এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল একাদশ অধ্যায় “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 11 Question Answer
Class 10 Geography Chapter 11 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ১১ “ভারতের স্বাভাবিক উদ্ভিদ ” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Table of Contents
1. শূন্যস্থান পূরণ করো:
1. ___ মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়।
উত্তর: পডসল
2. কোনো অঞ্চলে স্বাভাবিকভাবে গড়ে ওঠা উদ্ভিদকে ___ বলে।
উত্তর: স্বাভাবিক উদ্ভিদ
3. মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে ___ শ্রেণির উদ্ভিদ বলা হয়।
উত্তর: জেরোফাইট
4. ___ অরণ্যের গাছগুলিতে পাটা অধিমূলের উপস্থিতি লক্ষ করা যায়।
উত্তর: ক্রন্তীয় চিরসবুজ
5. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষনাকেন্দ্র ___ এ অবস্থিত।
উত্তর: দেরাদুন
6. ___ গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হয়েছে।
উত্তর: সুন্দরি
7. পশ্চিমঘাট পর্বতের ঢালে ___ অরণ্য আছে।
উত্তর: চিরসবুজ
8. বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অরণ্য দহনকারী আগুনকে ___ বলে।
উত্তর: দাবানল
9. ___ গাছে রেশমকীট পালন করা হয়।
উত্তর: তুঁত
10. ___ থেকে গালা উৎপন্ন হয়।
উত্তর: লাক্ষা
2. সামঞ্জস্য বিধান করো:
1.
বাঁদিক | ডানদিক |
সুন্দরি | সরলবর্গীয় উদ্ভিদ |
বাবলা | আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ |
সেগুন | মরুপ্রায় অঞ্চলের উদ্ভিদ |
বাঁশ | চিরসবুজ উদ্ভিদ |
পাইন | ম্যানগ্রোভ উদ্ভিদ |
পাইন
উত্তর:
বাঁদিক | ডানদিক |
সুন্দরি | ম্যানগ্রোভ উদ্ভিদ |
বাবলা | মরুপ্রায় অঞ্চলের উদ্ভিদ |
সেগুন | আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ |
বাঁশ | চিরসবুজ উদ্ভিদ |
পাইন | সরলবর্গীয় উদ্ভিদ |
বাঁদিক
পাইন
2.
বাঁদিক | ডানদিক |
ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য | জলের সন্ধানে শিকড় মাটির গভীরে প্রবেশ করে |
ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্য | গাছগুলিতে ঠেসমূল দেখা যায় |
মরু উদ্ভিদ | গাছগুলি মন্দিরের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট হয় |
সরলবর্গীয় অরণ্য | উদ্ভিদের ঘনত্ব খুব বেশি |
ম্যানগ্রোভ অরণ্য | বসন্তকালে গাছগুলোর সমস্ত পাতা ঝরে যায় |
উত্তর:
বাঁদিক | ডানদিক |
ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য | উদ্ভিদের ঘনত্ব খুব বেশি |
ক্রান্তীয় আদ্র পর্ণমোচী অরণ্য | জলের সন্ধানে শিকড় মাটির গভীরে প্রবেশ করে |
মরু উদ্ভিদ | গাছগুলিতে ঠেসমূল দেখা যায় |
সরলবর্গীয় অরণ্য | গাছগুলি মন্দিরের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট হয় |
ম্যানগ্রোভ অরণ্য | বসন্তকালে গাছগুলোর সমস্ত পাতা ঝরে যায় |
গাছগুলি মন্দিরের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট হয়
বসন্তকালে গাছগুলোর সমস্ত পাতা ঝরে যায়
3. সঠিক উত্তরটি শনাক্ত করো:
1. শিশু / শাল / পলাশ একটি চিরসবুজ বৃক্ষ।
উত্তর: শিশু
2. ম্যানগ্রোভ অরন্য দেখা যায় বদ্বীপ / মরুভূমি / সমভূমি অঞ্চলে।
উত্তর: বদ্বীপ
3. ভারত সরকারের অরন্য গবেষণার প্রধান কেন্দ্রটি দেরাদুন / দিল্লি / কটক-এ অবস্থিত।
উত্তর: দেরাদুন
4. পশ্চিমবঙ্গ / মধ্যপ্রদেশ / অসম-এ বনভূমির পরিমাণ সর্বাধিক।
উত্তর: মধ্যপ্রদেশ
5. ছোটোনাগপুর মালভূমিতে পর্ণমোচী / চিরসবুজ / সরলবর্গীয় বৃক্ষ জন্মায়।
উত্তর: পর্ণমোচী
4. ঠিক অথবা ভুল নির্ণয় করো:
1. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকণিকা।
উত্তর: ঠিক
2. জরায়ুজ অঙ্কুরোদগম ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়।
উত্তর: ঠিক
3. আম, জাম, বট, অশত্থ ও নিম আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ।
উত্তর: ঠিক
4. মরু অঞ্চলে কাঁটাঝোপ ও গুল্ম উদ্ভিদ দেখা যায়।
উত্তর: ঠিক
5. গাঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন।
উত্তর: ঠিক
6. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় বৃক্ষচ্ছেদন।
উত্তর: ভূল
7. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম মৌসুমি অরন্য।
উত্তর: ঠিক
8. পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরসবুজ বৃক্ষের অরন্য আছে।
উত্তর: ভূল
9. ভারতে জ্বালানির প্রধান উৎস কাঠ।
উত্তর: ঠিক
10. বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ।
উত্তর: ঠিক