Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023
এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভূগোল প্রশ্নপত্রটি উপকারে আসবে।
আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।
Table of Contents
Madhyamik Geography Question Paper PDF 2023 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023
বিভাগ – ‘ক’
১ । বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১ x ১৪ = ১৪
১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে –
(ক) নগ্নীভবন (খ) আরোহন (গ) পর্যায়ন (ঘ) অবরোহন
১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো –
(ক) অপসারণ (খ) অবঘর্ষ (গ) ঘর্ষণ (ঘ) লম্পদান
১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো –
(ক) ১০১২.২ মিলিবার (খ) ১০১৩.২ মিলিবার (গ) ১০১৪.২ মিলিবার (ঘ) ১০১৫.২ মিলিবার
১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে –
(ক) গ্রীষ্মকালে (খ) বসন্তকালে (গ) শীতকালে (ঘ) সারাবছরব্যাপী
১.৫ এল নিনোর প্রভাব দেখা যায় –
(ক) আটলান্টিক মহাসাগর (খ) ভারত মহাসাগর (গ) প্রশান্ত মহাসাগর (ঘ) উত্তর মহাসাগর
১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো –
(ক) ১২ ঘন্টা (খ) ১২ ঘন্টা ২৬ মিনিট (গ) ২৪ ঘন্টা (ঘ) 24 ঘন্টা 52 মিনিট
১.৭ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো –
(ক) পারদ (খ) কৃষিজমির বর্জ্য (গ) সেলুলোজ (ঘ) রান্নাঘরের বর্জ্য
১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো –
(ক) ৩০ টি (খ) ২৯ টি (গ) ২৮ টি (ঘ) ২৭ টি
১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো –
(ক) মালবের মালভূমি (খ) মেঘালয় মালভূমি (গ) তেলেঙ্গানা মালভূমি (ঘ) লাডাক মালভূমি
১.১০ গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত –
(ক) কানপুর (খ) এলাহাবাদ (গ) দেবপ্রয়াগ (ঘ) বারাণসী
১.১১ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো –
(ক) জম্মু ও কাশ্মীর (খ) তামিলনাড়ু (গ) কেরল (ঘ) মেঘালয়
১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো –
(ক) কেরল (খ) তামিলনাড়ু (গ) কর্ণাটক (ঘ) অন্ধ্রপ্রদেশ
১.১৩ ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো –
(ক) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (খ) ভিলায় স্টিল প্ল্যান্ট
(গ) সালেম স্টিল প্ল্যান্ট (ঘ) টাটা আয়রনও স্টিল প্ল্যান্ট
১.১৪ ৭৪ M/৭ মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো –
(ক) ১ : ১০,০০০ (খ) ১ : ২৫,০০০ (গ) ১ : ৫০,০০০ (ঘ) ১ : 1,00,000
বিভাগ – ‘খ’
২ । ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো
( যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ঃ ১ x ৬ = ৬
২.১.১ মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।
২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়।
২.১.৩ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু।
২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়।
২.১.৫ দূষিত বাতাসকে স্ক্র্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়।
২.১.৬ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল।
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ঃ ১ x ৬ = ৬
২.২.১ ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে _______ বলে।
২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় _______ নামে পরিচিত।
২.২.৩ বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় _______ যন্ত্রের সাহায্যে।
২.২.৪ _______ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় _______ বলে।
২.২.৬ জোয়ার বাজরা রাগী প্রভৃতি ফসল কে একসাথে _______ বলে।
২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি _______ স্থানে অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ( যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ঃ ১ x ৬ = ৬
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ উল্লেখ করো।
২.৩.৩ একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো।
২.৩.৪ একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
২.৩.৫ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে?
২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
২.৩.৭ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কতো?
২.৩.৮ ভারতের কোন সংস্থা ভূ-বৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুত করে?
৩.৪ বামদিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো ঃ ১ x ৪ = ৪
বামদিক | ডানদিক |
২.৪.১ কালবৈশাখী | ১. বেঙ্গালুরু |
২.৪.২ আরাবল্লী পর্বত | ২. লক্ষ্নৌ |
৪.২.৩ সিলিকন ভ্যালি | ৩. পশ্চিমবঙ্গ |
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র | ৪. রাজস্থান |
বামদিক ডানদিক
২.৪.১ কালবৈশাখী ১. বেঙ্গালুরু
২.৪.২ আরাবল্লী পর্বত ২. লক্ষ্নৌ
৪.২.৩ সিলিকন ভ্যালি ৩. পশ্চিমবঙ্গ
২.৪.৪ ইক্ষু গবেষণা কেন্দ্র ৪. রাজস্থান
বিভাগ – ‘গ’
৩ । নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ঃ ২ x ৬ = ১২
৩.১ জলবিভাজিকা সংজ্ঞা দাও।
অথবা
ইনসেলবার্জ কাকে বলে?
৩.২ নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো?
অথবা
হিমপ্রাচিরেরসংজ্ঞা দাও
৩.৩ বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।
অথবা
কম্পোস্টিং বলতে কী বোঝো?
৩.৪ মরুস্থলী বলতে কি বোঝো?
অথবা
সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।
৩.৫ পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
অথবা
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬ উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
অথবা
মিলিয়ন শীট বলতে কী বোঝো?
বিভাগ – ‘ঘ’
৪ । সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) ঃ ৩ x ৪ = ১২
৪.১ অনুরদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখো।
অথবা
ভরা জোয়ার ও মরা জোয়ার এর তুলনামূলক আলোচনা করো।
৪.২ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো।
অথবা
ভাগীরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো।
অথবা
ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো।
৪.৪ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
অথবা
ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো।
বিভাগ – ‘ঙ’
[ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্গন আবশ্যিক নয় ]
৫ । ৫.১ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ x ২= ১০
৫.১.১ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি প্রাধান কারন ব্যাখ্যা করো।
৫.১.৩ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরন সহযোগে ব্যাখ্যা করো।
৫.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫ x ২= ১০
৫.২.১ উত্তর ও দক্ষিন ভারতের নদনদী প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের আনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরন দাও।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারনগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি প্রাধান কারন আলোচনা করো।
বিভাগ – ‘চ’
৬ । প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ঃ ১ x ১০= ১০
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাপ্তী নদী
৬.৩ লোক্টাক্ হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় আঞ্চল
৬.৫ মরু মৃত্তিকা আঞ্চল
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদন আঞ্চল
৬.৭ ভারতের মাঞ্চেষ্টার
৬.৮ পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
৬.৯ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর
৬.১০ মুম্বাই
অথবা
[ শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ]
৬ । যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও ঃ ১ x ১০ = ১০
৬.১ ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি?
৬.২ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো।
৬.৩ ভারতের একটি গ্রস্ত্য উপত্যকার নাম লেখো।
৬.৪ উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো।
৬.৫ ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোনটি?
৬.৬ ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়?
৬.৭ সুন্দরবনে কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
৬.৮ ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়?
৬.৯ ভারতের প্রধান রবিশস্যের নাম কি?
৬.১০ পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।
৬.১১ ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক?
৬.১২ সোনালী চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো।
৬.১৩ ভারতের একটি ঐতিহাসিক শহরের নাম লেখো।
৬.১৪ ভারতের শুল্কমুক্ত বন্দর কোথায় অবস্থিত?
বিভাগ – ‘ছ’
[ শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
৭.১ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২ x ২= ৬
৭.১.১ বাজাদার সংজ্ঞা দাও।
৭.১.২ গর্জনশীল চল্লিশা কাকে বলে?
৭.১.৩ বান ডাকা কাকে বলে?
৭.১.৪ সে যে বর্জ্য বলতে কী বোঝায়?
৭.২ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ ১ x ৪= ৪
৭.২.১ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?
৭.২.২ ভারতের ধ্রিয়ান কোথায় দেখা যায়?
৭.২.৩ ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে নিত্যবহ নদী কোন রং এর সাহায্যে দেখানো হয়?
৭.২.৪ ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল পরিসেবা চালু হয়?
৭.২.৫ পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়?