Class 12Question Paper

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা দিলে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। Notekoro.com -এর পক্ষ থেকে 2023 সালের উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রটি নিম্নে দেওয়া হল। এবং সঙ্গে PDF দেওয়া হল। আশা করি ভবিষ্যতে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভূগোল প্রশ্নপত্রটি উপকারে আসবে।

আমরা আমাদের Facebook, Telegram Group গ্রুপ এ বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, কুইজ দিয়ে থাকি সঙ্গে থাকে উচ্চমানের Notes এর PDF এগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের Group এ Join করতে পারো।

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর(MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর(SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে ।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1.প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো : 1×21=21
(i) সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে, তাকে বলে
(a) হাম্‌স্‌ (b) ডোলাইন (c) পোনোর (d) পোলজি
(ii) যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয়, তাকে বলে
(a) অ্যাকুইফিউজ (b) অ্যাকুইফার (c) অ্যাকুইডাক্ট (d) অ্যাকুইক্লুড
(iii) কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ, সেটি হল
(a) ফিয়র্ড উপকূল (b) ডালমেশিয়ান উপকূল (c) রিয়া উপকূল (d) যৌগিক উপকূল
(iv) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো
(a) মোনাড্‌নক (b) নিক্‌ বিন্দু (c) ইনসেলবার্জ (d) হাম্‌স্‌
(v) মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী-নকশা গঠিত হয়, সেটি হলো
(a) বৃক্ষরূপী নদী-নকশা (b) কেন্দ্রমুখী নদী-নকশা (c) পিনেট নদী-নকশা (d) আয়তাকার নদী-নকশা
(vi) মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো
(a) হিস্টোসল (b) অ্যারিডিসল (c) মলিসল (d) অ্যান্ডিসল
(vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো
(a) ‘A’ স্তর (b) ‘B’স্তর (c) ‘O’স্তর (d) ‘R’স্তর
(viii) ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হলো
(a) উষ্ণ মরু জলবায়ু অঞ্চল (b) মৌসুমী জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল (d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
(ix) এল-নিনো এবং লা-নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়
(a) আটলান্টিক মহাসাগরে (b) প্রশান্ত মহাসাগরে (c) ভারত মহাসাগরে (d) সুমেরু মহাসাগরে
(x) দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হলো
(a) উইলি-উইলি (b) টর্নেডো (c) হ্যারিকেন (d) টাইফুন
(xi) UNESCO কর্তৃক ‘মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি, প্রথম গৃহীত হয়
(a) 1961 খ্রিস্টাব্দে (b) 1971 খ্রিস্টাব্দে (c) 1981 খ্রিস্টাব্দে (d) 1991 খ্রিস্টাব্দে
(xii) ‘জৈব বিপর্যয়’ -এর একটি উদাহরণ হলো
(a) 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা (b) 2020 খ্রিস্টাব্দের COVID-19 অতিমারি
(c) 2004 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরের সৃষ্ট সুনামি (d) 2009 খ্রিস্টাব্দে সৃষ্ট ‘আয়লা’ ঘূর্ণিঝড়
(xiii) প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়, এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হলো
(a) খাদ্য সংগ্রহ (b) পশুপালন যাযাবরবৃত্তি (c) স্থানান্তর কৃষি (d) খাদ্য প্রক্রিয়াকরণ
(xiv) ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো
(a) চা (b) কফি (c) কার্পাস (d) রাবার
(xv) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন
(a) অগাস্ট লশ (b) আলফ্রেড ওয়েবার (c) ই. ডব্লু. জিমারম্যান (d) জে. সি. উইভার
(xvi) ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয়
(a) টিটাগড়ে (b) শ্রীরামপুরে (c) রানীগঞ্জে (d) নৈহাটিতে
(xvii) WTO-র সদর দপ্তরটি অবস্থিত
(a) ভিয়েনায় (b) নিউ ইয়র্কে (c) জেনিভাতে (d) কাঠমান্ডুতে
(xviii) শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয়
(a) সাদা পোশাকের কর্মী (b) লাল পোশাকের কর্মী
(c) নীল পোশাকের কর্মী (d) গোলাপি পোশাকের কর্মী
(xix) ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল
(a) `\frac{মোট নারীর সংখ্যা}মোট পুরুষের সংখ্যা` x `100`
(b) `\frac{মোট নারীর সংখ্যা}মোট পুরুষের সংখ্যা` x `1000`
(c) `\frac{মোট পুরুষের সংখ্যা}মোট নারীর সংখ্যা` x `100`
(d) `\frac{মোট পুরুষের সংখ্যা}মোট নারীর সংখ্যা` x `1000`
(xx) উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকারের বসতি করে ওঠে, তা হলো
(a) পিণ্ডাকৃত বসতি (b) আয়তাকার বসতি (c) রৈখিক বসতি (d) বৃত্তাকার বসতি
(xxi) হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হলো
(a) হলদিয়া নদী এবং হুগলি নদী (b) হলদিয়া নদী এবং রুপনারায়ণ নদী
(c) হলদিয়া নদী এবং কেলেঘাই নদী (d) হলদিয়া নদী এবং শিলাবতী নদী

(সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14
(i) ‘বহির্জাত প্রক্রিয়া’ বলতে কী বোঝায় ?
অথবা, ‘টেরারোসা’ কি ?
(ii) ‘পশ্চাদ্‌ তটভূমি’ কাকে বলে ?
অথবা, গ্রেট বেরিয়ার রীফ কোন মহাদেশের অন্তর্গত ?
(iii) ‘ইনসেলবার্জ’ কাকে বলে ?
(iv) ‘জলনির্গম প্রণালী’র সংজ্ঞা দাও ।
অথবা, ‘অধ্যারোপিত নদী’র সংজ্ঞা দাও ।
(v) ‘পডজলিকরণ’ বলতে কী বোঝায় ?
অথবা, মৃত্তিকাস্থিত প্রধান তিনটি পুষ্টি মৌলের নাম লেখো ।
(vi) একটি খরা-প্রতিরোধে ও একটি খরা-সহ্যকারী উদ্ভিদের নাম লেখো ।
(vii) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো ।
অথবা, ‘4 O’clock rain’ কোন জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত ?
(viii) ‘বপন্ন প্রজাতি’ বলতে কী বোঝায় ?
অথবা, ‘বহিঃক্ষেত্রীয়’ সংরক্ষণ কাকে বলে ?
(ix) ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত ‘খরা’র সংজ্ঞা দাও ।
(x) ‘বাণিজ্য কৃষি’ কাকে বলে ?
অথবা, ভারতে সয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম করো ।
(xi) ‘আইসোটমি’ সংজ্ঞা দাও ।
(xii) ‘অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী’ বলতে কী বোঝায় ?
(xiii) ‘কাম্য জনসংখ্যা’ বলতে কী বোঝায় ?
(xiv) বেঙ্গালুরুকে ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয় কেন ?

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7×5=35
(a) সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোন তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো । ‘কেন্দ্র বিমুখ নদী-নকশা’ বলতে কী বোঝায় ? 6+1
অথবা
ভূমির পুনঃযৌবনলাভের ফলে গঠিত যে কোন দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো । মাটির সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো । 4+3
(b) ‘গ্রীন হাউজ গ্যাস’ গুলির নাম লেখো । ওজন স্তরের অবক্ষয়ের ফলাফল আলোচনা করো । 2+5
অথবা
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো । লবণম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলির আলোচনা করো । বন্যাকে আধা-প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন ? 2+3+2
(c) সুষ্ক কৃষি কাকে বলে ? মিশরে উন্নত মানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো । গুজরাটে ‘শ্বেত বিপ্লব’-এর সূচনার কারণ বিশ্লেষণ করো । 1+3+3
(d) ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো । আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস-বয়ন শিল্পের বন্টন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । 4+3
(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো । ছত্রিশগড়ের খনিজ সম্পদের একটি বিবরণ দাও । ভারতের আদমসুমারি অনুযায়ী ‘মহানগর’-এর সংজ্ঞা দাও । 3+3+1
অথবা
ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো । গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো । 4+3

Higher Secondary Geography Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2023

Shares:

Related Posts

Higher-Secondary-Education-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Higher-Secondary-Physics-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Physics Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023
Class 12

Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Political Science Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর
Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDF
Class 10

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF 2022

Madhyamik Geography Question Paper PDF 2022 | মাধ্যমিক 2022 ভূগোল প্রশ্নপত্র PDFএই নিবন্ধে আজকে আমরা 2022 সালের মাধ্যমিক প্রশ্নপত্র-এর প্রশ্নসমূহ গুলো একত্রিত করেছি এবং এর PDF নিচে দেওয়া হয়েছে। তোমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *