Class 12Question Paper

Higher Secondary History Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ইতিহাস প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Higher Secondary History Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো : 1X24=24
(i) ‘হাজারদুয়ারি জাদুঘর’ হল একটি
(a) প্রাকৃতিক জাদুঘর (b) প্রত্নতাত্ত্বিক জাদুঘর (c) জীবন্ত জাদুঘর (d) ঐতিহাসিক জাদুঘর ।
(ii) মনিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম
(a) ‘একাত্তরের ডায়েরী’ (b) ‘আমি নেতাজীকে দেখেছি’ (c) ‘জীবনের ঝরাপাতা’ (d) ‘সেদিনের কথা’

(iii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন
(a) ম্যাগেলান (b) ভাস্কো-ডা-গামা (c) কলম্বাস (d) বার্থোলোমিউ ডিয়াজ
(iv) ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের লেখক
(a) আ্যাডাম স্মিথ (b) হবসন (c) লেনিন (d) অমর্ত্য সেন।
(v) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন
(a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড কর্নওয়ালিস (c) লর্ড ওয়েলেসলি (c) উইলিয়াম বেন্টিঙ্ক
(vi) স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২-মেলাও

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) রেগুলেটিং আ্যাক্ট(A) 1765 সাল
(ii) ফারুকশিয়ারের ফরমান(B) 1773 সাল
(iii) বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ(C) 1784 সাল
(iv) পিটের ভারত শাসন আইন(D) 1717 সাল

বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(B), (iii)-(C), (iv)-(D) (b) (i)-(C), (ii)-(B), (iii)-(D), (iv)-(A)
(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B) (d) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)

(vii) 1843 সালে চীনে কোন্‌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) পিকিং সন্ধি (b) নানকিং সন্ধি (c) বোগের সন্ধি (d) তিয়েনসিনের সন্ধি
(viii) ‘গুলামগিরি’ গ্রন্থটির রচয়িতা হলেন
(a) জ্যোতিবা ফুলে (b) শ্রীনারায়ণ গুরু (c) স্বামী দয়ানন্দ সরস্বতী (d) আত্মারাম পান্ডুুরঙ্গ
(ix) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন
(a) উইলিয়াম হান্টার (b) থিওডোর বেক (c) স্যার সৈয়দ আহমেদ খান (d) লর্ড হেস্টিংস

(x) সংস্কারের দাবিতে টীন সন্ত্রাটের কাছে আবেদনপত্র জমা দেন
(a) সান উয়ান-পেই (b) কোয়াংসু (c) কাং ইউ-ওয়ে (d) চেন-তু-সিউ
(xi) রাওলাট কমিশনের অপর নাম হল
(a) সিডিশন কমিশন (b) হুইটলি কমিশন (c) সাইমন কমিশন (d) ওয়াটসন কমিশন
(xii) কত সালের 16 আগস্ট “সাম্প্রদায়িক বাঁটোমারা’ ঘোষিত হয়?
(a) 1930 সাল (b) 1931 সাল (c) 1932 সাল (d) 1933 সাল
(xiii) ক্রিপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক” বলেছিলেন
(a) বল্লভভাই প্যাটেল (b) মহাত্মা গান্ধী (c) জওহরলাল নেহেরু (d) মহম্মদ আলি জিন্না
(xiv) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নাম দেন কোন্‌ দুটি দ্বীপপুঞ্জের ?
(a) লাক্ষা ও মিনিকয় (b) ফরমোজা ও লুসাকা (c) গ্রেট বেরিয়ার ও হাওয়াই (d) আন্দামান ও নিকোবর
(xv) হিদেকি তোজো কোন্‌ দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?
(a) চীন (b) জাপান (c) কোরিয়া (d) ইন্দোনেশিয়া
(xvi) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন
(a) হো-চি-মিন (b) সুহার্ত (c) সুকর্ণ (d) মহম্মদ হাত্তা
(xvii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১স্তম্ভ-২
(a) ট্রম্যান নীতি(A) 1946
(b) বার্লিন অবরোধ(B) 1947
(c) আনজুস চুক্তি(C) 1948
(d) ফুলটন বক্তৃতা(D) 1951

বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D) (b) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A)
(c) (i)-(A), (ii)-(D), (iii)-(C), (iv)-(B) (d) (i)-(C), (ii)-(A), (iii)-(B), (iv)-(D)

(xviii) COMECON গড়ে ওঠে
(a) আমেরিকায় (b) এশিয়ায় (c) পূর্ব ইউরোপে (d) পশ্চিম ইউরোপে
(xix) আরব লীগের অধীন ছিল না
(a) মিশর (b) লেবানন (c) ইরাক (৫) ইজরায়েল
(xx) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে ?
(a) সানইয়াৎ সেন (b) মাও সে তুং (c) চিয়াং কাই শেক (d) চৌ-এন লাই
(xxi) ‘বি-উপনিবেশিকরণ’ (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন
(a) ওয়াল্টার লিপম্যান (b) মরিস. ডি. মরিস (c) ফ্রানজ ফ্যানন (d) মরিৎজ জুলিয়াস বন

(xxii) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়
(a) 1947 সালে (b) 1948 সালে (c) 1949 সালে (d) 1950 সালে
(xxiii) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন
(a) শহিদুল্লা (b) জিয়াউল হক (c) শেখ মুজিবর রহমান (d) সুরাবর্দি
(xxiv) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(a) বিশ্বনাথ প্রতাপ সিং (b) চরণ সিং (c) মোরারজি দেশাই (d) জয়প্রকাশ নারায়ণ

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) কোন্‌ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল?
(ii) ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ? |
অথবা
‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ’ মানুষের বোঝা’ – এই ধারণাটি কে প্রচার করেন ?
(iii) কোন্‌ মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?
অথবা
লগ্নি পুঁজি কী ?
(iv) দস্তক কী ?
(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
অথবা
কাওটাও প্রথা কী?
(vi) ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ?
(vii) ‘দিকু’ কাদের বলা হত ?
অথবা
কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত ?
(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি’ পেশ করেছিল ?
(ix) ‘মাহাদ মার্চ’ কী ?
অথবা
মীরাট ষড়যন্ত্র মামলার কারা অভিযুক্ত ছিলেন ?
(x) ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?
(xi) ‘সি.আর.ফর্মুলা’ কী ?
(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পাটি’ প্রতিষ্ঠা করেন ?
অথবা
‘তানাকা মেমোরিয়াল’ কী ?
(xiii) ‘বার্লিন অবরোধ’ কী?
(xiv) বুলগানিন কে ছিলেন ?
(xv) ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
(xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে ?

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :8×5=40

খণ্ড -ক
(i) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ? 3+5
অথবা

‘মিথ’ বলতে কী বোঝো ? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4+4
(ii) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
(iii) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4+4

(iv) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো।

খণ্ড -খ

(v) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের (1919) সমালোচনামূলক বিশ্লেষ্ণণ করো।
অথবা

বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কি কি ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল ? 4+4
(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু’র অবদান পর্যালোচনা করো।
(vii) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। 4+4
(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ?

Higher Secondary History Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Class 10

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের বাংলা প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024
west-bengal-madhyamik-class-10-geography-2024
Question Paper

West Bengal Madhyamik (Class 10) Geography 2022 | মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র ২০২২ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২২ সালের ভূগোল প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10) Geography Question Paper 2022 West Bengal Madhyamik (Class 10) Geography 2022 | মাধ্যমিক
Higher-Secondary-Philosophy-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Philosophy Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Philosophy Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের দর্শন প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Madhyamik English Question Paper PDF 2023 মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023
Class 10

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023

Madhyamik English Question Paper PDF 2023 | মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর মাধ্যমিক ইংরেজি