | ডানদিক |
২.৪.১ কালবৈশাখী | ১. বেঙ্গালুরু |
২.৪.২ আরাবল্লি পর্বত | ২. লক্ষ্ণৌ |
২.৪.৩ সিলিকন ভ্যালি | ৩. পশ্চিমবঙ্গ |
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র | ৪. রাজস্থান |
১
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২×৬ = ১২
৩.১ জলবিভাজিকার সংজ্ঞা দাও।
অথবা,
ইনসেলবার্জ কাকে বলে ?
৩.২ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো ?
অথবা,
হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।
৩.৩ বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা,
কম্পোস্টিং বলতে কী বোঝো ?
৩.৪ মরুস্থলী বলতে কী বোঝো ?
অথবা,
সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।
৩.৫ পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
অথবা
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা,
মিলিয়ন শীট বলতে কি বোঝো ?
বিভাগ ‘ঘ’
৪. সংক্ষিপ্তব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩x৪ = ১২
৪.১ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো।
অথবা
ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।
৪.২ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।
অথবা,
ভাগিরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে ?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো।
অথবা
ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো।
৪.৪ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
অথবা,
ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ ‘ঙ’
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)
৫।৫.১যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ = ১০
৫.১.১ ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডলে উষ্মতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ =১o
৫.২.১ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো।
বিভাগ চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিদ্মলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: ১x১০ = ১০
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাণ্ডী নদী
৬.৩ লোক্টাক্ হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫ মরু মৃত্তিকা অঞ্চল
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৭ ভারতের ম্যাঞ্চেষ্টার
৬.৮ ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয় ?
৬.৯ ভারতের প্রধান রবিশস্যের নাম কী ?
৬.১০ পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৬.১১ ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক ?
৬.১২ সোনালি চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো।
৬.১৩ ভারতের একটি ঐতিহাসিক শহরের নাম লেখো।
৬.১৪ ভারতের শুল্কমুক্ত বন্দর কোথায় অবস্থিত ?
অথবা
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১x১০ = ১০
৬.১ ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি?
৬.২ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো।
৬.৩ ভারতের একটি গ্রস্ত্য উপত্যকার নাম লেখো।
৬.৪ উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো।
৬.৫ ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোনটি ?
৬.৬ ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়।
৬.৭ সুন্দরবন কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?
৬.৮ ভারতের কোন রাজ্যে স র্বা ধিক ধান উৎপন্ন হয় ?
৬.৯ ভারতের প্রশান রবিশস্যের নাম কি ?
৬.১০ পূর্ব ভারতের একটি ___ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৬.১১ ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক ?
৬.১২ সোনালি চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো।
৬.১৩ ভারতের একটি ঐতিহাসিক শহরের নাম লেখো।
৬.১৪ ভারতের শুল্কমুক্ত বন্দর কথায় অবস্থিত ?
বিভাগ ‘ছ’
(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
৭। ১.১ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ২x৩=৬
৭.১.১ বাজাদার সংজ্ঞা দাও ।
৭.১.২ গর্জনশীল চল্লিশা কাকে বলে ?
৭.১.৩ বান ডাকা কাকে বলে ?
৭.১.৪ কৃষজ বর্জ্য বলতে কী বোঝো ?
৭.২. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১x৪=৪
৭.২.১ ভারতের রাজ্য পুনর্গঠন মূল ভিত্তি কি ?
৭.২.২ ভারতে ধ্রিয়ান কোথায় দেখা যায় ?
৭.২.৩ ভূ – বৈচিত্র সূচক মানচিত্রে নিত্যবাহ নদী কোন রং-এর সাহায্যে দেখানো হয় ?
৭.২.৪ ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয় ?
৭.২.৫ ভারতের কোন জলবায়ু অঞ্চলের কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয় ?
Copyright 2025 All Rights Reserved by Notekoro.com