Class 12

Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র উত্তর সহ

Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শন প্রশ্নপত্র উত্তরসহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখানে PDF আকারে দেওয়া হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র ও সমাধান অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এবং উত্তর লেখার দক্ষতা বাড়াতে পারবে। এটি পরীক্ষার প্রস্তুতিকে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তুলবে।

নিচে আমরা পাঠকদের জন্য বিশেষভাবে একটি প্রশ্নপত্র ও তার পূর্ণ সমাধানের PDF যুক্ত করেছি। এতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশ্লেষণ সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে ও প্রস্তুতি নিতে পারেন। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি হবে এক দারুণ সহায়ক উপকরণ। প্রশ্নপত্র ও সমাধান একসাথে পেয়ে পাঠকরা শুধু উত্তরই পাবেন না, বরং প্রতিটি বিষয়ের গভীর ধারণাও অর্জন করতে পারবেন।

Philosophy Question Paper 2025-26
MCQ Mode

1. ‘একটি আমের মিষ্টি স্বাদ’ লকের কোন্ প্রকার গুণ?

মুখ্য গুণ
গৌণ গুণ
মুখ্য ও গৌণ গুণ
প্রাথমিক গুণ
B. গৌণ গুণ

2. বিবৃতি (A): লাইবনিজের মতে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু”।
কারণ (R): দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না।

(A) ও (R) উভয়েই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
(A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(A) এবং (R) উভয়ই মিথ্যা
A. (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

3. অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো —

নির্গুন ব্রহ্ম
সগুন ব্রহ্ম
ঈশ্বর
মায়া
A. নির্গুন ব্রহ্ম

4. অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারন —

আত্মা
কর্ম
অবিদ্যা
ভক্তি
C. অবিদ্যা

5. অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হলো —

অবিদ্যা
ঈশ্বর জ্ঞান
আত্মসুখ
কোনোটিই নয়
A. অবিদ্যা

6. “আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি।” এটি বলেছেন —

অ্যারিস্টটল
প্লেটো
লক্
কান্ট
C. লক্

7. রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো —

জন সমষ্টি
প্রতিষ্ঠান
আইন
নৈতিক মূল্য
A. জন সমষ্টি

8. ____এর মতে, রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন।

লেনিন
গার্ণার
ম্যাকাইভার
কার্ল মার্ক্স
D. কার্ল মার্ক্স

9. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও —

স্তম্ভ I স্তম্ভ II
i) স্বাজাত্যবোধ a) সংঘ
ii) পারষ্পস্পরিক নির্ভরশীলতা b) প্রতিষ্ঠান
iii) এক বা একাধিক স্বার্থসিদ্ধি c) সমাজ
iv) বিধিনিয়ম, রীতিনীতি, কর্মপদ্ধতি d) সম্প্রদায়

i→b, ii→d, iii→a, iv→c
i→d, ii→c, iii→a, iv→b
i→d, ii→b, iii→c, iv→a
i→b, ii→a, iii→d, iv→c
B. i→d, ii→c, iii→a, iv→b

10. সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন্ চিত্রটি সঠিক? —

Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26
Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26
Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26
Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26
D. Class 12 Semester 3 Philosophy Question Paper with Solution PDF 2025-26

11. লায়বনিজ হলেন —

অদ্বৈতবাদী
বহুত্ববাদী
দ্বৈতবাদী
বিশিষ্ট দ্বৈতবাদী
B. বহুত্ববাদী

12. “কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা।” একথা স্বীকার করেন —

হিউম
ইউয়িং
বার্কলে
লাইবনিজ
B. ইউয়িং

13. দেকার্ত দেহ-মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্ মতবাদের দ্বারা?

উপলক্ষ্যবাদ
অভিন্নতাবাদ
ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
মানস-ভৌত সমান্তরালবাদ
C. ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

14. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও —

i a, ii b, iii c, iv d
i b, ii a, iii d, iv c
i c, ii d, iii a, iv b
i d, ii c, iii b, iv a
C. i c, ii d, iii a, iv b

15. বিবৃতি (A): প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়।
কারণ (R): প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন, কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে।

(A) (A) ও (R) উভয়েই সত্য
(B) (A) ও (R) উভয়েই মিথ্যা
(C) (A) সত্য, (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, (R) সত্য
C. (A) সত্য, (R) মিথ্যা

16. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?

এমিল দুরখেইম
সেন্ট অগাস্টিন
টমাস অ্যাকুইনাস
কান্ট
A. এমিল দুরখেইম

17. যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় —

আত্মহত্যা
আত্মবিসর্জন
হত্যা
কোনোটিই নয়
B. আত্মবিসর্জন

18. “আত্মহত্যা জীবন থেকে প্রলায়নী মনোভারের পরিচায়ক।” উক্তিটি কার?

হিউম
কান্ট
লক
সক্রেটিস
A. হিউম

19. পরিবেশ নীতিবিদ্যা হলো —

লিখিত নীতিবিদ্যার শাখা
মৌখিক নীতিবিদ্যার শাখা
তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা
ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
D. ব্যবহারিক নীতিবিদ্যার শাখা

20. পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে —

1971 খ্রিস্টাব্দে
1972 খ্রিস্টাব্দে
1973 খ্রিস্টাব্দে
1974 খ্রিস্টাব্দে
C. 1973 খ্রিস্টাব্দে

21. বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়।
কারণ (R): অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব নই পরঃ”।

(A) (A) এবং (R) দুটোই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) এবং (R) উভয়েই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক কারণ ব্যাখ্যা করে না
(C) (A) সঠিক, কিন্তু (R) মিথ্যা
(D) (A) এবং (R) দুটোই মিথ্যা
A. (A) এবং (R) দুটোই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

22. পঞ্চম বেদ কী?

মহাভারত
তর্কশাস্ত্র
গণিতশাস্ত্র
উপনিষদ
A. মহাভারত

23. ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন —

শঙ্করাচার্য
মাধবাচার্য
মহর্ষি বাদরায়ণ
মহর্ষি কপিল
C. মহর্ষি বাদরায়ণ

24. শঙ্করের মতে বিবর্তনের _______ স্তর আছে —

দুটি
তিনটি
চারটি
পাঁচটি
A. দুটি

25. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও —

i a, ii b, iii c, iv d
i b, ii a, iii c, iv d
i b, ii c, iii d, iv a
i d, ii b, iii a, iv c
C. i b, ii c, iii d, iv a

26. “সমাজ হল সামাজিক সম্বন্ধের জটাজাল, যা নিয়ত পরিবর্তনশীল।” এটি বলেছেন —

ম্যাকাইভার ও পেজ
গিসবার্ট
প্লেটো
অ্যারিস্টটল
A. ম্যাকাইভার ও পেজ

27. ধর্মীয় প্রতিষ্ঠান হলো —

সম্প্রদায়
সংঘ-সমিতি
সমাজ
প্রতিষ্ঠান
D. প্রতিষ্ঠান

28. ‘State’ কথাটি কে প্রথম ব্যবহার করেন?

ম্যাকিয়াভেলি
উইলসন
ম্যাকাইভার
পেজ
A. ম্যাকিয়াভেলি

29. বিবৃতি (A): প্রতিষ্ঠান হলো সংঘ-সমিতির গতিশীল দিক।
কারণ (R): প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ-সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়।

(A) (A) ও (R) উভয়ই সত্য
(B) (A) ও (R) উভয়ই মিথ্যা
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য
A. (A) ও (R) উভয়ই সত্য

30. “ত্রিপুরা রাষ্ট্র নয়” – এই বিবৃতিটি সঠিক কারণ হলো —

ত্রিপুরার জনসংখ্যা কম
ত্রিপুরার নির্দিষ্ট ভূখণ্ডটির আয়তন কম
ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না
ত্রিপুরায় সুপ্রিম কোর্ট নেই
C. ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না

31. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও —

i d, ii b, iii c, iv a
i c, ii d, iii a, iv b
i c, ii d, iii b, iv a
i a, ii b, iii c, iv d
C. i c, ii d, iii b, iv a

32. বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন।
কারণ (R): আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে।

(A) (A) এবং (R) উভয়েই সত্য এবং (R) হলো (A) এর সঠিক কারণ
(B) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(C) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য
(D) (A) এবং (R) উভয়েই মিথ্যা
A. (A) এবং (R) উভয়েই সত্য এবং (R) হলো (A) এর সঠিক কারণ

33. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) অথবা মিথ্যা (F) যাচাই করো —
I. দুরখেইম তার ‘Suicide’ গ্রন্থে তিন প্রকার আত্মহত্যার কথা বলেছেন।
II. পিটার সিঙ্গার চার প্রকার কৃপা হত্যার কথা বলেছেন।
III. “জীবনযুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী” – বলেছেন হার্বার্ট স্পেনসার।
IV. আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন কান্ট।

(A) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
(B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(C) (I) – F, (II) – F, (III) – F, (IV) – T
(D) (I) – T, (II) – T, (III) – T, (IV) – F
C. (I) – F, (II) – F, (III) – F, (IV) – T

34. “Fundamentals of Sociology” গ্রন্থটির লেখক হলেন —

ম্যাকেঞ্জি
গিসবার্ট
প্লেটো
ম্যাকাইভার
B. গিসবার্ট

35. ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ পালিত হয় —

5 জুন
22 এপ্রিল
21 ফেব্রুয়ারী
5 সেপ্টেম্বর
B. 22 এপ্রিল

36. “জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য।” – এটি বলেছেন —

লক
দেকার্ত
অ্যারিস্টটল
হিউম
B. দেকার্ত

37. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর” – কে বলেছেন?

লক
বার্কলে
মিল
দেকার্ত
B. বার্কলে

38. “সবকিছু ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু” – একথা বলেছেন —

ডেকার্ট
লক
স্পিনোজা
লাইবনিজ
C. স্পিনোজা

39. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না” – একথা বলেছেন —

লক
বার্কলে
হিউম
লাইবনিজ
A. লক

40. শূন্যস্থান পূরণ করো:
মুখ্য গুণ ও গৌণ গুণ-এর পার্থক্য অস্বীকার করেন দার্শনিক।

লক
বার্কলে
দেকার্ত
হিউম
B. বার্কলে
📢 গুরুত্বপূর্ণ বার্তা

আমাদের লক্ষ্য সবসময় শিক্ষার্থীদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা। তবুও অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে গেলে, আমরা চাই সেটি যেন দ্রুত সংশোধন করা হয়।

যদি উপরের পোস্টটিতে কোনো ভুল বা অসঙ্গতি খুঁজে পান, অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন। আপনার সহযোগিতা আমাদের জন্য অমূল্য — কারণ আমরা চাই না কোনো শিক্ষার্থী ভুল শিখুক।

মনে রাখবেন: আপনার দেওয়া ছোট্ট একটি মন্তব্য অনেকের শেখার পথ সঠিক রাখতে সাহায্য করবে।

Shares:

Related Posts

Higher-Secondary-Education-Question-Paper-PDF-2023
Class 12

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023

Higher Secondary Education Question Paper PDF 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র PDF 2023 এই নিবন্ধে আমরা জানবো 2023 সালের উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। আশা করি তোমরা যারা এই বছর উচ্চমাধ্যমিক
Class 12 Semester 3 Mathematics Chapter 01 MCQ Question Answer
Class 12

Class 12 Semester 3 Mathematics Chapter 01 MCQ Question Answer | উচ্চমাধ্যামিক সেমিস্টার ৩ গনিত অধ্যায় ০১ সমন্ধ ও চিত্রণ বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

Class 12 Semester 3 Mathematics Chapter 01 MCQ Question Answer উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ৩ এর গণিতের প্রথম অধ্যায় থেকে বহুবিকল্পধর্মী প্রশ্ন (MCQ) শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে
Class 12 Semester 3 Physics Chapter 01 MCQ Question Answer
Class 12

Class 12 Semester 3 Physics Chapter 01 MCQ Question Answer | উচ্চমাধ্যামিক সেমিস্টার ৩ পদার্থবিদ্যা অধ্যায় ০১ স্থির তড়িৎ বহুবিকল্পধর্মী প্রশ্ন উত্তর

Class 12 Semester 3 Physics Chapter 01 MCQ Question Answer উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ৩ এর পদার্থবিদ্যার প্রথম অধ্যায় স্থির তড়িৎ থেকে বহুবিকল্পধর্মী প্রশ্ন (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন। এই অধ্যায়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *