Class 10

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সম্বন্ধয়-হরমোন-এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তরের 50 টি প্রশ্নের উত্তর জানতে পারবো।

নিজের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দে বসাও:

  1. জীবদেহে রাসায়নিক সম্বন্ধয়সাধন _______-এর মাধ্যমে সম্পন্ন হয়।
    উত্তরঃ- হরমোন
  2. অগ্র পিটুইটারি কে বলে _______।
    উত্তরঃ- অ্যাডিনোহাইপোফাইসিস
  3. মানব দেহের _______গ্রন্থিকে জৈবিক ঘড়ি বলা হয়।
    উত্তরঃ- পিনিয়াল গ্রন্থি
  4. পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি মিশ্রগ্রন্থি হল _______
    উত্তরঃ- আগ্ন্যাশয়
  5. BMR নিয়ন্ত্রণকারী হরমোন _______
    উত্তরঃ- থাইরক্সিন
  6. ACTH একটি _______হরমোন।
    উত্তরঃ- ট্রপিক
  7. নালীবিহীন গ্রন্থিকে _______গ্রন্থি বলে।
    উত্তরঃ- অন্তঃক্ষরা
  8. প্রাণীদেহে _______গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়।
    উত্তরঃ- অন্তঃক্ষরা বা অনল
  9. _______হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়।
    উত্তরঃ- থাইরক্সিন
  10. হরমোন _______বার্তাবাহক রূপে কাজ করে।
    উত্তরঃ- রাসায়নিক
  11. ADH হরমোন ক্ষরিত হয় পিটুইটারির _______থেকে।
    উত্তরঃ- পশ্চাদভাগ
  12. বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণের সাহায্য করে _______।
    উত্তরঃ- ADH
  13. _______হরমোন পথিক ক্ষরণে বহিঃ চক্ষু গয়টার রোগ হয়।
    উত্তরঃ- থাইরক্সিন
  14. প্রাণীদেহে জরুরিকালীন হরমোনটি হল _______
    উত্তরঃ- অ্যাড্রিনালিন
  15. থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রণকারী পিটুইটারি হরমোনটি হল _______।
    উত্তরঃ- TSH
  16. ইস্ট্রোজেন নিঃসৃত হয় _______থেকে।
    উত্তরঃ- ডিম্বাশয়
  17. _______ হরমোন রক্ত বাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে।
    উত্তরঃ- অ্যাড্রিনালিন
  18. _______ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
    উত্তরঃ- অ্যাড্রিনালিন
  19. আয়োডিনের অভাবে _______ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।
    উত্তরঃ- থাইরক্সিন
  20. পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের অস্থির সেলা _______টারসিকা প্রকোষ্ঠে অবস্থিত।
    উত্তরঃ- স্ফেনয়েড
  21. পুরুষদের প্রধান যৌন হরমোন হল _______
    উত্তরঃ- টেস্টোস্টেরন
  22. ইনটারস্টিসিয়াল সেল ইমুলেটিং হরমোন (ICSH) _______হরমোন নামেও পরিচিত।
    উত্তরঃ- লিউ টিনাইজিং
  23. পাশ্চাদ পিটুইটারি গ্রন্থি _______নামেও পরিচিত।
    উত্তরঃ- নিউরো হাইপোফাইসিস
  24. ACTH – এর টার্গেট অঙ্গ হল _______কটেক্স।
    উত্তরঃ- অ্যাড্রিনাল
  25. ইনসুলিনের বিপরীত ক্রিয়াশীল হরমোনটি হল _______।
    উত্তরঃ- গ্লুকাগন
  26. _______হরমোনকে ক্যালরিজেনিক হরমোন বলে।
    উত্তরঃ- থাইরক্সিন
  27. ডায়াবেটিস মেলিটাস _______হরমোনের অভাবে হয়।
    উত্তরঃ- ইনসুলিন
  28. গ্লুকাগনের অধিক ক্ষরণে _______হয়।
    উত্তরঃ- হাইপারগ্লাইসিমিয়া
  29. ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হয় _______ হরমোন।
    উত্তরঃ- প্রোজেস্টেরন
  30. _______-এর প্রভাবে বয়সন্ধিতে স্ত্রী দেহে যৌন লক্ষণ প্রকাশ পায়।
    উত্তরঃ- ইস্ট্রোজেন
  31. অগ্ন্যাশয়ের _______ কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।
    উত্তরঃ- বিটা
  32. অ্যাড্রিনাল মেডালা অ্যাড্রিনালিন ও _______ক্ষরণ করে।
    উত্তরঃ- নর-অ্যাড্রিনালিন
  33. রক্তে গ্লুকোজের মাত্রা _______থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
    উত্তরঃ- অগ্ন্যাশয়
  34. ডায়াবেটিস ইনসিপিডাস _______হরমোনের অভাবে হয়।
    উত্তরঃ- ADH

নিজের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ কর:

  1. হরমোন রাসায়নিক সম্বন্ধায়ক হিসেবে কাজ করে।
    উত্তরঃ- সত্য
  2. বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অধিক পরিমাণে লঘু মুত্র নির্গত হয়।
    উত্তরঃ- সত্য
  3. গোনাডোট্রপিক হরমোন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়।
    উত্তরঃ- মিথ্যা
  4. ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়।
    উত্তরঃ- সত্য
  5. থাইরক্সিনের অধিক ক্ষরণে বহিঃচক্ষু গলগন্ড বা ক্রেভস বর্ণিত রোগ হয়।
    উত্তরঃ- সত্য
  6. ইনসুলিন হল এন্টিডায়াবেটিক হরমোন।
    উত্তরঃ- সত্য
  7. রাসায়নিক ধর্মে হরমোন কার্বোহাইড্রেট প্রকৃতির।
    উত্তরঃ- মিথ্যা
  8. অগ্নাশয়ের গামা কোশ বা PP কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসৃত হয়।
    উত্তরঃ- সত্য
  9. STH -এর অপর নাম গ্রোথ হরমোন।
    উত্তরঃ- সত্য
  10. অগ্ন্যশয়ের ডেল্টা কোশ থেকে সোমাটোস্টেটিন নিঃসৃত হয়।
    উত্তরঃ- সত্য
  11. শর্করা বিহীন বহুমূত্র রোগকে বলে ডায়াবেটিস মেলিটাস।
    উত্তরঃ- মিথ্যা
  12. মানবদেহে রক্তের গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80-120 mg/100 mg রক্তে।
    উত্তরঃ- সত্য
  13. শুক্রাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়।
    উত্তরঃ- মিথ্যা
  14. পিটুইটারি গ্রন্থির পশ্চাদখন্ডের অপর নাম হাইপ্রোফাইসিস।
    উত্তরঃ- মিথ্যা
  15. হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে ভেসোপ্রোসিন নামক হরমোন ক্ষরিত হয়।
    উত্তরঃ- সত্য
  16. প্রোজেস্টেরন হরমোনটি শুক্রাশয় থেকে নিশ্চিত হয়।
    উত্তরঃ- মিথ্যা

Class 10 Life Science Chapter 01 Part 03 Fill Blank True False Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় 01 এর Part 03 প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয় – হরমোন – এর শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা উত্তরধর্মী প্রশ্নোত্তর

Shares:

Related Posts

class-10-physical-science-chapter-08-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 08 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৮ – পর্যায় সারণী প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 8 MCQ
Class 10

Class 10 Life Science Chapter 04 Question Answer | মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায় ০৪ অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় ” অভিব্যক্তি ও অভিযোজন ” প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Life Science Chapter 04 Question Answer Class 10 Life Science Chapter 04
class-10-physical-science-chapter-04-mcq-answer
Class 10

Class 10 Physical Science Chapter 04 MCQ Answer | মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ০৪ – তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর

এই নিবন্ধে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ এর বেশ কিছু অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Physical Science Chapter 04 MCQ
Class 10

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 – ইতিহাসের ধারণা – এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

Class 10 History Chapter 01 Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 - ইতিহাসের ধারণা - এর 72 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই নিবন্ধে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের