Class 12Question Paper

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই পদার্থবিদ্যা প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
SECTION – I
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো । 1×14=14
(i) দুটি আধান `+q` ও `+q` -এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি Q আধানকে স্থাপন করা হল। সংস্থাটি সাম্যবস্থায় থাকবে যদি, `Q` আধানটি হয়
(a) `-q`
(b) `-\frac{q}2`
(c) `-\frac{q}3`
(d) `-\frac{q}4`

(ii) তিনটি `4\muF` ধারকত্বের ধারক কে এমনভাবে সংযুক্ত করা হ’ল যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল `6\muF`। এই সম্বন্ধটি করা যাবে যদি
(a) প্রতিটি ধারক শ্রেণীতে সংযুক্ত থাকবে
(b) প্রতিটি ধারক সমান্তরালে যুক্ত থাকবে
(c) সমান্তরাল এবং একটি শ্রেণীতে যুক্ত থাকবে
(d) দুটি শ্রেণীতে এবং একটি সমান্তরালে যুক্ত থাকবে

(iii) একটি `3\Omega` রোধককে যখন একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয়, তখন এটির মধ্য দিয়ে `3A` তড়িৎ প্রবাহিত হয়। অপর একটি `15\Omega` রোধককে যখন ওই একই ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোদক্তির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা হয় `0.75A`। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ
(a) `0.25\Omega`
(b) `0.5\Omega`
(c) `1.0\Omega`
(d) `1.5\Omega`

(iv) একটি আধানগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে R ব্যাসার্ধের বৃত্তাকার পথে V সমদ্রুতিতে আবর্তন করছে। এই গতির পর্যায়কাল
(a) `R` এবং `V` উভয়ের উপর নির্ভরশীল
(b) `R` এবং `V` উভয়ের উপর নির্ভরশীল নয়
(c) `R`-এর ওপর নির্ভর করলেও `V`-এর ওপর নির্ভরশীল নয়
(d) `V`-এর ওপর নির্ভর করলেও `R`-এর ওপর নির্ভরশীল নয়

(v) কোন স্থানের বিনতি কোণ `60^\circ` ,ওই স্থানের ভূ-চৌম্বকক্ষেত্রের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের অনুপাত হ’ল
(a) `\sqrt3`
(b) `\frac{1}\sqrt3`
(c) `1`
(d) বলা সম্ভব নয়

(vi) L.C.R. তড়িৎ বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণকের মান হয়
(a) `\sqrt2`
(b) `\frac{1}2`
(c) `1`
(d) শূন্য

(vii) একটি বৈদ্যুতিক বাতি `220 V, 50 Hz` সরবরাহ লাইনে সংযুক্ত । তাহলে তড়িৎ বিভাবের শীর্ষমান হ’ল
(a) `270 V`
(b) `211 V`
(c) `311 V`
(d) `330 V`

(viii) নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য হল
(a) অবলোহিত রশ্মি
(b) গামা রশ্মি
(c) এক্স রশ্মি
(d) অতি বেগুনি রশ্মি

(ix) `\sqrt3` প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোন তার নূন্যতম চুক্তি কোণের সঙ্গে সমান। তাহলে প্রিজমের প্রতিসারক কোণের মান হবে
(a) `60^\circ`
(b) `45^\circ`
(c) `30^\circ`
(d) `90^\circ`

(x) একক রেখাছিদ্রের জন্য অপবর্তন গঠনে গৌণ চরম বিন্দুটি পাওয়ার শর্ত হল
(a) `asin\theta=n\lambda`
(b) `asin\theta=\left(2n+1\right)\lambda/2`
(c) `asin\theta=n.\lambda/2`
(d) `asin\theta=\left(2n+1\right)\lambda`

(xi) একটি প্রদত্ত ধাতুর তলের ক্ষেত্রে, আপতিত আলোর কম্পাঙ্ক বনাম নিবৃতি বিভবের লেখচিত্রের নতিমাত্রাটি হবে
(a) `h`
(b) `eh`
(c) `\frac{h}e`
(d) `e`

(xii) হাইড্রোজেন বর্নালীতে লিম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হল
(a) `1 : 4`
(b) `4 : 1`
(c) `5 : 4`
(d) `4 : 3`

(xiii) সর্বজনীন গেট হল
(a) `AND` এবং `OR`
(b) `OR` এবং `NOT`
(c) `AND` এবং `NOR`
(d) `NAND` এবং `NOR`

(xiv) যোগাযোগ ব্যবস্থায়, যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হ’ল
(a) প্রেরক স্থানে
(b) সম্প্রচার মাধ্যমে
(c) বার্তা সংকেত উৎসস্থলে
(d) সংগ্রাহক স্থানে

SECTION – II
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)
GROUP – A

2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×4=4
(i) একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি অ্যামমিটারে রূপান্তরিত করা যায়?
অথবা
সাইক্লোট্রন যন্ত্রের নিউট্রন কি ত্বরান্বিত হবে? কেন?
(ii) ওয়েবার এবং টেসলা এককের মধ্যে সম্পর্কটি লেখো।
(iii) জলে ডোবালে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মান কমে। (সত্য/মিথ্যা লেখো)
অথবা
(iv) কোন বাসে আলোক নিঃশারফ ডায়োড আলোক উৎপন্ন করে ?
অথবা
`NOR` গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো।

(বিষয়ভিত্তিক/ বর্ণনামূলক প্রশ্নাবলী)
GROUP – B
নিম্নের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×5=10

3. একটি ধাতব পরিবাহীর উষ্ণতার সাথে পরিবাহিতার পরিবর্তন লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 1+1
অথবা
প্রতিটি `1.5 V` তড়িচ্চালক বল এবং `0.2\Omega` অভ্যন্তরীণ রোধের `40` টি কোশকে কিরূপভাবে বিন্যস্ত করলে বহিঃবর্তনীতে সংযুক্ত `0.5\Omega` রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যাবে? সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। 1+1

4. একটি দন্ডচুম্বককে তড়িৎবাহী সলিনয়েডের সমতুল্য ভাবার কারণ কি? ব্যাখ্যা করো। 2
অথবা
(i) চৌম্বক প্রবণতা এবং (ii) চৌম্বক ভেদ্যতার ভিত্তিতে তিরশ্চৌম্বক,পরাচৌম্বক এবং অয়শ্চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 1+1

5. সরল প্রবাহমাত্রা বলতে কী বোঝো ? এর প্রকাশক রাশিটি লেখো। 1+1
অথবা
(i) আবছায়া ও ঘন কুয়াশার মধ্যে দেখতে এবং (ii) রাডার ব্যবস্থায় কোন কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের ব্যবহার করা হয়? 1+1

6. একটি তেজস্ক্রিয় পদার্থ `30` দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার `\frac{1}32` অংশে পৌঁছায়। এর অর্ধ-জীবনকাল নির্ণয় করো। 2

7. যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য, একটি চিহ্নিত ব্লক-চিত্র অঙ্কন করো। 2

GROUP – C
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×9=27

8. গ্যাসের উপপাদ্য প্রয়োগ করে, একটি সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয় করো।
অথবা
(a) তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও ।
(b) শূন্যস্থানে একটি `10` উলম্ব আধান আছে । একটি `2` কুলম্ব আধানকে ঐ আধানের `10` মিটার দূরত্ব থেকে `5` মিটার দূরত্বে আনতে কত কাজ করতে হবে তা নির্ণয় করো। 1+2

9. ধারকত্বের সংজ্ঞা দাও। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। 1+2
অথবা
`20muF` বিশিষ্ট একটি ধারককে `10 V` বিবাব আহিত করা হ’ল। অন্য একটি `60muF` ধারকত্বের ধারক
`30 V` বিভাবে ছিল। তাদের এরূপভাবে যুক্ত করা হ’ল যাতে তাদের বিভব সমান হয়। ঐ সাধারণ বিভবটি নির্ণয় করো। প্রতিটি ধারকের সংযোগের পর আধার নির্ণয় করো। 1+1+1

10. বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপটি লেখো। এই সূত্র ব্যবহার করে তড়িৎবাহী বৃত্তাকার কুন্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বকক্ষেত্র নির্ণয় করো।
অথবা
একটি `100\Omega` রোধের গ্যালভানোমিটার এর মধ্য দিয়ে `1mA` তড়িৎ প্রবাহমাত্রা গেলে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। এটিকে কিভাবে (i) `0 – 1 A` বিস্তারের অ্যামমিটার এবং
(ii) `0 – 1 V` বিস্তারের ভোল্টমিটার যন্ত্রে রূপান্তরিত করবে ? 1.5+1.5

11. দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং আরোপিত শর্ত উল্লেখ করে, অবতল দর্পণের ক্ষেত্রে `\frac{1}v+\frac{1}u=\frac{1}f` সম্পর্কটি প্রতিষ্ঠা করো।

12. দীর্ঘদৃষ্টি ত্রুটি কি ? এই ত্রুটির কারণগুলি লেখো এবং কিভাবে এই ত্রুটির সংশোধন করা যায়? সঠিক চিত্রসহ ব্যাখ্যা করো। 1+1+1
অথবা
স্বাভাবিক সম্বন্ধয় হয় বলতে কী বোঝো? একটি নভোবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সম্বন্ধয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা `5`। যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব `0.24m` হয় তবে উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 1+2

13. (a) ফটো ইলেকট্রন উৎপন্ন হবে কি হবে না, তা আলোক উৎসের কম্পাঙ্ক নির্ধারণ করলেও প্রাবল্য দ্বারা নির্ধারিত হয় না কেন ?
(b) একগুচ্ছ অসমবর্তিত আলোকরশ্মিকে তিনটি সমবর্তিত পাতের সমবায়ের উপর আপতন ঘটানো হ’ল। এখানে প্রতিটি পাতের সারলক্ষ যদি তার পূর্ববর্তী পাতের সঙ্গে `30^\circ` কোন অবস্থান করে তাহলে কত ভগ্নাংশের আলোকে নিঃসরণ ঘটবে ? 2
অথবা
(a) (i) ইয়ং -এর দ্বি রেখাছিদ্র পরীক্ষায়, পর্দার ওপর গঠিত কোন বিন্দুতে গঠন মূলক এবং
(ii) ধ্বংসাত্মক মূলক ব্যতিচারের শর্তগুলি প্রতিষ্ঠা করো। 2+1+1
(b) পর্দার ওপর অবস্থানের সাপেক্ষে ব্যতিচার নকশায় লব্ধি প্রাবল্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। 1
(b) একটি ধাতু আলোক তড়িৎ কার্য অপেক্ষক `1 eV`। এর উপর `\lambda=3000Å` তরঙ্গ দৈর্ঘ্যের আলোর আপতন ঘটানো হল। নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ গণনা করো।
(`h=6.63×10^-34 Js`, `m_e=9×10^-31 kg`) 1+2
অথবা
(a) বস্তুর দ্বৈত সত্তা বলতে কী বোঝো? একটি ফোটনের ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো।
(b) যখন একটি ইলেকট্রন `500 eV` -এ ত্বরান্বিত হয়, তখন তার ভর বৃদ্ধির পরিমাণ কত হবে ? (1+1)+1

14. (a) হাইড্রোজেন পরমাণু কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ করো।
(b) বোরের তত্ত্ব ব্যবহার করে, হাইড্রোজেন পরমাণুতে কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। 1+2

15. `P-n` সংযোগ ডায়োড ব্যবহার করে একটি পূর্ণতরঙ্গ একমুখীকরণের(বর্তনীর) চিত্র অঙ্কন করো। ইনপুট-আউটপুটের তরঙ্গ রূপ দেখাও। 1+1+1
অথবা
বিভাব নিয়ন্ত্রক রূপে জেনার ডায়োডের ব্যবহার একটি চিত্রের(বর্তনীর) সাহায্যে ব্যাখ্যা করো। 1+2

16. ইনপুট ও আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কনে `n-p-n` ট্রানজিশনের সাধারণ নিঃসারক বিন্যাসে তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করো। ইনপুট ও আউটপুটের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। 1+1+1
অথবা
`NAND` গেটের লজিক সংকেত এবং সত্য সারণী টি লেখো। এই গেট ব্যবহার করে কিভাবে `OR` গেট পাওয়া যায় ? 1+1+1

GROUP – D
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×3=15

17. (a) পরিবাহীতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বলতে কী বোঝো?? অনুপ্রবাহ বেগের সাহায্যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা রাশিমালা নির্ণয় করো। 1+2
(b) একটি `0.1m` দৈর্ঘ্যের পরিবাহীর দুই প্রান্তে `5 V` বিভব-প্রভেদ প্রয়োগ করা হ’ল। যদি ইলেকট্রনের সচলতা `5.6×10^-6 m^2 V^-1 S^-1` হয়, তাহলে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ নির্ণয় করো। 2
অথবা
(a) হুইটস্টোন ব্রিজ কি? বর্তনীতে কীর্সফের নিয়ম প্রয়োগ করে পরিমিত অবস্থায় হুইটস্টোন ব্রিজের শর্ত প্রতিষ্ঠা করো। 1+2
(b) রোদ পরিমাপের মিটার ব্রিজের তড়িৎবর্তনীটি অঙ্কন করো।

18. (a) একটি কুন্ডলী স্বাবেশাঙ্কের সংজ্ঞা দাও। দেখাও যে একটি L স্বাবেশাঙ্কের কুন্ডলীর I তড়িৎ প্রবাহ সৃষ্টিতে যে চুম্বকীয় শক্তি প্রয়োজন তা হল `\frac{1}2 LI^2` . 1+2
(b) একটি সলিনয়েড আবেশাঙ্ক নির্ণয় কর যার পাক সংখ্যা `1000` টি, দৈর্ঘ্য `0.2m` এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল `5×10^-4 m^2`. 2

19.(a) হাইগেনসের তরঙ্গ নির্মাণ কৌশল ব্যবহার করে, কোন সমতল তল দ্বারা পৃথকীকৃত দুটি মাধ্যমের মধ্য দিয়ে সমতল তরঙ্গের প্রতিসরণের জন্য বিস্তারের রেখচিত্র অঙ্কন করো। এর থেকে প্রতিসরণের স্নেলের সূত্রটি যাচাই করো। 1+2

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Higher-Secondary-Math-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Math Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক গণিত প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের গণিত প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক গণিত পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023
Higher-Secondary-Education-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Higher-Secondary-Biology-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Biology Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের জীববিদ্যা প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Madhyamik English Question Paper PDF 2023 মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023
Class 10

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ইংরেজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *