Class 10

Class 10 Geography Chapter 08 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৮ “ভারতের ভূপ্রকৃতি” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এই নিবন্ধে আমরা দশম শ্রেণির ভূগোল অষ্টম অধ্যায় ” ভারতের ভূপ্রকৃতি ” অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। Class 10 Geography Chapter 08 Question Answer

Class 10 Geography Chapter 08 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৮ “ভারতের ভূপ্রকৃতি” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. সঠিক উত্তরটি শনাক্ত করো:

1. কারাকোরামের উত্তরে ভারত ও চিন সীমান্তে কোন পর্বত রয়েছে ? 

ক. আগিল পর্বত 

খ. আরাবল্লি পর্বত 

গ. বিন্ধ্য পর্বত 

ঘ. নাঙ্গা পর্বত 

উত্তর: ক.আগিল পর্বত

2. সিন্ধুনদ ও শিয়ক নদীর মাঝে কোন পর্বতশ্রেণি অবস্থিত ? 

ক. নাঙ্গা পর্বত 

খ. বিন্ধ্য পর্বত 

গ.  লাডাক পর্বতশ্রেণি 

ঘ. আরাবল্লি পর্বতশ্রেণি 

উত্তর: গ. লাডাক পর্বতশ্রেণি

3. ভারতের উচ্চতম মালভূমির নাম কী ? 

ক. সিয়াচেন 

খ. জম্মু

গ. লাডাক 

ঘ. আকসাই 

উত্তর: গ. লাডাক 

4. লাডাক পর্বতশ্রেণির প্রধান গিরিপথ হলো— 

ক. ডাফলা 

খ. মিশমি 

গ. শিবালিক 

ঘ. খারদুংলা 

উত্তর: ঘ. খারদুংলা

5. হিমালয় শব্দের অর্থ হলো— 

ক. বরফের বাসস্থান 

খ. সর্বোচ্চ শৃঙ্গ 

গ. পর্বত 

ঘ. উচ্চভূমি 

উত্তর: ক. বরফের বাসস্থান

6. পূর্ব – পশ্চিমে হিমালয় পর্বত কত কিমি দীর্ঘ ? 

ক. 2000 কিমি । 

খ. 2500 কিমি । 

গ. 3000 কিমি 

ঘ. 4000 কিমি 

উত্তর: খ. 2500 কিমি ।

7. হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল হলো— 

ক. 4 লক্ষ বর্গ কিমি 

খ. 6 লক্ষ বর্গ কিমি 

গ. 5 লক্ষ বর্গ কিমি 

ঘ. 7 লক্ষ বর্গ কিমি । 

উত্তর: ঘ. 7 লক্ষ বর্গ কিমি । 

8. হিমালয়ের সর্বদক্ষিণে পশ্চিম থেকে পূর্বে সারি বেঁধে যে পর্বতগুলোর সৃষ্টি হয়েছে , তাদের কী বলে ? 

ক. শিবালিক পর্বত 

খ. নাঙ্গা পর্বত 

গ. হিমাদ্রি হিমালয় 

ঘ. টেথিস হিমালয় 

উত্তর: ক. শিবালিক পর্বত

9. ভারতের দক্ষিণতম পর্বতটি হলো— 

ক. ধবলগিরি পর্বত 

খ. নাঙ্গা পর্বত 

গ. পালনি পর্বত

ঘ. আনাইমুদি 

উত্তর: গ. পালনি পর্বত

10. ভারতের বৃহত্তম মালভূমিটি হলো— 

ক. লাডাক মালভূমি

খ. সিয়াচেন মালভূমি 

গ. তিব্বত মালভূমি 

ঘ. দাক্ষিণাত্য মালভূমি 

উত্তর: খ. দাক্ষিণাত্য মালভূমি 

11. শিবালিক ও হিমাচলের মধ্যে কী অবস্থিত ? 

ক. তাল 

খ. দুন উপত্যকা 

গ. গুহা 

ঘ. গিরিপথ 

উত্তর: খ. দুন উপত্যকা

12. ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গের নাম কী ?

ক. জওহর টানেল 

খ. ইন্দিরা টানেল 

গ. জওহর টানেল 

ঘ. রাজীব টানেল 

উত্তর: গ. জওহর টানেল

13. গাঙ্গেয় সমভূমি কয়টি অঞ্চলে বিভক্ত ? 

ক. 3 টি ভাগে 

খ. 5 টি ভাগে 

গ. 7 টি ভাগে 

ঘ. 9 টি ভাগে 

উত্তর: ক. 3 টি ভাগে

14. সরস্বতী নদীর শুষ্ক খাতকে কী বলে ? 

ক. খান্দ 

খ. খগগর 

গ. বলসন 

ঘ. রোহি 

উত্তর: খ. খগগর

15. পৃথিবীর মোট জলরাশির কত শতাংশ সমুদ্রে রয়েছে ? 

ক. 90 % 

খ. 92 % 

গ. 97.5 % 

ঘ. 99.5 % 

উত্তর: গ. 97.5 % 

16. দুন উপত্যকায় হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদগুলিকে কী বলে ? 

ক. তাল 

খ. দুন 

গ. প্লায়া 

ঘ. ধান্দ 

উত্তর: ক. তাল 

2. সত্য মিথ্যা নির্বাচন করো:

1. ভারত উত্তর – দক্ষিণে 3214 কিমি এবং পূর্ব – পশ্চিমে 2933 কিমি বিস্তৃত । 

উত্তর: সত্য

2. ভারত পৃথিবীর সপ্তম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ । 

উত্তর: সত্য

3. ভারত – চিনের সীমারেখা ম্যাকমোহন রেখা দ্বারা পৃথক হয়েছে । 

উত্তর: সত্য

4. মান্নার উপসাগর ও পক প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে । 

উত্তর: সত্য

5. উত্তর – পশ্চিম সীমান্তে আফগানিস্তান 40 কিমি ডুরান্ড লাইন এবং 3310 কিমি রেডক্লিফ লাইন দ্বারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে । 

উত্তর: সত্য

6. 1956 সালের 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14 টি অঙ্গরাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে । 

উত্তর: সত্য

7. কাঞ্চনজঙ্ঘা ( 8598 মি . ) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ । 

উত্তর: সত্য

8. আরাবল্লি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত , এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর ( 1722 মি . ) । 

উত্তর: সত্য 

9. ধুঁয়াধর জলপ্রপাত মার্বেল পাথর সমৃদ্ধ । 

উত্তর: সত্য

10. পশ্চিম সাতপুরা অংশের স্থানীয় নাম রাজপিপলা পাহাড় । 

উত্তর: সত্য

11. মধ্য সাতপুরা অংশটি মহাদেব ও গাউইলগড় পাহাড় নামে পরিচিত । 

উত্তর: সত্য

12. পূর্ব সাতপুরা অংশটি মহাকাল উচ্চভূমি নামে পরিচিত নয় । 

উত্তর: মিথ্যা

13. নীলগিরির দক্ষিণ – পশ্চিমাংশকে কুণ্ডা বলে । 

উত্তর: সত্য

14. পৃথিবীর 34 টি জীববৈচিত্র্য তপ্তভূমির ( Hotspot ) অন্যতম পশ্চিমঘাট । 

উত্তর: সত্য

15. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় 120 কিমি প্রশস্ত 10 % চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন । 

উত্তর: সত্য

16. লাক্ষাদ্বীপে প্রায় 36 টি দ্বীপ রয়েছে । 

উত্তর: সত্য

17. হিমালয় থকে উৎপন্ন নদীগুলি বরফগলা জলে পুষ্ট বলে সারাবছর জল থাকে ।

উত্তর: সত্য

18. পাঞ্জাব গম বলয় ও পশ্চিমবঙ্গ ধান বলয় ভারতের শ্রেষ্ঠ কৃষিবলয় । 

উত্তর: সত্য।

3. এককথায় উত্তর দাও

1. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী ?

উত্তর: ভারত ।

2. অবস্থান অনুসারে ভারত কোথায় অবস্থিত ?

উত্তর: উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত । 

3. ভারতের মোট ক্ষেত্রফল কত ? 

উত্তর: 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিমি  

4. ভারতের পশ্চিমতম স্থান কোনটি ? 

উত্তর: গুজরাটের গুহার মেটার  

5. ভারতের পূর্বতম স্থান কোনটি ? 

উত্তর: অরুণাচল প্রদেশের কিবিথু  

6. ভারতের পূর্ব সীমা থেকে পশ্চিম সীমা পর্যন্ত সময়ের পার্থক্য কত ? 

উত্তর: 1 ঘণ্টা 56 মিনিট ।

7. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি ? 

উত্তর: তামিলনাড়ুর কন্যাকুমারী ।

8. ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে রয়েছে ? 

উত্তর: উত্তরপ্রদেশ ( আটটি রাজ্যকে স্পর্শ করেছে ) । 

9. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কত ? 

উত্তর: 29 টি অঙ্গরাজ্য এবং 7 টি কেন্দ্রশাসিত অঞ্চল ।

10. সর্বাধিক আন্তর্জাতিক সীমা স্পর্শ করেছে কোন কোন রাজ্য ? 

উত্তর: তিনটি রাজ্য ( পশ্চিমবঙ্গ , অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর ) ।

11. জাতীয় রাজধানী অঞ্চল ‘ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে কোন অঞ্চলকে ? 

উত্তর: নতুন দিল্লিকে ।

12. Seven Sisters of India কাকে বলা হয় ?

উত্তর: অসম , অরুণাচল প্রদেশ , নাগাল্যান্ড , মণিপুর , ত্রিপুরা , মেঘালয় ও মিজোরাম এই 7 টি রাজ্যকে বলা হয় Seven Sisters of India ।

13. দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উত্তরে হিমালয় পর্যন্ত প্রসারিত একমাত্র রাজ্যের নাম কী ? 

উত্তর: পশ্চিমবঙ্গ ।

14. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী ?

উত্তর: রাজস্থান ।

15. কর্কটক্রান্তিরেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত ? 

উত্তর: গুজরাট , রাজস্থান , মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য । 

16. পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্য বাংলাদেশ সীমান্তকে স্পর্শ করেছে ? 

উত্তর: অসম , মেঘালয় ও ত্রিপুরা রাজ্য ।

17. নেপাল ও ভুটানকে ভারতের কোন কোন রাজ্য স্পর্শ করেছে ? 

উত্তর: উত্তরাখণ্ড , উত্তরপ্রদেশ , বিহার , সিকিম , পশ্চিমবঙ্গ , অসম , অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্য ৷ 

18. 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কার ওপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ? 

উত্তর: ভাষার ভিত্তিতে ।

19. 2000 সালে ভারতে কয়টি রাজ্য গঠিত হয় ?

উত্তর: তিনটি । 1 নভেম্বর — মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় , 7 নভেম্বর — উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড , 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় । 

20. 2 জনু 2014 কোন রাজ্য ভেঙে ভারতের নবীনতম রাজ্য গঠিত হয় ? 

উত্তর: অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য ( রাজধানী – হায়দরাবাদ ) ।

21. আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?

উত্তর: গোয়া ।

22. আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ? 

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।

23. আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উত্তর: লক্ষাদীপ ।

24. হিমালয় পর্বতমালা কতদূর পর্যন্ত বিস্তৃত ?

উত্তর: পশ্চিমে জম্মু – কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারওয়া ( 7756 কিমি ) পর্যন্ত বিস্তৃত ।

25. শিবালিক পর্বত জম্মুতে ‘ জম্মু পাহাড় ‘ , অরুণাচল প্রদেশে ‘ ডাফলা ’ , মিরি আবর , মিশমি , কিন্তু উত্তরাখণ্ডে কী নামে পরিচিত ? 

উত্তর: ধ্যাং পর্বতশ্রেণি ।

26. ভারতের স্থলভাগের সর্বনিম্ন স্থানের নাম কী ?

উত্তর: কেরালার কুট্টানাড়ু ।

27. পামির মালভূমি ও সিন্ধুনদের মধ্যবর্তী অংশে কোন পর্বতশ্রেণি অবস্থিত ? 

উত্তর: কারাকোরাম পর্বতশ্রেণি  

28. হিমাচল হিমালয়ের উত্তর – পশ্চিম থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি বিস্তৃত রয়েছে , তাকে কী বলে ? 

উত্তর: হিমাদ্রি হিমালয় ।

29. কাশ্মীরে 100-200 মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কী বলে ? 

উত্তর: ক্যারেওয়া ।

30. শিবালিকের উত্তরে প্রায় 2000-5000 মিটার উচ্চতা বিশিষ্ট পশ্চিম থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি রয়েছে তাকে কী বলে ? 

উত্তর: হিমাচল ।

31. ভারতের উত্তরতম ও দক্ষিণতম বিন্দুর নাম কী ? 

উত্তর: জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল ( উত্তরতম ) এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট ( দক্ষিণতম ) বিন্দু । 

32. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ? 

উত্তর: পাঁচটি ভাগে ( উত্তরের পার্বত্য অঞ্চল , উত্তরের সমভূমি অঞ্চল , উপদ্বীপীয় : মি অঞ্চল , উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ ) । 

33. মাউন্ট এভারেস্টকে নেপালি ও তিব্বতীয় ভাষায় কী বলা হয় ? 

উত্তর: সাগরমাথা ( নেপালিরা ) ও চোমোলুংমা ( তিব্বতীয়রা ) ।

34. ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে মরু সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

উত্তর: পাঁচ ভাগে ( বাগর , রোহি , ক্ষুদ্র মরু , হামাদা , মরুস্থলী ) 

35. ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয় ? 

উত্তর: থ্রিয়ান ( অর্থ চলমান )  

36. উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলের দক্ষিণে অবস্থিত মালভূমি অঞ্চলকে কী বলা হয় ? 

উত্তর: দাক্ষিণাত্যের মালভূমি  

37. চম্বল অঞ্চলের এবড়োখেবড়ো ভূমি কী নামে পরিচিত ? 

উত্তর: বিহড় নামে পরিচিত 

38. বানাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর: মুলানগিরি ( 1923 মিটার )  

39. পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কী ?

উত্তর: আগস্ত্যকুটম ( 2044 মিটার ) ।

40. কৃষ্ণা নদীর মোহনা থেকে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত দক্ষিণাংশের উপকূলকে কী বলে ? 

উত্তর: করমণ্ডল উপকূল ।

41. তামিলনাড়ু উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ? 

উত্তর: থেড়িস ।

42. ভারতের বৃহত্তম উপকূলের নাম কী ? 

উত্তর: গুজরাট উপকূল ।

43. কচ্ছরণ শব্দের অর্থ কী ? 

উত্তর: ‘ কচ্ছ ‘ শব্দের অর্থ জলময় দেশ এবং ‘ রণ ‘ শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি । 

44. গির ও গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 

উত্তর: গোরক্ষনাথ ( 1197 মিটার ) ।

45. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ? 

উত্তর: ভেম্বানাদ কয়াল  

46. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু’টি আগ্নেয়গিরির নাম করো । 

উত্তর: ব্যারন ( সুপ্ত ) ও নরকোণ্ডম ( মৃত )  

47. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 

উত্তর: স্যাডল পিক ( 738 মিটার ) ।

48. কৃয়া নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ?

উত্তর: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে ।  

49. ভারতের কত শতাংশ জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয় ? 

উত্তর: প্রায় 26 শতাংশ 

50. কূপ ও নলকূপের মাধ্যমে কত শতাংশ জমিতে জলসেচ করা হয়ে থাকে ? 

উত্তর: প্রায় 53 শতাংশ 

51. জলাশয় সেচের মাধ্যমে ভারতের মোট কত শতাংশ জমিতে জলসেচ হয় ? 

উত্তর: 2 প্রায় 9 শতাংশ  

52. ওড়িশার মহানদীর ওপর কোন পরিকল্পনা অবস্থিত ? 

উত্তর: হিরাকুঁদ পরিকল্পনা ( ভারতের দীর্ঘতম বাঁধ ) ।

53. পাঞ্জাব , রাজস্থান , হরিয়ানার যৌথ উদ্যোগে কোন পরিকল্পনা গড়ে উঠেছে ? 

উত্তর: ভাকরা – নাঙ্গাল পরিকল্পনা ( ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা ) ।

54. উত্তরপ্রদেশের শোন নদীর উপর কোন পরিকল্পনা গড়ে উঠেছে ? 

উত্তর: রিহান্দ পরিকল্পনা  

55. অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর কোন পরিকল্পনা গড়ে উঠেছে ? 

উত্তর: নাগার্জুন সাগর পরিকল্পনা  

56. ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কী ? 

উত্তর: মেঘালয়ের মৌসিনরাম ( বার্ষিক বৃষ্টির পরিমাণ 1350 সেমি ) ।  

57. গ্রীষ্মকালে পাঞ্জাব , হরিয়ানাতে যে ধূলিঝড় প্রবাহিত হয় তাকে কী বলে ? 

উত্তর: আঁধি  

58. কর্ণাটকে আম্রবৃষ্টিতে কফি চাষের সুবিধা হয় বলে একে কী বলে ? 

উত্তর: Cherry blossom 

59. ভারতের শীতলতম স্থানের নাম কী ? 

উত্তর: লাডাখের দ্রাস ( -40 ° c ) 

60. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় ? 

উত্তর: নয়াদিল্লি ( মৌসম ভবন ) ।

61. ক্যাকটাস উদ্ভিদ কাকে বলে ? 

উত্তর: মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবজনিত কারণে উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে এই উদ্ভিদকে ক্যাকটাস উদ্ভিদ বলে । 

62. শোলা ( Shola ) কী ? 

উত্তর: কেরল , তামিলনাড়ু , কর্ণাটক রাজ্যে উপক্রান্তীয় চিরহরিৎ পার্বত্য অরণ্যের সৃষ্টি হয়েছে বলে একে দক্ষিণ ভারতের শোলা ( Shola ) বলে । 

63. চিপকো আন্দোলন ( 1973 ) -এর নেতৃত্ব কে দেন ?

উত্তর: সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাট  

64. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন ?

উত্তর: মেধা পাটকর , বাবা আমতে ও অরুন্ধতী রায় 

65. অ্যাপিকো আন্দোলন ( 1983 ) কোন রাজ্যে সংঘটিত হয় ? 

উত্তর: কর্ণাটকে ( সিরসি অঞ্চলে )  ।

66. উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে উত্তর থেকে দক্ষিণে কয়টি ভাগে ভাগ করা হয় ? 

উত্তর: চারটি ভাগে ( শিবালিক , হিমাচল , হিমাদ্রি ও টেথিস ) 

67. পিরপাঞ্জাল , ধাউলাধর , নাগচিব্বা ও মুসোরি পর্বতশ্রেণি কোথায় অবস্থিত ? 

উত্তর: শিবালিক ও হিমাদ্রি হিমালয়ের মাঝে 

68. দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্বদিকে কয়টি ভাগে ভাগ করা যায় ?

উত্তর: তিনটি ভাগে ( পশ্চিম , মধ্য ও পূর্ব হিমালয় )  

69. কাশ্মীর উপত্যকা , কুলু ও কাংড়া উপত্যকা কোথায় অবস্থিত ? 

উত্তর: পিরাপাপ্তাল ও জাস্কাল পর্বতের মাঝে  

70. পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালীগণ্ডকী নদীর মাঝে কোন হিমালয় অবস্থিত ?

উত্তর: উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়  

71. লুনি নদীর উত্তরাংশে বালুময় ক্ষুদ্র মরু অংশকে কী বলে ? 

উত্তর: থালি  

72. দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?

উত্তর: কাবেরী নদীর ব – দ্বীপকে  

73. শিবালিক পর্বতমালা থেকে আগত ছোটো ছোটো নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কী বলে ? 

উত্তর: চোস  

74. শিবালিকের পাদদেশে নদীবাহিত নুড়ি , কাকর , বালি , পলি দ্বারা গঠিত অংশকে কী বলা হয় ? 

উত্তর: ভাবর  

75. মালাবার উপকূলীয় সমভূমি অঞ্চলের হ্রদগুলিকে কী বলা হয় ? 

উত্তর: কয়াল ।

76. ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের বা লেগুনের নাম কী ? 

উত্তর: ওড়িশার চিল্কা উপহ্রদ 

77. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ? 

উত্তর: ভেম্বানাদ  

78. ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মৎস্য আহরণ ক্ষেত্রের নাম কী ? 

উত্তর: ওড়িশার চিল্কা উপহ্রদ ।

79. কৃপ ও নলকূপের মাধ্যমে সেচকাজ সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে ? 

উত্তর: উত্তরপ্রদেশে ।

80. পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে ? 

উত্তর: দামোদর নদকে 

81. কোন ঋতুকে দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল বলা হয় ? 

উত্তর: বর্ষা ঋতুকে ।

82. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কী ? 

উত্তর: মেঘালয়ের মৌসিনরাম  ।

83. কোন ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয় ? 

উত্তর: শরৎ ঋতুকে  ।

84. মরু অঞ্চলে কী ধরনের মৃত্তিকা লক্ষ করা যায় ? 

উত্তর: সিরোজেম জাতীয় মরু মৃত্তিকা  

85. পার্বত্য অঞ্চলে কী ধরনের মৃত্তিকা লক্ষ করা যায় ? 

উত্তর: হিউমাসযুক্ত পড়সল মৃত্তিকা ।

86. কৃক্মা নদীর মোট দৈর্ঘ্য কত ?

উত্তর: 1400 কিমি 

Class 10 Geography Chapter 08 Question Answer দশম শ্রেনীর ভূগোল অধ্যায় ০৮ “ভারতের ভূপ্রকৃতি” অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Shares:

Related Posts

Class 10

West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 | মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র ২০২৪ 

এই নিবন্ধে আমরা মাধ্যমিক (দশম) শ্রেণির ২০২৪ সালের বাংলা প্রশ্ন সম্পর্কে জানবো। West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024 West Bengal Madhyamik (Class 10th) Bengali Question Paper 2024
Class 10

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর – ইতিহাসের ধারণা

Class 10 History Chapter 01 Very Short Question Answer | মাধ্যমিক ইতিহাস অধ্যায় 01 অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ইতিহাসের ধারণাএই নিবন্ধতে আমরা জানব মাধ্যমিক ইতিহাস বই এর প্রথম অধ্যায়ের বেশ
Class 10

Class 10 Mathematics Chapter 02 Koshe Dekhi 2 Question Answer | দশম শ্রেণীর অধ্যায় ০২ সরল সুদকষা কষে দেখি ২ সমাধান

Class 10 Mathematics Chapter 02 Koshe Dekhi 2 Question Answer দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সরল সুদ এর "কষে দেখি ২" অংশটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলনী। এই অংশের মাধ্যমে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *